এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 121.2.***.*** | ২৫ অক্টোবর ২০২১ ০১:২৭489261
  • খেলা শেষ। এবার আবাপর কদিন এর পোস্ট মর্টেম করেই কেটে যাবে। বাকি সব খবর পেছনের পাতায়। 
  • &/ | 151.14.***.*** | ২৫ অক্টোবর ২০২১ ০০:৪২489260
  • @কৌশিক, মুদ্রায় আফ্রিকান হাতির ছবি থাকলই বা, ওটা তো ছবি। ছবিতে ওটা করেছে হয়তো হাতিকে বড় আর স্ট্রং দেখানোর জন্য। কাজের সময় নিজেদের ট্রেনিং দেওয়া গুলো কাজে লাগিয়েছে। দেখুন না, চিরকালই নেতারা এরকম করে থাকেন। বাস্তবে হয়তো ছোটোখাটো জিনিস, প্রচারে বিরাট বড় করে দেখানো হয়। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৫ অক্টোবর ২০২১ ০০:৩৫489259
  • এইভাবে আফ্রিকান মহিলা হাতি ধরে তাকে সারোগেট মাদার বানিয়ে ম্যামথের ক্লোন করা ভালো না। মুক্ত এই মা-হাতি নিজের দলের সঙ্গে থেকে নিজের সন্তান যখন জন্ম দেয়, তখন তিনজন ন্যানি হাতি থাকে তাকে দেখাশোনার জন্য, দুইজন তার সদ্যোজাত বাচ্চার দেখভাল করে আর একজন সদ্য মা হওয়া তার দেখভাল করে। ভাবতে পারেন? কোনো কোনো ক্ষেত্রে এরা মানবসমাজের চাইতেও উঁচুতে। আর খোলা উন্মুক্ত আকাশের তলায় মাঠে বনে পাহাড়ে থাকার ব্যাপার তো আছেই। জোর করে চিড়িয়াখানায় রেখে মোটামুটি প্রাকৃতিক পরিবেশ দিলেও সেটা বন্দীত্বের দুঃখ ঘোচাতে পারে না। তার উপরে ওইভাবে জোর করে সারোগেট মাদার বানানো! আর বেচারা ম্যামথ শিশু জন্ম নিয়ে দেখবে সে এসে পড়েছে একটা বিকট অচেনা পরিবেশে, মা বাপ ঠাকুমা দিদিমা কেউ নেই কেউ নেই, নিজের পৃথিবীটাও নেই। এরকম দুঃখের মধ্যে কোনো প্রাণীকে এনে ফেলা উচিত নয়।
  • &/ | 151.14.***.*** | ২৫ অক্টোবর ২০২১ ০০:১৯489258
  • কৌশিক, হাতি ম্যামথ কত কিছু নিয়ে কত ভালো আলোচনা করেছেন আপনারা কাল হ্যানিবলের সূত্রে। পরে আর্ক্টিক পাখি নিয়েও কত কিছু। খুব ভালো হয়েছিল আলোচনা। মিস করে গেলাম। কাল অফলাইন ছিলাম।
    জানেন, কেন জানি মনে হয়, বুনো মোষেদের দেবতা টাঁড়বাড়ো অত্যন্ত স্বাধীনতাপ্রিয় লোক। যেসব মোষেরা ওঁর কাছে গিয়ে হুঁ হুঁ করে কাঁদে আর বলে, "আঁমরাঁ মানুষের কাছে পোষ মানবোঁ হুঁ হুঁ। ওঁরা খুঁব যত্ন করে, স্নান করায়, খেতে দেয়। খুব ভালোবাসে। বিনিময়ে কাজ করে দিতে হয় , সে না হয় দেবো।" এইসব শুনে টাঁড়বাড়ো ক্ষেপে গিয়ে বলেন, "যা, যা, মান গিয়ে পোষ। আমি আর ফাঁদের সামনে দাঁড়িয়ে সাবধান করে দেবো না।" ওদের তিনি অ্যালাউ করেন ধরা দিয়ে পোষ মেনে নিতে।
    কিন্তু আফ্রিকার হাতিদের দেবতা অত্যন্ত স্বাধীনতাপ্রিয় তো বটেই, খুব কড়াও। কিছুতেই তিনি অনুমতি দেন না পোষ মেনে নিতে। হাতিরাও ওঁর সুযোগ্য প্রজা। খুব বীর। বলে, "শির দেগা , নেহি দেগা স্বাধীনতা।" ঃ-)
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:1542:a506:a86e:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ২৩:৩২489257
  • ওটাও হয়, আবার এটাও হয়। :-))
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ অক্টোবর ২০২১ ২৩:০৯489256
  • স্টার স্পোর্টস এর কপাল পুড়ল। মওকা মওকা দিয়ে তো প্রতি বার হয়ে যাচ্ছিল, এবার নতুন স্লোগান ভাবতে হবে।
  • Guruchandali | ২৪ অক্টোবর ২০২১ ২২:৩৮489255
  • 'কুমুদি পুরস্কার' -শিশু কিশোর কিশোরীদের বাংলা গল্প লেখার প্রতিযোগিতা

    আমাদের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন ডঃ জয়ন্তী অধিকারী, গুরুচণ্ডা৯ তে আমরা যাঁকে কুমুদি বলে ডেকে এসেছি। প্রেসিডেন্সি কলেজের রসায়নের ছাত্রী এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়নে পি এইচ ডি জয়ন্তী অধিকারী দিল্লিবাসিনী ছিলেন। পেশায় বিজ্ঞানী জয়ন্তীর ভালোবাসা ছিল সাহিত্য- লিখেছেন গল্প, কবিতা, রম্যরচনা, প্রবন্ধ যা প্রকাশিত দিগঙ্গন, গুরুচণ্ডা৯, বর্তমান, কথাসাহিত্য, সন্দেশ, সানন্দা, এই সময়ে। ছিলেন সর্বভারতীয় শিশুসাহিত্য প্রতিযোগিতার দ্বিতীয় স্থানাধিকারিনী।
    কুমুদির লেখার ব্যাপ্তিকে বোঝার জন্য যথেষ্ট নয়, তবু তাঁর লেখার সামান্য কিছু নমুনা কমেন্টে লিংক হিসেবে রইল
    কুমুদি আমাদের ছেড়ে চলে গেছেন মাস ছয়েক। রয়ে গেলেন স্মৃতিতে। গুরুচণ্ডা৯র তরফে কুমুদির স্মরণসংখ্যা প্রকাশিত হয়েছে সম্প্রতি।
    স্মৃতিস্তম্ভের স্থবিরতাকে ভালবাসিনি আমরা, চাইছি স্মৃতির চলমানতা। আমরা চাইছি, বাংলা অক্ষর বেয়ে বেয়ে পরের প্রজন্মেও পৌঁছে যান কুমুদি- তারা আমাদের কুমুদিকে চিনুক, ভালবাসুক, লেখা পড়ুক , পড়াক বন্ধুদের। কুমুদিও তাদের চিনতে চাইবেন- বলাই বাহুল্য।
    এই সব অলীক চেনাজানাকে বাস্তব করতে গুরুচণ্ডা৯ শুরু করছে বার্ষিক 'কুমুদি পুরস্কার' - কিশোর কিশোরীদের বাংলা গল্প লেখার প্রতিযোগিতায়।

    কুমুদি পুরস্কারের জন্য কিশোর কিশোরীদের কথাই ভেবেছিলাম আমরা-  এগারো থেকে চোদ্দ আর পনেরো থেকে আঠেরোদের লিখতে ডাকা হয়েছিল।  কথা ছিল, জয়ন্তীদির জন্মদিন, কাল, ১৬ই অক্টোবর পুরস্কার ঘোষণার।
    উৎসবের মরশুমে বার্তা এসেছে আট থেকে দশ বছুরেদের -  লিখবে তারাও। কুমুদির জন্য।
    লেখা জমা দেওয়ার সময়সীমা তাই বদলে দিল গুরুচণ্ডালি, যোগ করল বয়সের আর একটি নতুন বিভাগ-
    অর্থাৎ,
    এবারে ,বয়স অনুযায়ী থাকছে তিনটি বিভাগঃ
    ৮ থেকে ১০;
    ১১ থেকে ১৪; আর
    ১৫ থেকে ১৮ বছর
    গল্প লিখে ৩১ অক্টোবরের মধ্যে ইমেল করতে হবে guruchandali@gmail.com ঠিকানায়।
    কোনো বিষয় বা শব্দসীমা ধার্য করা নেই।
    ৪ তারিখে পুরস্কার ঘোষণা ।  ১৪ ই নভেম্বর গুরুচণ্ডা৯ ওয়েব সাইটে লেখাগুলি প্রকাশ করা হবে।

    দশজন পাবে কুমুদির লেখা বই।
    তিনজন পাবে, এছাড়াও পছন্দমত বই কেনার জন্য বইয়ের গিফ্ট কুপন।

    একান্ত অনুরোধ, নিজেদের বিবিধ গ্রুপে, পরিচিত, আত্মীয়, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন এই বার্তা- ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিন প্রতিযোগিতার খবরের- এ ই-'প্রয়াসে যোগ দিতে উৎসাহ দিন তাদের।
    লিখতে থাকুক নবীন প্রজন্ম-

    ~~
    ইমেলের ছাড়াও কাগজে লেখা বা ছাপা লেখা নেওয়ার ব্যবস্থা করারও আমাদের আন্তরিক আগ্রহ ছিল, কিন্তু যথেষ্ট পরিকাঠামো ইত্যাদির অভাবে এই বছর তা করা গেল না, তার জন্যে আমরা মার্জনাপ্রার্থী।
  • b | 117.194.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ২২:০৮489253
  • পঃ বঙ্গে কেস তো ক্রমে বাড়ছে। 
  • Abhyu | 47.39.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ২২:০৪489252
  • আপনারা ডাংগুলি খেলা দেখছেন নাকি? উনিজির আশীর্বাদ পায় নি?
  • জনৈক | 2409:4060:e81:39c0:c6d1:9ae4:78d4:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ২১:৪২489251
  • আমি বাংলার কথা বলছিলাম । এতো হিন্দি ছাড়িয়ে বিদেশেও চলে গেছে।
    হিন্দির মান মন্দ নয়। তবে সবই এক রকমের। ক্রাইম থ্রিলার। জি ৫ এ দুটো দেখলাম । দুটোই রিভেঞ্জ ড্রামা ।
    বাংলা ভালো সিরিজ কি আছে ?
    বিদেশি দেখতে হলে ভাষাটা জানতে হয় । ইংরেজি ছবি বাংলা সাবটাইটেল ছাড়া দেখতে পারিনা । বিদেশি ভাষার দৌড় কতটা বোঝাই গেল ।
    এখন সিরিজে যে সেন্সর নিয়ম চালু হয়েছে তাতে বাংলায় কিছু পর্নো বাজারে এসে গেছে। প্রথমে ১৮+ আর লিখে দিচ্ছে এখানে সেক্স contain আছে।
    বাংলাদেশের "। তকদীর " দেখছিলাম । সেন্সর না থাকার সুবিধা নেয়নি। ভালো। তবে শেষ পর্যন্ত সাসপেন্স রাখতে পারলে আরো ভালো হত।
    সাংবাদিক মহিলার খুনের আগে মেমরি চিপ গিলে খেয়েছিল সেটা এত তাড়াতাড়ি রিভিল না করলে ভালো হতো।
     
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ২১:৩৩489250
  • রমিত চট্টোপাধ্যায়ের লিস্টটা সুস্বাদু, বেশ সুস্বাদু
  • Abhyu | 47.39.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ২১:২৬489249
  • এটাকে ঠিক ওয়েব সিরিজ বলা যায় না, তবে রেকো দিলাম। অ্যামাজন প্রাইমে পাবেন। https://en.wikipedia.org/wiki/%27Allo_%27Allo!
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ অক্টোবর ২০২১ ২১:১৬489248
  • হিন্দিতে ফ্যামিলি ম্যান, আরিয়া, ইনসাইড এজ, স্পেশাল অপ্স, অসুর, পাতাল লোক, মির্জাপুর, পঞ্চায়েত, হর্ষদ মেহতা বিগ বুল যথেষ্ট ভালো   সিরিজ
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ অক্টোবর ২০২১ ২১:০৯489247
  • দেখুন, যার যা পছন্দ তাই দেখবেন। যার গারবেজ পছন্দ আর কূট কাচালি, রিগ্রেসিভ জিনিস পছন্দ, স্পুন ফিডিং পছন্দ তারা বাংলা সিরিয়াল দেখবেন। যাদের ভালো জিনিস দেখতে ভালো লাগে তারা স্কুইড গেম, স্ট্রেনজার থিংস, নার্কস, ব্রুকলিন নাইন নাইন, হোয়াইট লোটাস, টেড ল্যাসো, মানি হাইস্ট, ক্রাউন এসব দেখবেন।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ২০:১৪489246
  • @ a
    মানি হেইস্ট আরেকবার একটু দেখেই নিই। বেশ উপাদেয়।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ২০:০৭489245
  • আবার রেগে গেলো, আগে জানলে বিয়েই করতাম না। 
    ধুর বাবা, দ্বিতীয় কফির কাপটা নিজেকেই বানিয়ে নিতে হবে দেখছি।
    সব কাজই শেয়ার করে করি, কোনোটাই তাকে একা করতে হয় না, তারপরও এতো রাগ করে বৌটা...
    সন্ন্যাসী হয়ে যাবো শালা।
  • জনৈক | 2409:4060:e81:39c0:5f9b:a564:f1d5:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ১৯:৫২489244
  • কৌশিক ঘোষ
    আপনি যথার্থ বলেছেন। শুনলাম Netflix জি বাংলাকে বায়োপিকে ভুলভাল দেখিয়েছেন বলে ওরা নাকি হিন্দিতে বানাবেন । 
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৯:৪৪489243
  • রাণী রাসমণির বায়োপিক ? ওখানে তো যা যা ঘটেছে তা রাণী রাসমণির জীবনে ঘটেছে বলে স্বয়ং রাসমণিও জানতেন না। আর মিথোলজি ?  ঐ একই রকম, নির্মাতাদের আবিষ্কার করা পৌরাণিক গল্প সব, যার আউটলাইনটুকু পুরাণের, বা মহাভারতের। বাকি সব নির্মাতাদের আবিষ্কার।
    না, ওয়েব সিরিজ মানে সবগুলোই ফাটাফাটি এমন দাবি করছি না।
  • a | 194.193.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ১৯:৩৭489242
  • টপ্ করে নার্কোস মানি হেইস্ট আর স্কুইড গেমটা দেখে নিন 
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৯:২৯489241
  • আপনি মিনিট দুয়েক দাঁড়ান। আমি ঘন্টা তিনেকের মধ‍্যেই আসছি।
    প্রবল চটেছেন গিন্নি, সহজে পটাতে পারবো বলে মনে হচ্ছে না।
  • ওরেরেরে | 2a0b:f4c2:2::***:*** | ২৪ অক্টোবর ২০২১ ১৯:২৯489240
  • সেই সিরিয়ালওলাটা আবার এসেচে!সেই কি সাহা যেন। দেবাশিশ সাহা মোনয়। ওই অখাদ্য জঘন্য  বাংলা সিরিয়াল সিনেমার টেকনিশিয়ান না কি যেন। হে হে এ মাল সিকিকে মেয়ে ভেবে হেব্বি লাইন মারার চেষ্টা করে সবার কাছে ঠাপ খেয়ে বিদেয় হয়েছিল। আবার এসচে সিরিয়াল বেচতে
  • জনৈক | 2409:4060:e81:39c0:9181:aba9:3cff:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ১৯:১৭489239
  • কৌশিক ঘোষ মহাশয় ,
    আমার জিজ্ঞাস্যকে এত গুরুত্ব দেওয়ার জন্য ধন্যবাদ ।
    সিরিজ যেটা পাঁচ পর্বে দেখি সেটা তো একসাথে করে রিলিজ করে দিলেই তো একটা বড় আকারে সিনেমা হয়ে যায় । যদি সেটা একসাথে রিলিজ করে ।
    আমার তো মনে হয় সিরিজ সব এক । বরং সিরিয়ালে অনেক প্রকার বিষয় থাকে । সিরিজ মানেই কি খিস্তি , নগ্নতা, আর মারামারি । অনেক ক্ষেত্রে তার কোনো লজিক থাকে না । এখন তো পর্নো বানাচ্ছে । বাংলায় কিছু হয়েছে ।
    যে কটা দেখেছি বাংলা ,বেশির ভাগ খুব খারাপ। তার চেয়ে টিভিতে "সর্বজয়া", " খড়কুটো", " মিঠাই" অনেক ভালো । হিন্দি সেই তুলনায় মন্দ না । " ,ফ্যামিলি মেন" ভালো । আর যেগুলি দেখেছি সবই খিস্তির বন্যা ।
    বাংলাদেশের  " তকদীর" দেখছিলাম । এখনকার বাংলা থেকে অনেক উন্নত । 
    সিরিয়ালে রানী রাসমণির বায়োপিক দেখছি । মাইথলজি সিরিয়াল দেখছি। তার সঙ্গে সংসারের কূটকচালি ভরপুর সিরিয়াল দেখি। মাঝে মাঝে সাহিত্য দেখি । এই varaity সিরিয়ালে আছে । কিন্তু সিরিজে দেখা যায়না । 
    Ray দেখেছি। খুব বাজে । অভিষেক চৌবে বাদে কারো কাজ ভালো লাগেনি ।
     
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৮:২৬489238
  • আপনি কিছু দেখেছেন কি ? মানে ওয়েব সিরিজ দেখেছেন ? কোনটা কোনটা দেখেছেন বলুন। 
    আমি আমার সাজেশন দিচ্ছি।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৮:২৫489237
  • কোনটা বেশি দ‍্যাখে বলা মুশকিল। এর উত্তর মার্কেট রিসার্চের লোকেরা দিতে পারে। তবে ইন্টারনেট এ্যাকসেস এবং ফ‍্যামিলিয়ারিটির কথা মাথায় রাখলে সিরিয়ালের দর্শক সংখ্যা অনেক অনেক বেশি হবে মনে হয়।
    ওটিটি ফর্ম‍্যাটের কাজগুলো তো সবে কিছুদিন হলো শুরু হলো।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৮:২২489236
  • কনটেন্টের দিক থেকে সিরিয়ালের সাথে ওটিটির তুলনা হয় না। পরস্পরের সঙ্গে সম্পর্কিত পর্ব ভাগের দিক থেকে দেখলে সিরিয়ালের সাথে মিল থাকলেও দুটো একদম আলাদা।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৮:১৯489235
  • সিরিয়ালের দর্শক আলাদা। সিরিজের ক্ষেত্রে variety বেশি। সিরিয়াল প্রায়ই একই ধাঁচের।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৮:১৫489234
  • জনৈক
    সিরিজ খুব দেখিনি‌। কিন্তু যেগুলো দেখেছি সেগুলো ভাগে ভাগেই রিলিজ করেছে।
    ওটিটি ফর্ম‍্যাটে অনেক কম বাজেটে কাজটা নামানো যায়, নির্মাতার দিক থেকে সুবিধা। পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে বাজেট অনেক বাড়ে।
    আপনি পর পর কয়েকটা দেখে ফেলুন। প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
  • জনৈক | 2409:4060:e81:39c0:f6e3:16b7:d24c:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ১৭:৪৩489233
  • ওয়েব সিরিজ এর সঙ্গে অনেকেই চলতি সিরিয়ালের সঙ্গে তুলনা করে । কোনটা ভালো ? সিরিজ বেশি লোকে দেখে না সিরিয়াল ? 
    সিরিয়াল এর একটা পর্ব দেখার পর পরবর্তী পর্বের জন্য চব্বিশ ঘণ্টা অপেক্ষা করতে হয় । কিন্তু সিরিজের ক্ষেত্রে মানে একসাথে অনেকগুলো পর্ব রিলিজ হলে তবে কয়েকটা পর্বে ভাগ করার মানে কি হল? তাহলে তো দীর্ঘ দৈর্ঘ্যের সিনেমা বানালে কি ক্ষতি হত? 
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ অক্টোবর ২০২১ ১৬:০৬489232
  • আগে ওয়েব সিরিজ গুলো একসাথে অনেক এপিসোড রিলিজ করত। আজকাল একটা একটা করে ছাড়ে, যাতে অনেকটা সময় জুড়ে দর্শক ওই সিরিজ নিয়ে কথা বলে। তবে একটা একটা করে ছাড়লে একটা প্রবলেম, যদি একটা এপিসোড দুর্বল হয় তবে তা নিয়ে খুব সমালোচনা হয় ও দর্শকের আগ্রহ কিছুটা ড্রপ করে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত