এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ৩০ আগস্ট ২০২৩ ০০:০৬516865
  • π | ২৯ আগস্ট ২০২৩ ২৩:৫০516864
  • কোন এক বঙ্গভাষী চোপরার লেখা, আরেক চোপরাকে,  বা বলা ভাল চোপরা পরিবার নিয়ে।
     
    আবেগের অন্যপান বেশি হলেও লেখাটা ভাল লাগল ( এই বাজারে, এই দিনকালে, এই হোয়াপ ইউনির অমৃতকালে এরকম কন্টেন্ট পাওয়াটা অপ্রত্যাশিতই )  , চোপরার কীর্তি এবং চোপরামাতার কথা যে অসম্ভব ভাল লাগল, সে বলা বাহুল্য। আবারো  এই বাজারে ই:।
     
    "নীরজ চোপড়া এবং আর্শাদ নাদিম - এক ব্যতিক্রমী ভারত-পাক লড়াইয়ের নিদর্শন ❤️

    "2022 কমনওয়েলথ গেমসে চোটের জন্য অংশ নিতে পারেননি নীরজ। তখন আর্শাদ নাদিম বলেছিলেন যে নীরজ তার ভাইয়ের মতো, তাকে মিস করছেন আর্শাদ। জবাবে নীরজও তাকে 'ভাই' সম্বোধন জানিয়ে টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানান। শেষমেশ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতেন আর্শাদ।

    কেটে গেছে প্রায় এক বছর। এবার বিশ্ব অ্যাথিলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন থ্রো-তে সোনা জিতলেন নীরজ এবং রুপো জিতলেন আর্শাদ। ইভেন্ট শেষে আর্শাদ বললেন, তিনি নীরজের জন্য খুশি। ভারত এবং পাকিস্তান 1 এবং 2 নম্বরে শেষ করল। পরবর্তী অলিম্পিক্সেও এমনটা হোক, এটাই চান তিনি।

    চিরপ্রতিদ্বন্দ্বী দেশের অ্যাথলিট হওয়া সত্ত্বেও দু'জনের মধ্যেই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং দু'জনেই এক অপরকে যেভাবে শ্রদ্ধা করেন, তা সত্যিই দৃষ্টান্ত স্থাপন করে। নীরজও জিতেছেন, আর্শাদও জিতেছেন, জিতেছে দক্ষিণ-এশিয়ার অ্যাথলেটিক্স ❤️"
     
  • kc | 188.236.***.*** | ২৯ আগস্ট ২০২৩ ২৩:২০516863
  • আমাদের মত ল্যাদখোরেরা বিভিন্ন পিএমএসে ফেলে রাখে, কিছুটা ওয়েলথ ম্যানেজারের বানানো পিএমএস, কিছুটা নামকরা পিএমএস, অ্যাকসিস, মার্সেলাস ...এরকম। ওরাই মার্কেট বুঝে ডেট আর ইক্যুইটিতে ভাগ করে, শিফট করে, বছরের শেষে ক্যাপিট্যাল গেইনের উপর ট্যাক্সও ক্যালকুলেট করে দেয়। তার বেসিসে ট্যাক্স ফাইল করার পর রিটার্নও চলে আসে। হঠাৎ বিশাল কিছু হয়না, তবে মডেস্ট গ্রোথ থাকে, বিশাল কিছু ঝারও যায়না। তার আগেই সুইচ করিয়ে দেয়। এছাড়া একটা ম্যাক্স আছে, তার থেকে মাসে কিছু পাওয়া শুরু হয়েছে, সেটাকে সোজ্জা সিপ্।
     
    এই বেশ ভালো আছি। 
  • রত্নসভা | 185.22.***.*** | ২৯ আগস্ট ২০২৩ ২৩:০১516862
  • মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, সুবোধ সরকার, আবুল বাশার, সুগত বসু, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষ, প্রচেত গুপ্ত, রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়ের মতো শিল্প-সাহিত্য জগতের বিশিষ্টরা। পাশাপাশি ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদারাও। ছিলেন সংবাদমাধ্যম, বাণিজ্যিক সংগঠন, রাজনৈতিক দল এমনকি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রধানেরাও।
     
    জয় বলেন, ‘‘এ ব্যাপারে মুখ্যমন্ত্রী যে পথে চালিত করবেন, আমি তাকেই সমর্থন করব।’’ নৃসিংহপ্রসাদ বলেন, ‘‘বাংলার ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে যে দিন রবীন্দ্রনাথ বাংলার সমস্ত মানুষকে পরষ্পরকে রাখি বাঁধার প্রস্তাব দিয়েছিলেন, সে দিন বাংলায় সমস্ত জাতি সমস্ত বর্ণের মানুষ সানন্দে উৎসবে যোগ দিয়েছিলেন, তাই রাখিপূর্ণিমার দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করলে ভাল হয়।’’ পরে কামতাপুরী অ্যাকাডেমির বাজলে রহমান পশ্চিমবঙ্গ দিবসকে ‘বাংলা দিবস’ হিসাবে পালন করার প্রস্তাব দিলে, তাকে সমর্থন করেন নৃসিংহপ্রসাদ। তিনি জানান, বাংলা থেকে ‘পশ্চিম’কে বাদ দেওয়াই ভাল। কবি সুবোধ সরকার জানান, পয়লা বৈশাখ দিনটি সমস্ত বাঙালির আবেগকে প্রতিফলিত করে। তাই ওই দিনটিই বাছা হোক। সাহিত্যিক আবুল বাশারও পয়লা বৈশাখকেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করার পক্ষে মত দিয়েছেন।
     
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ২২:২৩516861
  • প্যান্ডেমিকের সময় জুম ভাটে এখানে একজন বলছিলেন, বছর পাঁচেক আগে তিনি আমেরিকার স্টক মার্কেটের দোকান থেকে কয়টি টেসলা ফুলের কুঁড়ি কিনেছিলেন, সেগুলি এখন বিকশিত হয়ে তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর বাগানের শোভাবর্ধন করছে।
    তাই শুনে একজন মন্তব্য করলেন, স্টক বাগানের হর্টিকালচার স্কিল তাহলে তুমি শিখে ফেললে, আমাদেরও একটু শিখিয়ে দাও ভাই।
    তাতে তিনি বললেন - না হে, ওটা পুরো গপ্পো নয়, আরও কত কুঁড়ি যে শুকিয়ে গেল, সেদিকে তাকালে বুকের একটা সাইড হু হু করে ওঠে।
  • &/ | 151.14.***.*** | ২৯ আগস্ট ২০২৩ ২২:১৩516860
  • হুতেন্দ্র, বলতে চান যে বাগানের খোয়াবে আপনি মাধব মাশুক? ঃ-)
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ২১:৩৫516859
  • গুরু,
    এই যে একটা রিপোর্ট (আরও আছে সার্চ করলে বেরোবে), ডেটা সোর্স বলছে মূলত ফেডারেল রিজার্ভ -
    https://www.fool.com/research/how-many-americans-own-stock/

    আর... কত % কীভাবে ... জানি না... মাস আনি মাস খাই.. সবই মায়া...
  • r2h | 165.***.*** | ২৯ আগস্ট ২০২৩ ২১:২৫516858
  • কাছাকাছি সময় কিছু ক্রিপ্টোকারেন্সিও কিনেছিলাম, চড়্চড় করে উঠে হুড়মুড় করে পড়ে গেছে। স্টক এবং ক্রিপ্টো বিষয়ে আমি বিগতস্পৃহ ও নিরুদ্বিগ্নমনা, কিন্তু জামবাগানের খোয়াবে আমি, সেদিন মালঞ্চীর ইশকে মাধব মাশুক শুনে মনে হল কথাবার্তায় একটু যাবনী মিশাল দেওয়া কর্তব্য।
  • r2h | 165.***.*** | ২৯ আগস্ট ২০২৩ ২১:১৯516857
  • ডিসি, হ্যাঁ, আমার ঐ পরীক্ষামূলক কেনাকাটায় শুধু স্টক, নানান দোকানের। তাদের মধ্যে কিছু একেবারে মুমূর্ষু ছিল সেই সময়।

    গুরু, বাওবাবের আর দর কী, সে হুগলি জেলাতেই আছে বোধহয়, আসল হল টাকামা টিমা টিটাকা।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ২০:৪২516856
  • সেনসেক্সের ভোলাটিলিটির একটা ধারনা পাওয়া যেতে পারে নীচের গ্রাফগুলোর থেকে (সবকটা গ্রাফের ডেটা এখান থেকে নিয়েছিঃ https://kunaldesai.blog/sensex-returns/)
     
    প্রথমে দেখুন এই গ্রাফটা, এক বছর থেকে আরেক বছরে রিটার্ন কতোটা ভ্যারি করছে আর বেশ কয়েকটা বছরে নেগেটিভ রিটার্ন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশান .৪৯ 
     
    এবার দ্বিতীয় গ্রাফ, পাঁচ বছরের হরাইজন। নেগেটিভ রিটার্ন মাত্র দুটো পিরিয়ডে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশান .১৩, অর্থাত ভোলাটিলিটিও প্রথম গ্রাফের তুলনায় অনেকটা কম।
     
    এবার তৃতীয় গ্রাফ, দশ বছরের হরাইজন। নেগেটিভ রিটার্ন একটা পিরিয়ডে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশান .08, অর্থাত ভোলাটিলিটি মোটামুটি দ্বিতীয় গ্রাফের মতো বা একটু কম। অর্থাত চার বা পাঁচ বছরের হরাইজনে ইনভেস্ট করলে লাভের সম্ভাবনাও বেশী, হোল্ডিং পিরিয়ডও খুব বেশী না। 
     
     
     
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ২০:৪২516855
  • "চার বছরে দেখলাম ঐ টাকা ৩৭০% বেড়েছে" - লং টার্ম ​​​​​​​ইনভেস্টমেন্ট ​​​​​​​নিয়ে ​​​​​​​ইনভেস্টোপেডিয়া ​​​​​​​কি ​​​​​​​বলছে ​​​​​​​দেখা ​​​​​​​যাকঃ 
     
    A long-term investment strategy entails holding investments for more than a full year. This strategy includes holding assets like bonds, stocks, exchange-traded funds (ETFs), mutual funds, and more. Individuals who take a long-term approach require discipline and patience, That's because investors must be able to take on a certain amount of risk while they wait for higher rewards down the road.

    Investing in stocks and holding them is one of the best ways to grow wealth over the long term. For example, the S&P 500 experienced annual losses in only 11 of the 47 years from 1975 to 2022, demonstrating that the stock market generates returns much more often than it doesn't.
     
    তাহলে লঙ টার্মে প্রফিট করার সম্ভাবনা বেশী, তবে এটাও ঠিক যে লংগার হরাইজন হলেও পোর্টফোলিওটা ডাইভার্সিফায়েড হতে হবে। শুধু স্টক দিয়ে পোর্টফোলিও বানালেও, নানান সেক্টর থেকে অন্তত আট নটা কোম্পানির স্টক কেনা উচিত যাতে দশ বছরে একটা সেক্টর বা দুতিনটে কোম্পানি ঝাড় খেলে অন্য সেক্টর বা কোম্পানি সেটা কমপেন্সেট করতে পারে। 
  • guru | 2409:4060:28a:adbe:aac6:497e:9485:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ২০:০৩516854
  • @লসাগুদা , আচ্ছা USA এর শেয়ার মার্কেট এর তথ্য গুলো পেলেন কোত্থেকে ?? আপনার কথা যদি সত্যি হয় তাহলে ১ পার্সেন্ট হবার উপায় কী ?? 
  • guru | 2409:4060:28a:adbe:aac6:497e:9485:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৯:৫৯516853
  • @r2h বাওবাব কত যাচ্ছে আজকাল ? আমার এতো কিছুই চাইনা শুধু একটিবার মন খুলে পাশের পড়শী দেশ গুলো একবার  ঘুরতে চাই 
  • r2h | 165.***.*** | ২৯ আগস্ট ২০২৩ ১৯:২৫516852
  • আহ, দশ লাখ টাকা একস্ট্রা থাকলে আমার জামবাগানটা হয়ে যেত। এমনকি পাবলিক ডিমান্ডে দুটো বাওবাবও হতো।

    তবে আমি চার বছ আগে নিতান্তই কৌতুহলভরে একট ঐ অ্যাকাউন্ট খুলে কিছু শেয়ার কিনেছিলাম, নানান দোকানের। চার বছরে দেখলাম ঐ টাকা ৩৭০% বেড়েছে। সুতরাং আমি নিজেকে স্মার্ট বলে ঘোষনা করতে পারি।

    যেহেতু পুরো ব্যাপারটাই একেবারে কৌতুহল মেটানোর জন্য, তাই অ্যাবসোলিউট টাকার হিসেবে অংকটা সামান্য। দেখতেই পাচ্ছেন জাম বাগানটা হলো না।
  • Guru | 2409:4060:28a:adbe:aac6:497e:9485:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৯:১৭516851
  • @ডিসি আচ্ছা আমি একটা FD খুলেছি সেটির ইন্টারেস্ট দিয়ে ekta Small cap সিপ্ করার কথা ভাবছি l আচ্ছা small ক্যাপ সিপ্ এর মধ্যেকোয়ান্ট আর নিপ্পন ei দুটো ঠিকঠাক হবে আগামী পাঁচবছরের জন্য ?? 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:979d:10ee:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৩:৫২516850
  • অল্প একটু পড়াশোনা করে দেখতে পারেন। বেশ ইন্টারেস্টিং ব্যাপার :-)
  • হাঁদা | 2405:8100:8000:5ca1::241:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৩:৪৬516849
  • সিপ আছে ওল্পস্বল্প। তারমানে পড়াশুনা না করলে শেয়ারে যাওয়া যাবে না।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৩:৩৫516848
  • আমার মনে হয় আপনি সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা সিপ দিয়ে শুরু করতে পারেন। মাসে মাসে পাঁচ হাজার বা ওরকম কিছু জমা করতে পারেন। এরকম অনেক মিউচুয়াল ফান্ড আছে, উদাহরন হিসেবে এসবিআই বা আইসিআইসিআই দেখতে পারেন। ফান্ড ম্যানেজমেন্ট ফি কম হবে, এরকম কিছু একটা বেছে নিতে পারেন। ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করলে ফি কম হবে। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১৩:৩২516847
  • তোপসে সব জানে 
     
     
     
  • হাঁদা | 2405:8100:8000:5ca1::267:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৩:২৯516846
  • কিছুই জানি না দাদা। ট্রেডিং আর ডিমাট দুটো অ্যাকাউন্ট লাগে জানি। এই দুটো বানালে কি ম্যানেজার পাওয়া যাবে যে বলে দেবে কী ফিয়ে শুরু করব? পড়তে ভাল লাগে না।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৩:২৭516845
  • পঞ্চাশ হাজার দিয়েও দিব্যি শুরু করে দিতে পারেন, অনেক ব্লু চিপ কোম্পানি আছে, যেমন এইচসিএল। তবে আমার মতে অন্তত এক থেকে দেড় বছর কিনে রেখে দেওয়া উচিত। 
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৩:২৩516844
  • আমি তো ভীষনভাবে ১% এ ঢুকতে চাই! sad
     
    টাকা ইনকাম করা ছাড়া আমার জীবনে আর কোন লক্ষ নেই। 
  • হাঁদা | 2405:8100:8000:5ca1::2b4:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১৩:২১516843
  • শেয়ারম্যানেজারদের কোথা থেকে পাওয়া যায়?  এদের মাইনা দিতে হয়? আর ৫০০০০ নিয়ে শেয়ারে ইনভেস্ট শুরু করা যায়?ওইটুকুনি আছে বাড়তি।
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১৩:১৮516842
  • সম্পদ/আয় এর বন্টনের ক্ষেত্রে, স্টক মার্কেট বেসড সিস্টেম বৈষম্য তৈরিতে সাহায্য করে।
    ----
    ইউএসএর কিছু তথ্য ঃ

    - ৬১% অ্যাডাল্ট (১৫৮ মিলিয়ন মানুষ) এর অন্তত একটা কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট আছে
    - উপরের দিকের আয়ের ১% দের হাতে আছে ৫৪% স্টক যার মূল্য প্রায় ১৯ ট্রিলিয়্ন ডলার
    - নীচের দিকের আয়ের ৫০% অ্যাডাল্টদের হাতে আছে মাত্র ০.৬% স্টক
    - সাদা আমেরিকানদের হাতে আছে ৮৯% স্টক যার মূল্য প্রায় ৩১ ট্রিলিয়ন ডলার 
    ----

    এটা নিয়ে পরে একদিন ভাট হবে। এই যে একটা পারসেপশন - যে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করেছি তার মানে আমি স্মার্ট - এটা বেসিক্যালি সিস্টেমএর বায়াসটাকে কীভাবে হেল্প করে, মানে ১% কে আরও হেল্প করে, এইসব নিয়ে।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:৫৮516841
  • আর আমার মতে টাকার জন্য শেয়ারে ইনভেস্ট না করাই ভালো, তবে এটা অবশ্য আমার পার্সোনাল মত। ধরুন আপনার কাছে দশ লাখ এক্সট্রা আছে, সেটা শেয়ারে ইনভেস্ট করলেন। পাঁচ বছর ওটার কথা ভুলে যান। চার বা পাঁচ বছর পর যদি সেটা পনেরো লাখ হয় তো পাঁচ বার করে অন্য কিছুতে ইনভেস্ট করুন, বাকি দশ লাখ আবার পরের পাঁচ বছরের জন্য ইনভেস্ট করুন আর ভুলে যান। লস হলেও ভুলে যান, কারন ওটা এক্সট্রা টাকা ছিলো। টাকার দরকার হলে ফিক্সড ডিপোজিট ভাঙ্গুন বা মেটাল বিক্রি করুন। 
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:৫১516840
  • মার্কেট টাইমিং বলে কিছু হয়না :-) আপনার যদি মনে হয় শেয়ারে ইনভেস্ট করবেন তো আজ থেকে শুরু করে দিন, আর যদি মনে হয় লস খেতে পারেন তো করবেন না। 
     
    হ্যাঁ, বাড়ি, মেটাল, কমোডিটিয, শেয়ার, ডেরিভেটিভস, ফরেক্স, ফিক্সড ডিপোজিট ইত্যাদি সমস্ত মিলিয়ে পুরো পোর্টফোলিও। পুরো পোর্টফোলিওটা অবশ্যই ওয়েল ডাইভার্সিফায়েড হওয়া উচিত, যাতে একটা সেক্টর ঝাড় খেলেও অন্য সেক্টরের থেকে লাভ আসে। 
     
    আমার শেয়ার ম্যানেজারের সাথে আমি প্রথম দিকে একবার কথা বলেছিলাম - তুমি যদি চাও তো এক্সেলে পোর্টফোলিও বানিয়ে দিতে পারি, সেটা সেনসেক্স থেকে ডেটা পুল করবে আর নানারকম ভ্যালুয়েশান রেশিও দেখাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশান, বিটা, শার্প রেশিও, ট্রেনর রেশিও, কুড়ি দিনের মুভিং অ্যাভারেজ ইত্যাদি ইত্যাদি। তাতে ম্যানেজারবাবু আমাকে বলেছিল, তুমি যদি চাও তো এক্সেল বানাতে পারো, তবে ইন্ডিয়াতে ওগুলো খুব বেশী কাজে দেয় না কারন এখানে অন্য ব্যাপার আছে। যাই হোক, আমার একটা ওরকম এক্সেল আছে কারন আমার ডেটা অ্যানালিসিস ব্যপারটা ভাল্লাগে। তবে এটাও দেখি, শুধু টেকনিকাল অ্যানালিসিস দিয়ে বোধায় সেনসেক্সকে বিট করা যায়না। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১২:৩৯516839
  • না, মানে আমি যে কথা বলতে চাইছি ৪০% ওঠাটা আকাশ থেকে হয় নি, তুমি যে ব্যাখা দিয়েছ ওটাই কারণ।
    এবার মুশকিলটা, কোথায় ইনভেস্ট করব তা নিয়ে নয়। যে সব কোম্পানির নাম বোতিন বলেছে সবই নির্ভরযোগ্য অর্গানাইজেশন। কিন্তু টাইমিং আমায় কে বলে দেবে। L&T প্রচুর কাজ পাবে, প্রচুর লাভ করবে, সে নিয়ে ডাউট নেই ,  তাই কি অলরেডি ৪০% বেড়ে গেছে, নাকি এতো সবে শুরু, আরও নিশ্চয়ই বাড়বে, কিন্তু সেটা কোন পিরিয়ডে। আর একটা ব্যাপার হল, আমার যখন টাকার দরকার হবে তখন কি অবস্থায় থাকবে ।

    আর ইনফ্লেশন নিয়ে আমি যে কথা বলতে চেয়েছি, সেটা একটা পার্ট, অন্য পার্ট্গুলো তুমি বলে দিয়েছ, মেইনলি ট্যাক্সেশন। ক্যাপিটাল গেইন ট্যাক্স গোনার পরে, এবং ইনফ্লেশন অ্যাড্জাস্ট করার পরে ব্যাপারটা কি দাঁড়ালো ... আমাকে একজন (গোল্ডম্যানে ছিল) এই নিয়ে প্রভূত ফান্ডা দিয়েছিল, বেসিক্যালি বলেছিল - ইউ ক্যান নট পুট অল ইন ইকুইটি মার্কেট, ঐ বলেছিল থাম্ব রুল -
    কিছু বন্ড/এফডি/ট্রেজারি, কিছু রিয়েল স্টেটস, কিছু স্টক, কিছু মেটাল/কমোডিটিস.... এই সব, তোমার পোস্ট দেখে মনে হল তুমি অলরেডি সেটা করছ। নিজের বাড়ির মর্টগেজ পেমেন্টও কিন্তু ইনভেস্টমেন্ট, পরিবারের লোকজনের জন্য সোনার গয়না কেনাও (মেটাল) ইনভেস্টমেন্ট।
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:২৮516838
  • "পাঁচ বছর বাদে কি হবে বলে নি, তবে ঐ যে বছর বছর ইনফ্লেশন যদি ৫-৬% হয়, তাহলে তো ... সেই মায়া... মায়ার জঞ্জাল..."
     
    তা কেন? ইনফ্লেশান যদি ৭% হয় আর শেয়ারের রিটার্ন যদি ১৫% হয় তাহলে রিয়েল রিটার্ন হলো ৮%। সে তো খুবই ভালো ব্যাপার! (ডিভিডেন্ড ধরলে রিয়েল রিটার্ন আরও বেশী হবে)। 
  • dc | 2401:4900:1cd0:9303:5b4:655:d055:***:*** | ২৯ আগস্ট ২০২৩ ১২:২৫516837
  • এলসিএমদা, হ্যাঁ এখনও অবধি ৪০% উঠেছে এ বছর, তবে ওভারভ্যালুড এখনও বলা যায়না। টিটিএম ইপিএস আর পিই দেখুন। আসলে ইন্ডিয়ান ইকোনমি আগামী পাঁচ বছর ভালো পারফর্ম করার কথা। যদিও মাইকেল বারি বলছেন বটে যে এ বছরের শেষে বড়ো রিসেশান আসছে। দেখা যাক কি হয়। 
  • lcm | ২৯ আগস্ট ২০২৩ ১২:২৫516836
  • বোতিন,
    সেটাই তো বলছি। আমি জানি একজন এখানে লটারিতে এক মিলিয়ন ডলার জিতেছে, ট্যাক্স দিয়ে সাড়ে পাঁচ লাখ ডলার হাতে, কিন্তু সে আর টিকিট কাটবে না বলেছে।

    আমিও করেছিলাম, ১৯৯৮ সালে। পাঁচ হাজার ডলার এর ইনভেস্টমেন্ট কয়েক মাসের মধ্যে যখন ১৪ হাজার হয়ে গেছিল, আমার মনে হয়েছিল, চাকরি করছি কেন, লোকে চাকরি কেন করে, সবাই কি বোকা...smiley তার এক বছর পরেই বুঝলাম... মায়া.. সবই মায়া.. মায়ার জঞ্জাল...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত