আচ্ছা আপনেরা কেউ ভবানীপুর বিশ্ববিদ্যালয়ের খোঁজ রাখেন? সেই রকমই একটি নন্দীগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলা হল পোকাশ্শো জনসভায়!!
আচ্ছা সিগ্নাল অ্যাপ কি ক্যাপিটালিস্ট আর টেলিগ্রাম অ্যাপ সেটা নয়? গুরু টেলেগ্রামে এগিয়ে চলেছে দেখে প্রশ্ন এল মনে
এ তো অর্ধেকই বাংলা অক্ষরে ইংরেজি। উৎকট।
নীতা আম্বানি ভিজিটিং ফ্যাকাল্টি কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা নেই, এটা নিয়ে প্রশ্ন।
বি-স্কুলগুলিতে এরকম হয় না? নিজের ক্ষেত্রে সফল লোক আমন্ত্রিত হয়ে বলতে আসেন? লালুপ্রসাদ যেমন আইআইএম-এ বলেছেন?
নাকি ভিজিটিং ফ্যাকাল্টি একটা পদ, আর অন্যটা একবারের জন্যে নিমন্ত্রিত - এরকম কিছু?
কোন ঊষসীকে নিয়ে এত গদগদ আপুনারা? যিনি কোন পোস্টে বাংলা ইংরাজি যাই লেখেন দশটা বানান ভুল করেন আর ভুল বাক্য গঠন করেন?
দুটো লাইন বাংলা বলতে তিন চতুর্থাংশ শব্দ ইংরাজি বলেন? এরকম সাক্ষাৎকার তো গাদাগুচ্ছ আছে। ভিডিও ও। নিজেরাই পড়ে শুনে নিয়ে এই ব্যাপারে এত গদগদ হওয়ার উপযুক্ত কিনা ঠিক করুন। বাংলা মাধ্যম স্কুল কি এরকম বাংলা বলতে শিখিয়েছিল?
দুটো খবর দেখুন প্লীজ।
1 বেনারস হিন্দু ইউনিতে উইমেন স্টাডিজে ভিজিটিং ফ্যাকাল্টি হবেন নীতা আম্বানি ও মিসেস আদানি। কারণ তাঁরা এম্পাওয়ার্ড উইমেন। কিছু ছাত্র বিিিিক্ষোভ দেখিয়েছে।
2 অশোকা ইউনি থেকে আন্তর্জাতিক খ্যাতিমান সোশ্যাল সায়েন্টিস্ট ও কলামনিস্ট প্রতাপভানু মেহতাকে তাঁর সরকারের সমালোচনামূলক লেখালেখির জন্য পদত্যাগে বাধ্য করা হল। কাল পদত্যাগ করলেন প্রাক্তন আর্থিক উপদেষ্টা ইকনমিস্ট অরবিন্দ সুব্রামনিয়ান।
চ্যান্সেলর রুরুদ্রাংশু মুখার্জি এবং ভাইস চ্যান্সেলর মালবিকা সরকার নির্বিিকার।
গান না বুঝলেও গল্প শুনতে ভাল লাগে।
উষষী দি তো আমাদের পাড়ার মেয়ে। এখন বল্লে আপুনারা হাসবেন কিন্তু ওনার সাথে লাইভ মন্চে অনুষ্ঠান করেছি। সেটা আমার কাছে গর্বের কিন্তু ওনার কাছে বিড়ম্বনার আর কি
হ্যাঁ আমিও কুদরত রঙ্গিবিরঙ্গী তে ওই ডিসপিউট টা রিসেন্টলি পড়লাম এবং মনে হলো একজন আখ্যানকার হিসাবে কুমারপ্রসাদ এর তাতে কিছুটা সায়ও আছে , সেকারণেই বোধহয় গোটা লেখাটায় সালামত / নাজাকাত এর বিশেষ উল্লেখ নেই এবং যাও আছে তা খুব একটা পসিটিভ নয় ।.এনিওয়ে পসন্দ আপনা আপনা
অন্য প্রসঙ্গে :এই একটা কারণে আমার ক্যালিফর্নিয়াকে হিংসা হয় ... শালাদের এতো ক্লাউট আর পয়সা যে টপ আর্টিস্ট দের অনায়াসে প্যাট্রন করতে পারে .... রাশিদ কে ২১/২২ বছর বয়েসে নিয়ে এসে প্রোগ্রাম করিয়েছে।... সে যে কি জিনিস ।পুরো বাঘের বাচ্ছা
আহা! সলামত আলি খান - সওয়াল মোর মুহরা। থ্যাংকু আনন্দবি।
আর, সঙ্গে কুমারবাবুর মজলিশি গপ্পো। থ্যাংকু বি।
বিষ্যুদবারের সন্ধে জমে উঠেছে !
