এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:97e5:3a66:***:*** | ০৮ মে ২০২২ ২৩:৩৩501764
  • তার মানে এই তিনজন হলো গুরুর কোর কমিটি! হুম।  
  • sm | 2402:3a80:1cd3:cf0f:478:5634:1232:***:*** | ০৮ মে ২০২২ ২৩:৩১501763
  • আপনি খামোখা সাহেব জুড়ছেন,সেটাও দেখেছি। ওটাও বাদ দ্যান। 
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২৩:২৯501762
  • আমি আজকাল লগিন করে লিখি এবং নিননিছাদের সঙ্গে এনগেজ হই না। আমি হাইড বাটনের দাবি তুলেছিলাম। পাত্তা দেওয়া হয়নি। ইউজারদের শুভবুদ্ধির উদয় হবে - এই আশা করা হয়েছে! সে আশা যে সার্থক হয়েছে, সে তো দেখতেই পাচ্ছেন।
     
    আমি অন্তত ডিলিটের কোনও নির্দিষ্ট গাইডলাইন দেখিনি। তবে এলসিএম, হুতো এবং অভ্যু এটা করে থাকেন বলে জানি। আমি অবশ্য ভুলও হতে পারি। কাজেই তাঁদের যেটা ডিলিটযোগ্য মনে হয়, সেটা ডিলিট করেন মাঝেমধ্যে। আর আমি মাঝেমধ্যেই গেরামে রাত হয়েছে বলে গুলি খেয়ে ঘুমিয়ে পড়ার অতি নিরীহ উপদেশ (বা হুমকি) পাই!
     
    কিন্তু আপনি অযথা আমার নামের পাশে 'বাবু' জুড়তে শুরু করলেন কেন? মোটে এমনটা করবেন না। প্লিজ।
  • sm | 2402:3a80:1cd3:cf0f:478:5634:1232:***:*** | ০৮ মে ২০২২ ২৩:১৯501761
  • দেখুন এলেবেলে বাবু, পোস্ট ডিলিট এর একটা নির্দিষ্ট গাইড লাইন থাকবে বা থাকা উচিত।
     গালাগালি নিয়ে lcm কে প্রশ্ন করেছিলাম।এবং বেনামী পোস্ট কর্তা দের নিয়ে ও।
    ওনার উত্তর ছিলো ,দু ক্ষেত্রেই কিছুই করার নেই।
    ফেয়ার এনাফ! 
    তাহলে র২হ বলছেন কি করে,বোধি রিকোয়েস্ট করলে, ডিলিট করা যেতো? 
    গালাগালি ও বিশেষত বেনামে (মুখোশ পরে) গালাগালি যে অপছন্দের সেটা বোধি জানিয়েছেন,পিটি জানিয়েছেন, আমি জানিয়েছি ও ঈশান ও তার পুরোনো লেখায় জানিয়েছে।
    গোল কোথায়?
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২৩:১০501760
  • উঁহু, শুধু বেনামী নয়, রীতিমতো নামী লোকেদের গালাগালও হজম করতে হয়েছে। এই সেদিনও।
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২৩:০৯501759
  • সে আমিও ওসব গালাগালিকে পাত্তা দিই না। জানি স্রোতের বিরুদ্ধে কথা বললে বা লিখলে গালাগাল হজম করতে হবে। একটার সঙ্গে অন্যটা ফ্রি।
     
    কিন্তু অ্যানোনিমিটির আড়ালে বা সেটাকে ঢাল করে এখানে (মানে শুধু ভাটে নয়, নানা টইতেও, এমনকি ব্লগেও) যে পাইকারিহারে কুচ্ছো চলে, তার তুলনা হয় না। এই অ্যানোনিমাসরা মোটেই অজানা উড়ন্ত বস্তু নন। গুরুর প্রতিটি খবর, প্রতিটি ঘরেলু মামলা তাদের নখদর্পণে। শুধু গায়ের ঝাল ঝাড়ার জন্য তারা টক করে মুখোশটি পড়ে নেন।
  • r2h | 2405:201:8005:9947:c42f:98db:ff19:***:*** | ০৮ মে ২০২২ ২৩:০৬501758
  • না, এমন বলছি  না, ডিলিট হতোও না।
    আর খ-দা নিজে পোস্ট ডিলিটের অতি বিপক্ষে। 
     
    যাই হোক, আমি আর এটা নিয়ে কথা বলতে আগ্রহী  না।  ধন্যবাদ!  
  • sm | 2402:3a80:1cd3:cf0f:478:5634:1232:***:*** | ০৮ মে ২০২২ ২২:৫৮501757
  • r2h, তার মানে আপনি বলতে চাইছেন,বোধি বললে বা রিকোয়েস্ট করলে,তবে পোস্ট  ডিলিট হতো ই।স্রেফ রিকোয়েস্ট আসে নি বলে,চালাও পানসি , বেলঘরিয়া? তাজ্জব! 
     
    একটি অতি কদর্য টই ছিল, গালি গালাজ এর ইতি কথা। সেটি ও দিব্য কন্টিনিউ করা হয়েছে। আপামর অডিয়েন্স এর কথা না ভেবেই।
    কারণ এই গুরু তে নানা ধরনের,নানা বয়সের পাঠক রয়েছে।
    তাই তো জিজ্ঞেস করছি, পোষ্ট ডিলিট করার পলিসি কি ও কারা করার অধিকারী।
    পোস্ট রিপিটিশন বা টেকনিক্যাল গ্লিচ ধরছি না।কারণ তাতে মূল পোষ্ট ডিলিট করা হচ্ছে না।
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২২:৪৯501756
  • হুঁ। এলেবেলের ভয়াবহ রকমের বেনামী গালাগাল সহ্য করেছেন।
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২২:৪৮501755
  • খ-দার কোনদিন কোন রক্ষাকর্তা বা উকিলের দরকার পড়েনি, ডিলিট করার যৌক্তিকতা আছে ভাবলে নিজেই বলতো।
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২২:৪৬501754
  • আরে ধুস, এসেম সাহেব কাস্টিস্ট গান্ধী নিয়ে ঘটনাবলি মনে করে দেখুন। তার অভিঘাত এখনও আমার মন থেকে দূর হয়নি। সম্ভবত হুতো সেখানে ইন্টারভেনও করেছিলেন। 
  • sm | 2402:3a80:1cd3:cf0f:478:5634:1232:***:*** | ০৮ মে ২০২২ ২২:৪৩501753
  • এই যে ধারাবাহিক ভাবে বোধি সত্ব বাবুকে গালি দেওয়া হলো,সেগুলো কি মুছে দেওয়া হবে?
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২২:৪১501752
  • যাব্বাবা, ইউজারদের 'মনোভাব' তো নানান রকম হবেই, ও আর কে কী করবে। কোন ব্যতিক্রমী সুবিধা কোন কারনে কেউ পায়নি, সেইটা হলো বক্তব্য। পেয়েছে, বা পেয়ে থাকে - এমন অভিযোগ থাকলে তার পক্ষে কিছু উদাহরন থাকা ভালো।

    পোস্ট ডিলিট হয়, সম্প্রতি একজন হোমোফোবিক স্টকারের পোস্ট নির্বিচারে ডিলিট হয়েছে, তার আগে একজন খুব চমৎকার কোয়ালিটির হাই রেজোল্যুশন ইমেজ পোস্ট করছিলেন, নগ্নিকা পর্ন তারকাদের ছবি, সেসব ডিলিট হয়েছে। অনেক মাঝে মাঝে বন্যার মত ট্রোল বা স্প্যাম এলে ডিলিট হয়। টেকনিক্যাল গ্লিচের জন্যে বারবার এক টই বা খেরো বা হপা তৈরী হয়ে গেলে ডিলিট হয়। কুৎসামূলক টই ডিলিট হয়েছে এক আধবার।
     
  • sm | 2402:3a80:1cd3:cf0f:478:5634:1232:***:*** | ০৮ মে ২০২২ ২২:৩৯501751
  • পোস্ট ডিলিট নিয়ে গুরুর পলিসি কি? কে বা কারা পোষ্ট ডিলিট এর অধিকারী? 
    ব্যক্তিগত ভাবে , হেট স্পিচ ছাড়া কোন পোস্ট ডিলিট না করার পক্ষপাতি।
     
    একজন আর এক জন কে গালাগালি দিয়ে অনুতপ্ত হয়ে পোস্ট ডিলিট করার অনুরোধ করতেই পারেন। কিন্তু তাতে তো যে ব্যক্তি কে গালি দেওয়া হয়েছে,তাঁর মত নাও থাকতে পারে।
    এমন কি ভবিষ্যতে কোন প্রমান ও রইবে না।
     
     
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২২:৩১501750
  • ডিলিট হয়েছি কি না, তা জানি না। অত পেছনে গিয়ে দেখিনি। কিন্তু আপত্তি উঠেছে। কিন্তু এই দুটো মনোভাবই - ডিলিট করার ব্যবস্থা ও রক্ষাকর্তার ভূমিকা পালন- অত্যন্ত বিরক্তিকর।
     
    এখানে আরও অনেকেই যা তা ভাবে বুলিড হন নিয়মিতভাবে। তাঁদের পেশা, বাসস্থান, পরিবার - কিচ্ছু বাদ যায় না কিন্তু। এবং সেগুলোও ডিলিট হয় না।
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২২:২৬501749
  • কিন্তু ডিলিট তো হয়নি। তাহলে কী সুবিধে পাওয়া গেল?
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২২:২৫501748
  • কিন্তু সেটা হবে। বিশেষত সেই নিয়ে একজন আপত্তি জানানোর পরে। সে আপনি যতই পার্সেপসন নামক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন না কেন।
     
    মেজাজ হারিয়ে দু-একবার অশালীন শব্দ প্রয়োগ করার পরে আমারও মনে হয়েছে যে সেটা না ব্যবহার করলেও হত। কিন্তু আমি কোনও 'পার্সেপশন'-এর ভণিতাতেও যাইনি, সেটা ডিলিট করার অনুরোধও জানাইনি।
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২২:২০501747
    • এলেবেলে | ০৮ মে ২০২২ ২২:১৬501745
    • গুরুর লোকজনের সঙ্গে 'নিয়মিত ও অতি ভালো সম্পর্ক'-এর দৌলতে এক্সট্রা সুযোগ পাওয়া...
    চেনাশুনোর জন্যে সুবিধে পাওয়া - এমন কিছু হয়ে থাকে - সেরকম ধারনা যেন না হয়, তাই নিয়ে আমার যত আপত্তি। ঐজন্যেই বলছিলাম, যতই মজা করে বলা হোক, যাদের অত দহরম মহরম নেই তাঁদের কাছে 'ভেতর থেকে ব্যবস্থা' ইত্যাদি ধারনা বিরক্তির কারন হতে পারে।
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২২:১৯501746
  • এর মানে স্নেহ (দুই অর্থেই) অতি বিষম বস্তু।
  • এলেবেলে | ০৮ মে ২০২২ ২২:১৬501745
  • এর আগে 'কোর গ্রুপ' ও 'বৈঠকখানা' নিয়ে এসেমের মন্তব্যের প্রেক্ষিতে কিঞ্চিৎ অন্য ধরণের মন্তব্য করেছিলাম কারণ ঘরেলু মামলা এত জানকারি ছিল না। তখন যেটা ঠিক মনে হয়েছিল, সেটাই লিখেছিলাম।
     
    কিন্তু এই গুরুর লোকজনের সঙ্গে 'নিয়মিত ও অতি ভালো সম্পর্ক'-এর দৌলতে এক্সট্রা সুযোগ পাওয়া এবং একই কারণে বুলিং নিয়ে অতি মাত্রায় একপেশে রক্ষাকর্তার ভূমিকায় আবির্ভূত হওয়া - গুরুর একজন নিয়মিত ইউজার হিসেবে এই দুটোরই তীব্র প্রতিবাদ করে গেলাম।
     
    খিড়কির দরজা দিয়ে যাঁরা সুযোগ নেন এবং দেন - এই দু'দলই আমার কাছে সমার্থক।
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২২:০৬501744
  • আমার চেনা একটি বাচ্চা আছে, সে খুব ফর্সা, আর রোগাপটকা, শান্ত। চেনা এক ভদ্রলোক তাকে দেখা হলেই জিজ্ঞেস করেন, কী রে, তোর কি অ্যানিমিয়া? শরীর ভালো না? বাবাকে বল ডাক্তার দেখাতে। লোকটি অ্যানিমিয়া প্রমান করতে উদগ্রীব।

    অ্যানিমিয়া=বুলি? না।
  • যোষিতা | ০৮ মে ২০২২ ২১:৫৭501743
  • ডিসলেক্সিয়া=বুলি?
    জেনে নিলাম
  • যোষিতা | ০৮ মে ২০২২ ২১:৫৬501742
  • মেরেচে! আমি ব্রতীনকে বুলি করি? যাগ্গে।
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২১:৪২501741
  • ছবি বিষয়ে ব্রতীনদা বুলিড কোথায় হলো বুঝলাম না।

    কোন মতানৈক্য হলেই বুলিড হচ্ছে বললে ব্রতীনদা নিজেও কতদূর স্বস্তি পায় জানি না। এক সময় যেমন ব্রতীনদার ডিসলেক্সিয়া প্রমান করার একটা চেষ্টা দেখছিলাম। কে যে বুলি করছে সেটাই আমার কৌতুহল।
    গুরুর নিয়মিত বেশিরভাগ মানুষের সঙ্গেই, ইন্ক্লুডিং যাদের হাতে গুরুর পরিচালনা, ব্রতীনদার নিয়মিত ও অতি ভালো সম্পর্ক (আমার সঙ্গে অবশ্য ধুন্দুমার ঝগড়া হয়েছিল ভাটে বহুকাল আগে)। এত নেগেটিভ ব্যাপার স্যাপার হলে সেটা কী করে হয় আমি বুঝি না।
    এনিওয়ে।

    স্যরি আবারও, ব্রতীনদা। এই কথাগুলো শুরু করারই ইচ্ছে ছিল না, আশংকা ছিলই যে তিক্ততায় গড়াবে। আমার দিক থেকে একমাত্র আপত্তি ছিল ঐ পারসেপশন নিয়ে, সেটা তুমিও ক্লিয়ার করেই দিয়েছো, আমার দিক থেকে আর কোন বক্তব্য নেই, পরের বার বইমেলায় দেখা হলে মশলা (চা) খাওয়া যাবে।
  • যোষিতা | ০৮ মে ২০২২ ২১:৪২501740
  • টইটা কি Tim এর লেখা? তাহলে তিনি হাইড আনহাইড করতে বললেন কেন?
  • যোষিতা | ০৮ মে ২০২২ ২১:৪০501739
  • টইটা আনহাইড হয়েছে কি?
    ২০১৪র এই পোস্ট আমার নজরে আসে নি।
  • হে হেব | 2405:8100:8000:5ca1::27c:***:*** | ০৮ মে ২০২২ ২১:০৭501738
  • সেই মিশরের টই আনহাইড করতে Tim.  আগেই বলেছেন। যোষিতা জেনেশুনে ইচ্ছে করে মিথ্যে বলছে। 
     
    • Tim | 105.59.87.251 | ০৮ মে ২০১৪ ১০:০৪640233
    • Name: DS

      IP Address : 106.47.226.22 (*) Date:08 May 2014 -- 08:45 AM
      "আর যে ডিলিটের নিদর্শন সাইটে রয়ে গেল, তা বেসিকালি কেউ নিজের সম্পর্কে বেশি পার্সোনাল তথ্য লিখে ফেলে ভুল স্বীকার করে নিজেরই পোস্ট বা টই মুছে দিতে রিকোয়েস্ট করেছেন।"
      -----------------------------------------------------
      এই ব্যাপারটা ঠিক সত্যি নয়। হাইড করার প্রেক্ষিত ইত্যাদি আলাদা হলেও, আলোচ্য মিশরের টইতে কোন সেন্সিটিভ বা মোর দ্যান ইউজুয়াল ইনফর্মেশন দেওয়া ছিলোনা। আর পাঁচটা টইয়ের মতই ছিলো। ওটা আসলে আমাদের তরফ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিলো অপ্রীতিকর পরিস্থিতি আটকানোর জন্য, যার মূল কারণ রিয়েল এবং ভার্চিয়াল জগতের ওভারল্যাপ, বিশেষত একটি ইভেন্টফুল সময়ে।
      এই আইডিয়াটা আমার একার ছিলো, এবং এতে বাকি এতগুলো লোকের সম্পর্কে (আলোচ্য টইয়ের লেখক এবং গুরুচন্ডালীর সম্পাদকমন্ডলী) এত ভুলভাল এবং কনফিউজিং ধারণা তৈরী হচ্ছে দেখে আমার আপশোষের সীমা নেই। তাই হার্মাদের মত ঐ টইটাও যদি ফিরে আসে, এই বারম্বার স্পেকুলেশনের (হয়্ত এই কারণে হাইড করা হয়েছিলো, হয়ত সেই ছিলো ইত্যাদি প্রভৃতি) হাত থেকে মুক্তি পাব। সম্পাদককে ভেবে দেখতে অনুরোধ করি। এর ফলে সত্যিই কোন টই হাইড করার নিদর্শন আর থাকবেনা, আমার মাথা থেকেও এই বোঝাটা নেমে যাবে। আমি নিশ্চিত সেই টইতে বা কোন টইতেই কেউ কিছু লিখলে আমাদের কিছু যাবে আসবে না। দূর্ভাগ্যের বিষয়, এই সাহস সেদিন দেখাতে পারিনি।
  • r2h | 2405:201:8005:9947:28b7:e7cb:cb32:***:*** | ০৮ মে ২০২২ ২১:০৩501737
  • :D

    আমাদের বাস্তুকাকদের নাম ছিল জয়বিজয় আর কপিল কুমার (দূরদর্শনের কী যেন একটা জনপ্রিয় সিরিয়েল, খুব সম্ভবত মনোরঞ্জন-এর দুই চরিত্রের নামে)। ওরা দুপুরে খাবার সময় গম্ভীর ভাবে বাড়ির পেছন দিকের বাঁশের বেড়ায় এসে বসতো, দেরি হলে দ্রিঘাঞ্চুর মত ক্কঃ বলতো। আর সকালে বাড়ির সামনের দিকের উঠোনে বরাদ্দ মুড়ি খেয়ে দিনমানের ধান্দায় চলে যেত।
  • Abhyu | 47.39.***.*** | ০৮ মে ২০২২ ২০:৫৬501736
  • বাহ, আমি বলার আগেই হুতো পোস্ট করেছে :)
  • Abhyu | 47.39.***.*** | ০৮ মে ২০২২ ২০:৫৬501735
  • পাইয়ের শুধু মশা নিয়েই না, সব প্রাণী আর উদ্ভিদ নিয়েই সুন্দর অবজারভেশন। কথা হল, মশাদের আর আপডেট পাই না কেন, পাই? কাকেদের নিয়ে পোস্টটা বেশ। এই নিয়ে হুতোর কোনো পর্যবেক্ষণ আছে? (তোমার আগরতলার বিড়ালদের গল্প আমার খুব ভালো লাগে।)

    অনেকদিন কেলোদার কোনো পোস্ট পাই না। আর পাই, তোমার ফোন নম্বরটা আমাকে মেল করে দেবে? আমি তোমাকে মেল করলে তো বাউন্স করার চান্সই বেশি, তাই বললাম আর কি! ও হ্যাঁ, অমল ধবল পালে? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত