এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • syandi | 81.109.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৯:০০514331
  • হ্যাঁ ওনাকে অনেকেই  'ছটা দশ' বলত বটে। 
  • syandi | 81.109.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৮:৫১514330
  • এই ঘটনাটি ঘটেছিল আমাদের ক্লাসমেটদের অর্থাৎ যাদের পাসকোর্স (বা সাবসিডিয়ারী) সাবজেক্ট হিসাবে কেমিস্ট্রি ছিল তাদের কেমিস্ট্রি ক্লাসে। আমার মেজর ছিল কেমিস্ট্রি, তাই আমি ঘটনাস্থলে ছিলাম না। ফিজিক্স, ম্যাথ আর লাইফ সায়েন্সে মেজর করা ছেলেমেয়েদের ফার্স্ট ইয়ারে ফিজিক্য়াল কেমিস্ট্রি পড়িয়েছিলেন পরেশদা। একদিন উনি ক্লাসটেস্ট (শান্তিনিকেতনের ভাষায় ইনটার্ন্যাল অ্য়াসেসমেন্ট বা শর্টে ইনটার্ন্যাল)- এর ডেট দিলেন। টপিক ধার্য্য হল থার্মোডায়ানামিক্স। যাইহোক ভালোয় ভালোয় ইনটার্ন্যাল হয়ে গেল এবং বেশীরভাগ লোকজনই দশে দশ পেল। খাতা ফেরত দেওয়ার সময় উনি দুজন স্টুডেন্ট পরীক্ষা দেয় নি বলে লক্ষ্য করলেন। আমি তাদের নাম এখানে বলছিনা, একজনকে P বলব আর অন্যজনকে U বলব। অনুপস্থিতির কারণ হিসাবে  জানা গেল পরীক্ষার আগের দিন P-এর চিকেন পক্স ধরা পড়ে আর P-এর বাড়ী অনেক দূরের একটি শহরে হওয়ার জন্য ইনটার্ন্যাল- এর দিন P-কে বাড়ী পৌঁছে দিতে U গেছিল সঙ্গে। যাইহোক পরেশদা P-এর স্বাস্থ্য় সম্পর্কে খোঁজখবর নিলেন এবং বন্ধুর প্রতি U-এর দায়ীত্ববোধের প্রাণ খুলে প্রশংসা করলেন। এর পর তিনি ঘোষনা করলেন “আপাতত তোদের দুজনকেই ইনটার্ন্যাল অ্য়াসেসমেন্টের মার্ক হিসাবে দশে দশ দিয়ে রাখছি, পরে তোরা পরীক্ষাটা দিয়ে দিস।” P- এবং U- এর কেউই আজও পরীক্ষাটা দিয়ে উঠতে পারে নি।
  • kk | 50.228.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৮:৪৭514329
  • হ্যাঁ হ্যাঁ, সাবসি। ঠিক। অনেকদিন হয়েছে তো, সব ভুলে গেছি!!
    পরেশদা কিন্তু আমাদের ক্লাস যখন নিতে শুরু করেন, বলেছিলেন উনি হয়তো পরে আর পড়াবেননা। খুব সম্ভবত কার্তিক বাবু বলে একজন প্রোফেসর রিটায়ার করার পর উনি আসেন। পরে নিশ্চয়ই রেগুলার ক্লাস নিতেন। সে খবর আমি জানতামনা। সাবসি ক্লাস করতামই আর কটা!
    পরেশদা খুব ভালো মানুষ ছিলেন। ওঁকে খুব ভালো মনে আছে। ফর্সা, সরল মুখ, বড় বড় চোখ। সামনের দিকে সামান্য ঝুঁকে দাঁড়াতেন বলে দুষ্টু ছেলেপুলেরা আড়ালে ডাকতো 'ছটা দশ'। সেই মানুষটা এখন আর নেই শুনে খারাপ লাগলো।
  • syandi | 81.109.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৮:১৭514328
  • কেকে, পাসকোর্স আবার কি জিনিস :-)? শান্তিনিকেতনের ভাষায় সাবসিডিয়ারী বা সংক্ষেপে সাবসি বলতে হবে তো। কিছু মনে করবেন না, মজা করলাম একটু।

    পরেশদা কারোর বদলী হিসাবে নয়, উনি নিয়মিতভাবেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ক্লাস নিতেন সাবসি থেকে শুরু করে অনার্স মায় এম এস সির ক্লাসেও। এতে রেগুলার টিচারদের কিছুটা হলেও ভার লাঘব হত। অত্যন্ত ভাল একজন মানুষ ছিলেন পরেশদা। বলতে খুব কষ্ট হচ্ছে যে পরেশদা ২০১৭-১৮ সাল নাগাদ গত হয়েছেন। মারা যাবার ৩-৪ বছর আগে বিয়েও করেছিলেন কয়েকবছর প্রেম করার পরে। আমার সাথে রতন পল্লী ঢোকার মুখে ফলের দোকানের সামনে ২০১৩-১৪ নাগাদ দেখা হয়েছিল। অনেক কথা হয়েছিল। কি একটা কথার পিঠে হাল্কাচালে কি একটা ফচকেসুলভ উত্তর দেওয়াতে অত্যন্ত স্নেহভরে বললেন "সেই বাঁদরটাই রয়ে গেলি তুই।"
    কেকে, পাসকোর্স আবার কি জিনিস :-)? শান্তিনিকেতনের ভাষায় সাবসিডিয়ারী বা সংক্ষেপে সাবসি বলতে হবে তো। কিছু মনে করবেন না, মজা করলাম একটু।
  • kk | 50.228.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৭:৫৪514327
  • স্যান্ডি,
    সেই, এতরকমের কান্ড ছিলো শান্তিনিকেতনে, কোনটা ছেড়ে কোনটা বলবে! পাঠভবন, উত্তরশিক্ষায় আমিও পড়িনি। একেবারে শিক্ষাভবন দিয়ে শুরু। তবে আমার এক বান্ধবী ছিলো দেববর্ণা (ইংলিশ এর), সে পড়েছিলো ওখানে একেবারে ছোট থেকে। খুব সুন্দর করে গল্প বলতে পারতো। ওর কাছেই এইসব গল্প শুনেছিলাম। হ্যাঁ, পরেশদাকে আমিও চিনি। উনি আমাদের সময় কিছুদিন পাসকোর্সের কেমিস্ট্রি ক্লাস নিয়েছিলেন, বোধহয় কারুর বদলি হিসেবে।
  • syandi | 81.109.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৭:১৩514326
  • এই নিন। ভাল বাজনা শুনুন। নিখিলবাবুর বাজানো হেমন্ত বহুবার শোনা, কিন্তু এত লম্বা আর ইলাবোরেটেড ভার্সানটা শোনা হয় নি। উপরি আছে পণ্ডিত কিষাণ মহারাজের তবলা। গুরুতে যে সমস্ত মিউজিকপ্রেমীরা আছেন যথা রন্জনদা, ন্যাড়া, কেসি, আনন্দ কি এটা আগে শুনেছেন?                                                                                                                     
  • &/ | 151.14.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৫:৩৪514325
  • এই সেদিন সেই 'ও ভাই রিকশোওলা বসন্ত এসে গেছে' র গল্প, আজ স্কুটারের ড্রাইভার। মানে সবই চমৎকার চমৎকার জিনিস। ওই স্কুটারে সেই প্রসেনজিৎদাকে চাপালে যা হবে! ঘাড়ের কাছে "স্কুটারোলা ও ভাই স্কুটারোলা, দ্যাখো বসন্তকালের কী মাধুরী" শুনলে .... ঃ-)
    দাড়িদাদু টাইমট্রাভেল করে এসে এইসব দেখলে নিজের সঙ্গীত ভুলে গিয়ে গাইতেন, "কী ঘর বান্ধিলাম আমি শূন্যের মাঝার"
  • Amit | 120.22.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৪:৩৬514324
  • স্কুটার এর ড্রাইভার টা কিন্তু গামা আইডিয়া। কেজানে হয়তো ওনাকে দেখেই উবের ওলা বাইক সার্ভিস চালু করেছে। 
  • syandi | 81.109.***.*** | ২৫ মার্চ ২০২৩ ০৩:৪৯514323
  • কেকে, পাঠভবনের প্রসেনজিৎ-দার গল্প পড়লাম। এনার কথা আগে শুনিনি। পাঠভবনের শিক্ষকদের মধ্যে চিনতাম পরেশদা আর অরূপদা কে। আমি অবশ্য পাঠভবন বা উত্তরশিক্ষাসদনে পড়িনি। তাই পাঠভবনের শিক্ষকদেরকে না চেনাটাই স্বাভাবিক। বন্ধুবান্ধবদের কাছে পাঠভবনের আর এক শিক্ষক পাণ্ডেজির কথা শুনেছি। পাণ্ডেজি সংস্কৃত পড়াতেন, ওনার বিশেষত্ব ছিল উনি একটি স্কুটার কিনেছিলেন যেটা চালানোর জন্য একজন ড্রাইভার রেখেছিলেন। উনি নিজে স্কুটার চালাতে পারতেন না।

    আপনার লেখায় ভবানী ধোপার নামোল্লেখ থাকায় মনে পড়ে গেল আমাদের রাজু ধোপার কথা। রাজু ধোপার পুরো নাম হল রাজকুমার রজক, আমি ওর নাম দিয়েছিলাম 'রাজবব্বর।' রাজু ধোপা ছিল বি এ পাশ। ও বলেছিল যে নকশাল আমলে টেবিলে ছুরি গেঁথে বি এ পরীক্ষা দিয়েছিল। রাজু বেশ অবস্থাপন্ন মানুষ হওয়া সত্ত্বেও সাইকেলে পুঁটলি বেঁধে বয়েজ হস্টেলগুলোতে এসে ময়লা জামাকাপড় সংগ্রহ করে পরদিন কেচে-ইস্ত্রি করে ফেরৎ দিয়ে যেত। শান্তিনিকেতন রোডের উপরে রাধেশ্য়াম আগরওয়ালের দোকানের পাশেই রাজুর প্রপার্টি।  বেশ কয়েকটা দোকান ভাড়া বসানো আছে ওর প্রপার্টিতে। ওকে কোনদিন কারো জামাকাপড় নিয়ে কোন ভুল করতে দেখিনি, যার জামাপ্য়াণ্ট তাকেই ফেরৎ দিত। বয়সে আমাদের চাইতে অনেকটা সিনিয়র হওয়া সত্ত্বেও ছেলেপিলে রাজুকে তুইতোকারী করত এবং রাজুও সবাইকে তুইতোকারী করত। যেটা না বললেই নয় সেটা হল রাজুকে কেউ তুমি সম্বোধন করলে তাকে তিন গুণ পয়সা চার্জ করত রাজু। ছেলেপুলে প্রচণ্ড জ্বালাতন করত ওকে। সাইকেলের চাকার হাওয়া খুলে দেওয়া, টয়লেটে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া, শীতকালে ওর মুখে হাল্কা করে (শরীর ভিজবে না এমন ভাবে) জলের ছিটে দেওয়া, কাপড়ের পুঁটলি কেড়ে নিয়ে বেশ কয়েকজন মিলে গোল হয়ে লোফালুফি করা ইত্যাদি ছিল ওকে জ্বালাতন করার নিয়মিত কয়েকটি পদ্ধতি। এগুলো করলে রাজু খুব গালমন্দ করত। পরীক্ষার আগে মানে আমরা যে সময়টাকে স্টাডি লিভ বলতাম সেসময়ে ছেলেপিলেদের এসব আ্য়াকটিভিটিতে একটু ভাঁটা পড়ত পড়ার চাপে। তো সেই সময়ে রাজু এসে রীতিমত ঘ্যানঘ্যান করত আর বলত "আজকাল আর তেমন পাত্তা দিস না", "আমাকে তো তোরা মানুষ বলেই গণ্য করিস না", "আজকাল তোদের খুব অহঙ্কার হয়েছে"  ইত্যাদি ইত্যাদি। তার মানে ভিতরে ভিতরে এসব পছন্দই করত। ২০১১ তে দেখা হয়েছিল রাজুর সাথে আমার। জানিনা বেঁচে আছে কিনা।
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:a403:4186:ed48:7574:38ad:***:*** | ২৪ মার্চ ২০২৩ ২৩:১০514321
  • কথা হল জনসভায় বক্তব্য রাখার সময় কি বলেছিলেন সেটা নিয়ে কোর্ট এ মামলা হয় কি?  তা হলে তো পুরো বিজেপি আর তিনোর জেলে থাকার কথা।  
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৩ ২৩:০০514320
  • সরু চাঁদের ফালি ঘেঁষে শুক্রগ্রহ দেখলেন? লোকেরা খুব ছবি দিচ্ছেন।
  • dc | 27.62.***.*** | ২৪ মার্চ ২০২৩ ২১:৫৩514318
  • তাহলে একটা ঝড়ের বাজনা শুনুন 
     
  • মন মোর মেঘের সঙ্গী | 117.194.***.*** | ২৪ মার্চ ২০২৩ ২১:০৯514316
  • "খুব ধোসা খা"-র আন্দোলনে ......
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৩ ২০:৪৮514314
  • কয়েক সপ্তাহ আগে এমনই এক শুক্রবারে বিকেলে সব ছুটি হয়ে গেছিল ভীষণ ঝড় আসছিল বলে।
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৩ ২০:৪৬514313
  • উদ্বাস্তুদের রক্তচোষা বলল ওই ড্যাশ লোকটা! টইতে দেখুন। তিনি আবার দাঁড়িকুলীন!
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৩ ২০:৩৬514311
  • গোল গোল লেন্টিকিউলার মেঘ উড়ে যাচ্ছে পুবের দিকে। একটা মেঘ দেখলাম একেবারে যেন উড়ন্ত চাকী! মেঘটার ঠিক পিছনে সূর্য ছিল বলে এফেক্ট যা হয়েছিল!
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৩ ১৯:৫৯514310
  • কিংবা ধরুন, "ঝড় উঠেছে বাউল বাতাস আজিকে হল সাথী"
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৩ ১৯:৫৫514309
  • হেমন্তবাবুকে স্মরণ করছি, "আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা"
  • যদুবাবু | ২৪ মার্চ ২০২৩ ১৯:৪১514308
  • এই রে ঝড় আসছে?? আজ তো দিব্যি আবহাওয়া, তাহলে উইকেন্ডে আসবে?
    একটু আগে এলেই আজ ছুটি হতো। এদেরও কোনো সময়জ্ঞান নেই। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৪ মার্চ ২০২৩ ১৯:৩২514307
  • ধন্যবাদ kk. হ‍্যাঁ, সেই রকমই শুনেছি‌। আজকের যা বাইরের কাজের পরিকল্পনা ছিল সব গতকাল মিটিয়ে ফেলে এখন দেখি অবস্থা কেমন হয়।
  • kk | 2601:14a:500:e780:1584:275:83c9:***:*** | ২৪ মার্চ ২০২৩ ১৯:২৩514306
  • অমিতাভদা, যদুবাবু, অ্যান্ডর,
    আপানাদের ওদিকে খুব বড় ঝড় আসছে না? সাবধানে থাকবেন। আরো যাঁরা ওদিকে আছেন, সবাইকেই বললাম।
  • dc | 2401:4900:231b:e140:4c5e:56f1:ac34:***:*** | ২৪ মার্চ ২০২৩ ১৯:০১514305
  • রাহুল গান্ধীর বেস্ট স্ট্র‌্যাটেজি হবে কোনরকম অ্যাপিল না করে জেলে যাওয়া। এক দুমাস জেল খাটতে পারলে প্রধানমন্ত্রীর পদ গ্যারান্টিড। তবে কিনা মোদি-শাহ সেই সুযোগ দেবে বলে মনে হয়না। আগামী এক মাসে ইন্ডিয়ান পলিটিক্সের টার্নিং পয়েন্ট হতে পারে, যদি কংগ্রেস ঠিকমতো চাল দেয় তো। 
  • dc | 2401:4900:231b:e140:4c5e:56f1:ac34:***:*** | ২৪ মার্চ ২০২৩ ১৮:৫৮514304
  • এইটা রাহুল গান্ধী একটা বিরাট বড়ো চান্স পেয়েছে, খুব কম পলিটিশিয়ানই এরকম চান্স পায়। দেখা যাক এটা কনভার্ট করতে পারে কিনা। 
  • | ২৪ মার্চ ২০২৩ ১৮:৫১514303
  • হ্যাঁ সম্ভবত ৩ না ৫ বছর নির্বাচনে যাতে দাঁড়াতে না পারে। 
  • সিএস | 2401:4900:706e:2c17:55d4:25e1:b0ec:***:*** | ২৪ মার্চ ২০২৩ ১৮:৫০514302
  • সে তো বটেই। পলিটিক্স থেকেই বার করে দেওয়া।

    immediate দিল্লীর বাড়ি থেকে বার করবে।

    অন্য দিকটাও ভাবুন। বিরোধীরা এবার কী করবে ? রাগার সাথে দাঁড়াবে না সরে যাবে ? বিরোধীদের মধ্যে আরো কনফিউশন তৈরী হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত