হ্যাঁ, জানি তো, চতুরাননের বাবু সম্বোধনে আমি একা। তো কী আর করা যাবে, আমার আপত্তিটাকে তো আর আমি রথের মেলায় ফেলে দিয়ে আসতে পারি না।
পানু বইতে পড়েছেন মুখ দিয়ে ওটা ওঠে? পিডিএফ দেবেন? একবার পড়ে চক্ষু সাত্থোক করব আর কি।
আপনারা সুচেতা দালালের কথা ভুলে গেলেন? হর্ষদ মেহতা স্ক্যাম যিনি ফাঁস করেছিলেন?
আচ্ছা, এই ধরনের বিস্মরণের পিছনে কি কোনও জেন্ডার পার্স্পেক্টিভ কাজ করে?
হ্যাঁ, সব বিষয়ে তো সবার অত জ্ঞান থাকে না। আমিও তাই, প্রথমটা জানতাম না, দ্বিতীয়টা জানতাম, ছোটবেলায় পানু বইতে পড়েছি।
ওরে বাবারে কিছু লোক কিছু জানে, পার্শিয়ালি (যেমন আমি ) কিছু লোক কোনোটাই জানে না। কিছু লোক সবকটাই জানে। সবাইকে এক কাতারে ফেললে কী করে হবে!
হুম স্যাটাভাঙা জানত না কিন্তু মুখে ফ্যাদা ওঠাটা জানত। বলিহারি জানকারি!
তো চতুরাননের বাবু নিয়ে এক আপনার ছাড়া দ্বিতীয় কারও আপত্তি নজরে পড়েনি। আপনারা বিবিতেও আঁতকে উঠবেন আবার বাবুতেও আপত্তি জানাবেন - এ কেমন কথা? তার মানে এই যে সম্বোধন এটা আপনাদের পরিচয়ের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। সেই পরিচয় যদি আমার না থাকে? আমারই মনে আছে খ তখন h আরেকটা কী যেন বেশ নিক থেকে লিখতেন। এঁদের দুজনের মন্তব্য বিশেষত ইতিহাসবিষয়ক মন্তব্য আমার চমৎকার লাগত। তো আমি কোনও একটা বিষয়ে এঁদের দুজনকেই লিখতে অনুরোধ করি। তাই নিয়ে কী খিল্লি কী খিল্লি। এটাকে অ্যানোনিমিটি বলে বুঝি?
আর গালাগালির ব্যাপারটা বোধয় এলেবেলেকে বোঝাতে পারিনি। স্যাটাভাঙা - নর্মালাইজড গাল, কেউ মানে জানতো না। আপনি ব্যুৎপত্তি উদ্ধার করার পর ব্যবহার বন্ধ হল।
বাবু বিবি ব্যুৎপত্তিতে লিঙ্গনির্ধারক।
লিখবে কারণ আমরা তাসের দেশের বাসিন্দা নই তো। এআই রোবটও নই। ব্যক্তিগত চেনাজানা যাদের সাথে হয়ে গেছে সেটা আসবেই। কালে কালে যাদের সাথে আবার সম্পর্ক হবে তাদের সাথে সেরকম ভাবেই সম্বোধন হবে। যাকে ডাকা হচ্ছে সেই ব্যক্তি আপত্তি করলে হবে না।
সিম্পল। কঠিন কিছু নয় তো।
আমি হানুদাকে হানুদাই বলব, দমুদিকে দমুদি। ব্যাস!
মনে পড়ল - অচিন্ত্যরূপ বলে একজন লিখতেন, তিনিই একবার কথাপ্রসঙ্গে বললেন বেলুড়্মঠে এক ব্রহ্মচারী ছিলেন, অ-দিয়ে নাম শুরু। তা ওনাকে ছেলেরা Br. A. বা সংক্ষেপে ব্রা নামে রেফার করত। তাতে বোতিনবাউ ভারী ক্ষুণ্ণ হয়ে বললেন যে উনি এখন খুব বড় সন্ন্যাসী। সূর্যোদয়ের দেশ জাপান আলো করে আছেন বা এই রকম কিছু। এই রকম ব্রা বলে খিল্লি করা কিছু কাজের কথা না।
সব কিছু শুনে অচিন্ত্যদা গম্ভীরমুখে জানালেন - ব্রা-কে আমরা ব্রা বলেই ডাকব।
কারন এসব ডাক নিয়ে এদের কোন আপত্তি নেই। নানান সময়ে ব্যক্তিগত পরিচয় সামনেও এসেছে, তাতেও কারো কোন সমস্যা হয়নি।
সেই নিক এখানে অহরহ ভায়োলেট করা হবে কেন? কেন লিখবেন দমদি? কেন লিখবেন হানুদা? ওঁরা ওই নিকে লেখেন? কেন লিখবেন মামু?
না তো, গালাগালিকে কেউ চিহ্নিত করলে গলবাজি করিনি তো কোনও দিনও। বলেছি সেই ব্যাপারে ইমপার্শিয়াল থাকতে যেটা আপনারা বা গুরুর মর্যাল জেঠু-পিসিরা থাকেন না। একাধিক উদাহরণ আছে।
কেন অভ্যু, রঞ্জনবাবু চললে রঞ্জনবিবিতে এত আঁতকে উঠবেন কেন? আমার তো মনে হয় চতুরানন আপনাদের এই অ্যানোনিমিটিকে অত্যন্ত বুদ্ধিদীপ্তভাবে চ্যালেঞ্জ ছুঁড়েছেন।
অ্যাঁ, বোধিসত্ববিবি? ব্রতীনবিবি? বা শুধুই বিবিবি? খেপেছেন?
অভ্যু, ঠিক তাই, বাবু বললে কিন্তু মনে হয় বেশ গৌরবদান করলাম (+ নিজেকে)।
এবার হতেই পারে কে কী ভাবলো তাতে আমার বয়ে গেল। কিন্তু কাউকে অ্যাড্রেস করবো তার প্রেফারেন্স না মেনে, আমি কি নরেন মোদি?
আর এই সব সম্বোধনে লিঙ্গপরিচয় তো খুবই স্পষ্ট ও প্রচলিত।
অ্যানোনিমিটিকে অ্যাকোমোডেট করতে চাইলে ফার্স্ট নেম/ নিক-ই তো আছে।
না না আপ্নাকে আবাজ দিই নি, দিলে নাম বলেই দিতাম। সেই অর্কুট যুগের কেউই গুরুতে লেখেন না। এরকম গল্প আসলে বেশ কিছু আছে আমাদের অনেকেরই ঝুলিতে :-)
সে আপনি নাম ধরে ডাকতেই পারেন। কোনো আপত্তি নেই।
হুম, তা করুন না। তবে গালাগালি বা রসিকতার ক্ষেত্রে আপনি নর্মালাইজেশন না দেখে বুৎপত্তি দেখেন (আমিও দেখি), আর সম্বোধনের ক্ষেত্রে দেখবেন না?
অ্যাঁ, বোধিসত্ববিবি? ব্রতীনবিবি? বা শুধুই বিবিবি? খেপেছেন?
বেশ তো। তাইলে বাবুতে সমতা না পাওয়া গেলে বিবি বলে ডাকা হোক সক্কলকে। মহাশয়া বড্ড ভদ্দরনোকদের সম্বোধন আর ম্যাডাম তো নৈব নৈব চ। তাইলে আমি যে কাউকে আজ হয়তো বাবু বললাম, কাল তাঁকেই বিবি বলব। কিন্তু অ্যানোনিমিটির পক্ষে থেকে ওই দিদিদাদামামুমামামিখালাফুফি চলবেনাকো। আর দ-দি কে জানে হয়তো আমাকেই আবাজ দিলেন! তাই আজ থেকে ওঁকে কেবল দ নামে ডাকব বলে সিদ্ধান্ত নিলাম। এই সম্পর্কিত একটি কাহানি ওঁর মুখোমুখি হলে বলবখন।
দমদি, দিদি শুনে মনে হলো, আমার এক বন্ধুর মামা একবার মাকে মাসিমা বলে ডাকছিল। মা জিজ্ঞেস করলো, আপনি কবে ম্যাট্রিক পাস করেছেন? উনি আমতা আমতা করে বললেন মনে নেই। মা বললো, ও আচ্ছা, অনেক আগে? আমি সিক্সটি ওয়ানে। আমি বোধয় আপনার মাসিমা হবো না।
তবে এই নিয়ে আরো গল্প আছে, সেসব অনলাইনে বলবো না।
এলেবেলে, আপত্তি করলাম কারন পুরুষদের জন্যে নির্দিষ্ট পরিচয় উদার হাতে বিলোলে মনে হয় কেমন সমদর্শী, উল্টোটা করলে মনে হয় গাল দিলো।
আর যেখানে অ্যানোনিমিটির গল্প নেই সেখানে তো আরো।
মোবাইলে লগিন না করে গুরুতে ঢোকা আটকে দেয়নি তো। আমি মোবাইল থেকেই লিখছি।
