@a২য় প্যারার সঙ্গে অনেকটাই একমত, (মাইটঃ))। ইলেকশনের বছর। ভিক্টোরিয়ায় (যেখানে মেলবোর্ন, অস্ট্রেলিয়াসওপেন হয়) গভর্নমেন্ট লেবার পার্টির? ফেডেরাল গভর্নমেন্ট লিবেরালদের, লেবাররা বিরোধীদল।ভোট এবছর।
এবার স্কট মরিসন, প্রাইম মিনিস্টার প্রথমে দোষ চাপাল ভিক্টোরিয়া গভর্নমেন্টের ওপর- ওরা এক্জেম্পসন দিয়েছে। কিন্তু কেউ সেটা খেল না- সবাই জানে, ভিসা দিয়েছে হোম অ্যাফেয়ার্স, ফেডেরাল গভর্নমেন্ট। তখন শুরু হল হম্বিতম্বি- "রুল ইজ রুল... ব্লা ব্লা...কাগজ দিখানা পড়েগা...ব্লা ব্লা... আমরা ডিসাইড করব কে অস্ট্রলিয়ায় ঢুকতে পারবে, কে না... ব্লা ব্লা...অস্ট্রলিয়ানরা অনেক স্যাক্রিফাইস করেছে, তা প্রোটেক্ট করতে হবে... ব্লা ব্লা...!" এদিকে কেভিন রাড(এক্সপিএম, লেবার পার্টি)রাও ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ("ওমিক্রন বাড়ছে... ব্লা ব্লা...ল্যাটেরল ফ্লো টেস্ট কিটের আকাল...বুস্টার/ বাচ্চাদের ডোসের আকাল... ব্লা ব্লা...মিডিয়া সার্কাস... ব্লা ব্লা... প্রথমে ভিসা দিলি কেন... ব্লা ব্লা)
এর মধ্যে স্টেটাসের জন্যই হোক বা গাঁটের মত সোসাল মিডিয়ায় পোষ্ট করার জন্য জোকোভিচ বলি কি বখরা হয়ে গেল- aকে এখানে সাপোর্টালাম।
a, আমার ধারনা ভিসা বাই ডেফিনিশন টেম্পোরারি, এনি টাইম রিভোকেবল। এটা কেউই যুক্তি দিচ্ছে না ( জোকোভিচের লইয়াররাও নয়), একবার ভিসা দিয়েছ, আমি এত খর্চা, এত কষ্ট করে এলুম, পুরো মেয়াদ থাকতে দিতে হবে।
তিনটে সম্পর্কিত/ অসম্পর্কিত প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে ১) মেডিক্যাল এক্জেম্পসনঃ ৪ টে গ্রাউন্ডে হয়- হার্ট প্রবলেম/ মেন্টাল প্রবলেম/ অ্যালার্জি/ ৪র্থটাই মোক্ষম সদ্য কোভিড ইনফেকসন যার জন্য আপনার ভ্যাকসিনেসন একটু ডিলেইড- সেই সময় অস্ট্রেলিয়া আসতে পারেন- যতই বলুক ইন্ডিপেন্ডেন্ট প্যানেল এই ডিসিশন নিয়েছে- ওরা কি ইনফ্লুয়েন্সড হয়েছিল
২) জোকোভিচের কাগজপত্র/ টাইম লাইন- সবই শেডি (আমার এব্যাপারে প্রথম পোস্ট), পয়সা আর স্টেটাস দিয়ে সব নিয়মই বেন্ড করা যায়! আমি, আপনি হলে পরের প্লেনে ফেরত (যেমন, চেক টেনিস প্লেয়ার রেনাটা ভোরাকোভা) অথবা ডিটেনশন সেন্টারে পচা।
৩) সম্পূর্ণ অসম্পর্কিতঃ খবর বেরিয়ে আসছে ঐ ডিটেনসন সেন্টারে উদ্বাস্তু/ অভিবাসী/ অ্যাসাইলাম সিকাররা ইন-হিউম্যান কন্ডিশনে বছরের পর বছরের হাজতবাসের মত বাস করছে- না লিবেরাল/ না লেবার পার্টি/ না মিডিয়া/ না জনতা কারোর কোন হেল দোল আছে!
a, আপনার প্রথম প্যারার সঙ্গেও একমত, কিন্তু এখানে ওটা বিচার্য নয় মনে হয়।