অভ্যু উত্তর প্রদেশের ভোটদানের প্রথম তিনটে পর্ব আজ শেষ হল। বাকি চারটে ফটাফট হবে। ২৩, ২৭, ৩ মার্চ, ৭ । রেজাল্ট ১০ই মার্চ।
প্রথম দু'রাউন্ডে সপা ও লোকদলের গাঠ ভাল ভাবে এগিয়ে গেছে। জাঠেদের , বিশেষ করে গ্রামীণ, ৭০% (কনজার্ভেটিভ এস্টিমেট) গাঠবন্ধনে। দলিত (জাটভ, শাক্য, লোধী) মায়াবতী ও বিজেপির মধ্যে বিভাজিত। কিন্তু মুসলিম ভোট বিহার (নেগেটিভ লেসন) ও বাংলার (পজেটিভ লেসন) উদাহরণ দেখে এককাট্টা। ৯৫% গাঠবন্ধনে। ওদের সপার প্রতি বিশেষ ভক্তি রয়েছে এমন নয়, আর জাঠদের প্রতি (মুজফফরনগর দাঙ্গার স্মৃতিতে) খানিকটা সন্দেহ এখনও রয়েছে। কিন্তু ওদের প্রচেষ্টা-- বিজেপিকে হারাতে হবে। ফলে মোট ১১৩ সীটের মধ্যে কম করে ৮০ সপা+ লোকদল পাচ্ছে মনে হয়।
কিন্তু ডিসিসিভ লড়াই এখন শুরু হলঃ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্বে। এ হল বুন্দেলখন্ড ও অবধ এলাকা। বিজেপির গড়।
বুন্দেলখন্ড সবচেয়ে অনুন্নত এলাকার একটি। এর ঝাঁসি মধ্যপ্রদেশের সঙ্গে (গোয়ালিয়র) গায়ে লাগা এলাকা। এই তিন পর্বে জাঠ নেই বললেই চলে, সামান্য ছড়িয়ে ছিটিয়ে। এইখানে অতি দলিতদের মধ্যে বিজেপির ফ্রি রেশন ( চাল, ডাল, গম, নুন, তেল) কাজ করবে বলে ওরা আশা করছে। বলছে লাভার্থির কৃতজ্ঞতা -ভোট। আবার লক্ষনৌ কানপুরের শহুরে এলাকায় বিজেপির শক্ত পকড়। এই এলাকায় মুসলিম ভোট ছড়িয়ে ছিটিয়ে , কিন্তু একেবারে ফেলনা নয়।
এখানে যোগী বাবার শাসনে গুন্ডা ও মাফিয়া নিয়ন্ত্রণের কথা বাতাসে ভাসছে। এখানে জাঠ বিশেষ নেই। ফলে অখিলেশকে একাই লড়তে হবে। প্রশ্ন হল বিজেপির সোশ্যাল ইঞ্জিনিয়ারিং পালটা অখিলেশ দলিত ভোটে কতটুকু ভাঙন ধরাতে পারবে। মায়াবতীর ১৫% কোর দলিত ভোটে যদি বিশেষ ফাটল না ধরে তাহলে সপার লাভ। যদি একটা বড় অংশ বসপাকে ছেড়ে বিজেপিতে যায়, তবে সপা'র ক্ষতি।
অখিলেশের পক্ষে রয়েছে বিজেপির দুই তিন কাস্ট-লীডার মন্ত্রীর সপার সঙ্গে গাটছড়া বাঁধাঃ রাজভর , স্বামীপ্রসাদ লোধী। অখিলেশ সাবধানে খেলছে। বিজেপির ধর্মীয় জিগিরে কান না দিয়ে সামনে আনছে স্বাস্থ্য, শিক্ষা ও রোজগারের প্রশ্নকে। অ্যান্টি-ইঙ্কাম্বেন্সিকে খুঁচিয়ে দিচ্ছে। এই তিনটে পর্বে লড়াইয়ের ফল যদি ৫০ঃ ৫০ বা স্টেলমেটে নিয়ে যেতে পারে তাহলে শেষ দুটো পর্বে (পূর্বাঞ্চলে) সপা নক -আউট পাঞ্চ দিতে পারবে। সেখানে বিহারের থেকে পরিবর্তনের স্ট্রং উইন্ড বইছে। ফসলের মধ্যে লাবারিশ ষাঁড় ও গাইয়ের ঢুকে পড়া, সময়মত সার না পাওয়া, বিজলির বাড়তি দর, সরকারি চাকরির পরীক্ষা বারে বারে নাকচ হওয়া, বেহাল স্বাস্থ্য পরিষেবা, গঙ্গাতীরে লাশ, ইত্যাদি ফ্যাক্টর হবে।
মাওয়ের গেরিলা যুদ্ধের থিওরিতে তিনটে স্তরঃ স্ট্র্যাটেজিক ডিফেন্স, স্ট্র্যাটেজিক স্টেলমেট ও স্ট্র্যাটেজিক অফেন্স। সপা-জোট প্রথম স্টেজ সাকসেসফুলি পেরিয়ে অতি গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্টেজে ঢুকেছে।
কেমন মনে হচ্ছে -মাও খুব একটা নতুন কিছু বলেননি। দাবা খেলাও তো এই তিনটের মধ্য দিয়ে এগোয়।
কাহ্নম্যানের Regression to the Mean এবং Taming Intuitive Predictions চ্যাপ্টার দুটো মাত্র পড়েছি। ফলে আমার প্রেডিকশনে কিঞ্চিৎ পরিবর্তন করলামঃ
মোট সীট= ৪০৩
বিজেপি= ১৬০
সপা জোট= ২২০
বসপা= ১৩,
কংগ্রেস= ৭
অন্য= ৩। এরর (+/-) ৫%।