এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাঠক | 172.96.***.*** | ২৫ মার্চ ২০২২ ১১:২২498647
  • মোদ্দা কথা, পোচ্চুর লেখা এলে কোয়ালিটি কন্ট্রোল সম্পাদককে করতেই হবে। টেকনলজি দিয়ে এড়ানো যাবে না।
  • একক | ২৫ মার্চ ২০২২ ১১:১৯498646
  • কোতায় আচে?  মাথার উপর ট্যাবগুলো দেখ। এখেনে টইপত্তর এ ক্লিকালে জেনেরাল লিস্ট চলে আসে। শুধু টইপত্তর আসে না কেন? 
  • পাঠক | 198.7.***.*** | ২৫ মার্চ ২০২২ ১১:১৮498645
  • খেরো সড়ালেই ত হাপ ফাঁকা হয়ে যাবে। আর কাকে ব্লগ দেওয়া হবে সেটা একটু কোয়ালিটি দেখে দেওয়া উচিত। প্রতিটি সাম্প্রতিক বিষয়ে পার্থ বাঁড়ুজ্জের একটি গরুর রচনা কী ভ্যালু এড করে?
  • Abhyu | 47.39.***.*** | ২৫ মার্চ ২০২২ ১১:১২498644
  • আগে একটা টইতে নানারকম লেখা আসত, সব যে সিরিয়াস তা তো না, হাঙর নিয়েও টই হয়েছিল। কিন্তু সে টইতে অনেক লোক লিখত। আজকাল হয়েছে অন্য ব্যাপার। চার লাইনের একটা কবিতার জন্যে একটা টই। লেখক ছাড়া কেউ পড়ে কিনা খোদায় মালুম, কমেন্ট হল তো বড়জোর দুটো। আবার একটা অন্য টই। এমনকি আনন্দবাজারের একটা লিঙ্ক দেবার জন্যে আলাদা একটা টই। তাতে আর কিচ্ছুটি নেই। কি যে বিরক্তিকর কি বলব।
  • একক | ২৫ মার্চ ২০২২ ১১:১১498643
  • আরেকটি জিনিস করলে ভালো হয়।  লগিন করা ইউজার রা যেন নিজের ল্যান্ডিং পেজ ফিক্স করে রাখতে পারেন। ট্যাব এর পাশে একটা ফেবারিট এর বাটন রাখলেই হবে। নেহাৎ ই জেনেরাল লিস্টের দরকার হলে সাড়ে বত্রিশ টাইপ একটা নতুন ট্যাব ও থাকুক। 
     
    আমি যদি বুলবুল কে টই কে বা ভাটিয়ালি কে ডিফল্ট ল্যান্ডিং করে রাখি। লগিন করলে যেন সেটাই প্রথমে আসে।
  • π | ২৫ মার্চ ২০২২ ১১:১১498642
  • আরে সেতো আছেই। তুই যা বললি, দ্যখ, সএগুলো আছেই। কথা হল, এগুলো টইতে কীভাবে আসবে, সেই নিয়ে। 
  • একক | ২৫ মার্চ ২০২২ ১১:০৭498641
  • পাই,  কোন লেকা কার কাছে খাজা সেসব সাব্জেক্টিভিটিতে ঢুকে কী লাভ বল ঃ) কথা হল, ইউজার যেন ট্যাব অনুযায়ী লিস্টিং পায়। হরিদাসে হরিদাস,  খেরোখাতা তে খেরো, টই তে টই। টইপত্তর কে জেনেরাল লিস্ট করে রেখে দেওয়ায়, টই এর গুরুত্ব ও কমচে। যেখানে যেটা সেখানে সেটা থাকলেই ভালো না?  
  • π | ২৫ মার্চ ২০২২ ১১:০৬498640
  • আর প্রথম পাতা আসছে, এরকম।
     
  • π | ২৫ মার্চ ২০২২ ১১:০৫498639
  • আমার তো দেখি 'সদ্য আলোচিত' দিয়ে টইপত্তর অটোসিলেক্টেড আসছে, এটা কি একেকজনের আলাদা?  
  • π | ২৫ মার্চ ২০২২ ১১:০৩498638
  • এই মুহূর্তে টইপত্তরের প্রথম পাতা দেখছিলাম।  এগুলো এল। কোনটা কীভাবে খাজা লেখা হিসেবে সরানো যাবে উদাঃ দিয়ে বোঝালে হয়ত একটু সুবিধা হত।
     
     
  • একক | ২৫ মার্চ ২০২২ ১১:০১498637
  • এই একটা ব্যাপারে আমার ও সমর্থন আচে। খেরোর জন্যে আলাদা ট্যাব ত আচেই, টইপত্তর ট্যাবে খেরোখাতা কে আনার দক্কার টা কী। ট্যাব যখন করা হয়েচে সেখানে এক্সক্লুসিভিটি মেন্টেন করা হবে এটা ইউজারের স্বাভাবিক দাবি। 
  • পাঠক | 192.184.***.*** | ২৫ মার্চ ২০২২ ১০:৫৬498636
  • পাঠকের দায়িত্ব বলে আন্দোবাজার ডিজিটালও এড়িয়ে যায়, গুরুও তাই। তাইলে আর গুরু আলাদা কোতায়?
     
    হ্যাঁ, চেপে দেওয়াই দরকার। খেরোর খাতায় লোকে গুচ্ছ খাজা কবতে লেখে। সেগুলো টইতে আসে কেন? লেখক পাঠকের ব্যবধান ভেঙে যাক আর গুরু ফেবু হয়ে যাক দুটোর পার্থক্য আছে ত! দুম করে গুরুকে সমাজমাধ্যম বানিয়ে দেওয়ার কী দরকার ছিল? এখানে সেটা নিয়ে আলোচনা হয়েছিল কি?
  • সম্বিৎ | ২৫ মার্চ ২০২২ ১০:৪৯498635
    • পাঠক | 172.96.162.98 | ২৫ মার্চ ২০২২ ০১:৫৪498623
    • একচুয়ালি হুতোর "এখানে অ্যাডমিন বলে কিছু নেই" দাবীটা বালের। ভাল লেখা, গুরুত্বপুর্ন লেখার প্রায়োরিটি পাওয়া উচিত। গুরুতে সেটা নেই। এর জন্য গুরুর সম্পাদক গোষ্ঠীই দায়ী। কিউরেশন দরকার। নইলে পার্থ বাঁড়ুজ্জ্যের পবন্দ ছাড়া কিসুই পড়ে থাকবে না।
     
    আমি পাঠকের সঙ্গে অনেকটাই একমত। পাঠক হিসেবে আজকাল এত ভূষিমাল সরাতে হয়, যে আর পড়ার এন্থু থাকে না। ভাল লেখা হুহু করে নিচে নেবে যায়। লেখক হিসেবে গুরুতে কিছু লেখার এন্থু পাইনা ওই একই কারণে।
  • r2h | 134.238.***.*** | ২৫ মার্চ ২০২২ ১০:৪০498634
    • পাঠক | 172.96.162.98 | ২৫ মার্চ ২০২২ ০১:৫৪498623
    • ...ভাল লেখা, গুরুত্বপুর্ন লেখার প্রায়োরিটি পাওয়া উচিত। গুরুতে সেটা নেই। এর জন্য গুরুর সম্পাদক গোষ্ঠীই দায়ী। কিউরেশন দরকার। নইলে পার্থ বাঁড়ুজ্জ্যের পবন্দ ছাড়া কিসুই পড়ে থাকবে না।
    এটাও অনেকাংশেই পাঠকেরই দায়িত্ব, অন্তত গুরুর লেখক পাঠক সমবায় ধারনাতে।
    সম্পাদকীয় বিভাগে লেখা বেরোয়, বই প্রকাশিত হয়। সেসব নিয়ে এনগেজমেন্ট বাড়লে গুরুত্ব বাড়বে। সম্পাদকীয় প্যানেল লেখা বাছাই ও প্রকাশ করে, সেসব প্রথম পাতায় থাকে। প্রায়োরিটি দেওয়া মানে কী? বিজ্ঞাপন দেওয়া? না অন্য লেখাকে চেপে দেওয়া? গুরু যেখানে পাঠক লেখকের ব্যবধান ভেঙে যাক বলে যাত্রা শুরু করেছিল, সেখানে ঐটা তো লক্ষ্যের উল্টোদিকে যাবে। মতামত দেওয়া যেতে পারে। কিন্তু মুশকিল হলো, আমারও তাই হয়, আমরা পছন্দের লেখায় মতামত কম দিই, যেহেতু এখানে অন্তঃসারশূণ্য প্রশংসার চল কম, কিন্তু অপছন্দের লেখায় এনগেজ করি বেশি।

    আবার কখনো কখনো আর পাঁচরকম কারনে কিছু জিনিসে সংযত হতে হয়। সুযোগ যখন পেয়েছি বলেই ফেলি, গুরুর পাতায় আমি আসি বাংলা লেখা পড়তে। প্রত্যয় ভুক্তর ইংরেজি কবিতা দেখে চোখ কটকট করে। হয়তো বলেও ফেলতাম, কিন্তু নেপচুন প্লুটোর উৎপাতে বলতে পারি না, মনে হয় পরোক্ষে এন্ডর্স করা না হয়ে যায়।

    কিউরেশন নিয়ে পরামর্শ স্বাগত। অনেক সময়ই প্রকাশিত লেখা থেকে বই হয়েছে। সেটা একধরনের কিউরেশন। তবে সব সঙ্গত কারনেই সম্ভব না।
  • ar | 173.48.***.*** | ২৫ মার্চ ২০২২ ১০:২৯498633
  • আরে, আন্তর্জালের পূর্ব কী আর পশ্চিমই বা কী? সবই তো সাইক্লিকাল আর সারকুলার!!
    যে শিশুঘাতক, সেই আবার খ্হেরমোফোবিকো!!
  • Rampurhat Clash | 192.34.***.*** | ২৫ মার্চ ২০২২ ১০:২০498632
  • Rampurhat Clash: আমরা তো এই হত্যাটাই চাইছি না
     
    শীর্ষেন্দু মুখোপাধ্যায়
     
    উনিশশো চুয়ান্ন-পঞ্চান্ন থেকে আমি টানা কলকাতায় আছি। তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। সে সময়ে তো এত খুনোখুনি হত না! তার পরেও বাংলায় খুনোখুনির ছড়াছড়ি ছিল, এমন স্মৃতিও কিন্তু নেই। কাজেই খুনোখুনিকে এই রাজ্যের ঐতিহ্য বলে দেগে দেওয়াটা ঠিক হবে না। মারপিট হত, গুন্ডামি ছিল, এক-আধটা লাশও পড়ত মাঝে মাঝে। কিন্তু ব্যাপক হারে খুন-জখমের খবর ছিল না। বামফ্রন্টের আমলেও প্রথম দিকটা মোটামুটি শান্তিতেই ছিলেন বঙ্গবাসী। অশান্তি দেখা দিল নকশাল অভ্যুত্থানে। সেই আন্দোলন নেতৃত্বহীন ও অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় আমরা প্রথম ব্যাপক হারে লাশ পড়তে দেখেছিলাম দিনের পর দিন। লাশ ফেলার রাজনীতির সেই শুরু। বিস্তর রক্তপাতের পরে সেই আন্দোলন স্তিমিত হল বটে, কিন্তু একটা মারমুখো রাজনীতির ক্ষেত্র তৈরি হয়ে গেল। লাশ পড়ার ধারাবাহিকতাও শুরু হয়ে গেল।
     
  • lcm | ২৫ মার্চ ২০২২ ০৯:৩৯498631
  • নো-অ্যাডমিন। কিন্তু তা বলে খুব পুরোনো খাজা টাইপের ভাববেন না যেন। no-SQL এর মতন। মডার্ন। 
  • r2h | 2405:201:8005:9805:ed3b:7e73:2f3f:***:*** | ২৫ মার্চ ২০২২ ০৯:৩২498630
    • পাঠক | 172.96.162.98 | ২৫ মার্চ ২০২২ ০১:৫৪498623
    • একচুয়ালি হুতোর "এখানে অ্যাডমিন বলে কিছু নেই" দাবীটা বালের। 
    এটা আমার দাবি না, সত্যিই নেই, টেকনিক্যালিই নেই। মডারেশন নেই, আপ্রুভল নেই, কে অ্যাডমিন? সম্পাদকীয় প্যানেল আছে, সেটা অ্যাডমিন না।
  • dc | 122.183.***.*** | ২৫ মার্চ ২০২২ ০৯:২০498629
  • আরে ইউক্রেনে ডিনাজিফিকেশান চলছে তো! ওয়েস্টের প্ররোচনায় পা দেবেন না। 
  • ar | 173.48.***.*** | ২৫ মার্চ ২০২২ ০৯:০৭498628
  • One month of war has displaced more than half of Ukrainian children

    March 24, 202212:43 PM ET

    "Russia's war in Ukraine has displaced some 4.3 million children in the past month — more than half of the country's estimated 7.5 million child population, according to UNICEF.

    The organization said Thursday that this figure includes some 2.5 million children who are now internally displaced inside Ukraine, and more than 1.8 million who have crossed into neighboring countries as refugees."

    https://www.npr.org/2022/03/24/1088560767/ukraine-children-displaced-war
  • π | ২৫ মার্চ ২০২২ ০৮:৩৫498626
  • M | 2405:8100:8000:5ca1::74:***:*** | ২৫ মার্চ ২০২২ ০৮:১৯498625
  • ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া একটা দেশ ধর্মনিরপেক্ষ হবে ঠিক কি করে? ইন্দিরা গান্ধি লিখে দিলেই হয়ে যাবে? বিধির লিখন মুছবে তুমি এমন শক্তিমান! একেক ধর্মের একেক আইন অথচ ধর্মনিরপেক্ষ! মাই ফুট। এই অলীক বুড়বুড়ি থেকে বেরিয়ে আসুন গুরুরা।
  • S | 2405:8100:8000:5ca1::4d:***:*** | ২৫ মার্চ ২০২২ ০২:০৩498624
  • @এলেবেলেঃ
    "১. ১৯৬৯ সালে গঠিত হওয়ার পর থেকে ১০ হাজারের বেশি সদস্যবিশিষ্ট RAW-তে আজ পর্যন্ত একজনও মুসলিম অফিসারের দেখা মেলেনি।"

    এইটা সত্যি না। RAW এর ব্রান্ড অ্যামবাসাডার অক্ষয় কুমারের সব সিনেমাতে একজন খুব দেশপ্রেমিক মুসলমান থাকেন RAW এর এমপ্লয়ি। আর তাদের দেশপ্রেমের বয়ানও অক্ষয় কুমার নিজেই বলেছে। আমি অনেকবার শুনেছি।
  • পাঠক | 172.96.***.*** | ২৫ মার্চ ২০২২ ০১:৫৪498623
  • একচুয়ালি হুতোর "এখানে অ্যাডমিন বলে কিছু নেই" দাবীটা বালের। ভাল লেখা, গুরুত্বপুর্ন লেখার প্রায়োরিটি পাওয়া উচিত। গুরুতে সেটা নেই। এর জন্য গুরুর সম্পাদক গোষ্ঠীই দায়ী। কিউরেশন দরকার। নইলে পার্থ বাঁড়ুজ্জ্যের পবন্দ ছাড়া কিসুই পড়ে থাকবে না।
  • &/ | 151.14.***.*** | ২৫ মার্চ ২০২২ ০১:২৮498622
  • আমিও সীসা দ্য লেড কে একই কথা বলছি। নির্ভয়ে, অপ্রতিহতভাবে নিজের লেখা চালিয়ে যান। উল্টোপাল্টা মন্তব্য যারা করবে, তাদের স্রেফ ইগ্নোর করে যান। আপনার লেখা আপনার দক্ষিণের জানালা, সানন্দে ও সাগ্রহে খুলতে থাকুন। আকাশের আলো আর দক্ষিণা বাতাসের আশীর্বাদ ওই খোলা জানালাগুলোর মধ্য দিয়েই আসে।
  • kk | 97.9.***.*** | ২৫ মার্চ ২০২২ ০১:২২498621
  • সিসা the lead,
    আপনাকে একটা কথা বলি। আপনার লেখার নীচে যা কমেন্টই আসুক না কেন, তার জন্য আপনি লেখা বন্ধ করবেননা। নানা মানুষ নানারকম ভাবে লেখার বক্তব্য প্রসেস করেন। অনেক মানুষ মনের মধ্যে কিছুর খোঁচায় নানা রকম মন্তব্য করেন। এই মন্তব্যগুলোকে একটু দূর থেকে দেখে যান। এর মধ্যে আপনাকে এনগেজ করতে হবে এমন কিন্তু না। আপনি যা লিখতে চান তা আপনার নিজের ক্রিয়েশন, নিজের অধিকারও। কারুরই মন্তব্যে কিছু যায় আসেনা। সাহস করে লিখতে শুরু করেছেন, এটা খুবই বড় একটা পদক্ষেপ। আমি নিজের কথা বলতে পারি (দ'দি এবং সে ও লিখেছেন) যে আগ্রহ নিয়েই পড়বো। কাজেই অন্য কোনো রকম ডিস্টার্বেন্সের কারণে সাহস হারাবেননা। আপনি লেখার ওপরে মনের ফোকাস রাখুন। ডিস্টার্বিং কমেন্ট্স এর ওপর ফোকাস করার দরকার নেই। ডিস্টার্বেন্স আসবে, চলেও যাবে। আমি প্যাট্রোনাইজ করতে চাইনা। জাস্ট বন্ধু হিসেবে কথাগুলো বললাম।

    আমার পার্সোনালি মনে হয় নেপচুন্‌্প্লুটো এই সমস্ত অ্যাটেনশন পাওয়াটা খুব এন্জয় করছেন। সেই জন্যই এসব লিখছেন। যাতে সবাই ঐ নিয়ে কথা বলে।
  • Neptune_Pluto | 37.***.*** | ২৫ মার্চ ২০২২ ০১:১১498620
  • কিছু  করার 
  • Neptune_Pluto | 37.***.*** | ২৫ মার্চ ২০২২ ০১:০৯498619
  • আইনী পথে সত্তি কিছ করার আছে ? সেতো আমিও আপনাদের বিরুদ্ধে করতে চাই ।...আই চাটগাঁই ফোয়া ।...বদ্দা ।...ভলো থাকিও তোমরা সবাই 
  • JSL | 2405:201:8005:9947:58ef:b0f0:c567:***:*** | ২৫ মার্চ ২০২২ ০১:০০498618
  • আবারও, এখানে অ্যাডমিন বলে কিছু নেই। মাঝে মধ্যে পোস্ট ডিলিট হয়, সেটা নিয়েও কোন নির্দিষ্ট পলিসি নেই, ডেডিকেটেড রিসোর্সও নেই। পুরোটাই ব্যবহারকারীদের শুভবুদ্ধি, ম্যাচুইওরিটি এসবের ওপর নির্ভর করে। একটা দুটো পোস্ট ওড়ানো যায়, কিন্তু মডারেশনহীন কাঠামোতে ট্রোল এবং স্প্যাম আসতে থাকলে ম্যানুয়ালি সেটাকে হ্যান্ড্ল করা মুশকিল। লগিন চালু করলে হতে পারে, কিন্তু সেটা একটা বিরাট বড় শিফ্ট, এবং অনেক নিয়মিত পুরনো ব্যবহারকারীর পছন্দ না।

    সাধারনত এসব এলিমেন্ট এনগেজ না করলে নিজেই চলে যায়। সেই সংযম যদি দেখাতে পারেন কিছু সময়, তাহলে হয়তো হবে।

    সম্ভবত ইনি বাংলাদেশ থেকে লেখেন। আইনী পথে কী করা যায় সেটাও দেখা হবে বলে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত