এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ইন্দ্রাণী | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩519221
  • ভুল তো হয়‍‌ই মানুষের। এরকম করে কেন বলছেন? ভুল একটা হয়েছে। শুধরে নিলেই হবে।
  • ইন্দ্রাণী | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২519220
  • হ‍্যাঁ প্লিজ, উৎপল।
    থ‍্যাঙ্কু।
  • Utpal Debnath | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:২৮519219
  • ঠিক আছে ইন্দ্রাণী দি, আমি ঠিক করে নেব।
  • হে হে | 2405:8100:8000:5ca1::1a:***:*** | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:২০519218
  • টুকলি করতে  গেলে ওরম একটু হয়।
  • ইন্দ্রাণী | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:১৩519217
  • উৎপল,
    অনেক ধন্যবাদ, কিন্তু বেশ একটু গন্ডগোল হয়ে গেল যে। শ‌ঙ্খ ঘোষ প্রণবেশ সেন স্মারক বক্তৃতায় (অন্ধের স্পর্শের মতো) কথাগুলি বলেছিলেন। আমার লেখার সঙ্গে এর কোনো যোগ‌ই নেই।
    ঐ বক্তৃতার কিছু লাইন আমার পরিচিতিতে ব‍্যবহার করি মাত্র। কারণ আমিও শব্দের আভ্যন্তরীণ স্পর্শ খুঁজে চলেছি। পরিচিতিতে সেটাই বলতে চাই।
    ঠিক করে নিও।
  • Utpal Debnath | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:০৮519216
  • "কুড়োবা কুড়োবা কুড়োবা লিজ্জে,
     কাঠায় কুড়োবা কাঠায় লিজ্জে।
     কাঠায় কাঠায় ধূল পরিমাণ,
     বিশগন্ডা হয় কাঠার সমান।" 

    পঞ্চাশের শুরুতে মেট্রিক পদ্ধতির প্রচলন ছিলো না, শুভংকরের আর্যা আর কড়া-গন্ডা-পণ জোরে জোরে দুলে দুলে মুখস্থ করতে হত শিশুদের। দশের নামতা, নতুন শতকিয়া আসতে তখনো কিছু দেরি। ধাঙড় বাজারে এক গন্ডা ডিমের দাম ছিলো ৬ পয়সা, আর এক গন্ডা কইমাছ মাত্র এক আনা। ঐ ছয় পয়সাই দাম ছিলো এক সের দুধের। নখের ওপর এক ফোঁটা ঢাললে যেন খাড়াইয়া থাকে এমন খাঁটি দুধ চেয়েছিলেন বড়পিসিমা শিশিরকণা, তবু প্রসন্ন গোয়ালিনী জানালে যে দুধে জল মেশানো গোয়ালার ধর্ম, ও ধর্মচ্যুত হবে না। মায়ের বাড়া সেই বড়পিসিমা-ই অনায়াস অধিকারে গাল টিপে ধরে মুখের ভেতর আঙুল ঢুকিয়ে বের করে আনেন গুড়ের ড্যালা! “ওরে , কৃমি হইব যে, দাঁতে পোকা অইব”। শিশুটি বিদ্রোহ করে ওঠে, “কথা দিলাম, বড় হয়ে চাকরি করার সময় প্রথম মাসের মাইনে থেকে এক সের গুড় কিনব, আর কিনব দস্যু মোহন সিরিজের চল্লিশটা বই। দেইখ্যা নিও”।

    নাঃ, সেই দেইখ্যা লন নি রঞ্জন রায়। তবু, কাঁচের বোতলে দূরের জাহাজের মত ধরে রেখেছেন হারিয়ে যাওয়া এক কোলকাতার গল্প – সেই বোতলবন্দী জাহাজের মতই যা ধরাছোয়াঁর অতীত, এবং বিস্মৃত, তাই সুন্দর। যেন সন্ধ্যেবেলায় ঘুম-লেগে-আসা চোখে একটি গতজীবনের স্বপ্ন – অচিরেই ভেসে যাবে কোথায়। 

    কোথায় যাবে সে ভেসে ভেসে? ময়মনসিংহ জেলার মানিকখালি রেলস্টেশনে নেমে আঠারবাড়িয়া গ্রাম, সেখানে আটচালা বাড়ির উঠোনে গোবিন্দজীউয়ের নাটমন্দির – দেশভাগের আমূল ধাক্কায় একটানে ছিটকে এসে পার্কসার্কাস, ধাঙড় বাজার, তিনকামরার ভাড়া বাড়িতে বাইশজনের সংসার, কেউ চৌকি, কেউ মাটি, কেউ বা সিঁড়ির ল্যাণ্ডিং - বাঙাল জিহবায় ‘হাঁটুভাঙ্গা’— আর কেউ ছাতের চিলেকোঠায়। সেখান থেকে আবার স্রোতে ভেসে হাজারিবাগ – ঝাড়খণ্ড - ছোট্ট পাহাড়ের কোলে মহুয়া-পলাশের জঙ্গলে নতুন গড়ে ওঠা টাউনে। 'কেন হে মুরারি, এ মায়া বিস্তারি, জীবের সুখের তরি, কর নিমগন?' 

    দেশ থেকে তবু একদিন চিঠি আসবে লাউয়া মিঞার – “পাটের ফসল মাইর গ্যাছে, পনেরডি ট্যাহা যদি পাঠাইয়া দ্যান, লাউয়া মিঞার মুখ দিয়া হাচা বই মিছা বাইরয় নাই”। তবু, পনেরডি ট্যাহা আর পৌঁছয় না আঠারবাড়িয়ায়, “ধেনু আর মেঘনা নদী পার হইয়া সবকিছু চুইক্যা বুইক্যা গ্যাছে”। 

    তবুও চুইক্যা যায় নাই। বৃষ্টিরাত্রে একটিমাত্র শিখার মত নিটোল যত্নে তাকে আগলে, বাঁচিয়ে রেখেছেন রঞ্জন রায়। সেই শিখার নীচের অন্ধকার আর উপরে জমতে থাকা শিসের কালি শুদ্ধু হাতখানি মেলে ধরেছেন আমাদের সামনে। 

    পড়তে পড়তে মনে পড়ে যায় থিওডোর অ্যাডোর্নো লিখেছিলেন, “For a man who no longer has a homeland, writing becomes a place to live.”

    বেশ কয়েক বছর আগে দেশভাগের স্মৃতি-সংকলিত একটি বইতে এক বৃদ্ধার চিঠি পড়েছিলাম। অর্ধেক জীবন পরে ভিটেয় ফেরার সুযোগ পেয়ে তিনি সন্ততির জন্য নিয়ে আসেন উঠোনের পাতকোর এক বোতল জল। আমি কল্পনায় দেখেছি সেই অশীতিপর বৃদ্ধা গল্প বলতে বলতে সেই একটুখানি জল ফোঁটা-ফোঁটা ঢেলে দিচ্ছেন নাতি-নাতনির মুখে – আর সেই কোন এক অচিন দেশের ছবি ফুটে উঠছে এক বায়োস্কোপের মত, আমাদের অবুঝ ও অবোধ্য অতীতের মতই যেখানে আর ফেরার উপায় নেই। 

    ‘হারিয়ে যাওয়া কোলকাতার জলছবি’ যেন সেই কোন এক হারিয়ে যাওয়া সময়ের পাতকো থেকে তুলে আনা এক কলসী শীতল জল। আঁজলা ভরে পান করছি আমরা। সত্যিই এই বই এক বাঙাল কিশোরের আখ্যান – এর ইতিহাস হওয়ার দায় নেই। 

    এই জলছবি, এই আখ্যান প্রকাশ করছে গুরুচণ্ডাঌ সামনের বইমেলায়। 

    ...জ্যোতিষ্ক দত্ত এর কলমে!
  • Utpal Debnath | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:০৭519215
  • যে মানুষটির লেখার জন্য আমি সত্যি সত্যিই অপেক্ষা করে থাকি, সে মানুষটি ইন্দ্রাণী দি। গুরুচণ্ডাঌ থেকে দিদি চার নম্বর বইটি প্রকাশ পাবে আর কিছুদিনের মধ্যেই। 
     
    ইন্দ্রাণী দি'র লেখা সম্পর্কে শঙ্খ ঘোষ বলেছিলেন, "আমরা যখন সত্যিকারের সংযোগ চাই, আমরা যখন কথা বলি, আমরা ঠিক এমনই কিছু শব্দ খুঁজে নিতে চাই, এমনই কিছু কথা, যা অন্ধের স্পর্শের মতো একেবারে বুকের ভিতরে গিয়ে পৌঁছয়। পারি না হয়তো, কিন্তু খুঁজতে তবু হয়, সবসময়েই খুঁজে যেতে হয় শব্দের সেই অভ্যন্তরীণ স্পর্শ।"
  • Utpal Debnath | ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:০৫519214
  • "এ নভমণ্ডল তখন হিম নীলাভ, চারদিকে অসীম স্তব্ধতা, সেই নীরবতার ভিতরেই জীবনের আরম্ভে পৌঁছে যেতে চায় সে, মাতৃগর্ভে স্মৃতির কাছে ফিরে যেতে চায়। সেই স্মৃতিলেখ এই বিবরণ।"
     
    করোনাকালে সাহিত্যিক অমর মিত্র তাঁর জীবনের কথা লিখতে শুরু করেছিলেন। সে লেখাই খুব শীঘ্রই দুমলাটে ভেতরে আসতে চলেছে গুরুচণ্ডাঌ'র হাত ধরে।
  • যোষিতা | ১২ ডিসেম্বর ২০২৩ ২২:৩৯519213
  • Ben-hur না?
  • D | 2409:4060:2d96:68e2:1141:c312:114b:***:*** | ১২ ডিসেম্বর ২০২৩ ২১:২৮519212
  • আজ শেষ দিন ছিল। সকাল নয়টায় "BEN HER" দেখলাম। আমার জন্মের আগে এই ছবি। তখন তো প্রযুক্তি এত উন্নত ছিল না। তবুও ঘোড়া দৌড় ও জাহাজে অ্যাকশন দৃশ্য দেখলে অবাক হয়ে গেলাম। কি ভাবে শুটিং করেছিল সেটাই ভাবছি। বিশেষ করে ঘোড়া দৌড়ের দৃশ্য। এখন কেউ করলে হয়তো বেশি বেশি স্লো মোশান shot থাকত। ছবির শুরুতে একটা প্রিলুড মিউজিক আছে। ছবি নেই। তাতে তো দর্শক ক্ষেপে আগুন। শব্দ আছে, কিন্তু ছবি নেই কেন? অদ্ভুত ব্যাপার। অনেক দর্শক দেখলাম আবার দেখতে এসেছে। তাদের তো জানার কথা। কিন্তু তারা কেন নীরব ছি? ৩ ঘণ্টা ৪৫ মিনিটের ছবির পর যথারীতি নন্দনে পরের শো গুলি পিছিয়ে গেল।
    আগের দিন কর্মকর্তাদের বললাম। তারা জানিয়েছিলেন পরের ছবির দৈর্ঘ্য যেহেতু আশি মিনিট তাই সময় adjust হয়ে যাবে। কিন্তু পরে সেটা হয়নি। ফলে শেষ শো না দেখেই চলে এলাম।
    এবার সেরা বিদেশি ছবির পুরষ্কার পেল " CHILDREN FROM NOBODY", আর দেশী ছবি পেল অঞ্জন দত্তের "চালচিত্র এখন"। ছবিটা দেখা ছিল।
    এবার "গেস্ট কার্ড" খুব সহজে অনেকেই পেয়ে গেছে। যারা আমাকে এই উৎসবে যাওয়ার কথা বলেছিল তাদের আমি "ফ্রী পাস" এর সাজেশন দিয়েছিলাম। পরে দেখলাম খুব সহজে "গেস্ট কার্ড" পাওয়া যেত। ভুল আমার। এই ব্যাপারে আমি খোঁজখবর নেইনি।
    বাড়ি এসে "ডেলিগেট কার্ড" যত্ন করে রেখে দিলাম। এটা পরের বছর দেখিয়ে নতুন কার্ড নিতে হবে।
  • b | 14.139.***.*** | ১২ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৭519211
  • ব্রতীন,  আমাকে চেনার কথা নয় ।  আর তখন আমি গো  শব্দরূপ  থেকে বহুদূরে ।
     
