এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:৩৬516745
  • কেলিব্রেশন। ঃ-)
  • kk | 2607:fb91:149f:50ef:e1b0:a486:7a38:***:*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:৩১516744
  • অনন্ত সেলিব্রেশন? ঠিক জানেন? অনন্ত ক্যালিব্রেশন নয়?
  • :|: | 174.25.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:২৪516743
  • আচ্ছা এখন আসি গিয়ে। আপনারা শেলীব্রেশন কন্টিন্যু করুন। 
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:২৩516742
  • ভেবে দেখুন, দুটোতেই বাসর থাকে।
  • :|: | 174.25.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:২২516741
  • সেও ঠিক। নিত্য উৎসবের অনন্ত সেলিব্রেশন। 
  • :|: | 174.25.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:২১516740
  • স্বস্তি আর বিষাদ দুইই সেলিব্রেট করি তো -- বিয়ের আসরে বা শ্রাদ্ধ বাসরে। 
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:২০516739
  • চতুর্মাত্রিক, সেলিব্রেশন শেষ হয় নাকি কোনোদিন? একটা সেলিব্রেশনের পরেই আর একটা। মাঝে সামান্য ব্রেক মাত্র। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:১৮516738
  • হুতেন্দ্র, গ্রীষ্মকাল শেষ হলে কোনো দেশে স্বস্তি আর কোনো দেশে বিষাদ। একই দুনিয়ায় কত বিচিত্র ইয়ে।
  • :|: | 174.25.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০৩:১৭516737
  • এই এলুম। যা: সেলিব্রেশন শেষ হয়ে গেলো! 
  • r2h | 165.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০২:৩৪516736
  • হ্যাঁ, তা তো বটেই!
    এই দেশে গ্রীষ্মকাল সেশ হলে অবশ্য আমার খুব দুঃখ হয়, তবে দুঃখপালনের অনুপানও ঐ সেলিব্রেশনের মতই, তেমন কিছু তফাত নেই।
  • প্রজ্ঞাদীপার আপডেট | 2401:4900:707e:bb5b:6cb9:89ff:fef5:***:*** | ২৪ আগস্ট ২০২৩ ০২:৩৪516735
  • এ কেসের আপডেট তো শুনানির দিন  থাকলেই সব কাগজে বেরচ্ছে।  বিচারক খুনের মামলা কেন রুজু হয়নি সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে দেহে বহু আঘাত চিহ্ন পাওয়ার পর।  পুলিশকে খুবই বকে দিয়েছেন।
    &/ কাগজ পড়েননা বা গুগল করেননা? 
    তবে আসল খবর তো এই যে প্রজ্ঞাদীপার জাস্টিস চেয়ে যুযুধান দুই পক্ষ ( একপক্ষে ব্যাংগ্যাং, অন্যদল মোহর এটাল,  যারা একে অপরকে তুই ফুটেজখোর বলে তুইমুই কাদাছোঁড়াছুড়ি এবং আমরাই প্রজ্ঞাদীপার ও তার আদি অকৃত্রিম প্রকৃত ইয়ানি আসলি বন্ধু,  বাকি সব ঝুট হ্যায়,  তাদের এক পক্ষ আগের সমীকরণ উলটে এখন প্রজ্ঞার পরিবারের বন্ধু, অন্যদিকে আগে পরিবারের পাশে থাকা দল এসব লিখছেন!
    প্রজ্ঞাদীপার পরিবার সত্যই এই কাজ করেছেন কিনা জানতে হলে যে কাউকে জিগেশ করতে পারেন, যে কেউ মতামত দিতে পারেন, দেবেনও নিশ্চয়। তবে এই যে কেউর মধ্যে পরিবার যে গণ্য হবেননা, তা বলাই বাহুল্য। নইলে আর কীকরে খাপে খাপ খাপ হবে!  ও, এই খাপটুকুও না বসতেই পারে। কারণ এখন র‍্যাগিং চন্দ্রযান এসবের সিজন এসে গেছে _
     
    যাহোক সেই পোস্ট :
     
    '#justice_for_prajnadipa 
    #investigation_for_prajnadipa 
    প্রজ্ঞাদীপা হালদারের মৃত্যুর পর বেশ কিছুদিন কেটে গেছে। আমাদের দেশের অনেক মেয়ের মতো দাহকাজ মিটেই তা চাপা পড়ে যায় নি। বিচারব্যবস্থা চলার পাশাপাশি সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ায় এখনও তার নাম উঠে আসছে - এই ভাগ্যও তো অনেকেরই জোটে না।
    প্রজ্ঞাদীপা শিক্ষিত, ডাক্তারি তার পেশা, তার সাহিত্যচর্চা নিয়েও মুগ্ধতা আছে অনেকের। অন্তত মৃতা আজও চর্চিত হচ্ছেন তার এইসব গুণের কারণেই।
    ব্যক্তিগতভাবে প্রজ্ঞাদীপার এপার ওপার জীবনের সাথে জড়িত থাকার সূত্রে বর্তমান পরিস্থিতিতে কিছু বক্তব্য তুলে ধরা কর্তব্য মনে করি -
    ১. আমাদের প্রত্যেকের লড়াই স্বচ্ছ তদন্তর স্বার্থে। 'স্বচ্ছ তদন্ত' বলতে বোঝায় যা যা ঘটেছে তার অনুসন্ধান এবং অপরাধীর উপযুক্ত শাস্তি। ফলে
    ২. অভিযুক্ত কৌশিক সর্বাধিকারী যদি প্রজ্ঞাদীপাকে হত্যা করে থাকেন, তবে তার শাস্তি; যদি প্রজ্ঞাদীপাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে থাকেন, তার শাস্তি। কৌশিক সর্বাধিকারী ছাড়াও যদি এক বা একাধিক ব্যক্তি এই আচরণ করে থাকেন, তার বা তাদের জন্য উপযুক্ত শাস্তি। তাই
    ৩. প্রথমেই আমাদের বুঝতে হবে হত্যা এবং আত্মহত্যায় প্ররোচনা দুটি আলাদা অপরাধ এবং তাদের শাস্তি পৃথক। এক্ষেত্রে সত্য প্রকাশ্যে আসুক - এই আমাদের একমাত্র চাওয়া। কারণ
    ৪. আমি সুইসাইড নোটের প্রসঙ্গ মনে করিয়ে বলতে চাই, যে প্রজ্ঞাদীপা আঘাতের চিহ্ন শরীরে নিয়ে চলে গেছেন, আমি সেই প্রজ্ঞাদীপার দলে।আমি ভুলি নি
    ৫. প্রজ্ঞাদীপা একটি সম্পর্কে অত্যাচার সহ্য করেও থাকছিলেন কারণ তার কোনও ফেরার জায়গা ছিল না। এ নতুন কথা নয়। মধ্যবিত্ত পরিবারে বিবাহবিচ্ছিন্না মহিলারা দ্বিতীয়বার কাউকে নিয়ে সংসার করার কথা ভাবলে যেকোনও শর্তে তারা মেনে আর মানিয়ে নেন। জন্ম এবং বড় হয়ে ওঠা যে পরিবারে সে পরিবার 'কালো', 'অসুন্দর', 'সংসার ভাঙা' মেয়েদের গ্রহণ করার জন্য ৯৯% ক্ষেত্রেই প্রস্তুত থাকে না।

    তদন্ত স্বচ্ছ হোক। আমার বিচারে প্রত্যেক ব্যক্তি, যারা প্রজ্ঞাদীপাকে ঘর করতে দেন নি আর প্রজ্ঞাদীপাকে ঘরে ফিরতে দেন নি - সকলেই সমান অপরাধী। 

    বিচারব্যবস্থার এই স্তরে এর বাইরে কিছু বলা আপাতত নিষ্প্রয়োজন।'
     
     
     
     
     
     
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০২:২৮516734
  • হুতেন্দ্র ,
     "আহ কী গরমই না পড়েছে", সেও সেলিব্রেট করা যায়। তারপরে ধরুন, "সন্ধ্যেবেলা একটু নাচগান হবে" , সেও সেলিব্রেট করা যায়। 'সামার শেষ হয়ে এল, ফল শুরু হবে'--এও সেলিব্রেট করছেন কতজন। আর আছে বাঙালির সর্বকালের সেলিব্রেশন, ফুলকো লুচি আর নানাবিধ তরকারি, মিষ্টি। ঃ-)
  • r2h | 165.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:৫৯516733
  • হ্যাঁ, তা করা যায়। বুধবার বিকেল হয়ে গেল, আর দুটো দিন পার করলেই ছুটি, এই বা মন্দ কি।
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:৫৯516732
  • আর, আমরা অভ্যস্ত হয়ে গেছি বলে এই গুরুচন্ডালি ভূত-ভূত লাগে না। নইলে এ ও তো ওরকমই! কয়েকজন কথা বলছেন, আর কত নীরব শ্রোতা শুধু শুনছেন। তাদের অস্তিত্ব বোঝা পর্যন্ত যায় না। কেউ কেউ আবার নিননিছা হয়ে ভুস করে ভেসে ওঠেন, ফুট কেটেই আবার তলিয়ে যান। এরকম একটা ভৌতিক জায়্গায় আমরা কত বছর ধরে আছি। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:৫৫516731
  • হুতেন্দ্র, বাঃ আপনি ফিরেছেন। শুধু চন্দ্রযান কেন, আরও কত কী আছে সেলিব্রেট করার! অনেকসময় কোনো কারণও দরকার হয় না, সেলিব্রেট করার লোক থাকলেই হয়। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:৫২516730
  • কেকে, আমাদের কিছু স্টুডেন্ট ভিডিও অফ রাখত, অডিও অন রাখত। ওই কালো বাক্স থেকে কখনও টুং টাং বাজনা, কখনও অন্য নানারকম রহস্যময় শব্দ শোনা যেত। ঠিক যেন ভৌতিক ব্যাপার। তবু তো এ জিনিস বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কেউ আছে। হয়ত কত অচিন্তনীয় অস্তিত্ব এইরকম শুনে যাচ্ছে দেখে যাচ্ছে আর আমরা মাঝে সাঝে শুধু হাওয়ার শোঁ শোঁ, জলের কলকল শুনছি।
  • kk | 2607:fb91:149f:50ef:5dd9:b855:badb:***:*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:৩৭516729
  • হ্যাঁ, সেই তো। আমাদের একটা গ্রুপ আছে ক্লাউড সঙ্ঘ বলে। তাতে একটা সেশন হয় যেখানে সবাই একটা পার্টিকুলার টপিকে নিজেদের অভিজ্ঞতা আলোচনা করেন। তো এটা জুমের থ্রু দিয়েই হয় যেহেতু গ্লোবাল ব্যাপার। এবার দেখি কেউ কেউ ভিডিও অফ রাখেন, চ্যাট বক্সে লিখে দেন "আমি আজ বলবোনা, শুধু শুনবো"। এইবার ঐ একটা কালো বাক্সের পেছনে নীরবে একটা অস্তিত্ব রয়েছে এটা অনুভব করে আমার কেমন যেন গা শিরশির করে। মনে হয় এমনি জগতেও কোথাও কোনো চ্যাটবক্সে না লিখে না জানি কে কোথায় কার কথা "শুধু শুনছে"!
  • r2h | 165.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:৩৬516728
  • আমি তো এই আছি, মানে ফিরেছি আরকি।
    সেলিব্রেশন কিসের? চন্দ্রযানের? চন্দ্রযান চাঁদে নেমেছে তা খুবই আনন্দের কথা। তবে আমার তেমন কিছু ফুর্তি হয়নি ঐ উপলক্ষে।
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:৩১516727
  • ভাবো কেকে, যদি ক্লাসরুমগুলো এমন এলিয়েন-এলিয়েন হত? ইনস্ট্রাকটর এসে কারুকে দেখতে পেতেন না, সবাই অদৃশ্য। তখন বিশেষ সংকেত দ্বারা জিজ্ঞাসা করতেন কে কে আছো ক্লাসে? যারা থাকত, তারা সাড়া দিত। (অবশ্য করোনার সৌজন্যে জুম ক্লাসগুলো অনেকটা ওরকম ভূত-ভূত এলিয়েন-এলিয়েন কেসই দাঁড়িয়েছিল। তবে ছোটো ছোটো বাক্সে দেখা যেত স্টুডেন্টদের মুখ। কেউ কেউ ভিডো অফ রাখলে বাক্সে অন্ধকার, কিন্তু অডিও থাকলে গলা শোনা যেত। কীরকম ভূতের কাল পার করে এলাম ভাবলেও কাঁটা দেয় গায়ে। ঃ-) )
  • kk | 2607:fb91:149f:50ef:5dd9:b855:badb:***:*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:২৩516726
  • ইয়েস মিস। আমি কোত্থাও যাইনি মিস। এখানেই বসে আছি। এমনকি তাল পিটুলি খেতেও যাইনি। তাল পাটালি জানতাম, তালের পিটুলিটি কেমন জিনিষ?
  • &/ | 151.14.***.*** | ২৪ আগস্ট ২০২৩ ০১:০৯516725
  • ডিসি, চতুর্মাত্রিক, রমিত, দী মু, কেকে, হুতেন্দ্র, আর অন্যরা -
    আপনারা কি সেলিব্রেট করতে চলে গেলেন? নাকি এখনও এখানে আছেন ? যদি থাকেন, সাড়া দিন।
  • দীপ | 2402:3a80:198f:e6ce:878:5634:1232:***:*** | ২৩ আগস্ট ২০২৩ ২২:০৬516724
  • | ২৩ আগস্ট ২০২৩ ১৯:২৪516723
  • এলিটে শোলে চলেছিল যেন কত বছর ধরে। শোলের ওই কয়েনটা পড়ার আওয়াজ নাকি এলিটে দুর্দান্ত শোনা যেত, প্রত্যেকের নাকি মনে হত কয়েনটা টং টং করে তার ঠিক পাশে ড্রপ খাচ্ছে।  এসব ডলবি ডিজিটালের অনেক আগের গল্প। 
     
    কিন্তু চাঁদ দেখতে বসলাম আর স্ক্রিন স্প্লিট করে রাহুও দেখিয়ে দিল! 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ আগস্ট ২০২৩ ১৮:৪৬516722
  • হ্যাঁ, সত্যি হলগুলো বন্ধ হয়ে গিয়ে খারাপ লাগে ভীষন। মাল্টিপ্লেক্স চেন গুলোর কোনো আলাদা চরিত্র নেই, যেগুলো হল গুলোর ছিল।  পিভিআর, আইনক্স সুবিধা জনক অবশ্যই, আরাম টারাম অনেক বেশি। কিন্তু দুটোর চরিত্রগত তফাৎ যেন অনেকটাই। তাই আজও নন্দন ভালো লাগে।
  • Joshita | 194.56.***.*** | ২৩ আগস্ট ২০২৩ ১৭:০৭516721
  • What is the difference between Inox and IMAX?
    Inox is the name of a multiplex franchise…. imax is the technology which uses high resolution film projectors… IMAX is for movie experience feature due to its increased screen size whereas INOX is a theater chain. Different cameras are used to capture IMAX experience for screen resolution.
  • dc | 2401:4900:1f2b:71a6:68af:16a5:10ac:***:*** | ২৩ আগস্ট ২০২৩ ১৭:০০516720
  • রমিতবাবু, ওই হলগুলো বন্ধ হয়ে গেছে শুনে খারাপ লাগলো। কতো ভালো ভালো সিনেমা দেখেছি ওগুলোতে! এখনও মনে আছে, দুই বন্ধু মিলে নিউ এম্পায়ারে লাস্ট অফ দ্য মহিকানস দেখেছিলাম, আর বেরিয়ে এসে দুজন দুজনকে বলেছিলাম কি সিনেমাটাই দেখলাম রে! আর কলেজের বেশ কয়েকজন বন্ধু মিলে গ্লোবে দেখেছিলাম প্রেডেটর। মেট্রোতে আমার পিসতুতো দাদার সাথে দেখেছিলাম রিটার্ন অফ দ্য জেডাই। এখন তো আইনক্স স্ট্যান্ডার্ড ফর্ম্যাট চেন, সবকটাই একরকম। আগে একেকটা হল একেকরকম ছিলো। 
  • Joshita | 194.56.***.*** | ২৩ আগস্ট ২০২৩ ১৬:৪৯516719
  • আইনক্স না আইম্যাক্স? এদিকে আমরা আইম্যাক্স বলে থাকি। নাকি 4Dx কে আইনক্স বলা হচ্ছে?
  • Joshita | 194.56.***.*** | ২৩ আগস্ট ২০২৩ ১৬:৪৩516718
  • চ্যাপলিন তো কালকের হল। ওটা আগে মিনার্ভা ছিল। সেই চ্যাপলিনেরও গণেশ উল্টেচে?
  • Joshita | 194.56.***.*** | ২৩ আগস্ট ২০২৩ ১৬:৪১516717
  • দাস নয়, দাশ।
    দাশগুপ্তর গুপ্ত বাদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত