এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২০ অক্টোবর ২০২১ ২০:১২488991
  • টইতে ট্রোলরা কাকে লালু বলছে?
  • Abhyu | 47.39.***.*** | ২০ অক্টোবর ২০২১ ২০:০৬488990
  • আহা ব্রতীন্দা তো লক্ষ্মী না কালীপুজোর রাতে পিলে-চমকানো হুঙ্কার দিয়ে লোকের ঘুম ভাঙায় বা ভাঙাতো, তাই না? তাচ্চেয়ে শান্তিতে একটু খেয়ে আসা তো ভালো।
  • কৌশিক ঘোষ | ২০ অক্টোবর ২০২১ ১৯:৫৯488989
  • যাই হোক, রঞ্জনবাবুর কাজটা ঐ লিঙ্ক দিয়ে হয়েছে শেষ পর্যন্ত, তাহলেই হলো
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২০ অক্টোবর ২০২১ ১৯:৪৪488988
  • এসেই খাই খাই। :-))))) 
     
  • Ranjan Roy | ২০ অক্টোবর ২০২১ ১৬:১২488987
  • সরি কৌশিক বাবু
    আপনাকে ধন্যবাদ জানানো হয় নি। সেদিন আপনার লিংক কাজ করেছে। আমি আনাড়ি বলে একটু কুস্তি করতে হল।  আবারও ধন্যবাদ। 
  • অপু | 2401:4900:3146:f480:0:67:32c:***:*** | ২০ অক্টোবর ২০২১ ১৪:৫৮488986
  • আজকে লক্ষ্মী পুজো । বছর দশেক আগেও পাড়ায় 7/8 জনের বাড়িতে পুজো হতো।  3/4 বাড়িতে খিচুড়ি , ঝাল ঝাল আলু বা কপির তরকারি,  চাটনি, পায়েস। এখন অনেক বাড়িতেই খিচুড়ি  করা উঠে গেছে। তব্বে রাত্রির বেলা তো বেরোবোই। যটা বাড়িতে  খিচুড়ি পাওয়া যায় ততোই মঙ্গল । :))) 
  • অপু | 2401:4900:3146:f480:0:67:32c:***:*** | ২০ অক্টোবর ২০২১ ১৪:৫১488985
  •  অভ‍্যু, অয়ন  বোধি দা ধন্যবাদ। 18/10 এ রাণীক্ষেত থেকে দিল্লী  এসেছি। সকাল 10 টায় বেরিয়ে রাত দশটায় পৌঁছালাম দিল্লীর হোটেলে। সারা রাস্তা বৃষ্টি। বেশীর ভাগ 
    সময়  ই বেশ জোরে। খুব জোর বেচেছি।
     
  • কৌশিক ঘোষ | ২০ অক্টোবর ২০২১ ১৩:৪০488984
  • ব‍্যক্তিগত পরিচিতি না থাকলেও পাহাড়ে গিয়ে একজন মানুষ বিপদের মুখোমুখি হয়ে থাকতে পারেন, এটা ভেবে খারাপ লাগছিলো।
    সুরক্ষিত প্রত‍্যাবর্তন উপলক্ষে কেউ লক্ষ্মীপুজোর নাড়ু টাড়ু খাওয়াবে না ? আমাকে, ওনাকে নয়।
  • bodhisattvagc dasgupta | ২০ অক্টোবর ২০২১ ১৩:১২488983
  • অভ্যু, ফোনে কথা হল। বোতীন বাড়ি এসে গেছে। আমারো টেনশন হচ্ছিলো তোর মেসেজ দেখে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২০ অক্টোবর ২০২১ ১২:৫২488982
  • অভ্যু বতীন হোয়া তে বল্লো, লাকি এসকেপ, দুদিন আগে সমতলে নেমেছে। 
    কিন্তু কানেকশন মনে হয় বাজে, ফোনে পেলাম না, হোয়া তেও উত্তর ইন্টারমিটেন্ট দিচ্ছে। 
  • Jaydip | ২০ অক্টোবর ২০২১ ১১:৪৯488981
  • কো জাগর্তি- কোজাগরী-কে জেগে আছো?  আসলে তো কে কতটা conscious?  "পিঠ পুড়লে যারা ফিরে শোয়" তারা কি সত্যিই জাগে?  নাকি জেগে ঘুমোয়...!!!
  • lcm | ২০ অক্টোবর ২০২১ ১১:৩৪488980
  • ব্যাক এগেইন
  • lcm | ২০ অক্টোবর ২০২১ ১১:০০488979
  • কয়েক মিনিটের জন্য সাইট ডাউন হচ্ছে।
  • Abhyu | 47.39.***.*** | ২০ অক্টোবর ২০২১ ০৯:৪০488978
  • হ্যাঁ বোতিন্দার খবরটা পাওয়া দরকার।
  • a | 194.193.***.*** | ২০ অক্টোবর ২০২১ ০৭:৫৬488977
  • বোতিন্দা কি রানিক্ষেত থেকে বেরোতে paarale?
  • aranya | 2601:84:4600:5410:3c81:53f8:d17c:***:*** | ২০ অক্টোবর ২০২১ ০৬:৩১488976
  • সুন্দর :-)
  • অরণ্যে রোদন | 162.254.***.*** | ২০ অক্টোবর ২০২১ ০৬:২৮488975
  • aranya | 2601:84:4600:5410:909c:589d:b454:***:*** | ১৯ অক্টোবর ২০২১ ২১:৪৬488974
  • আমাদের পুজো মোচ্ছবে ৯০% লোক মাস্ক পড়ে নি। সবাই ভ্যাকসিনেটেড, তাই মাস্ক দরকার নেই , এই অজুহাত :(
  • dc | 122.164.***.*** | ১৯ অক্টোবর ২০২১ ২০:৩৫488973
  • কার্পাল টানেল না তো? দ দি কি অনেকক্ষন ধরে কম্পু বা ল্যাপটপের কিবোর্ড ব্যবহার করেন? 
     
    আর মেডিসিনাল বল ব্যবহার করে দেখতে পারেন কমে কিনা। 
  • | ১৯ অক্টোবর ২০২১ ২০:২১488972
  • আগে গাঁট ধরে ধরে হচ্ছিল। কবজি, তারপর কনুই তারপর কাঁধ। এখন আঙুল ধরে ধরে হচ্ছে। গত বছরে গেল তর্জনী, সেটাকে সারানোর পরে এখন বুড়ো আঙুল।
  • kk | 68.184.***.*** | ১৯ অক্টোবর ২০২১ ২০:০৮488971
  • b,
    নাঃ, বয়স বার করা যাবেনা।

    দ'দির হাতের ব্যথা সেরে গেছিলো না? আবার হয়েছে?
  • | ১৯ অক্টোবর ২০২১ ১৯:৩১488970
  • কালকের ক্লাউডবার্স্টে উত্তরাখন্ডের খুব বাজে অবস্থা। প্রচুর প্রাণহানি হয়েছে সম্ভবত। 
     
    বি, কি বাংলাদেশ নিয়ে? ইচ্ছে তো খুবই ছিল। কিন্তু বেজায় হাতে ব্যথা। দেখি ...
  • আ মোলো যা | 202.142.***.*** | ১৯ অক্টোবর ২০২১ ১৮:১৬488969
  • পূর্ণিমা কি নেগে গেলো ?
    আজ সন্দেবেলায় কখন জানি নেগে যাবে বলচিলো কোন অলপ্পেয়ে। নক্কিপুজো বলে কতা, তা য়্য়াকোন কেউ কিচু জানে না কো। 
  • b | 14.139.***.*** | ১৯ অক্টোবর ২০২১ ১৮:০৭488968
  • দ লিখবেন না ? 
  • | ১৯ অক্টোবর ২০২১ ১৭:৩৩488967
  • মানুষ , শুধু "মানুষ"
    -- জান্নাতুল ফেরদৌস
     