আমাকে কেউ মাসি, কাকিমা, জেঠিমা, পিসি দিদিমা বললে কোনও সমস্যা নেই। বৌদি শুনলেই কেবল গা পিত্তি জ্বলে যায়।ইদানীং তাতে আন্টি ও যোগ হয়েছে।
মিঠু, :-)))))
আমি সবাইকে নামধরে ডাকতেই স্বচ্ছন্দ বোধ করি। তো এই নাম ধরে ডাকার চক্করে প্রচুর লোক দুমদাম আমাকে দিদি ডাকত। অর্কুট জমানায় বেশ অনেএকটা বড় একজন আমাকে খুব দিদি দিদি কত্তেন, আমি কিছু বলি নি কিন্তু যারা দুজনকেই চিনত তাদের একজন একদিন দুম করে বলে অ্যাই দমু এই অতি প্রৌঢ় / ঢ়া খোখা / খুকীটি তোমায় দিদি বলে কেন গো? :-))
এবার কিছুদিন আগেই একজন ফুটবল অ্যাকাডেমি না কিসের জন্য সাহায্য চেয়ে মেসেজ করেছিল মিস্টার অমুক সম্বোধনে। ফেসবুকে পুরো নাম পদবী ছবি সবই বর্তমান। সেখানে মিস্টার বলাটা বেশ ইসে। এর পেছনে যে ধারণাটা কাজ করে সেটা হল টাকাপয়সা স্বাধীনভাবে দান ফান ত মিস্টাররাই করে। স্বাধীন মহিলা এই ধারণাটা অনেকের মগজেই ঠিকঠাক ধরা দেয় না। ত মিস্টার অমুকের মিসেস হলে এদের একটু সুবিধে হয়। না হলে মিস্টার বলে যে মান্যতা দেবার চেষ্টা হয় সেটা কিন্তু আসলে ঠিক মান্যতা নয়।
এই প্রসঙ্গেই বলি তুই/ তুমি অন্য মেয়েদের মত নয় - এটা কোন প্রশংসাবাক্য নয় আসলে মেয়েদের সামগ্রিক নিন্দে।
এবারে সবাইকে বাবু বা ওই জাতীয় কিছু ডাকার মধ্যে কিঞ্চিৎ অসুবিধে ত আছেই। যেদিন লিঙ্গ নিরপেক্ষে সবাইকে মহাশয়া বা ম্যাডাম বলতে দেখব সেদিন আর সমস্যা লাগবে না।
তেকোনা আর ডিডির ব্যক্তিগত সম্পর্কে স্যার ইত্যাদি নিতান্ত ওদের দুজনের ব্যপার। সে স্বাতী যখন আমাকে দ-বাবু বলে আমিও কিছু মনে করি না, এটা আমাদের দুজনের ব্যপার।
কৈ মোবাইলেও তো লগইন ছাড়াই পোস্ট করা যাচ্ছে!
আমিও সবাইকে বাবু বা ম্যাডাম বলার পক্ষপাতি। এলেবেলেকেও বাবু বলছিলাম, উনি বারন করায় আর বলিনা।
বোধির বঙ্কিমবাবু পড়ে মনে পড়লো, বিই কলেজেএকটি ছেলের পদবী ছিলো বল।জুনিয়ার একজন এসে তাকে খুব সম্মান দিয়ে 'বলদা' বলে ডেকে পিটুনি খেয়েছিলো।
নানা, দেখেছি। উত্তর দেই নি। ধন্যবাদ। হ্যাঁ আসলে বিশেষ কিছু বলার নেই।
আমি লগিন করেই গুরুতে ঢোকার পক্ষপাতি। এখনো ডেস্ক্টপে এটা আটাকায় নি তাই এভাবে ঢুকছি। মোবাইলে আটকে দিয়েছে ভালৈ করেছে।
হ্যাঁ হ্যাঁ ঠিকই - পদবি। এখন তো অনেক কিছুই হ্রস্ব-ই হয়ে গেছে।
এই যে অভ্যু, এবারে একটু বদলা নিই কেমন? 'পদবি' কারণ 'পদবী' খুব গেরামভারি জিনিস। হুতো, যেমন সরকারি তেমনই দরকারি।
যাক খ অবশেষে লগিনমুক্ত হলেন! আপনার পিতৃদেবের খবরটা এখানে দেখে হোঅ্যাতে একটি বার্তা পাঠিয়েছিলাম। সম্ভবত দেখেননি। এখন ভালো আছেন তো?