হে ভাইসব পাবলিক সার্ভিস করুন ম্যাস্টর সারাদিন ব্লগে পোঁদ মারিয়ে রাতের বেলা বিছানা ভাসায় সেই সুযোগ দিন।
কী অবস্থা! মাইরি পিটি, এগুলো প্রচণ্ড হাইস্যকর হচ্ছে।
রবিবার। টোটোভাড়া। না করতে পারলে পবঙ্গে নেই। না থাকলে বাস্তব অবস্থা সম্পর্কে জ্ঞান নেই। ফলে আলাপ নেই।
পিট ব্রো, শোনেন। জ্ঞান দুই প্রকার। প্রত্যক্ষ ও পরোক্ষ। টোটো ভাড়া করে ঘুরে বেড়িয়ে ক্যান্টিনের দেখা না পেলে সেখান থেকে যা মেলে তাকে ঠিক পূর্ণাঙ্গ জ্ঞান বলে না। ন্যূনতম অ্যানেকডোটও বলে না। একটু চায়ের দোকানের বিজেপি ভাষ্যের উপর না উঠলে আপনাকে কে ই বা সিরিয়াসলি নেবে বলুন তো!
তোমরা কি জানো যে ম্যাস্টর টোটোতে চেপে সারা বঙ্গ ঘুরে বেড়ায় আর এখানে এসে পোঁদ মারায়?
গুরুর নিননিছা হিসেবে বলে যাই। সবচেয়ে মজা পেইচি ভবদুলাল থুড়ি এলেবেলেকে ট্রল করে। আর পিটিকে ট্রল করা হচ্চে পন্ডশ্রম। সাতদিনের বাসি রুটি বা জুতার সুকতলা চেবানোর মত ব্যাপার। চিবিয়ে চোয়াল ব্যাতা হয়ে যাবে, তবু বালপনা থামবেনা।
সাবাশ বেটা। সেন্টারের তত্ব দিয়ে সংহতির মুখে কালি লেপে দিয়েছিস তো? যা আজ তোকে কুড়ি টাকা ভিক্ষে দেব
@ঐ
আমার একান্ত অনুরোধ। কালকে রবিবার। পবর যেখানে থাকেন সেখানে একটা টোটো ভাড়া করে রাস্তায় ঘুরুন ও জানান যে কতগুলো মা ক্যান্টিন দেখলেন।
নাহলে ধরে নেব যে আপনি পবতে থাকে না এবং পবর বাস্তব অবস্থার সঙ্গে আপনার সরাসরি কোন সম্পর্ক নেই।
সেক্ষেত্রে আপনার সঙ্গে এটাই আমার শেষ আলাপ।
ধন্যবাদ। সুস্থ থাকবেন।
তবে আপনার কাছে সার্ভে ডেটা থাকলে, স্যাম্পল সাইজ ও অন্যান্য ডেমোগ্রাফিকাল ব্যাপার স্যাপার সহ পেশ করুন। তবে আমি নিশ্চিত সে আপনার নেই
বুঝেছি। এটা কাগুজে বুদ্ধির প্রকাশ!!
একদা সংহতি পড়ে গুজব রটিয়েছেন আর এখন পব-র ground level-এর সঙ্গে সম্পর্কহীন তত্বের রটনা করছেন।
"Beneficiaries can take first, second vaccine shot at different places, says Centre"
ঠিক টোটো ভাড়া করে ঘুরে বেড়ানোর মত পরিস্থিতি চলছে না বলে শুনছিলাম। আপনার কথার সত্যতা প্রমাণে এখন কাউকে এমন পরামর্শ / প্রস্তাব/ চ্যালেঞ্জ না দেওয়াই ভাল মনে হয়। না কী বলেন?
দ্যান দাউ অ্যাপ্রোচ আর জ্যাঠাগিরির কপিরাইট ম্যাস্টেরের আর কারুর না।
ম্যাস্টর শুধু আমার। আমার কাছে অনেক লুঙ্গী আছে।
@ঐ
আপনি যদি পব তে থাকেন (থাকেন কি?) তাহলে একটু সময় নষ্ট করে একটা টোটো ভাড়া করে শহরে ঘুরবেন। হাসপাতাল, স্টেশন, কোর্ট, মিউনিসিপাল বিল্ডিং ইত্যাদি important জায়গার সামনেই বা বড় রাস্তার ধারে কাছে এই ক্যান্টিন খোলার কথা। নাহলে অন্ততঃ দিক নির্দেশ থাকার কথা,
ই-আবাপ পড়ে বা টিভিতে আবাপ আনন্দ দেখে এসব খবর পাবেন না।
@পাই
আমার প্রথম শটের পরেও এমনটাই আমাকেও জানানো হয়েছে। সব সময়েই holier than thou এপ্রোচ না নেওয়াই ভাল।
গত এক দশকে পিটির চেয়ে বড় এন্টারটেনার গুরুতে আসেনি। মানুষের মধ্যে ক্রোধ, হাস্য, হতাশা সবরকমের আবেগ সঞ্চারে পিটি রেখাকেও হার মানিয়েছেন। ওঁকে ভাটশ্রী দেবার প্রস্তাব রাখলাম। আশা করি সর্বান্তঃকরণে সমর্থনে কেউ কেউ এগিয়ে আসবেন।
তুমি এখেনে কেনো পেইলে এলে ম্যাস্টরমোশাই? কাল আমরা দুজনায় কতো খ্যামটা নাচলাম সে কি ভুলে গেলে? তুমি ছাড়া আর কেই বা আমার নাম করে গো?
যে অনবরত অর্ধসত্য আর তথ্য বিকৃতি না করে একটা পোস্টও করতে পারে না তার মাউস মিথ্যা কথা বলতেও কাঁপে না।
যাঁরা নিয়েছেন তাঁরা জানিয়েছেন।
মাইরি এত ঘটিহারা সচরাচর মেলে না।
তবে খড়্গপুরে পিটির পার্টি হেভি ফাইট দিয়েছে। বিজেপি ৭২৫০৫ ভোট পেয়েছে।
পাই
এটা কোন ইচ্ছাকৃত মিথ্যাচার নয়। যাঁরা নিয়েছেন তাঁরা সকলেই এমনটাই জানিয়েছে।
"প্রথম শট যেখানে নেওয়া হয় দ্বিতীয়্টাও সেখানে নিতে হবে"
উফহ, এত মিথ্যাচার করেন কেন!! এত মিথ্যা লিখতে মাউস কাঁপেনা?
আরে কেন আপনার বলা কথা বেশি ধর্তব্য সেটা বলুন না!
ছাত্র পিটিয়ে ছাগল বানানোর মহান কাজে ব্যস্ত মাস্টারমশাই ঠিক ফাঁকে ছাগলামো করে যায়।
বিপুল পরাক্রামশালী মা ক্যান্টিনের ঢপ্পানিনাদ, গেরুয়া হাওয়ার বিরোধী স্পেস দখল বনাম বাংলার মানুষের কাছে শুন্য পাওয়া ছেলেপুলেরা।
তাই তো ভাবছি, সকাল হয়ে গেল, ঢপ্পিটিদার মমতাব্যাশিং শুরু হল না। আসলে অনেক দিনের অভ্যেস তো, না দেখলে আমাদেরও কেমন লাগে।
@Abhyu:
"আচ্ছা অরিনদা, Astrazeneca তার USA-তে বলেছে symptomatic infection আটকানোর ক্ষেত্রে তার এফিকেসি ৭৬%, যদি চার সপ্তাহের ব্যবধানে দুটো ডোজ দেওয়া যায়। আবার ল্যান্সেটে বেরোনো পেপারে দাবী করা হয়েছে যে ছয় সপ্তাহের কম ব্যবধান থাকলে এফিকেসি ৬৫% মতো আর বারো সপ্তাহের বেশি ব্যবধান রাখলে তা বেড়ে ৮০% মতো হচ্ছে। এই দাবীগুলোর মধ্যে একটা আপাতবিরোধ দেখছি, এটা কি শুধুই ভিন্ন ভিন্ন ট্রায়াল বলে?"
চ্যাডক্ম এর সর্বশেষ রেজাল্টগুলো একটা পুলড অ্যানালিসিস থেকে বেরিয়েছে, মেরিন ভয়সি এবং অন্যান্যরা লিখেছিলেন। এঁরা গত বছর ৮ই ডিসেম্বর তাঁদের ইনটেরিম অ্যানালিসিসের ভিত্তিতে তাই দেখেছিলেন পরে, এদের অ্যানালিসিস আরো বাড়িয়েছেন। এরা পুলড অ্যানালিসিস বলছে বটে, কিন্তু মেটা-অ্যানালিসিস নয়, তিনটে ট্রায়ালের ডাটাকে একসঙ্গে করে অ্যানালিসিস করেছে, যদিও তিনটে ট্রায়াল তিন রকম ছিল (ইউকে, ব্রাজিল, সাউথ আফ্রিকা)।
আমি আর কোন চ্যাডক্সের ট্রায়াল দেখিনি, অতএব এটাকেই যদি ধরা যায়, তাহলে নানান রকমের রেজাল্ট ভিন্ন ট্রায়ালই বলতে হবে |
লিঙ্কটা এইখানে,
https://www.thelancet.com/journals/lancet/article/PIIS0140-6736(21)00432-3/fulltext
কিন্তু ওইটা বলে যাবেন, যে কাগুজে তথ্যের চেয়ে আপনার দেয়া কাজের দিদির অভিজ্ঞতা বেশি প্রামাণ্য হল কোন সুবাদে, হে পণ্ডিত?
এই ত্তো স্বচ্ছ জলের পিটি উঠে পড়েছে। উইকেন্ড শুরু।
পর্ব ২ঃ
তিনোর সেই ডান হাত অবশেষে MLA-র পিএকে ধরে ব্যবস্থা করে আলাদা করে ঐ চারজনকে দ্বিতীয় শটের ব্যবস্থা করে দেয়। কোন লাইন দিতে হয়নি।
@BJPT
"কেন আড়াইশো টাকা দিয়ে প্রাইভেট নার্সিংহোমের ভীড়হীন ভ্যাকসিন নিতে প্রেস্টিজে লাগছে?"
প্রথম শট যেখানে নেওয়া হয় দ্বিতীয়্টাও সেখানে নিতে হবে। খামাখা কেন প্রেস্টিজের কথা তুলছেন?
তার সঙ্গে যেহেতু একজনই সব সিদ্ধান্ত নেন তাই কনফিউশনের কোন শেষ নেই। কাউকে "বিজেপি" বলে দেগে দেওয়ার আগে এটা পড়ে নিন।
"বেসরকারী হাসপাতালে মিলবে না। প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিতে যেতে হবে সরকারী হাসপাতালে"
https://epaper.anandabazar.com/imageview_56061_24711393_4_71_08-05-2021_0_i_1_sf.html
বোঝাই যাচ্ছে যে কেন্দ্র ও রাজ্য মিলে গত এক বছরে কোন ব্যবস্থাই করেনি ঠিকঠাক। পিটিকে আরেক দফা গাল দেওয়ার আগে ডঃ কুণাল সরকারের বক্তব্য শুনে নেবেন।
এত কথা বলা এই জন্যেই যে এই দেশ ও রাজ্য পোলিও, স্মল পক্স নির্মূল করেছে। ঘরে ঘরে গিয়ে পক্সের টিকে ও কলেরার ইঞ্জেকশন দেওয়ার রেওয়াজ ছিল। ঘরে ঘরে গিয়ে স্মল পক্সের রুগীর ছবি দেখিয়ে জানতে চাওয়া হত যে এওরকম চেহারার কোন রুগী বাড়িতে আছে কিনা। তখন এই টীকাকরণের জন্য কাউকে কোথাও রোদের মধ্যে লাইন দিতে হয়েছে বলে মনে করতে পারিনা।
চন্দ্রায়নকারী ডিজিটাল ইন্ডিয়াও ছিল না আর কোন ঢক্কা নিনাদ ছাড়াই "দুয়ারে সরকার" এসে হাজির হত।
এগুলো আর নেওয়া যায় না।
রেস্ত আর ভ্যাকসিন এর কো রিলেশন ভালো বুঝিয়েছে। এই ভিডিওটা দেখতে পারেন।