জয় | 82.***.*** | ১২ আগস্ট ২০২১ ১৭:৪০485327একক আপনি আপনার যুক্তি খুব এলোকোয়েন্টলি প্রেজেন্ট করেছেন। বিগ ফ্যান। আমি শুধুই আন্দাজ করছি ভুল ভাঙাবেন অবশ্যই। ফাঁকা ক্লাস দেখতে পাওয়ার সাইকোলজি।.. এব্যাপারে কোন এভিডেন্স কেউ কোনদিন কালেক্ট করেছেন কি? নাকি খ্রীসমাস উইশ লিস্ট?
একক | ১২ আগস্ট ২০২১ ১৭:৩৭485326হ্যাঁ সরকারি স্কুলে হাইলি সম্ভব। এ কোন হাতি কেনার খরচ না। কিন্তু সরকারি আলচনায় টানব না তাই বাদ রাখলুম।
একক | ১২ আগস্ট ২০২১ ১৭:৩৪485325১) হ্যাঁ বেসরকারী
২) সব টিচারের বাড়িতে নেই, দেখাইযায়. থাকলেও কোয়ালিটি কন্ট্রোল কস্ট অনেক বেশি. প্রিমিয়াম একাউন্ট -ক্লাউড অনেক চাপ. স্কুলের ফ্লোরে ক্লাস হোক স্কুলের সার্ভারে থাকুক. স্কুল সুপারফাস্ট ফাইবার ইন্টারনেট নিক. তার সংংগে টিচারের বাড়ির সস্তার জিওর তুলনা হয়?
৩) না পরিস্কার করে লিখলুম যে, এর বাইরে যারা তারা এই আলচনার অংশ না।
র২হ | 2405:201:8005:9947:ecae:4e8d:bdcc:***:*** | ১২ আগস্ট ২০২১ ১৭:৩৩485324সরকারি স্কুলেও দরকার, আরো বেশি করে দরকার। সরকারি স্কুলের ছাদ সারাই, পরিকাঠামো এগুলো করতে হবে, না হলে সরকার আছে কেন?
জয় | 82.***.*** | ১২ আগস্ট ২০২১ ১৭:২৪485323ধন্যবাদ একক, বুঝলাম। আপনি বলতে চাইছেন ভালো টেকনলজি থাকা/ না থাকা নিয়ে। আপনার যুক্তি (সম্ভবতঃ বেসরকারি) স্কুল ইনফ্রাস্ট্রাকচারে টাকা ঢালুক। টীচারের বাড়িতে ভালো টেকনলজি থাকলে? আর সরকারী স্কুল, গরীব স্কুল যাদের ছাদফুটো, তাদের আপনি আলোচনায় আনছেন না, তাইতো?
একক | 157.4.***.*** | ১২ আগস্ট ২০২১ ১৭:০৬485322পরিবর্তিত পরিস্থিতিতে স্কুলকে ফেসিলিটি সেন্টার কাম টীচিং ষ্টুডিও তে কনভার্ট করতেচাই বলে। অনলাইন এডুকেশন ঘরে বসেপাওয়া যায় যাক ঘরে বসে দেওয়া টা সর্বদা বেষ্ট প্র্যাক্টিস নয়। টিচারের রুমে যথেষ্ট আলো না থাকা - টিচারের কাছে ড্রয়িং বোর্ড না থাকা টিচার ডিজিটালি আঁকতেপারদর্শিনাহয়া বা ডিজিটাল ওয়াকম আদৌ না থাকা - টিচিং ক্লাসগুলো একটা সেন্ট্রাল সার্ভারে রেকর্ড না থাকায় কোয়ালিটি কন্ট্রোল করতে না পারা এরকম লম্বা লিস্ট।
ফাঁকা স্কুলের কয়েকটা ক্লাসকে সস্তার ডেস্কটপ -আলো -একটু ভালো ওয়েবক্যাম -সাধ্যে কুলোলে ওয়াকম এসবজুড়ে টিচিং স্টুডিওতে কনভার্ট করলে অনেক পেশাদারি ভেবে ক্লাশ নেয়া জাবে। ক্লাসরুম দেখতে পাওয়ার সাইকোলজিকাল ব্যাপার তো আছেই।
স্কুলগুলো গাঁতিয়ে পয়সা নিচ্ছে সেটা ইন্ফ্রাতে ঢালবে না ? আপন হাত জগন্নাথ করে ছেড়ে রেখেসে। স্কুল ষ্টুডিও কাম ফেসিলিটি সেন্টার হয়ে উঠুক। ছাত্রদের কে যাঁরা অনলাইন কেলাস দিচ্ছেন তাঁদের ধরে বলছি। তার বাইরের না।
জয় | 82.***.*** | ১২ আগস্ট ২০২১ ১৬:৫৮485321আমি ছাত্র ছাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব, যখন সেফ, স্কুলে ফেরত আনার যুক্তিটা বুঝছি। কিন্তু ফাঁকা স্কুলে টীচার আনার যুক্তি/ তথ্য/ প্রমান বুঝতে চাই
জয় | 82.***.*** | ১২ আগস্ট ২০২১ ১৬:৫১485320একক, আপনি কেন টীচারদের ফাঁকা স্কুলে আনতে চান? আমি আপনার যুক্তি জানতে/ শিখতে আগ্রহী
একক | 157.4.***.*** | ১২ আগস্ট ২০২১ ১৪:৩১485319চারপাশে সব এক্স্ট্রীম মেজারের প্রদর্শণী চলেছে। কেও কোনো মিডল গ্রাউন্ড নেবেনা। বাসে কুত্তার মত ভীর এদিকে টিচার রা ক্লাসে নেই।
একক | 157.4.***.*** | ১২ আগস্ট ২০২১ ১৪:২৭485318ইস্কুলে অবিলম্বে টিচারদের আনা উচিত। বাড়িতে বসে ক্লাস না নিয়ে ইস্কুলে এসে ভিডিও ক্লাস নিন বোর্ডে। যেমন রেগুলার নেন। খাতা টাতা ইস্কুলে বসেই দেখুন। অফিস আওয়ারে কাজ করুন বাড়িতে গিয়ে বাড়ির জীবন কাটান। ফাঁকা ক্লাসরুমে একজন টিচার থাকলে কোভিডের ভয় নেই। স্টাফ রুমে মাস্ক পরে থাকুন সবাই।
দরকারে স্কেডিউল ভাগ করে টুয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টকেও ডাকতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে। সপ্তাহে একদিন এলো। এভাবে করলে বাচ্চারা ভিজুয়ালি ক্লাসরুমটা দেখতেপাবে , সপ্তাহেএকদিন দু দশটা বন্ধুর মুখ দেখলে টাচে থাকবে।
Le matin | 2405:8100:8000:5ca1::d1:***:*** | ১২ আগস্ট ২০২১ ১৩:১১485317Il pleuvait quand le paddy a été coupé.
Une petite ferme, je suis seul,
L'eau incurvée joue tout autour.
je le vois en arrière plan
Taruchayamasimakha
Le village est couvert de nuages
Le matin--
b | 14.139.***.*** | ১২ আগস্ট ২০২১ ১২:৫৭485316সব উনিজির কৃপা
Abhyu | 47.39.***.*** | ১২ আগস্ট ২০২১ ১১:৩২485315ইসরোর রকেট যে ভেঙে পড়ল :(
Abhyu | 47.39.***.*** | ১২ আগস্ট ২০২১ ১০:৪৯485314ব্রতীন্দা কী গান গাইলে? কী গাবো আমি কী শোনাবো? আমি গান গাই তোমাদের অনুরোধে?
ইকো পার্কে এখন ভিড় কেমন ?
মেসি বোধয় 30 নম্বর জার্সি পড়ে খেলবে এবার।
তবে ওর lm10 ব্র্যান্ড টার ক্ষতি হলো। নেমার তো বলেই ছিল 10 ছেড়ে দেবে মেসির জন্য। কি জানি।
আমি ডিসি কে বললাম, একেবারে সাইবার ট্রাক কিনে ফেলতে। লোকে দেখে হাঁ হয়ে যাবে।
lcm | ১২ আগস্ট ২০২১ ১০:৩৫485310ডিসি-র জন্য

lcm | ১২ আগস্ট ২০২১ ১০:২৯485309ভেবেছিলাম, মেসি যদি ইস্টবেঙ্গলে আসে, ১০নং জার্সিটা পেত। যাগ্গে, সেটা আর হল না !
Apu | 2401:4900:314b:afd5:e543:3ccd:23a6:***:*** | ১২ আগস্ট ২০২১ ০৯:৫৩485308আপানি টা কাঁটিয়ে দিন .
আপাতত ক্লাশ ইত্যাদি নেই .| হেব্ব্বি বোর | কালকে বিদ্যামন্দিরের একবন্ধু এসেছে ভিলাই থেকে তার সাথে ইকো পার্ক গেলাম। সন্ধ্যে বেলায় ও র বাড়ি গেলাম ।গান টান হাল জমিয়ে .
এই তো চলছে। আপনার কি খবর বলুন
Apu | 2401:4900:314b:afd5:b0f1:3879:8182:***:*** | ১২ আগস্ট ২০২১ ০৯:০১485306:)))
রমিত বাবু কী খবর ?
আমাদের দিদি তো বলেই দিয়েছেন সিভিক টিচারের কথা। মাসে 3000 টাকার বেশি দেওয়া হবে না, বেশি টাকা ব্যাঙ্কে ঢোকাতেই পারবে না।
অপু | 2409:4060:2091:c7fb::2ada:***:*** | ১২ আগস্ট ২০২১ ০৮:২৮485304সুপ্রভাত
&/ | 151.14.***.*** | ১২ আগস্ট ২০২১ ০৫:২০485303হীরকরাজ- ঠিক কিনা?
সভাসদবৃন্দ -ঠিক ঠিক।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:e194:f9b4:ae9:***:*** | ১২ আগস্ট ২০২১ ০৪:৫৭485302ইস্কুলে টিচার থাকার দরকার কি? খালি খালি পয়সা খায়।
ওদের তাড়িয়ে দিলে বেশিরভাগ লোকে খুব খুশী হবে।
kk | 68.184.***.*** | ১২ আগস্ট ২০২১ ০২:৫৫485301মিস্যান্ড্রি?
মিসোজিনি | 165.225.***.*** | ১২ আগস্ট ২০২১ ০২:১৩485300মিসোজিনির লিঙ্গান্তর হলে কি হয় বলেন দিহি?!
Shomita Banerjee | ১১ আগস্ট ২০২১ ২৩:৫৬485299সরকারী ইসকুলের দাদামনি/দিদিমনিরা যে ভাবে বিনা আয়াসে প্রতি মাসে মোটা মাইনে ব্যাঙ্কে ঢোকাচ্ছে—দেখে গা চিড়বিড় করছে৷
b | 14.139.***.*** | ১১ আগস্ট ২০২১ ১৬:১৬485298ওহ ঘড।