পিটি কার কথা বলছেন বুঝি নি। যে খুশি হবে সে হোক, বিরোধী প্রচারে উতলা হবার কিসু নাই। হবে। আপনেও প্রচার করেন। প্রচার না হলে কিসের ইলেকশন। ফ্যাক্টের সোর্স তো সেম। নমিনেশনে দেবা ডিক্লেয়ারেশন আর সরকার কে দেওয়া পার্টির ফর্ম নং সি ৭ বা ওরকম একট কিসু, যেটা এডি আর এর সোর্স। বাকিটা তো স্পেকুলেশন। অসুবিধা কি। তদন্ত গভীর হোক তার পর কেউ একটা দেখবে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
তবে তিনোমুল ভবনে বসে তাদের এক রাজ্য সম্পাদক (?) সেলিমকে নিয়ে এই আলোচনায় বেজায় খুশী হচ্ছে।
বোধিসত্ত্ব, বুঝেছি। এবং একমত।
পলিটিশিয়ান বাবু, না কোন দরকার নেই বলে মনে করছি। তবে আপনি করতেই পারেন। কি ভাবে কোথায় কেন এনগেজ করবেন অ্যাবসোলিউটলি আপনার ব্যাপার।
এখানে টেকো বুড়ো দা যিনি প্রশ্ন করছেন, তিনি জানেন উত্তর কি। মেথড সকলেই জানেন। এটা পোলিটিকাল প্রচার। টেকো বুড়োদা সিপিএম এর বিরুদ্ধে প্রচার করতে ভালো বাসেন। বলার আগে পরে আমি তোমাদের ই লোক বলতেও ভালো বাসেন। তো সেটা তো অন্যায় কিছু না। এবার সেটা আলিমুদ্দিনে করবেন না নিউ ইয়র্ক টাইম্স এ করবেন সেটাও অ্যাবসোলিউটলি ওনার ব্যাপার।
যেমন ধরেন গণশক্তি প্রচার করে কালীঘাটের বাড়ি গুলোর কথা। তাতে কি ? গণশক্তি তো উত্তর জানার জন্য করছে না, কখনো কখনো বড় অপিনিয়ন মেকার হলে ধরেন একটা স্টিং অপারেশনে একটা তদন্ত হল। তো হলে ক্ষতি কি? রঞ্জনদার স্টিং অপারেশনে তদন্ত হলে ক্ষতি টা কি? এই পোস্ট গুলো কে যার কাছ থেকে আসুক না কেন, ব্যক্তিগত প্রশ্ন না, ইলেক্শনের দুদিন আগে বিরোধী প্রচার বলে দেখতেই পারেন। বিরোধীরা কেন প্রচার করবেন না? নানা ফর্মে করবেন, ব্যক্তিগত প্রশ্ন একটা ফর্ম।
এ ভালো নেতা ও খারাপ লোক ইত্যাদির কোন অর্থ আছে কি? যে কোনো সরকার বা কোন ব্যক্তি যদি মনে করেন, শুধু সেলিম না , যে কোনো পার্টির যে কারো আয়ের বা প্রপার্টির হিসেবে গরমিল আছে, তাহলে তদন্তের দাবী উঠুক, অসুবিধে কি? সেগুলো এখানে উঠে আসে নি, সেটাকে কাকতালীয় ধরবেন না চক্রান্ত মূলক ধরবেন ভাবার মত সময় আমাদের আছে কি?
এই সব পাটীগণিত করে কি হবে।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
ব্যানাল মানে কী? প্রথম শুনলুম।
আজব ব্যানাল ভাট
রঞ্জন, ১৯৯০ তে কেউ রাজ্যসভার সদস্য হলে সে আরো আগের থেকে হোলটাইমার। কিন্তু আপনি মনে হয় ইচ্ছে করেই খুব অবভিয়াস জিনিশগুলো দেখছেন না।
আর স্ত্রী ডাক্তার হলে তার একার রোজগারেই সংসার খুব ভালভাবেই চলে যায়। মাছভাত জামাকাপড় সহ।
আপনি হয়ত বুঝতে পারছেন, সিপিএম নেতাদের এবং কর্মীদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি। ঐ গড় পাঁচ হাজারের হিসেবটা খুব অফ দি মার্ক নয়। আর সুদ আসলে আশির দশকে আরো বেশী। ৯ নয়, কিছু কিছু ইনভেস্টমেন্টে ১২ পার্সেন্ট বা আরো একটু পাওয়া যেত।
মার্ক্সিজম কোথায় টাকা জমানো যাবে না বলেছে বলুন তো। মার্ক্স সাহেব নিজেও বহুদিন কাপড়ের কলের ডিভিডেন্ড থেকে জীবন নির্বাহ করেছেন।
আমার একটাই পয়েন্ট, ঐ তিরাশি লাখ টাকাটা ওনার পারিবারিক আয়ের সাথে বেমানান নয়।
আরো একটা কথা। প্রফিট শব্দটা তৃণমুলের কাছে না হয় ভাল, কাটমানি শব্দটাও কি তাই? মানে পরিবারের পঁয়ত্রিশটা সম্পত্তি, ভাইপোর বিশাল বাড়ি ইত্যাদি তো দুনম্বরি ছাড়া ব্যাখ্যা হয় না।
এই গোমাতার বাচ্চআ যেটা বিজেপই এজেন্ডা পুশ করছে এরকম গোমাতার বাচ্চারা আপনার দরজায় এলেই গুজরাটের চুত্তরপ্রদেশের ত্রিপুরার হিসেব চান। জিগ্যেস করুন পার্লামেন্টে মহিলা সংরক্ষণ বিলটা জুমলাবাজগুলো কেন পাশ করায় নি। জিগ্যেস করুন বছরে দুইকোটি চাকতি কোথায় গেল যে আনএমপ্লয়মেন্ট রেট ব্রিটিশ আমলের মত হয়েছে? আরো হাজার প্রশ্ন আছে তবে আপাতত একটা জিগালেই ঠগেন্দরনাথ এর চ্যালারা আমতা আমতা করে পরে আসবো বলে সটকে পড়ছে।
পলিটিশিয়ান
1990 থেকে 2014 মানে 24 বছর, 30 নয়। কম্পাউন্ডিং ফ্যাক্টরে শেষ 6 বছরে অনেকখানি তফাত হয়। আর মূলরাশি বেশি করে 2500 ধরলে?
দশম শ্রেণী পর্যন্ত বাংলা শেখা বাধ্যতামূলক করা হবে এমন কোন পিতিগ্গে করেছে কেউ?
অরণ্য,
1 আপনার দ্বিতীয় বক্তব্য নিয়ে কোন দ্বিমত নেই। কমিউনিস্ট নেতারা অধিকাংশই, বিশেষ করে ত্রিপুরার দশরথ দেব, নৃপেন চক্রবর্তী, বঙ্গের মহম্মদ আমিন, গণেশ ঘোষ, সমর মুখার্জি,( এঁদের সম্বন্ধে ব্যক্তিগত ভাবে জানি) এবং আরও অনেকে বলতে গেলে মিশনের সন্ন্যাসীর তুল্য জীবনযাপন করে গেছেন।
2 কমিউনিস্ট পার্টির সভ্যদের সঙ্গে বিজেপি, কংগ্রেস, তিনোর কোন তুলনা হয়না। ওদের কাছে প্রফিট শব্দটি ফোর লেটার ওয়ার্ড নয়, কমিউনিস্টদের অভিধানে এটি ঘৃণ্য। তাই সীজারের পত্নী ইত্যাদি।
3 প্রথম বক্তব্যটা ভুল। তিরিশ নয় 23 বছর। প্রিন্সিপাল কোনমতেই 5000 নয়।
হোলটাইমারের মাসোহারায় রোজ ডালভাত মাছের ঝোল খেয়ে ধোপদুরস্ত জামাকাপড় পরে মাসে 1000 টাকাও জমানো সম্ভব নয়। বন্ড ফিক্সড ডিপোজিট দূরস্থান। পাশাপাশি সূর্যকান্ত মিশ্র ও বৃন্দা কারাতের হিসেব দেখুন।
Points from BJP's Agenda (Sankalpa Patro) for 2021 West Bengal Assembly Election:
"জনস্বার্থ মামলা দায়ের করা বা 'RTI' ধারায় চেষ্টা করা যেতে পারে।"
ঠিক বলেছেন। আমি চেষ্টা করিনি।
তবে কিনা ভাবছিলাম যে মোমবাতি মিছিলে বেশী কাজ হয় বোধহয়। সেটা কেন অনুপস্থিত সে এক বিস্ময়!! যারা রিজানুরের জন্য "ইন্সাফি" চেয়েছিল তাদের কছে একটা বাচ্চা মেয়ে তাপসী মালিক কেন কোন ইস্যু নয় কে জানে।
আমার গাট ফিলিং হচ্ছে যে তিনোরা কোন ভাবেই তদন্ত হতে দেবে না। তাতে ওদের বিপদ বাড়তে পারে।
ইউটিউবে সিপিএমের একটি প্রচার-্নাটক আছে তাপসী মালিক প্রসঙ্গে। নাক টিপে চিরতার জল খাওয়ার মত করে দেখে নিতে পারেন।
আসলে ১৯৯১ টাইপো। উনি ১৯৯০ থেকে রাজ্যসভায়। তার মানে আরো আগে থেকে উনি হোলটাইমার। ৩০ বছর সব মিলিয়ে খুব ভুল নয়।
আমিও গরীব পরিবারের সন্তান। আমার বাবার দেওয়া খুব সামান্য টাকায় আমার চলত। কাজেই বাবার টাকায় কথাটা খুব অবিশ্বাস্য লাগে না।
হোলটাইমার শিক্ষা ও চিকিৎসা ভাতা পাবেন, যদি স্ত্রী সেটা তার চাকরি থেকে না পান।
বাকী তর্কটার জন্য উৎসাহ পাচ্ছি না। আমার উদ্দেশ্য ছিল দেখান যে ঐ টাকাটা পারিবারিক আয়ের সাথে বেমানান নয়।
পলিটিশিয়ান
আপনার অধিকাংশই ধরে নেওয়া, কিন্ত সিনসিয়ার।
1 ডেটা আজকের নয়, 2014 সালের, অর্থাৎ কম্পাউন্ডিং হবে 30 নয় 23 বছরে।
2 নয়টি সন্তানের পিতা, পোর্ট কর্মচারীর পক্ষে কতটুকু সাহায্য সম্ভব?
3 2000 সালের আগে ভাতা ওই "বেচারার পোস্ট " অনুযায়ী সামান্যই ছিল।
4 স্ত্রী সরকারি মেডিক্যাল অফিসার হলেও কি হোলটাইমার চিকিৎসা ও শিক্ষা ভাতা পাবেন? এটা তো প্রয়োজন ভিত্তিক।
5 স্ত্রী নিজের আয় থেকে 83 লক্ষ টাকা জমিয়েছেন। সংসার চালিয়েছেন,আর কি সাহায্য করবেন?
6 কোন কমিউনিস্ট পার্টির হোলটাইমার ভাতার পুরোটাই প্রতিমাসে জমা করবেন? এই মাইন্ডসেট আপনার বিশ্বাস হয়?
7 কম: সূর্যকান্ত মিশ্র বা বৃন্দা কারাতের ডেটা দেখুন, তাহলেই স্পষ্ট হবে।
8 খেয়াল করুন, সরকারি ডাক্তার স্ত্রীর ও হোলটাইমার স্বামীর লিকুইড অ্যাসেট সমান সমান।
9 আপনার কম্পিউটিং এ প্রিন্সিপাল 5000 ধরা এবং টাইম 23 না ধরে 30 ধরার ভুল আগেই বলেছি। কিন্ত সৎ অসৎ জাতীয় ভ্যালু জাজমেন্ট চট করে করতে রাজি নই।
আসলে আমার প্রাকযৌবনের আনন্দমঠের সন্ন্যাসীর ইমেজ থেকে আজকের হোলটাইমাররা অনেক সরে এসেছেন, এইটুকুই বলার।
বোধিসত্ত্ববাবু, উত্তর দেবার চেষ্টা হয়ত না করাই উচিত। বিশেষ করে রঞ্জনবাবু মনে হয় ফিনান্স জগতের মানুষ (ওনার কয়েকটা পুরোনো লেখা দেখে মনে হল, ভুল হলে ক্ষমাপ্রার্থী)। উনি নিজেই উত্তর খুঁজে নিতে পারেন। কিন্তু অন্যদের জন্য মনে হয় মেথডোলজি দেখিয়ে দেবার দরকার আছে।
পার্টির বা পার্টির নেতার সম্পত্তির ব্যাপারে প্রশ্ন মানুষের থাকতেই পারে , সেই প্রশ্নের উত্তর দেওয়ার প্রচেষ্টা কেন করছে পলিটিশিয়ান আমি বুঝছি না। জাস্ট "আই আ্যম এগ্রি" বলাই যথেষ্ট। ইলেকশনে র সময় এই প্রশ্ন করাই হয়ে থাকে, যার সিরিয়াস আগ্রহ আছে সে উত্তর খুঁজে নেবে। সিবিআই, সিআইডি, ইডি কেও জানাতে পারে।
'btw' , মঃ সেলিম এত বছরে যদি ৮৩ লাখ টাকা জমিয়ে থাকেন, সেটা নিয়ে মাথা ঘামানোর কোন দরকার আছে বলে মনে হয় না।
যে পরিমাণ আর্থিক দুর্নীতি বিজেপি, তিনো বা কং নেতাদের সম্বন্ধে শোনা যায় , সিপিআইএম নেতারা তার ধারে কাছে আসে না
রঞ্জনদার রুটি সবে হাপ সেঁকা হয়েচে। বিজেপি এলে ভাজাভাজা হবে। এখন ভারতরাষ্ট্রের শ্রেনীচরিত্র বিশ্লেষণ করুন। হ্যাহ্যা।
আকা আগ্রহ থাকলে তিনটে ম্যানিফেস্টো প্রকাশ হয়েছে পড়া যেতে পারে। অসংখ্য প্রেস কনফারেন্স আছে অনেক লোকের সব পার্টির , সেগুলোও দেখা যেতে পারে।
আকা, সেরে উঠছ?
'যাদের ১৪ জনের মৃত্যুর সঠিক কারণ ও তাপসী মালিকের হত্যাকারী কে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই-
- আমার নিজের আগ্রহ আছে , আরও অনেকেরই মনে হয় আগ্রহ আছে সত্য জানার। যদিও আমরা কয়েক শ বার এ নিয়ে গুরুতে পোস্ট করি নি, কারণ গুরুতে সমানে 'তদন্ত হোক' পোস্ট করে কোন লাভ আছে বলে মনে হয় না।
জনস্বার্থ মামলা দায়ের করা বা 'RTI' ধারায় চেষ্টা করা যেতে পারে। অবশ্য তাতেও কতটা লাভ হবে জানি না। পিটি কি এগুলো ট্রাই করেছেন?
এ এক অদ্ভূত প্রচার ভারতে। নাচ হয়, গান হয়, কুৎসা হয়, খেলা হয়, কিন্তু ক্ষমতায় আইলে কি করবে কেউ কিসু কয় না।
যাদের ১৪ জনের মৃত্যুর সঠিক কারণ ও তাপসী মালিকের হত্যাকারী কে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তারা সেলিমের সম্পত্তির চুলচেরা বিচার করতে বসেছে। করাই যায় অবিশ্যি। তবে কিনা সত্যান্বেষীদের প্রায়োরিটি লিস্টটি সন্দেহজনক।
অপেক্ষায় আছিঃ
PT | 203.110.242.23 | ২১ মার্চ ২০২১ ২৩:৫২475115
"রিপোর্টটিকে সন্দেহ করা হয়েছে,"
কে করেছে? অলোচনা আর এগোনোর আগে বাক্যটি কোট করা হোক।
স্ত্রী ডাক্তার হলে একেবারে অসম্ভব নয়। বিশেষ করে হোলটাইমারেরা ভাতা বাদেও চিকিৎসা খরচ ও সন্তানদের শিক্ষা বাবদ টাকা পায়। https://www.investor.gov/financial-tools-calculators/calculators/compound-interest-calculator ব্যবহার করে এই সংখ্যা পেলাম।
অনুমানঃ
১। সেলিম ১৯৯১ থেকে ডিওয়াইএফের সেক্রেটারী। ধরে নিচ্ছি উনি তখন থেকেই হোলটাইমার।
২। ধরে নিচ্ছি হোলটাইমার ভাতার বেশীটাই উনি জমান। প্রথমে বাবার টাকা ও পরে স্ত্রীর টাকায় চলে। মাসিক গড় সঞ্চয় ৫০০০ টাকা।
৩। ১৯৯১ সালে পৈত্রিক উত্তরাধিকার শূন্য।
৪। গড় কম্পাউন্ড ইন্টারেস্ট 9%। কম্পাউন্ডিং পিরিয়ড বার্ষিক।
এই তিরিশ বছরে তাহলে সঞ্চয় দাঁড়ায় একাশি লক্ষ টাকার মত।
এবারে কিছু এদিক ওদিক হবে। যেমন হোলটাইমার ভাতা ১৯৯১ তে কম ছিল মনে হয়। আবার সেই সময় ইন্টারেস্ট বেশী পাওয়া সম্ভব ছিল। ইন্টারেস্ট রেট ফ্রন্ট লোডেড হলে তার এফেক্ট বেশী হবে। আমি নিশ্চিত না ভারতে কম্পাউন্ডিং পিরিয়ড মাসিক না বার্ষিক। পৈত্রিক উত্তরাধিকার একেবারে শূন্য নাই হতে পারে। স্ত্রী কিছু টাকা দিয়ে থাকতে পারেন। ইত্যাদি।
যাই হোক, একজন মিতব্যয়ী লোকের পক্ষে তিরিশ বছরে এই টাকাটা জমাতে খুব অসৎ হবার দরকার করে না।
কেউ একটু আমার হিসেবটা ডবল চেক করে নেবেন।
অংকটা?
"হোলটাইমারের সামান্য ভাতা পার্টি থেকে পান"!
--কৌতুহলবশে কম: সেলিমের 2014 সালের এফিডেভিট দেখলাম। আপনারাও দেখুন।
স্থাবর সম্পত্তি শূন্য, কিন্তু বিভিন্ন ব্যাংকের ডিপোজিট ও বন্ড মিলিয়ে মোট চলসম্পত্তির পরিমাণ 83 লক্ষ টাকা।
ওঁর স্ত্রী সরকারি ডাক্তার। ওনার আছে একটি ফ্ল্যাট ও আলাদা করে 83 লক্ষ টাকা।
একজন হোলটাইমারের সামান্য ভাতায় এই ইনভেস্টমেনট? অংশটা কেউ বুঝিয়ে দেবেন?
আমারও ভালো লেগেছে। শেষ জন আমার বন্ধুর মেয়ে। যখন ওর বয়স সাতদিন তখন প্রথম কোলে নিয়েছিলাম। জীবনে প্রথমবার চান করে ঘুমুচ্ছিল :)
ধন্যবাদ অভ্যু,
লাইভ দেখার আনন্দে ক্লিক করলাম। কুড়ি মিনিট। তারপর শেষ হয়ে গেল । ভাল লেগেছে।