বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:c051:b93a:6ee:***:*** | ২৫ জুলাই ২০২১ ২০:৪৫484482ব্যা | 2405:8100:8000:5ca1::b7:4db1 | ২৫ জুলাই ২০২১ ১৫:৪৩
হাহাহাহাহাহা , ফ্যান্টাস্টিক , এইট প্রচন্ড মজার হয়েছে :-))))))))))))))))))))))))
ব্যা | 2405:8100:8000:5ca1::b7:***:*** | ২৫ জুলাই ২০২১ ১৫:৪৩484481আমাদেরটা প্রথাবিরোধী।
অপু | 2409:4060:29e:974f::7a1:***:*** | ২৫ জুলাই ২০২১ ১৪:০৪484480আমাদের আজকে প্রথাসন্মত মাটন। সাথে পাবদা আর ঝিঙেপোস্ত।:))
কাদের কী ভালোমন্দ হচ্ছে গো?
অপু | 2409:4060:29e:974f::7a1:***:*** | ২৫ জুলাই ২০২১ ১৩:৪৩484479রবিবারের বাজারে কী খবর সব?
2k21 | 207.244.***.*** | ২৫ জুলাই ২০২১ ১১:২৮484478ওভাবে হবে না, হাঁটু গেড়ে বলতে হবে।
নেই ওতে "ফিল্ম ফেস্টিভাল প্রসঙ্গে" লেখাটা। 'মহৎ শিল্পের প্রথম শর্ত হিসেবে সরলতা সহজবোধ্যতা সম্পর্কে' লেখাটাও নেই। এখন কথা হল ইংরিজি বইগুলোর টাইটেলগুলো দেখে মেলাতে হবে কোনো ইংরজি প্রবন্ধের বাংলা ট্রান্সলেশন কিনা প্রথমটা। দ্বিতীয়টা পাওয়া যাবে না ধরে নেওয়াই যায়।
সম্বিৎ | ২৫ জুলাই ২০২১ ১০:৪৪484477অনেক ধন্যবাদ, এলেবেলে।
এলেবেলে | ২৫ জুলাই ২০২১ ০৯:৪৬484476
b | 14.139.***.*** | ২৫ জুলাই ২০২১ ০৮:১৪484475ই মেইল আই ডি গুলির জন্যে অয়ন ঘোষ কে আন্তরিক ধন্যবাদ জানাই ।
aranya | 2601:84:4600:5410:f54d:2d99:aa88:***:*** | ২৫ জুলাই ২০২১ ০৫:৫০484474তীরন্দাজি মিক্সড ইভেন্টে দীপিকার সাথে অতনুকে না রাখাটা মনে হয় ভুল হল
aranya | 2601:84:4600:5410:f54d:2d99:aa88:***:*** | ২৫ জুলাই ২০২১ ০৫:৪৭484473বি, শুধু রূপো নয়, ব্যক্তিগত পদক, এর মূল্যই আলাদা। খুবই গর্বের ব্যাপার।
ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় তোলার ইনফ্রা বানানো হলে, আরও মীরাবাঈ চানু পাবো আমরা
Ayaon Ghosh | ২৫ জুলাই ২০২১ ০২:৪৫484472৭ তারিখ যারা যারা অর্ডার দিয়েছিলেন তাদের প্রত্যেকের বই পাঠানো হয়েছে।
ওখানে অর্ডার দেওয়ার পর বই সম্পর্কিত সমস্ত প্রশ্ন
hello@collegestreet.net বা
csd@collegestreet.net পাঠাতে পারেন
অথবা এই নম্বরে +91 84200 72673 ফোন/হোয়াটস্যাপ করতে।
অথবা ফেসবুকে collegestreet.net এ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ।
এখন অর্ডার নাম্বার বা নিজের মেইল আইডি বা নাম কিছু একটা না বললে জবাব দেওয়া মুশকিল।
খালি b দিয়ে তো অর্ডার খুঁজে স্ট্যাটাস বলা সম্ভব নয়।
Apu | 2401:4900:3148:f20c:c1b1:695b:526f:***:*** | ২৫ জুলাই ২০২১ ০০:৩০484471আমি বই কলেজষ্ট্রীট র "কলকাতা বুক সেল্ফ " থেকে নি । মুম্বাই, আসাম, বর্ধমানে বই পাঠিয়েছি। একদম ঠিকঠাক।
সম্বিৎ | ২৫ জুলাই ২০২১ ০০:২৩484470কোন সহৃদয় কি সত্যজিতের প্রবন্ধ সংগ্রহ বইয়ের সূচীপত্রর ছবি এখানে দিতে পারেন?
Abhyu | 47.39.***.*** | ২৫ জুলাই ২০২১ ০০:০০484469পরিযায়ী শ্রমিকের কন্যা। খুব ভালো লেগেছে - প্রথম হোক বা না হোক - কেন আর একটু বেশি খবর হলো না?
https://bangla.aajtak.in/west-bengal-/north-bengal-news/story/west-bengal-madrasah-board-exam-result-2021-sharifa-khatun-murshidabad-tops-exam-sum-288305-2021-07-23
বাবা মাসিউল শেখ রাজমিস্ত্রী। নুন আনতে পান্তা ফুরানো সংসারে দারিদ্রকে সঙ্গী করে পড়াশোনা চালিয়ে গেছেন সারিফা।
আজকাল https://aajkaal.in/news/state/sarifa-after-rumana-this-time-the-madrasa-board-highest-marks-in-exams-too-student-of-murshidabad-yrai
বাবা রাজমিস্ত্রির কাজের সূত্রে প্রায় সারা বছরই বাইরে থাকেন। মা সামলান ঘর পরিবার।
আনন্দবাজার খবরটা সরিয়ে নিয়েছে https://www.anandabazar.com/west-bengal/sadia-siddiqui-a-student-from-maldaha-came-first-in-high-madrasa-examination/cid/1294543
অইদিকে মানিক সরকার চাকমাদের বাংলাদেশী বলে বিপ্লব দেবকে চিঠি লিখেছে। তাই নিয়ে ট্যুইটারে লোকে খুব রাগারাগি করছে।
র২হ | 49.37.***.*** | ২৪ জুলাই ২০২১ ২৩:১৬484467এই খবরটা নিয়ে কোন শোরগোল নেই, এমনকি গুগল সার্চেও সহজে পাওয়া যাচ্ছে না দেখে অবাক হলাম -
b | 14.139.***.*** | ২৪ জুলাই ২০২১ ২০:৪২484466আরে ওটা একটা সারপ্রাইজ গিফট হবার কথা ছিলো । তাই আমিও অনেকদিন পেয়েছে না কি এসব জিজ্ঞাসা করি নি। শেষে এই মাসে প্রথমে জিগাইলাম।
৮ই জানুয়ারী!!! কন কি মশাই! :-O
আমি বহু আগে একবার কলেজস্ট্রীট ডট নেটে অর্ডার দিয়ে ওই ট্র্যাক করার কোন অপশান না পেয়ে ল্যাদোষকে খুঁচিয়ে ডেলিভারী করিয়েছিলাম। তখন ল্যাদোষ দেখত এখন দেখে কিনা জানি না।
আমি ধ্যানবিন্দুর সার্ভিসে খুবই স্যাটিস্ফায়েড। ব্ল্যাংকি আর শৌভ দুজনেই রেফার করেছিল, সত্যিই বেশ ঠিকঠাক। ওদের হোয়াটস্যাপ করে বইয়ের লিস্ট ধরিয়ে দিলে খুঁজেপেতে বই যোগাড় করে মোটামুটি ২০% ডিস্কাউন্ট দিয়ে বিল করে দেয়। পেমেন্ট করলে তারপর দিন দুয়েকের মধ্যে পৌঁছে দেয়। আমি কোন্নগরে থাকলে অবশ্য ডেলিভারী করাই না, দোকানে দড়ি বেঁধে রেখে দেয় আমি সুবিধেমত গিয়ে তুলে আনি। পুণেতে থাকলে ডেলিভারী করাই।
b | 14.139.***.*** | ২৪ জুলাই ২০২১ ২০:০৪484464কলেজস্ট্রিট ডট্ নেট এর কি লকডাউন চলছে ? একটা অর্ডার দিয়েছিলাম ৮ জানুয়ারী। চেন্নাইতে পাঠানোর কথা ছিল। . আরেকটা ৭ জুলাই। লেকটাউন যাবার কথা। রেসিপিয়েন্টরা বলেছেন পাই নি। এদিকে ট্র্যাক করার কোনো অপশন নেই।
মেয়েদের হকিতে হারল।
Abhyu | 47.39.***.*** | ২৪ জুলাই ২০২১ ১৯:৩৯484462ভালো খবর। ইলম শর্মিলার পরে এই প্রথম ঐ পদবীটা শুনলাম। নর্থ ইস্ট ইণ্ডিয়া লাইমলাইটে আসছে এটা আরো ভালো।
b | 14.139.***.*** | ২৪ জুলাই ২০২১ ১৯:২০484461আইচ্ছ্যা দ্যাশ এক্টা রূপা পাইছে।
বোধিসত্ত্ব | 49.37.***.*** | ২৪ জুলাই ২০২১ ১৮:০৫484460মনে হচ্ছে র পরে একটা বিস্ময় সূচক চিহ্ন হবে। একাধিক ও হতে পারে।
বোধিসত্ত্ব
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৪ জুলাই ২০২১ ১৮:০৫484459তো বড় করে দেখালেই বা কি হয়েছে। ৭০ বছরের ডেমোক্রাসিতে , ২৫০ বছরের লিবেরালিজম এর ইতিহাসে , বিভিন্ন সংখ্যালঘু মানুষের আচিভমেন্ট কে বড় করে দেখানো হয়েছে বলে মনে হচ্ছে, উল্টে সিস্টেমিকaপ্রিভিলেজের কথাগুলি তথাকথিত আচিভার দের ক্ষেত্রে তো চেপে যাওয়া হয়।
আর কোম্পানির উদা আমি প্রথমে দেই নি, রমিত ই দিয়েছেন , আমি বলছিলাম যে গণতন্ত্র র সঙ্গে ধনতন্ত্রের একটা স্থিতাবস্থা এই প্রশ্নে এসেছিল ১৯৪৫ থেকে ধীরে ধীরে, বিশেষ করে ৮ ও ৯ এর দশকের অভিবাসন বাড়ার পরে।
সেটা এখন নষ্ট হতে বসেছে।
গুগল e মেয়েরা ওওয়াকাউট করছে তো।
কোম্পানি ও রাষ্ট্র এক না, রাষ্ট্র কে ধর্মীয় সংখ্যালঘুর স্বীকৃতি দিতে হবে। ঘোষণার মধ্যে মূল আপত্তিকর জায়গা হল, আচিভার এর নাম বলতে না পারা, সেটা বাচ্চাটিকে অসম্মান। কিন্তু মজাটা হল, যারা মেয়েটার শুভাকাংখী তাঁরা জানেন, যে কোনো রাজনৈতিক পক্ষের ই হোন না কেন, আমাদের পোড়া দেশে ওকে সারাজীবন এই ফাইট দিতে হবে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
r | 89.144.***.*** | ২৪ জুলাই ২০২১ ১৮:০১484458লিবারাল মানেই ধর্মবিরোধী, ধর্মীয় আইডেন্টিটির উল্লেখ তাদের ভাবাবেগে আঘাত দেয়
লোকে এই কারনে ঝামেলা করছে না যে মুসলিম কন্যা প্রথম হয়েছে। লোকে এই কারনে ঝামেলা করছে যে তার নাম এর বদলে শুধু তার মুসলিম পরিচয় টি বড় করে দেখানো হয়েছে।
আমেরিকান কম্পানি গুলো ব্ল্যাক হিস্ট্রি মান্থ, প্রাইড মান্থ সবই করে। বাট কখনোই রিলিজিিয়ন কে কখনই ফোকাস করে না বলেই জানি
হুম | 198.16.***.*** | ২৪ জুলাই ২০২১ ১৬:২৬484456প্রাউড টু বি ব্ল্যাক/এলজিবিটিকিউ চলবে, কিন্তু প্রাউড টু বি হিন্দু/মুসলিম লিবেরাল চেতনা নয়। লিবেরাল হিন্দু বা লিবেরাল মুসলিমের লক্ষ্য ইউনিভার্সালিটির দিকে এগোনো, ধর্মীয় আইডেন্টিটি সম্পর্কে উদাসীন হবা।
হেগেল পড়া থাকলে বোধিবাবুর এইটে বুঝতে অসুবিদে হতো না।
আদর্শ মহুয়া | 2a0b:f4c0:16c:15::***:*** | ২৪ জুলাই ২০২১ ১৬:২৩484455একজন মানুষ এবার প্রথম হয়েছে। নামে কি আসে যায়।
Kaushik Saha | ২৪ জুলাই ২০২১ ১৬:১৮484454@দ
আমায় রমিতবাবুর publication reference ইত্যাদি দেখতে হবে।
Conversational chatbot সম্বন্ধে বলতে পারি Been there, done that.
ওই চায়ের পেয়ালাটি ঠিক আমার নয়।
আমি হাঁটে চলে, নড়ে চড়ে, কারখানায় হাতুড়ি পেটায় , এমন roবট চটকাতে ভালোবাসি।
লিবারাল পজিশন | 185.242.***.*** | ২৪ জুলাই ২০২১ ১৫:৪৭484453আমেরিকান কোং ব্ল্যাক, উইমেন, এলজিবিটি সব চলবে কিন্তু মুসলিম চলবে না। ঠিকই ধরেছেন। কর্পোরেট কমিউনিকেশনের অংশ বলেই চলবে না।