ড্রোনাচার্য টি আইটিবালা হয়ে গিয়ে এক্কেরে বখে গেছে নইলে কি আর দমদিকে নিজেই একটা এরম ড্রোন বানিয়ে দিতে পারত না?
কোলাঘাট গতবছরই সোনার বাংলা হয়ে গ্যাচে !
আমারপ্রব্লেম হয়েছিল এক্সটার্নাল হার্ড ড্রাইভের কেসিং আলগা হয়ে গেছিলো ফলে তারটা (যেটা হার্ড ড্রাইভে লাগে ) লুজ হয়ে , কোনো কম্পিউটার ওটাকে রেকগনাইজ করছিলো না। কেসিং পাল্টে নিলাম। এখন ঠিক ঠাক। ৭৫০ টাকা । বাংলায় আরো কম দামে হবে বোধ হয়।
ভবিষ্যতে দুয়েকটা জিনিস করতে পারেনঃ
কম ডেটা নিয়ে কাজ হলে গুগল ড্রাইভে ২০০ জিবি মতো কিনে নিন, তারপর হার্ড ড্রাইভে একটা পার্টিশান করে সেটা গুগল ড্রাইভের সাথে লাইভ সিনক করে রাখুন। ঐ ডেটাটা সারাক্ষন সিনক হতে থাকবে।
গুগল ড্রাইভ কিনতে না চাইলে, Dsynchronize বলে একটা ফ্রি টুল আছে, ওটাও ব্যবহার করতে পারেন। একটা এক্সটার্নাল হার্ড ড্রাইভ লাগিয়ে সেটার সাথে ডেটা ফোল্ডার সিনক করে রাখুন। প্রতি এক মিনিট বা দু মিনিট বা তিন মিনিট অন্তর সিনক হতে থাকবে।
আর বেশী ডেটা হলে রেইড বানিয়ে নিন, উইন্ডোজ ১০ ১ নেটিভ সাপোর্ট দেয়।
পিটিদা মাসখানেক আগে আমার একটা হার্ড ড্রাইভ দেহ রেখেছে, কিছুতেই কিছু করতে পারিনি। জরুরি ডেটা ছিল বলে রিকভারি করাতে হয়েছে। ১ টিবি হার্ড ড্রাইভে ৪০০০ টাকা নিল।
আমার একটা হার্ড ড্রাইভ গেছিল গত বছর, নতুন হার্ড ড্রাইভে সবই রিকভারি করে তুলে দিতে পেরেছে। গড়িয়া/ পাটুলি অঞ্চলে অফিস, বাড়ি এসে দেখে শুনে বলে দেয়।
ওই অঞ্চলে হলে, আর দরকার হলে ফোন নং দিতে পারি।
গেলবার যখন দেশে গেলাম তখন কোলাঘাটের কাছে যে সোনার বাংলা হয়েছে সেখানে এক রাত ছিলাম। সেখানে প্রাক বিয়ের ছবি তোলা হচ্ছিল ড্রোণ ক্যামেরা দিয়ে। ড্রোণ রূপনারায়ণের ওপর থেকে উড়ে আসছিল আর হবু বর o বউ বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিচ্ছিল। সে দেখার মতন দৃশ্য বটে।
উবুন্তুবালা কম্পু আছে ? এগবার দেখুন মাউন্ট করা যাচ্ছে কিনা।
এক্স্টার্নাল হার্ড ড্রাইভ?
প্রায় গেল। ডেটা রিকভারি করা যায় তবে ব্যায় সাপেক্ষ হতে পারে। লোকাল টেকনিশিয়ান ধরুন।
Hard Disk সারা দিচ্ছে না। অনেক প্রয়োজনীয় data আছ। অন্য কম্পুর সঙ্গে লাগালে এই HD কে recognize করছে না।
কি করব? সবই কি গেল?
হ্যাঁ, ড্রোন ভাড়া দেয়। কোলকাতায় কিছু এরম আছে। সিকিওরিটি ডিপোজিট রাখতে হয়। ডিজেয়াই ফ্যান্টম লেতেস্ত পেলে নিও। রিলায়েবল।
এরকম ড্রোন নিশ্চয় ভাড়া পাওয়া যায়? ঐ ডিসির সিন্মা না সিরিয়ালে আছে। ওরকম কোথাও থেকে ভাড়া নেয়া যায় না?
হ্যাঁ, ক্যানো করা যাবে না। ক্যামেরা সমেত ড্রোন কিনতে পারো বা আলাদা আলাদা। ডিজিসিএর কিছু রেস্ট্রিকশনের জন্য ক্যামেরাবালা ড্রোন যা ইম্পোর্ট হচ্ছে ওর ক্যামেরা কোয়ালিটি ভালো না। আর আলাদাভাবে ড্রোন ও ক্যামেরা কম্বোটায় একটু খাটনি আছে কিন্তু তার চেয়েও অন্য একটা বিপদ আছে। ইদানীং নিয়ম হয়েছে যে আড়াইশো গ্রাম ওজনের বেশী (এইটা এগজ্যাক্ট মনে পড়ছে না, দুহাজার উনিশে আমি লাস্ট চেকিয়েছি) ভারী ড্রোন কিনলে, সরকারকে যে কিনছে তার হোয়ার অ্যাবাউটস জানানো বাধ্যতামূলক। এর মানে কোথাও কিছু হলে সরকার বাহাদুর সেই লিস্টে চোখ বোলাবেন। এটা খুব একটা স্বাস্থ্যকর নয়। আর একটু ভালো ক্যামেরাবালা ড্রোন ইম্পোর্ট করতে চাইলে এই সংক্রান্ত বিধিনিষেধের চক্করে কাস্টমসের খচরা অফিসারগুলো সেসব হাতিয়ে নেবে। দুজনের এরকম হয়েছে জানি। মানে তোমার ষাট হাজার মতন জলে যাবে।
চাইনিজ সস্তাবালা ট্রাই কোরো না, হাজার বিশেকের মধ্যে পাবে কিন্তু ফলো মি মোডে যখন তখন এদিক সেদিক ভোগে যেতে পারে।
কেন সম্ভব না? সিনেমায় তো হামেশাই দেখাচ্ছে! এখন যে উইন্টার সোলজার সিরিজটা শুরু হয়েছে সেটাতেও তো দেখাল ড্রোনগুলো এঁকেবেঁকে গাড়ির ওপর চলে গেল।
সত্যি কোথা হইতে কি হউয়া গেলই বটে :-))
যাগগে টি, তোত্থেকে ড্রোন ফোটোগ্রাফির এট্টু ফান্ডা নেবার ছিল। অ্যাঁকাব্যাঁকা পাহাড়ি পথে যেমন বাতাসিয়া লুপ টাইপ, ড্রোন উড়িয়ে গাড়ি বা বাইকের উপর আনা সম্ভব? কতটা দূরত্ব কভার করতে পারবে? আর এরম ক্যামেরার দাম কেমন?
মজার না, বলুন। ঃ)))
টি ৩১ মার্চ ২০২১ ১৬:৩৯ হা হা। কোথা হইতে কি হইয়া গেলো।
আরেকটি মাস্টারস্ট্রোক দিলেন দিদি। বিজেপির ভেতরে ক্রমশ নিজের লোক বাড়াচ্ছেন। অবোধ কাতলার ন্যায় বিজেপি টোপ গিলছে আর মাকুগুলো পাড়ে দাঁড়িয়ে লাফাচ্ছে। দিদি যখন ছিপ টেনে তুলবেন, সব রাঘববোয়াল একসাথে উঠে আসবে। দিদি ভেতর থেকে বিজেপিকে দুর্বল করে দিচ্ছেন।
যেমতি বামপন্থী হাওড়া অথবা মেদিনীপুরবাসীরা করচে খেয়েচে গ্যাচে ইত্যাদি ক্রিয়াপদ ব্যবহার করে জাতে ওঠার চেষ্টা করছে।
ইন্টারন্যাশানাল কাগচ বলচে বামের ভোট রামে? এত নেচেকুঁদে ইন্টারন্যাশানাল পার্টিতে পদ্ম ফুটচে? ছিপিয়েমের জন্য আর দেশের বাইরে মুখ দেখাবার উপায় রইলনা।
"The public is not a property of anyone’s father."
This statement is also valid for bam-to-ram transition!!
মমতাপন্থী ব্রাহ্মণ ট্রাস্ট যে বিজেপির হয়ে প্রচারে নেমে গ্যাচে।
"“The left workers think they can enable the vote share of BJP and then get it back once the TMC is out of the way,” she told Al Jazeera. “But it does not work like that. The public is not a property of anyone’s father."
গোপাল, হে হে আপনার পোড়া কপাল। আমি মহায় 'গর্ভিত' হেঁদু। জানেন্নাকো? দিন, প্রাণভরে গালি দিন। হতাশার বহিঃপ্রকাশ যত আগেভাগে করবেন ততই শান্তি পাবেন।
থ্যান্কু অমিত এবং এলেবেলে। পেয়েছি।
গোপালবাবু এলেবেলেবাবুকেই বলছেন কেন? এসবাবু কে বলছেন না কেন?উনিও ত বিজেপী চাইছেন।