    চুলের সিঁথি ভিন্নদিকে করত বলে আমরা তাদের হত্যা করলাম।
    সয়ে নেয়া যায়না এতটা অমিল।
    এখন সবাই একই দিকে সিঁথি করে।
    কী ভালোই লাগে দেখতে!
    কিছুদিন পরে,
    বুঝিনা কেউকেউ কেন এমন করে!
    কে বলেছে ওদের সবুজ পাঞ্জাবি পরতে ?
    সবুজ রঙ আমার দুইচোখে সহ্য হয় না।
    পুড়িয়ে মারলাম সব সবুজ পাঞ্জাবি পরিহিতদের।
    এখন চারদিক শান্ত।
    সবাই একই রকম নীল পাঞ্জাবি'শোভিত।
    আহহ কী আনন্দ!
    কিন্তু আবারো এ কী?
    অনেকেই লাল রুমাল রেখেছে দেখি!
    অথচ বলা হয়েছিল হলুদ রুমালের জন্য!
    বাধ্য হয়ে আবারো ,করার কি ছিল আর খুন ভিন্ন?
    সবকিছু গোছানো আজকাল,
    একই সিঁথি, নীল পাঞ্জাবি আর হলুদ রুমাল,
    মনে আমার খুশির জোয়ার।
    কিন্তু তবুও,
    কেউ কেউ পরছে রঙ্গিন উত্তরীয়,
    বলা হয়েছিল কেবল সাদা পরা যাবে!
    এদের নিয়ে কেউ কখনো কিভাবে শান্তি পাবে?
    বেকুবের দল সব ,পরিমিতিবোধ শূন্য।
    দুইশ গজফিতে পাঠিয়েছিলাম মেপে বানানোর জন্য,
    পাঞ্জাবির ঝুল!
    আহহ, কী ভুল;
    করেছে এরা সবাই!
    কারো মগজেই এক ছটাক ঘিলু নেই।
    কারো পাঞ্জাবি হাঁটু ছুঁয়েছে, কারো একটু নিচে,
    কারোটা আবার চাপা পড়ছে পায়ের জুতোর পিছে !
    ভীষণ রাগে একটা একটা পাঞ্জাবির মাপ নিয়ে ,
    ভুলগুলোকে পাঠিয়ে দিলাম গর্দানে কোপ দিয়ে!
    হতচ্ছাড়া উল্লুক সব! মানুষ তো নয়, জানোয়ার,
    এদের জন্য বিগড়ে যাচ্ছে "সবাই একই" সুর আমার!
    হলুদ রুমালের উপরেও নাকি কোন কোন নচ্ছার,
    সুতো দিয়ে ফোঁড় তুলেছে "বন্ধ কর অত্যাচার!"
    বিশ্বাসঘাতক! জালিম এরা, বিশ্বাস নেই কোন,
    লোক পাঠালাম, "সেলাই পারে এমন কয়জন গোণ।"
    এতকিছু জানতে নেই, বোঝেনা মূর্খগুলো,
    রাতের মধ্যে ঐকয়জন বিদেহী হয়ে গেল!
    এরপরে আর কোন রকম রা করে না কেউ,
    "সবাই একই" সুরের সাথে নাচে পানির ঢেউ!
    সেই পানিতে ছায়া দেখে অনেকে ভুল করে,
    আমার তেমন খাটতে হয় না, একে অন্যকে মারে।
    নির্ভুল পাঞ্জাবির ঝুল কোনটি, সেই বচসায়,
    ষোলজনের লাশ পড়ল , কী নিরুপায়
    আমি চুপচাপ দেখলাম, মৃদু হাসিমুখে,
    তীব্র সুখে, চাঁদের আলোয় হাঁটলাম!
    এই হলো সূচনা, শেষ নেই এর কোন,
    এখানে "সবাই একই" হতে হতে মরতে থাকুক,
    সবই আমার সুবিধার জন্য! 
  • | ১৯ অক্টোবর ২০২১ ১৫:৩৭488966
  • প্রাইমে সর্দার উধম সিং দেখলাম। খাসা লেগেছে। ভিকি কৌশলের এটা বোধহয় বেস্ট পার্ফর্মেন্স। অন্তত আমার দেখাগুলোর মধ্যে তো বটেই। 
  • b | 14.139.***.*** | ১৯ অক্টোবর ২০২১ ১৫:৩৩488965
  • @কেকে 
    মনে হয় না ওরকম ভাবে হিসেব কষে বারণসীরাজ ব্রহ্মদত্তের বয়স ইত্যাদি বার করতে পারবেন।  আর ওরকম ভাবে করলে অনেককিছুই অবাস্তব, যেমন কে একজন বার করেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের সময়ে অর্জুনের বয়স ছিলো উনআশি মাত্র। 
  • /\ | 103.76.***.*** | ১৯ অক্টোবর ২০২১ ১২:৫৭488964
  • আরে বিশাল সমস্যা গুগুল ড্রাইভের। এই জন্যে ব্লগের উপরের লাল স্ক্রোলিং টেকস্ট এ সরাসরি গুগুল ড্রাইভের নীল লিংক দিয়ে দিয়েছি। ড্রাইভ থেকে যার যা যা প্রয়োজন সরাসরি নামিয়ে নিতে পারবে।
     
    সমস্ত পোস্টের সমস্ত ডাউনলোড লিংক একে একে পালটানো হিউজ সময়ের ব্যাপার। ও যখন হবে,তখন হবে। আর প্রতিদিন হাজার হাজার অ্যাকসেস রিকোয়েস্ট আসে ধরে ধরে অ্যাকসেস দেওয়া সম্ভব নাকি! 
     
    ধুলোখেলায় তো ৯৮% বই ওপেন অ্যাক্সেস। হাতে গোণা কয়েকটা বড় ফাইল, পুজোসংখ্যা মূলত রেস্ট্রিকটেড অ্যাক্সেস করেছে। তার জন্য দশ দফা সাহায্যের অনুরোধের কোনো একটা করে দিলেই অ্যাকসেস দেয়।
     

    সকল পাঠক বর্গের জন্য বিশেষ ঘোষণা

     

    ধুলোখেলাতে বিশেষ সংখ্যা শেয়ার সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে পোস্ট দেবার পর থেকে অনেক মতামত পেয়েছি। আমরা জানি, বইয়ের বিনিময়ে বই সবার জন্য সম্ভব নয়। তাই সবদিক ভেবে বেশ কিছু অ্যাক্টিভিটির প্রস্তাব রাখছি। আশা করি আপনারা এর কোনোটা না কোনোটা অবশ্যই করতে রাজি হবেন। আর কিছুই না করতে পারলে, দুঃখিত -

    আমরা চাই সবাই বই পড়ুক, এই আর্কাইভ সর্বগুণে সম্পূর্ণ হয়ে উঠুক। সবার প্রিয় এই ব্লগ সর্বাঙ্গ সুন্দর করে গড়ে তুলতে নীচে বেশ কিছু কাজের প্রস্তাব দিচ্ছি। কে কি করতে চান জানাবেন। যে কোনো ভাবে পার্ট নিলেই আপনি পরের এক বা একাধিক বিশেষ সংখ্যা পাবার যোগ্য হবেনঃ
     
    ১। আপনি একটি অন্তত দশ বছরের পুরোনো বাংলা পত্রিকা স্ক্যানারে স্ক্যান করে পাঠাবেন;
     
    ২। স্ক্যান করতে না পারলে, কিন্তু পত্রিকা স্ক্যান করতে দিতে চাইলে, আমাদের ঠিকানায় পাঠাবেন;
     
    ৩। সূচী সিন্দুক প্রজেক্টে সূচী ও.সি.আর. করতে সাহায্য করবেন;
     
    ৪। ধুলোখেলায় প্রকাশিত কোনো পত্রিকা ই-পাব ফরম্যাটে করে পাঠাবেন;.
     
    ৫। ধুলোখেলা আর্কাইভে প্রকাশিত পত্রিকা গুলো থেকে কোনো সম্পূর্ণ প্রকাশিত ধারাবাহিক লেখা এক্সট্রাক্ট করে এক সাথে পিডিফ করে মেইল করবেন;
     
    ৬। একটি পিডিফ পত্রিকার সূচী হাইপারলিঙ্ক করে দিতে পারলে তার যেকোনো লেখা দ্রুত পৌছানো যায়, এই দায়িত্ব নিতে পারলে;.
     
    ৭। ধুলোখেলায় প্রকাশিত পত্রিকার বিশেষ ক্রেডিট পেজটি সরিয়ে বা রেখে ধুলোখেলাকে বিন্দুমাত্র কৃতজ্ঞতা না দিয়ে অনেকেই অন্য ফেসবুক / হোয়াটস আপ গ্রুপে বা ব্লগে শেয়ার করেন। সেখানে তীব্র প্রতিবাদ করে তার স্ক্রীন শট সহ ধুলোখেলা গ্রুপে শেয়ার করতে হবে কোথায় কিভাবে প্রতিবাদ করেছেন জানিয়ে;
     
    ৮। কোনো পত্রিকা পড়বার পর তার নানা লেখা নিয়ে রিভিয়্যু লিখতে হবে;
     
    ৯। ফেসবুক গ্রুপে ও ব্লগে নিয়মিত প্রচুর কমেন্ট করতে হবে (এতে কিছু বই পাওয়া যাবে পোস্ট দাতার ইচ্ছা অনুযায়ী);
     
    ১০। এই আর্কাইভ চালাবার জন্য প্রচুর খরচ হয়। কিছু লোক ভালোবাসায় স্ক্যান করলেও কাউকে কাউকে কিছু অর্থ সাহায্য করতে পারলে ভালো হয়। পুরোনো বই কেনাও অনেক খরচ সাপেক্ষ। যদি তহবিল গড়ে তুলতে সাহায্য করেন (পে-পল লিঙ্ক দেওয়া আছে অনুদান সেকশনে)।
     
    আপনারা এখনই এর কোনো না কোনো কাজে নিজেকে জড়িয়ে নিন আর পূজোর আগেই যোগ্য হয়ে উঠুন বিশেষ সংখ্যা পাবার জন্য।
     
     
    ধন্যবাদান্তে টীম ধুলোখেলা
  • কৌশিক ঘোষ | ১৯ অক্টোবর ২০২১ ১১:১১488963
  • ও হ‍্যাঁ হ‍্যাঁ মনে পড়েছে
  • কৌশিক ঘোষ | ১৯ অক্টোবর ২০২১ ১১:১১488962
  • ও হ‍্যাঁ হ‍্যাঁ, মনে পড়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত