এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১৩:০১498979
  • আপনি না-ই দেখতে পারেন। আমি বাংলায় বর্তমান বিজেপির অবস্থার ইঙ্গিত করেছি। ঠুঁটো জগন্নাথ ছাড়া আর কিছু নয়। তবুও এই ন্যারেটিভ আসছে। আর মমতা নমঃশূদ্র ভোট ফিরে পাওয়ার জন্য যা নয় তাই করে চলেছেন।  
  • r2h | 2405:201:8005:9947:14df:c521:1520:***:*** | ২৭ মার্চ ২০২২ ১২:৫৮498978
    • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১১:৫৫498963
    • ...চুপ বিজেপি চলে আসবে ন্যারেটিভ না জানা থাকলে খোদ খ-কে জিগিয়ে নেবেন। 
     
    প্রয়োজন দেখি না। ত্রিপুরায় কেমন ভাবে বিজেপি চলে এল সেটা দেখলাম। বিজেমূল বিষয়ে মানিক সরকারের শুরু থেকে বক্তব্য শুনেছি, পরবর্তীকালে পব নেতাদের ইন্ট্রোস্পেকশন পড়েছি।
    আর ত্রিপুরায় তৃণমূল বিজেপি হয়েছে ঐ অর্ধসত্য বা নাইভ গল্পের পেছনে কী হয়েছে সেটাও ত্রিপুরার রাজনীতির পালাবদল ফলো করলে বোঝা যায়।
     
    তৃণমূল চোর চোর, ধান্দাবাজ, নীতিহীন - তা নিয়ে কোন দ্বিধার কোন অবকাশ নেই। আগমার্কা বাম সমর্থকরা পার্টিটাকে এমন ভাবে না ডোবালে বিজেপিকে আটকানোর জন্যে তৃণমূলের দ্বারস্থ হতে হতো না। সেটা হয়েছে, সেটা অত্যন্ত পরিতাপের বিষয়।

    পাইকে ধন্যবাদ, যারা মনে মনে বা প্রকাশ্যে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বা জানাবেন তাদেরও সক্কলকে ধন্যবাদঃ)
    নতুন কবিতার বই প্রকাশের চক্করে জন্মদিনের লাঞ্চ এবং তৎপরবর্তী দিবানিদ্রা মিস করলাম, তার জন্যে মর্মপীড় সরকারকে মার্জনা করবেন না, এই আশা রাখি।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১২:৫৪498977
  • এই যে ১২.২০-তে যে নিননিছা মন্তব্য করেছেন, সে লোকটা কে? গুরুর তো? তার মানে গুরুর সক্রিয় লোক সেটা জানা যাচ্ছে? কিন্তু তার গায়ে ফোসকা পড়ছে কিংবা ফোসকা পড়াটা অজুহাত। আসল উদ্দেশ্য হ্যাটা করা। তাহলে কী করিতে হইবে?
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১২:৫০498976
    •  | ২৭ মার্চ ২০২২ ১২:২৩498973
    • এলেবেলে, আমি নাম জানতে চাই।  যা বুঝলাম আপনি নাম বলতে চান না। আগে দেখেছি আপনার সাথে যাদের ফেবুতে  ঝগড়া, ৪নং প্ল্যাটফর্মে ঝগড়া (এইটা বিদ্যাসাগরের রিভিউসূত্রে দেখেছি) তারা এসে অন্য নিকে  আপনাকে গাল দিয়ে যায়। এরা 'গুরু'র লোক মানে রেগুলার ইউজার নন তো। গুরুর আন্মডারেটেড ফিচার অ্যাবিউজ করেন। 
       
      আপনি নাম বলবেন না। আমার কাছে এটাও ওই গুরুর লোক নামে জেনারেলাইজড আইডিন্টিটিতে চালিয়ে দেওয়া সুবিধেজনক বলে চালাচ্ছেন  - এরকম মনে হল। 
      আপনি যেহেতু গুরুর লোককে অন্যের ছিদ্র খোঁজে কিন্তু নিজের ছিদ্র খুঁজলে রাগ করে বলেছেন তাই গুরুর একদম প্রথমদিকের ইউজার এবং নানা বিষয়ে নানাভাবে জড়িত থাকা লোক হিসেবে আমার তীব্র আপত্তি নথিভুক্ত করে গেলাম। আমার  নিতান্ত ব্যক্তিগত বিষয় ছাড়া  লেখালেখি বা অন্যান্য ইনভলভমেন্ট নিয়ে যথেচ্ছ আঁশ ছাড়াতে পারেন। আমি কোনদিনই এই নিয়ে রাগ আপত্তি কিছুই করি নি ভবিষ্যতেও করার মত ভীমরতি ধরবে না বলেই আশা রাখি।
     
    সম্ভবত কোথাও একটা ভুল হচ্ছে। আমার সঙ্গে ফেবুতে যাঁদের ঝগড়া, তাঁদের লেখা ও বাচনভঙ্গির সঙ্গে আমি পরিচিত। কাজেই তাঁদের সহজেই চিনতে পেরেছিলাম। দু-একবার তাঁরা স্বনামে লগিন করায় বিষয়টা আরও সুবিধেজনক হয়েছিল। কিন্তু খেয়াল করলে দেখবেন, গোটাটাই হয়েছিল সেই লেখায়, ভাটে নয়। এমনকি সেখানেও প্রচুর নিননিছা ছিলেন যাঁদেরকে আমি চিনিই না।
     
    আমার দৃঢ় ধারণা (এবং সেটা কেবল আমার নয়, আমার মতো আরও অনেকেরই) এখানে যারা নিকের আড়ালে যথেচ্ছ নোংরামি করে চলেন, তারা ভিন গ্রহের জীব নন। তারা ভাটের প্রত্যেকটা খবর নখদর্পণে রাখেন, কে কোথায় কাকে কী বলেছে সেসব নিমেষের মধ্যে হাজির করেন এবং ভাট এমন কিছু বিশাল আগ্রহের বিষয় নয় যে দুনিয়ার সমস্ত লোক সমস্ত কাজকম্মো ছেড়ে এখানে হাঁ করে পড়ে থাকবেন। তাঁরা গুরুর সক্রিয় লোকজন না হতে পারেন, কিন্তু গুরু সম্পর্কে ভয়ানক পোসেসিভ ও নাক উঁচু মনোভাবাপন্ন। এখন এই নিকেদের কীভাবে আইডেন্টিফাই করা যায় সে কল যখন আমার জানা নেই, তখন আমি তাদের নাম কীভাবে বলব। বলতে চাই না নয়, বলার উপায় নেই।
     
    তারা যদি গুরু নিয়ে বলেন, তাহলে আমাকেও গুরু নিয়েই বলতে হবে। নিকের আড়াল থেকে নোংরামি বন্ধ না করার ন্যূনতম উদ্যোগ না নিয়ে ধর ব্যাটা বেঁড়েব্যাটাকেই ধর --- কোনও কাজের কথা নয়।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১২:২৯498975
  • ওকে
  • π | ২৭ মার্চ ২০২২ ১২:২৭498974
  • দগ্ধ শুধু কবিতার বই। সাদাকালো প্রচ্ছদের বইয়ের দাম ১০ টাকা, রঙীন প্রচ্ছদ ২০। 
  • | ২৭ মার্চ ২০২২ ১২:২৩498973
  • এলেবেলে, আমি নাম জানতে চাই।  যা বুঝলাম আপনি নাম বলতে চান না। আগে দেখেছি আপনার সাথে যাদের ফেবুতে  ঝগড়া, ৪নং প্ল্যাটফর্মে ঝগড়া (এইটা বিদ্যাসাগরের রিভিউসূত্রে দেখেছি) তারা এসে অন্য নিকে  আপনাকে গাল দিয়ে যায়। এরা 'গুরু'র লোক মানে রেগুলার ইউজার নন তো। গুরুর আন্মডারেটেড ফিচার অ্যাবিউজ করেন। 
     
    আপনি নাম বলবেন না। আমার কাছে এটাও ওই গুরুর লোক নামে জেনারেলাইজড আইডিন্টিটিতে চালিয়ে দেওয়া সুবিধেজনক বলে চালাচ্ছেন  - এরকম মনে হল। 
    আপনি যেহেতু গুরুর লোককে অন্যের ছিদ্র খোঁজে কিন্তু নিজের ছিদ্র খুঁজলে রাগ করে বলেছেন তাই গুরুর একদম প্রথমদিকের ইউজার এবং নানা বিষয়ে নানাভাবে জড়িত থাকা লোক হিসেবে আমার তীব্র আপত্তি নথিভুক্ত করে গেলাম। আমার  নিতান্ত ব্যক্তিগত বিষয় ছাড়া  লেখালেখি বা অন্যান্য ইনভলভমেন্ট নিয়ে যথেচ্ছ আঁশ ছাড়াতে পারেন। আমি কোনদিনই এই নিয়ে রাগ আপত্তি কিছুই করি নি ভবিষ্যতেও করার মত ভীমরতি ধরবে না বলেই আশা রাখি।
  • lcm | ২৭ মার্চ ২০২২ ১২:২১498972
  • আচ্ছা, "দগ্ধ" বইটা কি বেরিয়ে গেছে? এটা কি শুধু কবিতার বই? আর, দাম কত ?
  • আঁতেল | 154.16.***.*** | ২৭ মার্চ ২০২২ ১২:২০498971
  • কে আপনার রিভিউয়ের পরোয়া করে মোশাই?
     
    এই হচ্চে এলবেলবাবুর পোব্লেম। মেরিটে স্বপনকুমার, ইদিকে নিজেকে ভাবেন কমলকুমার। ছোঃ!
  • π | ২৭ মার্চ ২০২২ ১২:১৩498970
  • হুতেন্দ্রবাবুকে হ্যাবাড্ডে। মর্মপীড়ের কৃপায় আরো কর্মবীর হয়ে উঠুন!  ঃ) 
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১২:১০498969
  • আমি প্রথমে ভেবেছিলাম বইটার রিভিউ করব। এটা কেনার পরে ও পড়ার আগের ভাবনা। তারপর দেখলাম আসলে বইটায় গুরুতে পূর্বপ্রকাশিত তিনটে প্রবন্ধ ও আনন্দবাজারে প্রকাশিত একটা নিবন্ধকে দু মলাটে ঠেসে দেওয়া হয়েছে (যদিও কোত্থাও সে কথা লেখা নেই)। হয়তো করতাম, কিন্তু ছিদ্রান্বেষীদের এই বইয়ের রিভিউ না করাই ভালো। প্লাস সৈকতের বই। কী হইতে কী হইয়া যাইবে - বলা তো যায় না। 
     
    না মশাই, যখন বেশ করেছেন এবং যখন হুলিয়ে বিক্কিরি হচ্ছে; তখন বেকার খাটুনি পড়তায় পোষাবে না। ধন্যবাদ।
  • dc | 122.164.***.*** | ২৭ মার্চ ২০২২ ১২:০৭498968
  • অমিত, সেটা আমারও মনে হয়েছে। বাহরেন বা অন্য সৌদি দেশগুলো তো ধর্মনিরপেক্ষতার জন্য খুব একটা পরিচিত না! এটা হয়তো কিছুটা টিট ফর ট্যাটও হতে পারে। তবে যাই হোক, ইন্ডিয়াতে অসহিষ্ণুতা যেভাবে বেড়ে চলেছে, তাতে যে খুব দ্রুত ওই দেশগুলোর মতোই পরিস্থিতি তৈর হবে তাতে কোন সন্দেহ নেই। 
  • Amit | 193.116.***.*** | ২৭ মার্চ ২০২২ ১২:০৫498967
  • ওহ। এটা ডিসির  ২৭ মার্চ ২০২২ ১১:৩০ এর প্রেক্ষিতে ছিল 
  • Amit | 193.116.***.*** | ২৭ মার্চ ২০২২ ১২:০৪498966
  • উহু। স্টাডি ইন কনট্রাস্ট কিচ্ছু নয়। বাহরাইন- কাতার-এমিরেটস-ব্রুনেই এই অয়েল রিচ ইসলামিক দেশগুলোতে নিজে পাঁচ বছর থাকার অভিজ্ঞতা আছে কাজের সুবাদে। এই দেশগুলো কোনো রকম ডেফিনেশন-এই কোনো রকম লিবারাল চিন্তাধারা বা ফ্রিডম রিপ্রেসেন্ট করেনা। বরং পুরোপুরি উল্টোটাই। মিডিয়া ​​​​​​​ফ্রিডম ​​​​​​​জাস্ট জিরো। ​​​​​​​ওখান ​​​কার ​​​​​​​কালচার ​​​​​​​বা ​​​​​​​ঘটনাবলি ​​​​​​​বিশদে বলতে ​​​​​​​গেলে ​​​​​​​অনেকটাই ​​​​​​​পলিটিক্যালি ​​​​​​​ইনকররেক্ট ​​​​​​​হতে ​​​​​​​হবে। 
     
    ইন ফ্যাক্ট এই খবরটা জেনুইন কিনা সেটাই রীতিমতো  সন্দেহজনক। বাহরাইন-এ সৌদির মতো বুরখা ধর্ম নির্বিশেষে কম্পালসরি না হলেও ওয়াইডলি প্রাক্টিসড। সেখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট এ বুরখা না পরে আসার জন্যে কাউকে ঢুকতে দেবেনা এইটা ঘটা খুবই ইম্প্রোবেবল। 
  • প্যালারাম | ২৭ মার্চ ২০২২ ১২:০৩498965
  • খাপছাড়া ইতিহাস বইটায় গুচ্ছের ভুল আছে। বানান ভুল, সাধারণ টাইপো -ইত্যাদি। কে জানে, আরও কোনো ভুল আছে কিনা। আর সে সবের জন্যে আমি দায়ী। বইটা আমিই তাড়াহুড়ো করে বের করেছি। সব ভুলের দায় আমার। 

    বেশ করেছি। প্রচুর লোকে কিনেছে, পড়েছে। পড়ছে। ভুল নিয়েই পড়ছে। তাড়াহুড়ো করেছি, কারণ, আমার মনে হয়েছে বইমেলায় বের করা দরকার। ভাল লেখা আছে কয়েকটা। মৃত তথ্যের শবব্যবচ্ছেদ নয়, আমার মত পাতিহাঁসের কৌতূহল নিরসনের, সন্দেহ ঘোচানোর চেষ্টা আছে একটা। লোকে পড়ছে। এটার রোয়াবও কিন্তু আমার।
     
    এলেবেলে ভুলগুলো ধরেইছেন যখন, অনুরোধ, একখান লিস্টি করে পাঠিয়ে দিন না, গুরু ইমেলে। আমাদের প্রুফ রিডিংয়ের সময়/খাটনিটা বাঁচে। পরের সংস্করণে ঠিক করে, আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে দেব। এটা তো কম্যুনিটি মাত্রেই করে থাকে। তাই না? তাহলেই আর এত অভাব-অভিযোগ থাকে না। আর হ্যাঁ, যেহেতু অধিকাংশ ভুলের জন্যেই আমি দায়ী, তাই "গুরুর আঁতেল" সস্তা না দামী -সে তক্কে গিয়ে লাভ নেই। আমি আঁতেল হতে পারিনি, খুব শিক্ষিতও নই; শেখার চেষ্টায় আছি। তড়িৎগতিতে ভুল করি, কচ্ছপের স্পিডে শোধরাই। এরপর থেকে বকাঝকা দেওয়ার ইচ্ছে হলে, গোটা গুরুচণ্ডা৯কে কিছু বলার হলে, ইমেল করে দেবেন, নইলে 'ভুল' পোস্টের নীচে কমেন্ট করে দেবেন, ব্যস, মিটে গেল। 
    আমায় আর এর উত্তর দিয়ে লাভ নেই। আমি ভাটে আসিনা। ভাল থাকবেন। ওদিকে যুদ্ধু লাগলো বলে। চলুন, ঘরে শান্তি আনা যাক।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১১:৫৯498964
  • আর গোটা ন্যারেটিভটাই হাস্যকর, মানে মুলোরা বিজেপিকে ঠ্যাকাচ্ছে। তার সবচেয়ে বড় প্রমাণ রাজ্যের দেওচা-পাঁচামি আর দেশের সৌরভ-জয় শাহ জুটি।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১১:৫৫498963
  • যে কোনও মূল্যে বিজেপিকে এ রাজ্যে জিইয়ে রাখা বা ভায়াবল রাখা তিনোদের রাজনৈতিক চাল। যাতে দুধেল গাইদের একজোট রাখা যায়। আর চুপ বিজেপি চলে আসবে ন্যারেটিভ না জানা থাকলে খোদ খ-কে জিগিয়ে নেবেন। কারণ তাঁর বিধানসভা নির্বাচনের আগে বিদ্যাসাগর বইটার প্রকাশের সময় নির্বাচনটা আদপেই পছন্দ হয়নি। একটা এলেবেলে লেখকের ততোধিক এলেবেলে বইয়ের যে এত গুরুত্ব, তা ছাতা আমিই জানতাম না। 
     
    এই ছ্যাবলামি অব্যাহত আছে। অতি সম্প্রতি সরকারি নির্দেশিকা জারি করে চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীকে হরিচাঁদের জন্মতিথি বিবেচনা করে কর্মচারীদের আগামী বুধবার সবেতন ছুটি দেওয়া হয়েছে। সোম-মঙ্গল ধর্মঘট ব্যর্থ করার জন্য কর্মচারীদের মমতাময় তোফা। প্রসঙ্গত হরিচাঁদের জন্মদিন এর আগে ১০ এপ্রিল, রবিবার ছিল।
  • এলেবেলে | ২৭ মার্চ ২০২২ ১১:৪৮498962
    •  | ২৭ মার্চ ২০২২ ১০:০৪498947
    • এলেবেলে, পাই আপনাকে বলেছে সে আমি এক্ষুণি  বুঝেছি সেটা নিয়ে আদৌ জিগ্যেস করি নি। আমি জানতে চেয়েছি আপনার বলা  ২২.৩৫ এ 'লে, আমরা সব্বার ছিদ্র ধরব আর অন্যে ধরলেই জ্ঞান দোব! ব্রেশ ব্রেশ। ' এই বক্তব্যের আমরা কারা সেইটে জানতে।
      ক)  পাই শুধু? 
      খ) পাই + হুতো? 
      গ) পাই +হুতো + সৈকত 
      ঘ) অন্যান্য লোকজন? 
       
      * সৈকতের বইয়ের ভুল নিয়ে আমার কোন বক্তব্য নেই। গুরু খুব খারাপ জায়গা সেই নিয়েও বক্তব্য নেই। 
     
    এখানে তার উত্তরটা স্পষ্ট করে দেওয়া আছে। 
    • r2h | 2405:201:8005:9947:f188:2e3d:f749:791d | ২৬ মার্চ ২০২২ ১৫:০১498841
    • গুরু নিয়ে যাদের সবচে বেশি রাগ, বিরক্তি, বিরাগ, তাচ্ছিল্য - তাঁরা কিছুতেই গুরু মায়া কাটাতে পারেন না। এইটা আমি খুব দেখেছি।

      যে বা যাঁরা এলেবেলেকে ট্রোল করছেন তাঁরা কারা, আর তাঁরা কেন 'গুরুর' তা আমি জানি না, যাঁরা গুরুতে লেখাজোকা বা গালমন্দ করেন তাঁরা সবাই 'গুরুর' হলে এলেবেলেও 'গুরুর', তবে যেদিকে যাই হয় গুরু দুটো গাল খায় দেখি, সেটা অবশ্য ভালো।
    অন্য নিকের আড়াল থেকে কুচ্ছো গাওয়া অব্যাহত থাকলে পালটা তাদেরও তুশ্চু করা হবে। বুঝতে না পারলে বলবেন, ফের বুঝিয়ে দেব।
     
    @বুঝভুম্বুল, ব্যাকরণে চোদ্দটা হুতোর ব্যাকরণে তেরোর প্রেক্ষিতে। আলাদা গুরুত্ব না দিলেও হবে। আর বিজ্ঞাপনটা সম্পর্কে বলি, স্রেফ কাটিয়ে দিন। এমনিতেও ফোটোশপে ফন্ট সেটিং বুঝি-ফুঝি না। তায় আপনাদের পাঁঠা আপনারা ল্যাজায় কাটবেন না মুড়োয়, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। অনধিকার চর্চার জন্য দুঃখিত।
  • S | 2405:8100:8000:5ca1::118:***:*** | ২৭ মার্চ ২০২২ ১১:১১498960
  • তা এই সামান্য কথাটা লিখতে অন্য নিক নিতে হচ্ছে কেন? বানান দেখেই তো আপনার আইডেন্টিটি বোঝা যাচ্ছে। আগেও দেখেছি যে অন্যদের ক্ষেত্রেও এইরকম অন্য নিকে নিজেকে লুকিয়ে জঘণ্যভাবে আক্রমণ করেন আপনি। আর কে যে নোংরা, সেটা আপনার ভাষাতেই প্রকাশ পাচ্ছে।
  • hehe | 23.105.***.*** | ২৭ মার্চ ২০২২ ১০:৫০498959
  • এস, অমিত এই নোংরা মালগুলো সুজোগ পেলেই গুরুকে মুলোপন্থী বলে খোঁচা মারে।
  • kc | 168.149.***.*** | ২৭ মার্চ ২০২২ ১০:৪৭498958
  • কু-ঘো'কে সহ্য হয়না একদম। কেন যে ওকে মুখপাত্র রেখেছে কে জানে! কথা বলার সময় ওঁর বডি ল্যাঙ্গয়েজই বলে দেয় যে মিথ্যে বলছেন। সৌগত রায় অথবা ব্রাত্য বসু অনেক বেশি সেনসিবল কথা বলে থাকেন।
    মদন মিত্র এবার জোর বাটাম খাবে, এই সময়েও হইহই করে চকরা বকরা ছবি পোস্ট করেই চলেছে।  
  • | ২৭ মার্চ ২০২২ ১০:৩৪498957
  • কেন সুবোধ সরকারের কনসিস্টেন্সি তো চমৎকার। উনি নন্দীগ্রাম পরবর্তীকালে নন্দীগ্রাম নিয়ে প্রথমে চুপ ও পরে বোধহয় সমর্থনসূচক বজতব্য রেখেছিলেন। এখনো সেই লাইনেই আছেন।  আজকালের অশোক দাশগুপ্তও তাই। 
     
  • dc | 122.164.***.*** | ২৭ মার্চ ২০২২ ১০:৩৩498956
  • রোব্বারের সকালে একটা গান শুনুন। শুধু ড্রামিংটা আউট অফ দিস ওয়ার্ল্ড বলে না, ওপেনিং গিটার রিফটা একদম স্বর্গের সিঁড়ির শুরুর রিফটার মতো। 
     
  • Amit | 193.116.***.*** | ২৭ মার্চ ২০২২ ১০:৩০498955
  • হ্যা। প্রায় সেরকমই বলতে পারেন। আমার আবার মোদীজিকেও ভালো লাগে বেশ। আর একসময়ের পোস্ট সিঙ্গুর নন্দীগ্রামের সময় আগুন ঝরানো বুজি ​​​​​​​রা এখন চুপ করে থেকে ​​​​​​​বেশ ​​​​​​​দিদির ​​​​​​​থেকে ​​​​​​​ফ্রিতে কলাটা ​​​​​​​মুলোটা ​​​​​​​পাচ্ছেন ​​​​​​​দেখে ​​​​​​​হেভি ​​​​​​​হিংসে ​​​​​​​ও ​​​​​​​হয়, সত্যি ​​​​​​​বলছি। 
     
    যাকগে। জনগণ যাকে ভোটে জিতিয়ে এনেছেন তিনিই বেস্ট। জনগণ ভুল করতে পারেনা। 
  • S | 2405:8100:8000:5ca1::fb:***:*** | ২৭ মার্চ ২০২২ ১০:২৩498954
  • কবীর সুমনই তো বলেছিলেন যে বিজেপিকে আটকাতে ২০১৮ পন্চায়েত ইলেকশানে তিনোদের সন্ত্রাস সমর্থনযোগ্য।
  • r2h | 2405:201:8005:9947:ed3b:7e73:2f3f:***:*** | ২৭ মার্চ ২০২২ ১০:২১498953
  • ও আচ্ছা, এটা অনেকটা মোদীজিকে ভালো লাগে টাইপ, বুজিজিকে খারাপ লাগে। তাহলে ঠিক আছে। 
  • Amit | 193.116.***.*** | ২৭ মার্চ ২০২২ ১০:১৯498952
  • আগেরটা হুতোবাবুর পোস্টের প্রেক্ষিতে লেখা। 
  • Amit | 193.116.***.*** | ২৭ মার্চ ২০২২ ১০:১৭498951
  • সিপিআইএম সমর্থকেরা কি করবেন সেটা তারাই জানেন। আমরা হলুম গিয়ে দিন আনি দিন খাই মার্কা ম্যাংগো লোক। আমাদের নিয়ে কেন ভাবতে যাবে কেও ?
     
    তবে কি না যেসব প্রতিভাবান বুদ্ধিজীবীরা ২০০৯ এর আগে চাদ্দিকে হাড় হিম করা সন্ত্রাস দেখতে পেতেন সবসময় , আজকাল তারাই একদম কিচ্ছু দেখতে পাননা , তেনাদের এই ভেজা মুড়ির মতো মিইয়ে যেতে দেখলে আমার ম্যাংগো চোখে একটু আশ্চর্য লাগে কিনা। তাই বললাম। আর বিশেষ কোনো বক্তব্য নেই। 
     
    জনগণ সবার মালিক। তারা যাকে ভালো ভেবে ভোটে জিতিয়ে এনেছেন সেটাই নিশ্চয় আসলে ভালো। কোনো সন্দ নেই। তারা যদি বিরোধী দল না চান তাহলে বিরোধী থাকার দরকার কি ?
  • | ২৭ মার্চ ২০২২ ১০:১০498950
  • তৃণমূল ত বলছে বিজেপী করেছে। এদিকে গ্রামের লোকে বলছে কয়েকশো মাইলের মধ্যে কোন বিজেপী বা সিপিএম নেই। এই নিয়ে টিভির কোন একটা চ্যানেলে কু-ঘোর সাথে হেব্বি একটা কথোপকথন লোকে শেয়ার করছে। 
     
    'চুপ বিজেপী চলে আসবে' এইটা কে কবে বলেছে সেই রেফারেন্সটা  কবে থেকে খুঁজছি কেউ আর রেগারেন্সটা দেয় না। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত