বেঁচে আছি, এখনো মরিনি, মরতে পারিনি- জীবন এখনো মৃত্যুযন্ত্রণার চেয়ে ভয়ঙ্কর নয়, তাই এখনো ব্লিচিং পাউডারের স্বাদ জীবনের থেকে বেশি বৈ কম কটু নয়, ফ্যানের হাওয়ায় যে দড়ি নিশি ডাকে হাতছানিতে-এখনো দূর, তবে জানি- soon would i be gone/ like the dandelion florets in the whiff of wind/ that floods the valley and gushes into my soul/ penetrates through my pains of lone.
পরীক্ষা চলছে 4th semester এর, তারপর হয়তো একটা বড়ো vent লিখতে পারি বেঁচে থাকলে- আপাতত কয়েকটা টেকনিকাল জিজ্ঞাস্য আছে-
১. আমি minitab, C++(Turbo পরে Dev), SQL Oracle আর R শিখেছি কলেজে, SQL আর R এবারেই শিখলাম, R 4.2.2 version, তবে R studio ও ব্যবহার করতে পারবো। Python শেখার চেষ্টা করছি নিজে এই সেমিস্টারের পরের জুনের ছুটিতে, for data analysis and handling purposes mainly( Gonna be proud femboy coder from this pride month uwu ), তো Python 3.10 version শেখা ভালো হবে না, Pycharm use করা ভালো?
২. Kaggle community, RSS (না যেটা ভাবছেন সেটা নয়, হাফপ্যান্ট পরা হাবিলদারদের দল না, Royal Statistical Society র কথা বলছি) join করেছি অনেক দিন, কিন্তু অতো মাথা দিতে পারি না কলেজের চাপে। এখনো অনেক চাপ থাকবে, Jam এর প্রস্তুতি, Dissertation, কলেজের সেমিস্টার, তার মধ্যেই ভাবছি একটু Python টা শিখে kaggle এর competition গুলোতে অংশগ্রহণের চেষ্টা করবো, তো আজ titanic competition এর ডেটা গুলো দেখছিলাম, মোটামুটি কাজটা কি করতে হবে বুঝেছি কিছুটা- multiple linear regression ই শিখেছি আপাতত এই সেমিস্টারে, সেইটা দিয়ে prediction formula তৈরি করবো ভাবছি বা ওরকম কিছু , যদিও categorical data analysis বা glm জানি না এখনো, সুতরাং survival কিভাবে প্রেডিক্ট করবো সে নিয়ে বিশ বাঁও জলে এখনো, দেখা যাক কতটা কি পারি আমার শেখার পরিধির মধ্যে থেকে।
কিন্তু প্রশ্ন হলো, তিনটে ডেটাসেট আছে, .csv file format এ, সেগুলো থেকে data extract করে R এ আনতে হবে। মিনিট্যাব বা পাইথনে আনতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু R এ read.csv() use করে path টা দিলে error আসছে, আমার ল্যাপটপে windows os, তাই by default, working directory onedrive এ সেট করা, setwd(), getwd() দিয়েও লাভ হচ্ছে না, onedrive ঊ ফাইল গুলো আপলোড করেও আসছে না, অতবড়ো data manually extract করাটাও খুব cumbersome, তাহলে কিভাবে এ সমস্যার সমাধান করা যায় ? আমি geeksforgeeks, stack overflow, R bloggers ঘুরেও খোঁজ পেলাম না কিছু উপায়ের, তাই এখানে একবার এলাম।।
বাই দ্য রাস্তা, সবাই অনেক চিন্তিত হয়েছিলেন I guess, পরীক্ষার চাপে গুরু খুলতে পারিনি সেভাবে, সবার কাছে ক্ষমাপ্রার্থী । আর যো দি, আপনাকে ফোন নাম্বার আর দেওয়া হয়নি, আমার স্প্যাম ইমেলটা বরং দিয়ে রাখলাম- peepsbiatch@gmail.com, মনে হলে যোগাযোগ করবেন, এখন ভালো করে ঘুরেফিরে বেড়িয়ে নিন, আপনার ঘোরার গল্পগুলো পড়তে দারুণ লাগে, আপনি খুব মিষ্টি একজন মানুষ, like খুউউউউউব মিষ্টি <333। আর kk, ,আপনার প্রতি আমার কোনোই বিদ্বেষ নেই, বরং আপনার মেলটা আমার খুব ভালো লেগেছিল,ভেবেছিলাম লিখেই জবাব দেবো নিজে, কিন্তু আর লেখা..... TnT , এমনিতেও আপনি, dc, r2h, পাই দিদি রা খুব ভালো, sensible, no-nonsense কথা বলেন, যেটা আমার সত্যিই খুব প্রশংসনীয় মনে হয়। আজ এই পর্যন্তই, আবার 31 তারিখের পর পরীক্ষা শেষ হলে বাকি রইলো যেসব কথা, লেখা যাবে'খন।