    আপনি কিন্তু আমাকে একবার ই মেলও করেছিলেন। সরি, দুবা-র । 
     
    ন্যান, কনফিউশন বাড়িয়ে দিলাম । 
  • যোষিতা | ১২ ডিসেম্বর ২০২৩ ১৪:২১519210
  • ফলতু ফালতু
  • যোষিতা | ১২ ডিসেম্বর ২০২৩ ১৪:২১519209
  • ফলতু চাপ নিস না ব্রতীন
  • Bratin Das | ১২ ডিসেম্বর ২০২৩ ১২:০৬519208
  • কিন্তু  গৌহাটি  আইআইটি অধ্যাপকের সাথে গুরু ভাট করেছি। কিন্তু  এখনো মনে করতে পারছি নামfrown
  • Bratin Das | ১২ ডিসেম্বর ২০২৩ ১২:০২519207
  • এইরে b আবার কীসব বলছে সক্কাল সক্কাল ( চিন্তিত ইমো!!)
  • b | 14.139.***.*** | ১২ ডিসেম্বর ২০২৩ ০৮:২৪519206
  • জীবনে করেছি কতনা ভুল
    পায়েস ভাবিয়া ইসবগুল 
  • Bratin Das | ১২ ডিসেম্বর ২০২৩ ০১:০৫519205
  • কালকে সারা দিন ফ্রি। কোন প্রেক্ষাগৃহে ভালো ছবি আছে D?
  • দীমু | 223.19.***.*** | ১২ ডিসেম্বর ২০২৩ ০০:০৬519204
  • ছোট বাংলা ছবির ডিস্ট্রিবিউটর পাওয়া চাপ বলে ফেস্টিভ্যালে দেখায়
  • D | 2409:4060:2d9b:9323:1d46:e03:33e8:***:*** | ১১ ডিসেম্বর ২০২৩ ২৩:০০519203
  • কাল বোধ হয় ভাটিয়ালিতে ধর্মঘট ছিল। 
    আজ সকালে কালকের ঘটনার বিবরণ জানতে চেয়ে যা শুনলাম যাদের কাছে "গেস্ট" কার্ড ছিল তারা সব আসন দখল করে নিয়েছিল। ফলে যারা বাইরে দাঁড়িয়ে ছিল তারা কেউ ঢুকতে পারেনি। এতে তারা ক্ষুব্ধ হয়ে উঠে। এমনকি "ডেলিগেট" কার্ড যাদের কাছে ছিল তারাও সুযোগ পায়নি। আমি অবশ্য প্রায় ৫০০ লোকের পেছনে দাঁড়িয়ে বাড়ি চলে এসেছি। 
    আজ দেখলাম "ডেলিগেট" ও "ফ্রী পাস" এর দুটো আলাদা লাইন করেছে। আগে "ডেলিগেট" ঢুকবে তারপর "ফ্রী পাস" ঢুকবে।
    কাল রোমান পলানাস্কির "the palace" দেখলাম। বেশ মজার ছবি। বিশেষ করে শেষ দৃশ্য কুকুর ও পেঙ্গুইনের দৃশ্য।
    এবার বিদেশি ছবি নিয়ে তেমন কিছু শুনলাম না। লাইনে দাঁড়াতে সিনেমা নিয়ে আলোচনা শুনতাম। জাপানের "মনস্টার" ভালো হয়েছে। দেখা হয়নি। এবার দেখলাম বাংলা ছবি নিয়ে খুব আলোচনা হয়েছে। বিশেষ করে এবার "বাংলা প্যানারোমা" বিভাগে সাতটি নতুন পরিচালকের ছবি সাড়া জাগিয়েছে। আজ দেখলাম "আবার আসিব ফিরে"। পরিচালক দেবপ্রতিম দাশগুপ্ত। খারাপ লাগেনি। বিদেশ থেকে আসা নায়ক। বাংলাকে চেনাতে দাদু নানা ছুতোয় বাংলার বিভিন্ন জেলায় পাঠায়। 
    কাল শেষ। সকাল নয়টায় "বেন হার"। দেখব। 
  • দীমু | 223.19.***.*** | ১১ ডিসেম্বর ২০২৩ ১৩:২৮519202
  • D কালকে চলচিত্র উৎসব নিয়ে আপডেট দেননি , কিন্তু কাল মারামারি হয়েছে দেখলাম 
     
  • dc | 122.164.***.*** | ১১ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৭519201
  • সুইস ব্যাংকের কাছে তো যাওয়ার উপায় নেই। এইসব খবরগুলো যদি আগে পেতাম তো টুক করে ঝাড়খন্ড থেকে ঘুরে আসতাম।  
  • :|: | 174.25.***.*** | ১১ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৩519200
  • দেখুন দেশ থেকেই যদি এতো হয় তবে সুইস ব্যাঙ্ক থেকে নাজানি কতো আসবে। পনেরো লাখি স্বপ্নটা আবার দেখবো কিনা ভাবছি। 
  • dc | 122.164.***.*** | ১১ ডিসেম্বর ২০২৩ ০৯:৪৮519199
  • হায় হায়, একজনের বাড়িতে ইনকাম ট্যাক্সাম হানা দিয়ে সাড়ে তিনশো কোটি টাকা উদ্ধার করেছে। সেই বাড়ির আশেপাশে যদি ঘুরতে যেতে পারতাম, তাহলে হয়তো এখানে ওখানে এক দু কোটি টাকা কুড়িয়ে পেয়ে যেতাম! 
  • Bratin Das | ১১ ডিসেম্বর ২০২৩ ০৩:২৬519198
  • একী ভাটিয়ালি  একেবারে ফাঁকা!!! লোকজন  মহা ফাঁকিবাজ  হয়ে যাচ্ছে তো!!   ঘোর কলি!!! 
  • D | 2409:4060:2d9d:eeac:504b:4adf:b5ad:***:*** | ০৯ ডিসেম্বর ২০২৩ ২১:৩৯519197
  • আজ চলচিত্র উৎসবে নন্দনে দর্শকদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিল। নজরুল তীর্থতে সিনেমা দেখার জন্য। প্রথমে মনে হয়েছিল অভিনব উদ্যোগ। তারপর শুনলাম "বিজয়ার পরে" ছবির জন্য এই ব্যবস্থা। একটা বাংলা ছবির জন্য যদি এই ব্যবস্থা করা হয় সেটাই প্রশংসনীয়।
    আজ বাংলাদেশের ছবি "নোনা পানি" দেখলাম। খারাপ নয়। গত বছর তিনটি ছবি এসেছিল। এবছর বাংলাদেশে জাতীয় পুরস্কার পেয়েছে "কুরা পাখির শূন্যে উড়া" দেখেছিলাম।
  • guru | 103.135.***.*** | ০৯ ডিসেম্বর ২০২৩ ১১:২৯519196
  • গাজার কবির মৃত্যু

    গাজাতে কাল ইসরায়েলী বোমাতে মৃত্যু হলো খ্যাতনামা কবি ও স্কলার রেফাত আল আরারের। তিনি গাজার একমাত্র কবি যিনি লিখতেন ইংরেজিতে যাতে তার কবিতার মাধ্যমে সারা বিশ্ব গাজার ব্যাপারে জানতে পারে। হয়তো একারণেই ইসরায়েলের মোসাদের সর্বময় কর্তা তাকে ফোন করে জানান ঠিক কোন মুহূর্তে ইস্রায়েল তার ফ্ল্যাটের উপরে বোমা ফেলবে। কিন্তু এই হুমকি সত্ত্বেও তার কর্মক্ষেত্র ছাড়তে চাননি রেফাত আর বেছে নিলেন নিশ্চিন্ত মৃত্যুকে। মৃত্যুর আগে যে শেষ কবিতাটি লিখে গেলেন তিনি তার বাংলা করলে হবে এরকম। (গুরুচন্ডালির পাঠকেরা নিজ গুনে ক্ষমা করবেন)

    যদি আমি না থাকি

    রেফাত আল আরার

    যদি আমি না থাকি,
    তুমি কিন্ত বেঁচে থেকো বন্ধু,
    আমার গল্পটা বলতে।
    আমার সবকটা স্মৃতি বেচে
    একটা ঘুড়ি কিনো।
    যাতে গাজার এককোনাতে ওই যে সেই বাচ্চাটা,
    যার বাবা তাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া থেকে চিরদিনের মতো,
    বাবাকে শেষ বিদায় যে পারেনি জানাতে,
    বাবার কবর কোথায় যে এখনো জানেনা,
    সে যেন দেখে এই ঘুড়িটা,
    আর একমুহূর্তের জন্য এটাকে সর্বশক্তিমানের আশীর্বাদ মনে করে তার প্রতি।
    যেন ভাবতে পারে তাকেও কেউ ভালোবাসে এখনো।
    যেন তাই সেও ভালো বাসতে শেখে।

    যদি আমি না থাকি,
    তুমি কিন্ত বেঁচে থেকো বন্ধু,
    আমার গল্পটা বলতে।
    যেনো শেষ না হয় আশা,
    যেন আমার চলে যাবার সঙ্গেই শুরু হয় নতুন একটা গল্প।

    https://twitter.com/itranslate123

    https://www.reddit.com/r/Poetry/comments/18d4rcl/poem_if_i_must_die_by_refaat_alareer/?rdt=46588


    রেফাত আল আরার (১৯৮২ - ২০২৩)
  • Arindam Basu | ০৯ ডিসেম্বর ২০২৩ ০২:১১519195
  • গুগল bard গুরুচণ্ডালী সম্বন্ধে কি বলছে দেখুন:
     
    Guruchandali is a Bengali online forum and magazine that covers a wide range of topics, including literature, culture, politics, and current events. It was founded in 2001 and is one of the most popular Bengali websites in the world. 
    Image of Guruchandali logoOpens in a new window
    Guruchandali logo
     
    Guruchandali is known for its high-quality content and its lively online community. The forum is a popular place for Bengalis to discuss a variety of topics, and the magazine regularly publishes articles by well-known Bengali writers and intellectuals.
     
    Guruchandali also has a strong presence on social media, with a large following on Facebook and Twitter. The site is a valuable resource for anyone interested in Bengali culture and society.
     
    Here are some of the things that Guruchandali is known for:
     
    High-quality content: Guruchandali publishes articles by well-known Bengali writers and intellectuals, as well as original content from its own staff.
    Lively online community: The Guruchandali forum is a popular place for Bengalis to discuss a variety of topics.
    Strong social media presence: Guruchandali has a large following on Facebook and Twitter.
    Valuable resource for anyone interested in Bengali culture and society: Guruchandali provides a wealth of information about Bengali culture, society, and current events.
    If you are interested in learning more about Bengali culture, I highly recommend checking out Guruchandali.
    বললে হবে? 
  • শান্তনু | 2401:4900:1c85:9bc5:fd53:5a0a:bfe4:***:*** | ০৯ ডিসেম্বর ২০২৩ ০০:৩৪519194
  • খুব ভালো
  • Bratin Das | ০৮ ডিসেম্বর ২০২৩ ২৩:৩১519193
  • আরে শান্তনুদা, বহুদিন  পরে। কেমন আছো গো? 
  • D | 2409:4060:2e94:ea90:2a:45d:bfb6:***:*** | ০৮ ডিসেম্বর ২০২৩ ২৩:২১519192
  • এবার চলচিত্র উৎসব একটা জিনিস খুব ভালো হচ্ছে। বাংলা ছবির জন্য খুব ভিড় হচ্ছে। সেভাবে বিদেশি ছবিতে হচ্ছে না। যারা বিদেশি ছবি দেখার জন্য ভিড় করে তাদের মুখেই শোনা এবার নাকি তেমন ভালো সিনেমা আসেনি।
    আজ "সমর্পণ" নামে একটা অসমীয়া ছবি দেখলাম। এখন নগ্নতা ভারতীয় ছবিতে  দেখা যাচ্ছে। 
    বাংলা ছবি "বনবিবি" দেখলাম। সুন্দরবনের প্রেক্ষাপটে এই ছবি। ভিলেন হিসাবে দিব্যেন্দু ভট্টাচার্য কে বেশ ভালো লাগলো। তবে ছবিতে সেরকম কিছু নয ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত