এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:৫১499009
  • ঠিক আছে। আমি আজ এই মুহূর্ত থেকে নিজে একটা এক্সপেরিমেন্ট চালু করলাম। দেখা যাক।
  • S | 2405:8100:8000:5ca1::102:***:*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৫১499008
  • নিজের চেনা নিক থেকে যে কমেন্টটা কেউ লিখতে পারছেনা, তার মানে সে নিজেই জানে যে কমেন্টটা রাবিশ।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:3d56:a9bd:***:*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৫১499007
  • কেসির পন্থা আমিও অবলম্বন করি। তবে এলেবেলেকে যেমন বহুকাল ধরে ট্রোল করা হয়েই চলেছে, সেটারও প্রতিবাদ হওয়া উচিত। 
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:৪৯499006
  • হ্যাঁ। এখন মোটামুটি এরকম রয়েছে।
    আসলে, লগইন বাধ্যতামূলক করে ক্লোজড কম্যুনিটি করা যায়, যেমন ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় আছে। কিন্তু মূল সমস্যার সমাধান হবে না, সেক্ষেত্রে হয়ত অনেক ফেক অ্যাকাউন্ট তৈরি হবে।
    আর একটা ব্যাপার হল, একটা ছোট সাইটের পক্ষে এই লিগ্যাল জিনিসপত্র সামলানো তো ঝামেলারও, এক্সট্রা চাপ।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:৪৮499005
  • না না, আমি হাইড করার পক্ষে। লগিন অর নো লগিন, আমি একধারসে হাইড করে দেব। ল্যাঠা চুকবে।
  • kc | 37.39.***.*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৪৭499004
  • আরেযাকে চিনতে পারবেননা, তার থেকে অবজেকশনেবল কিছু কমেন্ট এলে এনগেজ না করলেই হল, এরকম করেই তো চলল এতদিন, বাজে গালাগালি দিলে তো এখন গুপু আছেই।
  • dc | 122.164.***.*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৪৭499003
  • এলসিএমদা, আমি একেবারেই বাধ্যতামূলক লগইন চাইনা। সেরকম হলে তো আমি নিজেই লগইন করে লিখতাম। কিন্তু আমি লগড ইন ইউজারদের আইপ আর টাইম স্ট্যাম্পের কথা বলছি না। যেকোন ওয়েবপেজের একটা ভিজিটর লগ থাকে, যেকোন ভিজিটরদের জন্য, সেটার কথা বলছি। সেই লগ থেকে কয়েক মাস বা এক বছরের ডেটা ঘাঁটলেই অনেক ট্রেন্ড বেরিয়ে আসে। 
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:৪৭499002
  • আর নিজেদের পরিচিত নিক থেকে গাল দিতে কি অসুবিধা, এখনও সেটা বুঝিনি। 
     
    ধরা পড়ে যাওয়ার ভয়। আটার রাবিশ। ভীড়ের মধ্যে থেকে গাল দিয়ে টুক করে লুকিয়ে পড়ার মানসিকতা। কিংবা কোনও সময় হয়তো আচ্ছাসে ঝাড় খেয়েছিল, সেই ঝাড় মিটিয়ে নেওয়ার তাগিদ। সব বীরপুঙ্গব মেঘনাদ।
  • S | 2405:8100:8000:5ca1::101:***:*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৪৫499001
  • আমি একটা সাজেশান দিতে পারি। যারা লগিন করে লিখবে বা মন্তব্য করবে, তাদের কাছে ফিচার থাকবে যে তারা লগিন ছাড়া করা হয়েছে এরকম সব কমেন্ট হাইড করে দিতে পারবে। কিন্তু তাতে আমার ব্যক্তিগত মত নেই। সেক্ষেত্রে চন্ডালরা সব বাদ পড়ে যাবে। তাই ওসব থাক। দুয়েকটা গালাগালের থেকে গুরুর বর্তমান ফিচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:৪১499000
  • বড়েস,
    গুরুতে লগইন আমিও চাই না। এটাতে আমি একমত। অন্য কি করা যায় ভাবতে হবে।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:৪০498999
  • ডিসি,
    সাইট লগেও তো একই জিনিস, আইপি আর টাইমস্ট্যাম্প - মেইনলি এই। আর বড়জোর, কোন ক্লায়েন্ট ডিভাইস থেকে, ওএস, ব্রাউজার, এজেন্ট - এই সব স্ট্যান্ডার্ড জিনিস।
  • S | 2405:8100:8000:5ca1::135:***:*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৩৮498998
  • লসাগুদা, কিকরে বোঝা সেটা এলেবেলে আর ডিসি অনেকটাই লিখে দিয়েছেন।

    কিন্তু আমি তারপরেও চাই না যে গুরুতে লগিন আসুক। বহু নতুন লোকজন বিমুখ হয়ে যাবেন।

    আর নিজেদের পরিচিত নিক থেকে গাল দিতে কি অসুবিধা, এখনও সেটা বুঝিনি। এক যদিনা কমেন্টটা এতটাই খারাপ যে মন্তব্যকারী নিজেকেই সেই মন্তব্যের সঙ্গে অ্যাসোসিয়েট করতে চাইছেন না। সেক্ষেত্রে দ্যাট কমেন্ট ইজ রাবিশ।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:৩৭498997
  • ও, হাইড বাটন ফিচারটা পোস্ট ধরে, ঠিক ইউজার ধরে নয়। কারণ, নিকনেমের পোস্টগুলো তো কোনো লগড-ইন ইউজারেরই নয়।
    কিন্তু, এই ফিচারটা একমাত্র লগড-ইন ইউজারের জন্যেই থাকতে পারে। ইউজার কিছু পোস্ট হাইড করে দেবে। এটা করা হয়ত যাবে, কিন্তু ওই আর কি, আবার ঝামেলা।
  • dc | 122.164.***.*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৩৬498996
  • গুরুর যারা কোর কমিটি বা টেকনিকাল লোক যারা আছেন তারা মনে হয় জানেন যে কোথা থেকে কে পোস্ট করছেন, বা অন্তত একটা আইডিয়া তো আছেই। ভিজিটর লগ আর অ্যাক্টিভিটি লগ একটু অ্যানালাইজ করলেই অনেক কিছু বোঝা যায়। 
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:৩৫498995
  • আমি আমার মতো দুটো রাস্তা বলে দিয়েছি। আমি মনে করি, এতেই আমার কাজ চলে যাবে। আমার মুখ থেকে এক মুহূর্তের জন্যও একটি বাজে মন্তব্য বার হবে না। এটা আউট অ্যান্ড আউট নিননিছাদের সৃষ্টি করা সমস্যা এবং এর ১০০ শতাংশ ইচ্ছাকৃত।
  • dc | 122.164.***.*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৩৫498994
  • এলেবেলেকে যারা ট্রোল করেন তারা খুব অবভিয়াসলি এখানকার রেগুলার ভিজিটর, পোস্ট থেকেই বোঝা যায়। 
     
    আবার একটু আগে একটা নিক থেকে S আর অমিতের নামে একটা পোস্ট হলো, তিনিও রেগুলার ভিজিটর। কারন অন্য সব সাইটের মতোই গুরুরও, বা বলা ভালো এখানে আমরা যারা রেগুলার আড্ডা দিচ্ছি তাদের একটা নিজস্ব ভোকাবুলারি আর আড্ডা মারার বা পোস্ট লেখার স্টাইল হয়ে গেছে। আমরা কনশাসলি বা অনকশাসলি পোস্ট করার সময়ে সেই স্টাইলেই লিখে ফেলি। সেখান থেকেই কিছুক্ষেত্রে বোঝা যায় কে পুরনো পাপী আর কে নতুন আলু :-)
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:৩১498993
  • এলেবেলে,
    আমি মানছি এটা মুখে অন্যকে বলা যতটা সোজা যে - ইগনোর করুন ইত্যাদি, নিজের ক্ষেত্রে হলে সেটা করা মুশকিল। আমাকে কেউ যদি নিকের আড়াল থেকে একটানা অসত্য বা অপ্রিয় কথাবার্তা বলে বা গালিগালাজ করে সেটা আমার পক্ষেও মেনে নেওয়া কঠিন।

    আমি, জানতে চাইছি যে কি করা যায় বলে আপনাদের মনে হয়।
  • dc | 122.164.***.*** | ২৭ মার্চ ২০২২ ১৩:৩০498992
  • "শুধু এলেবেলে নন, অনেকে মাঝেমধ্যে ইঙ্গিত দেন যে তারা বুঝতে পারেন কারা লিখেছেন, কিন্তু কীভাবে"
     
    এটা কিন্তু কিছু কিছু পোস্ট থেকে পরিষ্কার বোঝা যায় (সবক্ষেত্রে যায় না) :-) কিছুদিন আগেও দুয়েকটা নিক থেকে পোস্ট হয়েছে যেগুলো ১০০% গ্যারান্টি সহকারের বলে দেওয়া যায় কোন রেগুলার নিকের সাথে অ্যাসোসিয়েটেড। 
     
    অবশ্যই এর কাউন্টারআর্গুমেন্টও আছে, যেমন ধরুন ক আর খ দুজনেই রেগুলার নিজেদের নিক থেকে পোস্ট করেন, এখন ক হঠাত খ কে নকল করে গ নিক থেকে পোস্ট করলেন, তখন মনে হবে খ নিজেকে লুকানোর জন্য গ থেকে পোস্ট করেছেন। 
     
    তবে যাই হোক, দুয়েকসময়ে অসতর্কতার জন্য বা নতুন হওয়ার জন্য ব্যপারটা বুঝে ফেলা যায়।  
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:২৯498991
  • বড়েস,
    "... যারা গুচতে বহুদিন রয়েছেন, এবং গুরুর সাথে বহুভাবে জড়িত, বা এই সাইটকে হোম টার্ফ মনে করেন..."

    এইটা বুঝছ কী করে? মানে অ্যানোনিমাস পোস্ট থেকে এটা কি করে বুঝছ?
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:২৮498990
  • এরা কারা? এরা গুরুর বাইরের লোক? তাহলে কীভাবে জানবে সমর সেন নিয়ে আমার দুর্বলতা? বললেই মেনে নেব?
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:২৭498989
  • কাল দুপুর থেকে আমাকে ট্রোল করা চলছে। কে সে হরিদাস পাল যে বলে আমার লেজ ধরে ঝুলছেন সমর সেন? আমাকে কেন সর্বদা মাথা ঠান্ডা রাখতে হবে?
  • S | 2405:8100:8000:5ca1::100:***:*** | ২৭ মার্চ ২০২২ ১৩:২১498988
  • বিশেষ করে অদ্ভুত লাগে যারা গুচতে বহুদিন রয়েছেন, এবং গুরুর সাথে বহুভাবে জড়িত, বা এই সাইটকে হোম টার্ফ মনে করেন - তারাই যখন গুরুর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচারকে মিস ইউজ করেন।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:২১498987
  • আমি সর্বদা অতটা কুল থাকতে পারি না, বিশেষত আমাকে যখন এখানে সবচেয়ে বেশি আক্রমণ করা হয়। আমার ব্যক্তিগত জীবনও তাদের হাত থেকে রেহাই পায় না। আমি ঝামেলামুক্ত হতে চাই। যাদের পোস্ট পছন্দ করি না তাদের সবকটাকে হাইড করে দিতে চাই। এতেই ঝামেলা ৯০% কমে যাবে। বাকিটা সামলাবে লগিন যাতে আপনাদের গরু খোঁজা না খুঁজতে হয়। সাইবার সেলে নালিশ করার উপায় থাকলে আমি নিজে সেই রাস্তা ১০০ বার নেব। নোংরামি করার সাধ চিরজীবনের মতো চুকে যাবে।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:১৬498986
  • এটা নিয়ে আমি আগে লিখেছিলাম। শুধু লগইন দিয়ে তো আটকানো মুশকিল। 
     
    আর হাইড করা মানে সে তো ইউজার স্পেসিফিক - মানে, একজন ইউজার লগইন করে একজনকে হাইড করে দিলেন যাতে সেই ইউজারের পোস্ট দেখতে না হয়।

    কিন্তু, মূল সমস্যার সমাধান তো তাতে হবে না।

    এ জিনিস ইন্টারনেটের আগেও ছিল। যেমন ধরুন, ফোনে বেনামে হুমকি দেওয়া, বা, উড়ো চিঠি পাঠানো... এইসব। মানে বলতে চাইছে, অ্যানিনোমিটি র আড়ালে থেকে আক্রমণ, এইসব... আর কি।

    অনেকে লেখেন মাঝে মাঝে - যে দেখুন এমন হচ্ছে, অ্যাডমিন কিছু করুন...

    কিন্তু কি যে করা যায়...
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:১২498985
  • আর জানিয়ে রাখি, বিজেপির মতো দলকে ঠুঁটো জগন্নাথ করে রাখার জন্য আমি অতীতেও সক্রিয় থেকেছি, ভবিষ্যতেও থাকব। নাম গোপন না করেই।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:১০498984
  • না এলসিএম  আমি বুঝতে পারি না। ওই টেকনিক্যাল এবিলিটি আমার নেই।
     
    নোংরামি বন্ধ করার ন্যূনতম দুটি উদ্যম - লগিন ও হাইড বাটন।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:০৮498983
  • আমি অন্তত বুদ্ধিজীবী এবং গুরুচণ্ডা৯-কে এই কারণে গাল দিইনি, ভবিষ্যতেও দেব না। অমিতের উদো আমার বুধোতে ঠেলবেন না। ওই সুবোধ-ফুবোধকে আমি বুদ্ধিজীবীই মনে করি না। এরা তো বুজি হল নন্দীগ্রাম থেকে।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:০৮498982
  • এলেবেলে লিখেছেন, "... নিকের আড়াল থেকে নোংরামি বন্ধ না করার ন্যূনতম উদ্যোগ না নিয়ে ... " --

    কিন্তু কি করে এই উদ্যোগ নেওয়া যায় আমি জানতে আগ্রহী।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১৩:০৬498981
  • "... এই যে ১২.২০-তে যে নিননিছা মন্তব্য করেছেন, সে লোকটা কে? গুরুর তো? তার মানে গুরুর সক্রিয় লোক সেটা জানা যাচ্ছে? ... "

    এলেবেলে, এটা বুঝছেন কী করে? গুরুর লোক কি না, বা, গুরু সক্রিয় লোক কি না - এসব বোঝা তো দূরের কথা, আমি তো কিছুই বুঝতে পারছি না। 
    দুটো তথ্য আছে, নাম=আঁতেল, আইপি এড্রেস = 154.16.171.167 
    এই দুটো তথ্য দিয়ে কী করে বোঝা যাচ্ছে?
     
    শুধু এলেবেলে নন, অনেকে মাঝেমধ্যে ইঙ্গিত দেন যে তারা বুঝতে পারেন কারা লিখেছেন, কিন্তু কীভাবে ?   
  • r2h | 2405:201:8005:9947:14df:c521:1520:***:*** | ২৭ মার্চ ২০২২ ১৩:০৪498980
  • ময়দান ছেড়ে দিলে কেউ ঠুঁটো জগন্নথ হয়ে থাকে না। বিজেপির মত দলকে ঠুঁটো জগন্নাথ করে রাখার জন্যে বুদ্ধিজীবিদের এবং গুরুচণ্ডা৯কে গাল দেওয় ছাড়াও টুকটাক অন্য কাজকর্ম করতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত