এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:৫২487249
  • অভ‍্যু ব‍্যাপক তো। এবারে কলকাতা  য় এলে যোগিয়ার সাথে আলাপ করিয়ে দিও।
     
     রবিবার  গুপ্তিপাড়ার মন্দির  দেখলাম।
  • &/ | 151.14.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:৫২487248
  • আরে ব্রতীন, তুমি আজকাল শিঙারা খাচ্ছ না?
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:৫১487247
  • বরুণ  বর্মন এর প্রচুর পোটেনশিয়াল ছিল। জাস্ট গেজে গেল। :(((
  • &/ | 151.14.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:৫০487246
  • ডিসি, "হা হা রে কাঁহা গয়ো রাম" গানটা দিতে পারেন? ঃ-)
  • syandi | 45.25.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:৩৫487245
  • বলাগড়ের রজতকাকুকে চিনতাম, পুরো নাম রজত মুস্তাফি। ২০১৩-১৪ সালে খুব ইয়ং বয়সে মারা যান উনি। আমার কাকাদের বন্ধু ছিলেন। যৌবনে সাঙঘাতিক জোরে বোলিং করতেন। ঐ সময়ে বরুণ বর্মণ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওনার মত স্পিডে কেউ বল বোধ হয় করত না।
  • kk | 68.184.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:১৩487244
  • এই যো অভ্যু সায়েব, নারকেল আর অ্যাঞ্চোভি দিয়ে মাশরুম রান্নার পদ্ধতিটা পাই না?
  • Abhyu | 47.39.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:০৫487243
  • ওগো ব্রতীন্দা, যোগীয়ার দিদা ছিলেন এই বলাগড়ের মিত্র-মুস্তাফি বংশের মেয়ে। :)
  • kk | 68.184.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:০২487242
  • অপু ,
    ইশ , এই বাড়িটা কী সুন্দর!
  • kk | 68.184.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০১:০০487241
  • Kausik Ghosh | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:১৫ --  একদম ঠিক বলেছেন। আমিও দেখেছি কত যে শেডস অভ ইমোশনস। দুষ্টুমি করে এসে অপরাধবোধ, ঘুমের ভান করে বন্ধুকে ঠকানো, সামনের বাড়ির কর্গির সাথে খানিকক্ষণ সময় কাটিয়ে বাড়ি এসে গোল্ডেন রিট্রিভারের পা বেঁটে করে কর্গি সেজে হাঁটা, বাড়ির কারুর ফিরতে দেরি হচ্ছে বলে জানলায় দাঁড়িয়ে দুশ্চিন্তা। খুব স্পষ্টভাবেই প্রকাশ করতে দেখেছি কুকুরদের। পাখিদেরও দেখেছি। কৌতুহল, বন্ধুত্ব, সংকোচ, আব্দার। মানুষের থেকে কোনো অংশেই কম নয়।
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৮487240
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৬487239
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:৪৩487238
  • এর একটু গল্প আছে। আরঙ্গজেবের সময় তখন বাঙলার নবার মুর্শিদকুলি খা। 
    বলাগড়ে তার দেওয়ান। বেশ কয়েকবছর সব থেকে বেশী রাজস্ব সংগ্রহ করেন। মানে আইটি র ভাষায় 5 রেটিং  পান। তাতে আরু দাদু খুশী হয়ে এই দেওয়ান সাব কে একটা সোনার পাঞ্জা উপহার  দেন। ওদের পদবীর সাথে সেই থেকে জুড়ে গেল মুস্তাফি। ওনার দুই সন্তান। একজন জমিদারী। অন‍্যজন জাহাজ কারখানা  চালু করেন। এই জমিদার স্হাপন করেন এই মন্দির। মন্দির ঠিকঠাক আছে কিন্তু জমিদার বাড়ি একেবারে  শেষ।
  • Kausik Ghosh | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:১৫487237
  • নিজের পাড়ার এবং বেপাড়ার কয়েক ডজন পথকুকুরের সাথেও বেশ দহরম মহরম আমাদের বাড়ির সবার। শুধু হাই-হ‍্যালোর সম্পর্ক না তাদের সঙ্গে আমাদের। সবচাইতে বেশি বন্ধুত্ব হিলারির সাথে (আমাকে বিল ক্লিন্টন ধরে নিন, হিলারি কে, তা বুঝতে সুবিধা হবে)। তাদের বেলাতেও ঐ শেডস্ অভ ইমোশনস্ লক্ষ্য করেছি। তবে ঐ শেডস্ চোখে পড়ে বিশেষ করে যাদের সঙ্গে দোস্তি বেশি, তাদের বেলায়। যদিও সম্পূর্ণ অপরিচিত কুকুরের বেলাতেও আমরা কখনো কখনো দেখেছি।
  • দক্ষিণেশ্বর মন্দির | 52.87.***.*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:১৪487236
  • দক্ষিণেশ্বর মন্দিরকে কি ​​​​​​​ঠিক ​​​​​​​প্রাচীন ​​​​​​​বলা ​​​​​​​চলে? ​​​​​​​ওর ​​​​​​​থেকে প্রাচীন মন্দির, আমার ধারনা, বঙ্গদেশে বিস্তর। এমন কি বাওয়ালি কালিবাড়িও তিনশ বছরের পুরোন। 
  • Kausik Ghosh | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:০৭487235
  • ছবিতে কুট্টুস।
    আমার ছেলেমেয়ে নিয়মিতভাবে এরকম বলে, "ভাইদের খাওয়া হয়নি," বা "ভাইরা ঘুমিয়ে পড়লে ফোন কোরো।"
    ছেলেমেয়ের মা বলেন, "বৃষ্টি পড়ছে, আবার ছেলে দুটো দক্ষিণের ছাদে গেছে, ইস্, ভিজে যাবে।" 
    ভাইদের/ভাইরা/ছেলেদুটো বলার কারণ হলো কুট্টুসের সাথে কুট্টুসের দাদা সিম্বাও থাকে আমাদের পরিবারের সদস্য হিসাবে। দুজনেই খাঁটি দেশী।
    কয়েক দশক ধরে বিভিন্ন জাতের অজস্র কুকুর পুষে দেখলাম পরিচিত প্রাণীদের মধ্যে shades of emotions সবচেয়ে বেশি প্রকাশ করতে পারে কুকুর। বিয়োগব‍্যাথা, ভয়, অসহায়তা, আনন্দ, শোক, অন‍্যায় করে ধরা পড়ার ভয়, অভিনয়, মিথ‍্যাচার, আব্দার, বিভিন্ন আলাদা আলাদা কারণে আলাদা আলাদা রকমের উত্তেজনা ইত্যাদি আপনার ঘরের মধ্যে বসে দেখাতে কুকুরের মতো আর কোনো প্রাণী পারে না।
    শুনি যে হাতি নাকি অনেকটা পারে, ঘোড়াও। পরিচিত গরুর মালিকরা বলেছেন গরুর মধ‍্যেও অনেক রকমের ইমোশনের প্রকাশ দেখতে পান। কিন্তু কুকুরের আকার হাতি ঘোড়া গরুর চেয়ে অনেকটা ছোটো হওয়ায় বিষয়টা আলাদা মাত্রা পায় অবশ‍্যই। ঐ আকারের কারণে অনেক বেশি সহজে পর্যবেক্ষণ-যোগ‍্যও।
    আব্দার, অভিনয় এবং মিথ্যাচার নিয়ে যদি কারো সন্দেহ থাকে, তাঁকে আমাদের এই কুট্টুসের বা তাদের আগে যে ফ্লপি (স্পিটজ বাবা আর ককার মায়ের মেয়ে) বা উড়ান (ডালমেশিয়ান) ছিলো আমাদের বাড়িতে, তাদের কীর্তির বর্ণনা দিয়ে বোর করবো না। বরং বলবো কুকুরকে যথেষ্ট স্বাধীনতা এবং স্নেহ দিয়ে বড়ো করুন(যেভাবে মানুষ সন্তানকে বড়ো করেন, সেভাবে) আর পরপর বেশ কয়েক বছর বিভিন্ন জাতের কুকুর পুষে লক্ষ্য করতে থাকুন, কুকুরের মিথ‍্যাচার/অভিনয় দেখতে পাবেন। আর আনন্দ, উত্তেজনা, আব্দার তো দেখতে পাবেনই। 
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২২ সেপ্টেম্বর ২০২১ ০০:০১487234
  • সুখানিয়া কালীবাড়ি, বলাগড়, হুগলী। দক্ষিণেশ্বর মন্দিরের থেকেও প্রাচীন।
  • | ২১ সেপ্টেম্বর ২০২১ ২১:৪৮487233
  • আর কোন্নগরে আমাদের পাড়ায় একটা ধুমসো হলদে রঙের বিলাই আছে সেটা যে কি পরিমাণ মুখে মুখে তর্ক করে কি বলব! রাত্রিবেলা আমদের খাওয়া হলে কুকুরদের খাবার বাইরে দিই।  তা বেড়ে টেড়ে প্রায় ছটা কুকুরে দাঁড়িয়েছে। সবদিন সবকটা আসে না কিন্তু তিন চারটে আসেই। একদিন আমি দিতে যাচ্ছি বাইরে ভাই বলল হলদে বিলাইটা ঘুরছে ঠিক এসে খেতে চাইবে আর তাড়ালেই আপত্তি করবে।  যথারীতি কুকুররা তখনো আসে নি, আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছি ঠিক হলদেটা এসেছে। তো দিয়েছি তাড়া। সে ক্কি ম্যাও ম্যাও তার। এক তো নড়তেই চায় না,  যদি বা নড়ল তো কাছেই বসে কুকুররা না আসা পর্যন্ত সমানে আপত্তি করে গেল ম্যাও ম্যাও করে।ভ
  • | ২১ সেপ্টেম্বর ২০২১ ২১:৩৯487232
  • ওবাবা সে রাস্তার কুকুররাও একেকজন খুবই আহ্লাদে হয়। আমাদের অফিসের সামনের ঝুপসগুলোর পাশে থাকত গুন্ডা আর কাল্লুবেটা। এরা রীতিমত প্রতিদিন নিজেদের খাজনা এবং কান চুলকানো মাথা চুলকানো কিরিয়ে তবেই অফিসে ঢুকতে দিত। নাহলে সামনের দুই পা দিয়ে পা আটকে আর ড্রেসের একটা কোণা মুখে কামড়ে হাসি হাসি মুখ করে মুখের দিকে তাকিয়ে বসে থাকত। ছাড়তই না। 
     
  • Abhyu | 198.137.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ২১:২২487231
  • বাঘের সুইসাইডের অনেক স্বীকৃত পদ্ধতি আছে, খাবার (জিম করবেট?) নিয়ে খেলা করা তার অন্যতম।
  • কে প্রেমে ছ্যাঁকা খেয়েছে | 151.197.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৭487230
  • ওফ্ফ্ফ, দুরন্ত। 
    ভাবতেই রোমাঞ্চ হচ্ছে - ধরুন এক বুনো বাঘ ফ্যাঁসফ্যাঁসানিতে অন্য এক বাঘের কাছে না পেরে প্রেমে ক্ষান্তি দিল। তারপর মনকষ্টে সুইসাইড করল। 
    কিন্তু করবে কিভাবে? 
    (একটা রোমহর্ষক পোষ্ট মডার্ণ উপন্যাসের থিম পাওয়া গেল কি?)
  • Abhyu | 47.39.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৯:০০487229
  • না গো ব্রতীন্দা চিনতে পারলাম না।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৮487228
  • বিগ বস শো এর মডেলের ইতিহাস চর্চা নতুন কিছু না।
      
    এমনি ঠিক আছে, মুশকিল হল এর পরে হয়তো কেউ লিখলো, একবিংশ শতকের তৃতীয় দশকের শুরুতে, বাংলা যখন উনবিংশ শতকের বৌদ্ধিক ঐতিহ্য নিয়ে নতুন করে উথালপাথাল, সমসামায়িক আকাদেমিয়ার বাইরের বিশেষতঃ নিম্নবর্গীয় দের দৃষ্টিভঙ্গী থেকে ইতিহাস চর্চা নতুন করে প্রাতিষ্ঠানিক ইতিহাস চর্চাকে চ্যালেঞ্জ এর মুখে ফেলছে, ইত্যাদি। সেটা দেখে উত্তেজিত হয়ে হয়তো এলে র কোন ছাত্রর ছাত্র একটা পোবোন্দ লিখে তাতে এটার রেফারেন্স দিয়ে দিলো। তার পরে বল্লো, অমার স্যারের এলে স্যার ও এরকম কিছু লিখে গেছেন। তখন ঝাড় যেটা হবে, এলের লেখা আর এই লেখার বিচিত্র ইকুইভ্যালেন্স এর দায় টা বিভিন্ন লোক বিভিন্ন লোক কে দেবে, ইতিহাস রচনায় এটা আকছার হয়। :-)))))))
     
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৩487227
  • অভ‍্যু, নো গুগল প্লিজ
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:১২487226
  • কোন কালীবাড়ি? চেনেন?  এই রবিবার  গিয়েছিলাম ISI এর তিন মর্কট :)))
  • অপু | 2409:4060:8f:2a6d::15ea:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৭:১১487225
  • r2h | 2405:201:8005:9947:e42b:4029:871e:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৫487224
  • না না, মানুষের বাচ্চার নকলে নাঃ)
    মিউমিউ-টা হল ওদের ছোটবেলার ডাক, মায়ের দৃষ্টি আকর্ষণের জন্যে। বড় হয়ে গেলে গররর ফ্যঁস, বাঘ টাঘ যেমন গর্জন করে।
    গৃহপালিত বেড়াল বড় হয়ে গিয়েও ঐ মিউমিউ-টা চালিয়ে যায়, যেটা নিজেদের সমাজে থাকলে করার কথা না।

    ধরেবেঁধে গৃহপালিত করার ব্যাপারে, পৃথিবীর আর্ধেক পোষা বেড়াল তো বোধয় নিজেরা যেচে পোষা হয়! আমার পোষা সবকটা বেড়াল তাই। শুরুতে করুন সুরে একটু দূরে বসে ক্রমাগত ম্যাও ম্যাও, দুয়েকবেলা খাবার দিলে ঘরে ঢুকে মৌরসীপাট্টা। আবার কোন বাড়িতে কর্মখালি থাকতে পারে সেটা চেনার ক্ষমতাও বেড়ালের প্রখর।

    কুকুর অবশ্য দেখেছি নিজের সমাজেও আনন্দেই থাকে, রাস্তার কুকুর আর গৃহপালিত কুকুরদের মধ্যে একটু বোধয় পারস্পরিক সন্দেহ অবিশ্বাসও আছে। গৃহপালিত কুকুরদের নিজেদের মধ্যে বন্ধুত্ব হয় ভালো।
  • b | 14.139.***.*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ১২:২৭487223
  • আরে আমরা সবাই বাঁধা, সবাই জেলখানার  মধ্যে। বিশ্বাস না হলে কামু সায়েবকে জিগান। 
  • | ২১ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৭487222
  • কুকুর বেড়াল ইত্যাদি প্রাণীদের পোষ মানানোর পাপটা মানুষ বহু আগেই করে ফেলেছে। এখন আর ফেরার উপায় নেই। অনেক প্রাণীই এখন পোষ্য হিসেবেই বেঁচে থাকতে পারে। যেমন বেড়াল। স্ট্রে বেড়ালদের মারা যাবার হার তো শুনি খুবই বেশী। 
     
    হুতো হ্যাঁ বেড়ালরা মানুষের বাচ্চার নকলে মিউ মিউ করে মানুষকে ভোলায়। নিজেদের মধ্যে গররর ফ্যাঁসস জাতীয় ভাষায় কথা বলে :-)) অবশ্য একক এই বিষয়ে অথরিটি। 
     
  • avi | 2409:4061:99:d19a:14fe:9cb7:24dd:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৬487221
  • ভালো কথা, এখানেই লিখে রাখি। ডিপ্রেশনের যা গঠনগত ও কার্যগত মডেল, তাতে স্তন্যপায়ী প্রাণীদের না হওয়ার কিছু নেই। হায়ার অর্ডারের প্রাণীদের ক্ষেত্রে বহিঃপ্রকাশ আরো উচ্চকিত হয়, আচরণ, বডি ল্যাংগুয়েজ, শারীরবৃত্তীয় কাজে সেটা পরিষ্কার হয়। হাতি, ডলফিন, তিমি, ভালুক বা বড় বেড়াল গোত্রে না হওয়ার কোনো কারণ নেই। একইরকম প্ৰি-ফ্রন্টাল কর্টেক্স আছে, পার্সেপশন ও মেমরি সার্কিট আছে। সুতরাং সুইসাইডাল ইম্পালস না আসারও কোনো কারণ নেই। আর বাইরের স্ট্রেসর যার যা নিজের মতো হয়, কে প্রেমে ছ্যাঁকা খেয়েছে আর কে সজারু ধরতে গিয়ে খোঁচা খেয়েছে - তাই দিয়ে তো আর সুইসাইডাল বিহেভিয়ার ব্যাখ্যা হয় না।
  • aranya | 2601:84:4600:5410:f820:6952:53eb:***:*** | ২১ সেপ্টেম্বর ২০২১ ০৭:৩৯487220
  • গুগুনোগুম্বারের দেশে আবার পড়ে ফেললাম। এবং ভাল লাগল 
    আমি আর বড় হলেম না :-( 
    ১৯৯৫ এ কেনা  ঋজুদা সমগ্র প্রথম ভাগ, পাতা হলুদ হয়ে এসেছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত