এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • syandi | 45.25.***.*** | ২৫ জুন ২০২৩ ১৭:১০515205
  • জনার্দন কি শ্রীকৃষ্ণের নাম নাকি বিষ্ণুর নাম? আমি জানতাম এটা বিষ্ণুর নাম। কিন্তু এক বন্ধু বলল যে এটা কৃষ্ণের নাম। 
  • লেহালুয়া | 199.195.***.*** | ২৪ জুন ২০২৩ ১৮:৫২515204
  • ক্যাম্পাসে নীতি-পুলিশগিরির অভিযোগ উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। পড়ুয়াদের একাংশের অভিযোগ, প্রেসিডেন্সির ক্যাম্পাসে কোনও যুগলকে নিভৃতে সময় কাটাতে দেখলেই কর্তৃপক্ষ তাঁদের ধরছেন। এমনকি, ডেকে পাঠানো হচ্ছে অভিভাবকদের। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পুলিশগিরির কোনও প্রশ্নই নেই।
     
  • crimeministerofindia | 2405:8100:8000:5ca1::1c9:***:*** | ২৩ জুন ২০২৩ ০৯:৪৮515203
  • depression | 193.16.***.*** | ২৩ জুন ২০২৩ ০৭:১৮515202
  • ডিপ্রেশনের চিকিৎসাটা কি? ডোপামিন নয়ত সেরেটোনিন?
     
    একচুয়াল নিউরাল লেভেলে যে সমস্যা তা তো স্রেফ পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে ঠিক হবার কথা না। সরাসরি নন-ডিপ্রেসড লোকের ব্রেন থেকে ডিপ্রেসড লোকের ব্রেনে কানেকশন স্ট্রেংথ ট্রান্সফার করানো গেলে একটা কথা ছিল।
     
    ব্লাড ট্রান্সফিউশনের মত হ্যাপিনেস ট্রান্সফিউশন। একক স্যার এলে জানা যেত।
  • kk | 2601:14a:502:e060:1b01:7178:2a0a:***:*** | ২৩ জুন ২০২৩ ০৫:৪৫515201
  • ডিপ্রেশন, ট্রমা, এইগুলো থেকে নিজে নিজে বেরিয়ে আসা খুব শক্ত কাজ। প্রোফেশন্যাল হেল্প না পেলে অনেক ক্ষেত্রে অসম্ভবই অ্যাক্চুয়ালি। আয়রনি এটাই যে 'প্রোফেশন্যাল হেল্প' জিনিষটা বেশির ভাগ সময়েই হয় সুলভ নয়, নয়তো সোশ্যাল স্টিগমা বা মানুষের মানসিকতার কারণে দূরে সরিয়ে রাখা একটা পথ। খুবই দুঃখজনক। কারণ রাস্তাটা খুব কঠিন ।
  • :( | 192.139.***.*** | ২৩ জুন ২০২৩ ০৪:২৬515200
  • "মা ... বলেন, ‘‘... ওকে খুব মারত। ’’ "

    এইরকম একেকটা ঘটনা দেখি আর মনে হয় এনলাইটেনমেন্ট, ইন্টেলেক্ট, শিক্ষা, সচেতন বন্ধুবৃত্ত - সবই বোধয় বৃথা। এই যুগে, একজন সফল শিক্ষিত স্বনির্ভর বুদ্ধিমান মানুষ, বাড়ির লোকজনের জ্ঞাতসারেও এমন ফিজিক্যালি অবিউসিভ সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে প্রাণ দেয়...

    কী জানি। সব মানুষের নিজের নিজের পরিস্থিতি থাকে। 'অপয়া অতল' আশা থাকে। কী ভয়াবহ অপচয়।
  • ~ | 185.22.***.*** | ২২ জুন ২০২৩ ১৬:১৬515199
  • এক মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আঙুল উঠেছে তাঁর সঙ্গী চিকিৎসকের দিকে। যদিও এই ঘটনার তদন্তে নেমে একটি সুইসাইড নোট ও অভিযোগের ভিত্তিতে পুলিশ আত্মহত্যার মামলা দায়ের করেছে। অভিযুক্ত চিকিৎসক ব্যারাকপুর সেনা হাসপাতালে উচ্চ পদে কর্মরত। পুলিশ জানিয়েছে, মৃতা প্রজ্ঞাদীপা হালদার (৩৭) নামে ওই চিকিৎসক বারাসত-১ ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। দীর্ঘ মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে তদন্তে পুলিশের অনুমান। তাঁর দেহের কাছে পড়ে থাকা সুইসাইড নোটের ছত্রে ছত্রে ফুটে উঠেছে অবসাদ। সমাজমাধ্যমে সক্রিয় প্রজ্ঞাদীপা লেখালেখি করতেন। ফেসবুকে তাঁর সহস্রাধিক ফলোয়ার ছিলেন। তাঁর শেষ পোস্টটি ছিল, ‘কেউ নেই কিছু নেই সূর্য দুবে গেছ।’ সম্ভবত ‘ডুবে গেছে’ লিখতে চেয়েছিলেন।
     
  • nb | 2405:8100:8000:5ca1::329:***:*** | ২২ জুন ২০২৩ ০৯:৫৮515198
  • "সিলেবাস থেকে সরিয়ে দেওয়া = ধর্মের কাছে থ্রেট" হলে আজ অবধি সমস্ত সিলেবাস রিভিশনকেই ধর্মের কাছে থ্রেট ধরতে হয়। কর্নাটক যেহেতু সিলেবাস থেকে সাভারকর বাদ দিয়েছে, সাভারকর = ধর্মের কাছে থ্রেট।
    আজকাল অবশ্য এরকম সহজসরল যুক্তির জয়যাত্রা। এই হয়তো ভবিতব্য।
  • জালিম | 192.139.***.*** | ২২ জুন ২০২৩ ০২:৩৯515197
  • ইতিহাস ব্যাপারটা ঠিক পাথরে খোদাই করা হবে এমন আশা করার মানে নেই তো। ইতিহাসের একটা বড় সোর্স সেই সময়ের সভা ইতিহাসবিদ ইত্যাদিদের লেখাজোকা, তার মধ্যে নানান ব্যাপার। তার ওপর কোন প্রমাণই অকাট্য না, সিরাজপন্থী একরকম লিখবেন, ক্লাইভপন্থী অন্যরকম, মীর জাফরের সভাকবি আবার লিখবেন অন্যরকম। সব দেখে শুনে আধুনিক ঐতিহাসিক কিছু একটা লিখবেন।

    সেখানেও আবার যারা মুসলমানদের বহিরাগত মনে করেন তারা পলাশীর যুদ্ধে পরাজয়টাকে তেমন বড় ব্যাপার মনে করবেন না, যারা কলোনীর আগ্রাসনের কারনে সম্পদ অন্য মহাদেশে চলে যাওয়াটাকে বড় মনে করেন তারা বিশ্লেষণ অন্যরকম হবে।

    সিরাজ উদদৌলা পলাশীর যুদ্ধে হেরেছেন বা আলেকজান্দার বিশ্বজয়ে বেরিয়েছিলেন বা ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন - এসব নিয়ে তো কোন গোল নেই, গোল হলো দৃষ্টিভঙ্গী বা বিশ্লেষণ নিয়ে। কেউ মনে করেন পার্টিশন খুব মজার জিনিস, কেউ মনে করেন অখন্ড বাংলা হলে ভালো হত - কিন্তু পার্টিশন যে হয়েছে বা অখন্ড বাংলা যে থাকেনি - এ নিয়ে তো সব ঐতিহাসিকই মোটের ওপর একমত।

    বা গুরুর উদাহরনই দেওয়া যাক - গুরুতে যে খসড়া লেখা হয়েছিল বা নন্দীগ্রামের অপ্রমানিত পাবলিক সোর্সড নিবন্ধ ছাপা হয়েছিল এ তো সবাই জানে। এবার কারো মতে গুরু সময়ের দায়িত্ব পালন করেছিল, কারো মতে মুলো আমার মুলো ওগো গাইছিল - এসব বিশ্লেষণ ও সিদ্ধান্ত যার যার!

    তবে আজকাল ব্যাপার স্যাপার অন্য রকম। হলদিঘাট না পানিপথ কোথাকার যেন যুদ্ধ হয়ইনি, বা কোন রাজা যেন আসলে জিতেই গেছিলেন, হিংসুটে ঐতিহাসিকরা লিখে যাননি - এরকম সব জিনিস হচ্ছে।

    কিছু করারও নেই, এই হয়তো ভবিতব্য।

    ডারুইনিজমের থেকে বড় তত্ত্ব বোধহয় পৃথিবীতে আর হয়নি - এক ধাক্কায় সৃষ্টিবাদকে নস্যাৎ করে ঈশ্বরের অস্তিত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া - মানুষের কালেক্টিভ চিন্তার ক্ষেত্রে এর থেকে বড় দোলাচল মানব সভ্যতায় আর হয়নি। এই তত্ত্ব যেকোন ধর্মের কাছে থ্রেট। একটা সরকার আপসে এই ডারুইনিজমকে মাধ্যমিকের সিলেবাস থেকে সরিয়ে দিল - যে দেশে এখনও বিপুল সংখ্যক মানুষের কাছে স্কুল শিক্ষার একটা বড় ল্যান্ডমার্ক ঐ মাধ্যমিক। এর থেকে বিজ্ঞান-বিরোধী পদক্ষেপ আর কী হতে পারে, আধুনিক ও স্বাধীন চিন্তার থেকে সরিয়ে গড্ডলিকা তৈরীর এই ধারার থেকে বড় থ্রেট আর কীই বা হতে পারে। এইসব জিনিসের সংগঠিত তথা রাজনৈতিক প্রতিরোধ না হলে, কী আর হবা।

    এসবের সঙ্গে ইতিহাসের বিশ্বাসযোগ্যতার তেমন সম্পর্ক নেই, আবার ঘুরিয়ে ফিরিয়ে যা আছে তা হল ইতিহাসের সাদাকালো ভার্সনের আকাঙ্খা। কিন্তু সাদা কালো চাইলে সরলীকরন আসবে, কেউ হবে নিষ্কলঙ্ক অমিতা বচ্চন, কেউ হবে নিতান্ত প্রেম চোপড়াঃ)

    কিন্তু তা তো আর হয় না, কম মন্দটা বেছে নিয়ে নিয়েই চলা, দুনিয়া জালিম।
  • hmm | 193.108.***.*** | ২১ জুন ২০২৩ ০৯:১৯515195
  • ইতিহাসের টইতে আবার একজন অঙ্ক দিয়েচে দেক্লুম!
  • lcm | ২১ জুন ২০২৩ ০৮:০৬515194
  • ইতিহাস বই প্রসঙ্গে। একবার ক্লাস সিক্স বা সেভেন হবে। আমার ইতিহাস বই পুরোনো, দু-তিন ব্যাচ আগের। তো, স্কুলের টিচার আমাকে বললেন - এ বই চলবে না, নতুন এডিশনের ইতিহাস বই নিয়ে আসবে, বাবাকে বলবে নতুন বই কিনে দিতে।
    বাড়িতে এসে বাবাকে বললাম। বাবা বলল, নতুন বইতে কি ইতিহাস বেশি আছে নাকি, ইতিহাস তো পাস্ট, সে আবার বাড়ে কমে নাকি, তোর বন্ধুর থেকে নিয়ে আসিস তো নতুন এডিশনের বই, দেখি ইতিহাসের কি বদল হয়েছে।
    বন্ধুর থেকে নতুন এডিশনের বই আনলাম, বাবা পুরোনো এডিশনের সঙ্গে কম্পেয়ার করে বলল, হ্যাঁ, শেষে দু পাতা জুড়ে দিয়েছে, ব্যাটা পাবলিশার এই সুযোগে দাম বাড়িয়ে দিয়েছে, তোমায় আর শেষের দু পাতা এক্সট্রা ইতিহাস পড়তে হবে না, তুমি এই পুরোনো বই এ যা আছে তাই পড়ে আমায় উদ্ধার করো।
  • &/ | 151.14.***.*** | ২১ জুন ২০২৩ ০৮:০২515193
  • একদল যেমন বলেন আওরঙ্গজেবের বদলে শাহজাদা দারাশুকো যদি বাদশাহ হতেন, দেশটার খুবই উপকার হত। দারা ছিলেন উদার, পন্ডিত, সুফী মনোভাবাপন্ন, মৈত্রীর পথের মানুষ। কিন্তু আর একদল বলেন ও হরে দরে একই হত, তেমন কিছুই অন্যরকম হত না। তুকতাক মন্ত্রতন্ত্রে বিশ্বাসী লোক বাদশাহ হলে তেমন উপকার কিছুই হত না।
  • &/ | 151.14.***.*** | ২১ জুন ২০২৩ ০৭:৫৮515192
  • এসব দেখেশুনে মনে হয় ইতিহাস ব্যাপারটার বিশ্বাসযোগ্যতা প্রশ্নযোগ্য, জিনিসটা খুবই সন্দেহজনক। স্বার্থান্বেষীরা নিজেদের সুবিধেমতন "ইতিহাস" নির্মাণ করে নেয় আর সেগুলো প্রচার করে।
  • &/ | 151.14.***.*** | ২১ জুন ২০২৩ ০৭:৫৬515191
  • কিছু কিছু ফেবুগ্রুপে সিরাজকে নিয়ে যা চলছে! আর মোহনলাল! কমেন্টবক্স দেখলে আর সিনেমা দেখতে হবে না। যারে কয় ইতিহাসের পাতিহাঁসচচ্চড়ি।
  • Amit | 163.116.***.*** | ২১ জুন ২০২৩ ০৭:৩৯515190
  • সন্তান দলের এমনধারা পোস্টার দেখতুম বটেক রেল প্লাটফর্মে- নেতাজি আসছেন। তাপ্পর তো বালক বাবা নিজেই সিদ্ধপুরুষ থেকে ভাজাপুরুষ হয়ে এক্কেরে ফৌত হয়ে গেলেন সুভাষ চক্কোত্তির চক্করে। নেতাজি ও আর ফিরলেন না। 
  • :-)) | 2405:8100:8000:5ca1::144:***:*** | ২১ জুন ২০২৩ ০৭:৩৯515189
  • অমিতচাড্ডি হটাশ করে টের পেইচে মামু লিকচে। চাড্ডিগুনোর পড়াশূনোর অব্যেস নেই কিনা। গত দুই তিন বচরে মামু পেরায় রোজ লেখে কিচু না কিচু। একদিনও বাদ যায় কিনা সন্দ.ইদিকে মামুর পোস্ট দেখলেই খিস্তি মারলে পইসা পাবে টাকলাশায়ের কাছে।
    কি মিস হয়ে গেল রে হেহে
     