*বড়ে গুলাম
কুমারপ্রসাদের কাছে পড়েছি এর বাবা (নাকি খুড়ো ) সলামত নজাকতের কথা। এনারা নাকি কালে খাঁ / বড়ে গুলাম আলির কাছে গান শিখেচিলেন , তারপর একটু প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে নিজেদের শাম চুরাশি বলে বর্ণনা করতে থাকেন । তাতে বহে গুলম এদের উপরে প্রচন্ড খচা ছিলেন।
গোয়ালিয়র ঘরানার প্রবাদপুরুষ হদ্দু খাঁ নাকি এই কারণে অন্য মুসলমান গাইয়ের ছেলেপুলেদের শেখাতে রাজী ছিলেন না। উনি বলতেন , ব্যটারা অমার কাছে শিখবে আর পরে বলবে এ তো আমাদের ঘরের গান , অমুকতমুক ঘরানা। আমি হিন্দুদের শিখাবো (আর তার মধ্যে বিশেষ করে ব্রাহ্মণদের )।
হ্যাঁ উস্তাদ সালামত আলী খানের ছোট ছেলে ... প্রথম প্রথম অল্প বয়সের কিছু পারফরমেন্স শুনে খুব হতাশ আর তার চেয়ে বেশি রিপেল্ড হয়েছিলাম ।....কিন্তু ইদানিং নতুন করে শুনছি এবং বেশ ভালো লাগছে
তবে এই সাওয়াল মোর মুহারা - ওর বাপের ভার্সন টা শুনলে এ জিনিস জোলো লাগবে
&/ ,
না হিন্দি বলি নি, মাস্কের জন্য বুঝতে পারছিলাম না, নার্স ভদ্রলোক ভারতীয় কি না। কিন্তু মনে হচ্ছিল হতেও পারেন উত্তর ভারতীয়, তাই মনে মনে বলছিলাম।
ওহ! সফকত আলি খান!
ওর পিতৃপুরুষরা প্রায় ১৪ পুরুষ ধরে গাইছেন এই ঘরানা। সম্রাট আকবরের সময় থেকে। পাঞ্জাবের সামচুরাশি ঘরানা (ঐ নামের একটি গ্রামে ছিল অরিজিনাল বসতি)। সফকতের গান শুনে বার্কলের এক মিউজিক প্রফেসর ওকে আমন্ত্রণ করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে এসে ইস্টার্ন মিউজিকে আমন্ত্রণমূলক ক্লাস নিতে। এসে বেশ কিছুদিন ছিলেন ইউএসএ-তে।
এর একটা ফিল্মি গজল শুনে মুগ্দ্ধ হয়েছিলাম, কি অনায়াস ক্যাসুয়াল ভঙ্গি, পাড়ার মজলিশ, বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক তার ফার ছড়ানো, কিন্তু তার মধ্যে সফকতের গান
এরকম পরিবেশে আছে একটা দরবারি, আমি রাগ বুঝি না, কিন্তু এটার মধ্যে ঐ একটা মজলিশি পরিবেশ আর একটা টান আছে -
এই ছেলেটা (ছেলেই বললাম :) ) কি অসম্ভব ম্যাচিওর করেছে , একটানা শুনতে বাধ্য করল
ওরে বাবা, ফেবুতে গিয়ে চক্ষু চড়ক। দেখি আমার নার্সারি আমলের বন্ধুরা সব একধারসে ভক্ত হয়ে গেছে(এরা বেশিরভাগই মুখুজ্জে চাট্টুজ্জে চক্কোত্তি বাগচি সান্যাল ইত্যাদি, নির্ঘাৎ ভেবেছে এইবারে চারটে করে বৌ পাবে, লাফা লাফা, ওরে লাফা। ) ঃ-)
এইসব সরস্বতী শিশু মন্দির বা বিদ্যাভারতী ধরণের স্কুলগুলোতে মাধ্যম কী জানেন? হিন্দি? নাকি যে যে রাজ্য সেই সেইখানকার স্থানীয় ভাষা?
সুদু শীর্ষেন্দু কেন, দেবারতি মুখুজ্জেকেও ডাকবে। ইতিহাসের দিদিমনি হবেন। নরকসংকেত আর অঘোরে ঘুমিয়ে শিব পড়াবেন।
হ্যাঁ, আচ্ছেদিনের স্কুল। শীর্ষেন্দু মন্ত্রী হবেন, 'প্রতিটি ব্রাহ্মণ পুরুষের চারটি ভার্য্যা রাখিতে হইবে'-এই নিদান দেবেন আর দেবেন্দ্রবাবু লাফাবেন। ঃ-)
ইস্কুল উঠে গেলেও বিদ্যা ভারতী বা সরস্বতী শিশু মন্দির হবে নিশ্চয়ই :)
তখন মন্দ তো ছিল না বাংলামাধ্যম স্কুলগুলো। গত দুই দশক ধরে ইচ্ছাকৃতভাবে গোল্লায় পাঠানো হয়েছে। আর হরে কৃষ্ণ হরেরামেরা এলে? এইগুলোরওঅ অর্ধেক তুলে দেবে আর বাকী অর্ধেকে গেরুয়া স্কুল বসাবে।
রোশনারা র কথা আগেই লিখেছিলাম আজ জানলাম ঊষসী ও বাংলা মিডিয়ামে পড়েছে।
এলসিএম, হিন্দি বললেন? সায়েবদের হিন্দি বলে দিলেন???? ঃ-)
ভারভারা রাও আতাক্যালানে না সিপিএম (ব্রুটাল) যে হোয়াট অ্যাবাউটরি করবেন?
আমার নন্দীগ্রাম নিয়ে একটিই প্রশ্ন। যে পুলিশ অফিসার নন্দীগ্রামে গুলি চালিয়েছিল বলে অভিযোগ, সেই সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলে। কি করে?
পিসীর এটা একটা প্যাটার্ণ। পিএম যেটা বলেছেন।
"জমি অধিগ্রহণ নিয়ে তাদের পদ্ধতি যে ঠিক ছিল না একথা তারা মেনে নিয়েছেন।"
সেই আদ্দেক ইতিহাসের পুনরাবৃত্তি কিংবা অর্ধসত্য ভাষণ।
হান্নান মোল্লা তো দেখছি সৃজনের হয়ে প্রচারে নেমে জানাচ্ছেন যে সিঙ্গুরে "নগিনীর বিষাক্ত নিঃশ্বাস"!! সিপিএম(you tube) জানাচ্ছে যে "বুদ্ধবাবুর ফেলে আসা স্বপ্নগুলো এখন এই ছেলেটির কাঁধে"!!!!
ভাজপার প্রার্থী বাড়ন্ত বলে আবাপ লিয়েন দিচ্ছে?
হামবাগ টিভিই এখন ব্যোমকেশ অবতার।
সত্যান্বষী ব্যোমকেশকে বুলানো হোক।