    লোকাল কমিটির বখরা বন্ধ হয়ে অবধি অমিতচাড্ডি বড়েসকাকা কেমন খেঁকিপানা হই আছে।
  • &/ | 151.14.***.*** | ২১ জুন ২০২৩ ০৭:৩৫515188
  • উনি মনে হয় অ্যানার্কিস্ট ছিলেন।
  • lcm | ২১ জুন ২০২৩ ০৭:২০515187
  • আসলে প্রো বা অ্যান্টি - দুই সাইডের একটা সাইড অটোমেটিক। যেমন, কেউ বিজেপির বিরুদ্ধে লিখলেই মনে হবে তৃণমূলের লোক, আর তৃণমূলের বিরুদ্ধে বললেই মনে হবে বিজেপির সমর্থক।
    অবশ্য কিছু লোক আছে সব কিছুর অ্যান্টি। আমার এক বয়ঃজ্যেষ্ঠ আত্মীয় ছিলেন - - সারাদিন ধরে সব পলিটিক্যাল পার্টিকে গাল পাড়তেন... সব কটাকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে মারা উচিত... নেতাজি থাকলে সব কটাকে চাবুক পেটা করত... সব সিধে করে দিতে হয় -- সারাদিন এই চলত, আর তেনার গিন্নি ও ছেলেমেয়েরা - এই আবার শুরু হল - বলে আক্ষেপ করত।
  • lcm | ২১ জুন ২০২৩ ০৭:১৩515186
  • সাংবাদিক সুমন চ্যাটার্জিকে সিবিআই ধরেছিল! এরকম একটা খবর বেরিয়েছিল মনে হচ্ছে। 
    ইনিই তো আগে আনন্দবাজারে ছিলেন, পরে এইসময় কাগজে, এবং ইনিই তো সেই সোমনাথ চ্যাটার্জিকে লোকসভায় হারানোর পরে মমতাকে 'অগ্নিকন্যা' বলে খবরে লিখতেন।
  • Amit | 163.116.***.*** | ২১ জুন ২০২৩ ০৬:৫৪515185
  • দ্যাখেন কোথাও ই ইতিহাস অমন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়না। সবাই অন্ধের মতো হাতি দেখেন নিজের নিজের প্রেজুডিস পার্সপেক্টিভ বায়াস সবকিছু নিয়ে। এইতো মুর্শিদাবাদ এর নবাবদের নিয়ে যে টোয়ি টা আসছে - সেখানে মীরজাফর এর বংশধর দের পার্সপেক্টিভ টাও  দেওয়া আছে - সেটা কি পুরো ভুল ? যে যার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এবং তাঁদের জায়গা থেকে তেনারা ঠিক। 
     
    এই রাজা বাদশা জমিদার রা কোথাওই কোন স্বর্গ থেকে পড়েন নি। সবাই লেঠেল দিয়ে বা সৈন্য দিয়ে গায়ের জোরে প্রজাদের দাবিয়ে রাজত্ব চালিয়েছেন। তার মধ্যে হয়তো কয়েকজন দয়া করে দুটো পুকুর কেটেছেন বা কেও জলসত্র বানিয়েছেন আর অন্যরা বানান নি বা কম বানিয়েছেন - এই তো যা উনিশ বিস্ তফাৎ। ম্যাংগো লোক চিরকালই মার্ খেতে খেতে বেঁচে বর্তে রয়েছে। বাংলা অতই যদি সুজলা সুফলা হবে তবে ঈশ্বরী পাটনি কে কেন বলতে হয় - আমার সন্তান যেন থাকে দুধে ভাতে ? তখন তো ব্রিটিশ রাও আসেনি ? 
     
    ইতিহাস আপন মনে বয়ে গেছে চিরকাল। সিরাজ ব্রিটিশ দের হাতে না মরলে হয়তো দুদিন পরে নিজের ভাই বেরাদরদের হাতে মরতেন। কে বলতে পারে ? আর থাকলেই যে সোনা ফলত সেটাও কোনো গ্যারান্টি নেই। 
     
    এই আর কি। আজকাল অবশ্য হটাৎ ঘুম ভেঙে প্রো মমতা বা আন্টি বিজেপি হ্যাজ নামানোর ধুম পড়েছে - তাই একেবারে ইতিহাস পাতিহাঁসের কবর খোঁড়া চলছে। টিপিকাল গরুর রচনা যেমন হয়। শুরু যেখানেই হোক - শেষ হবে হালের বিজেপি র বিপদ দিয়ে। 
    :) :) 
     
  • &/ | 151.14.***.*** | ২১ জুন ২০২৩ ০৬:০৬515184
  • সিরাজ তো শোনা যায় ছ্যাড়াব্যাড়া করে ছেড়েছিল, লোকেরা 'যে আসে আসুক এই আপদটা যাক' বলে ত্রাহি মধুসূদন করছিল।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6e1:8f59:7ac6:***:*** | ২১ জুন ২০২৩ ০৫:৫৭515183
  • এই সুমনকে সিবিআই ধরেছিল না? সে কি মমতা ধরিয়ে দিয়েছিল?
  • চালচোর | 185.232.***.*** | ২১ জুন ২০২৩ ০৫:৪৪515182
  • সম্ভবত না। এরা নেহাতই ছিঁচকে। যতদূর মনে পড়ছে ত্রাণের চাল-তেরপল চুরি।
  • lcm | ২১ জুন ২০২৩ ০৫:৩৪515181
  • ও, বুঝেছি। এসবের একটা লিস্ট রাখতে হবে। 
    তৃণমূল চালচোর - এটা শুনেছি। কিন্তু তৃণমূল নেতা তো গরু চুরির কেসে ফেঁসেছে, আর আসানসোল এলাকায় কয়লা পাচারের কেস শুনেছি, চাল চুরির কেসটা কি - রাজ্যের চাল বিদেশে/অন্যরাজ্যে পাচার জাতীয় কিছু ?
  • হায় | 185.232.***.*** | ২১ জুন ২০২৩ ০৫:১৮515180
  • লসাগুদা, আপনি বাংলার অন্যতম হ্যাপেনিং সোসাল মিডিয়া সাইটের অ্যাডমিন আর ফুটকিদের চেনেন না? ফুটকি বনাম চালচোর মহাযুদ্ধু? ফুটকি হল বাম (যারা ফুটকি লাগিয়ে রামে ভোট দেয় বলে গুজব)। আর চালচোর যে তিনো সেও কি বলে দিতে হবে?
  • lcm | ২১ জুন ২০২৩ ০৫:১১515179
  • হ্যাঁ, সাংবাদিক সুমন চ্যাটার্জি।
    কিন্তু, ফুটকি কারা?
  • &/ | 151.14.***.*** | ২১ জুন ২০২৩ ০৫:১০515178
  • "চুপচাপ ফুলে ছাপ" বলে একটা বই ছিল না? সেই বইয়ের লেখক কে?
  • &/ | 151.14.***.*** | ২১ জুন ২০২৩ ০৫:০৯515177
  • এইসব শুনে এক কবি-বন্ধু মুখে মুখে ছড়া কইলেন,
    "ভাবাবেশে ভাবাবেশে,
    ঘুরে ফিরি বাবা-বেশে।"
    কেজানে হয়তো বাবা রামদেব এর কথা মীন করলেন।
  • ইনি | 185.232.***.*** | ২১ জুন ২০২৩ ০৫:০৮515176
  • সুমন চাটুজ্জে, কবরে নয়, অন্যটা। সাংবাদিক। মমতা বাম্বু দেওয়ার পর থেকে তৃণমূলের মুণ্ডুপাত করে থাকেন। আপাতত ফুটকিদের হিরো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত