ওটা মডার্ন। রেফ বসবে নএর ওপরে
ক্যান্টিন কি করে শুধু ন্যারেটিভ হয় আর প্রাচীন এর সংগে তুলনীয় হয় মাইরি ?
বোধিসত্ত্ব দাশগুপ্ত
অবশ্যই, ন্যারেটিভও মর্ডান হচ্ছে।
দিদির ছড়া, সিপিএমের টুম্পা, বিজেপির শ্রীরাম - একে অপরকে চ্যালেঞ্জ জানাচ্ছে - ত্রিমুখী লড়াই।
দিদির পাঁচ-টাকার-ক্যান্টিন, সিপিএমের শ্রমজীবি-ক্যান্টিন, বিজেপির হিন্দুরা-খুব-প্রাচীন - এর মধ্যে ত্রিমুখী লড়াই।
এসবের মধ্যে মাঝে মধ্যে মিনমিন করে বেজে উঠছে পেট্রোলের আর রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী সুর।
আমার অবশ্য দিদির মরমী কবিতাই পছন্দ
একদম। ট্রটস্কি ও বুলগাকভ (অবশ্য বুদ্ধদার পছন্দ ছিল মায়াকভস্কি) দিয়ে বিপ্লব বা ভোট কিছুই আসে না, এখন চাই যুগোপযোগী জিনিস - টুম্পা ও লুঙ্গি - স্পিকার বক্স হাই ওয়াটের হলে ভাল হয়।
সরকারী অনুদানকে লোকজনের উপরোধে ভিক্ষে বলা বন্ধ রেখেছিলেন, তাতে আমি অন্তত কৃতার্থ হয়েছি বইকি, অস্বীকার কর কী করে।
আলু কুমড়ো মাছ মুরগি গ্যাস পেট্রোল ডিজেলের দাম কত?
আসন্ন ভোটে দলবদলু প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা কেউ এখানে দিতে পারবেন?
যাক "ট্রটস্কি আর বুলগাকভ" এসে গেছেন আলোচনা সভায়। আর কোন গরিবী থাকবে না ভূ-ভারতে!!
এদিকে সুপারহিট টুম্পা সঙ্গীতকার লিখে ফেলেছিলেন -
আই অ্যাম এ লেফটিস্ট ড্যান্সার
জিন্দেগি কো ভোট দে দো...
কিন্তু মিঠুনদা কোবরার ভূমিকায় বিজেপির সিনেমায় নেবেচেন দেখে এ গান তুলে নিতে হল, নইলে এটাও সুপার হিট হতই
চেঞ্জ হয়ে নতুন গান হল - লুঙ্গি ড্যান্স
মুম্বইতে ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাই শুনে পুলকিত - ইয়ে থার্ড ফ্রন্ট তো মুঝে ঠিক হি লাগ রাহা হ্যায় ইয়ার, জরুরত পরে তো দিদিকো ইয়ে লোগ সাপোর্ট দেগা
পোলিটবুরোর বুড়োরা ততক্ষণে চুরুট ধরিয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে ‘সব ভারতীয়দের হিরো’ বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বুধবার টুইটারে মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন। এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।’
আহা গো, খুব কষ্ট হচ্চে বলো।
সিদ্দিকি তখন - নো প্রবলেম সিপিএম ব্রো, তসলিমাকে তোমরা যেভাবে তখন ঝেঁটিয়ে তাড়িয়েছিলে তাতে আমরা খুব ইমপ্রেসড হয়েছিলাম, আর এখন এই সামান্য সাপোর্ট দিতে পারব না।
ওদিকে, প্রমোদবাবু আর জ্যোতিবাবু সিপিএমের স্বপ্নে দেখা দিলেন - এসব কি করছ তোমরা।
স্বপ্নের মধ্যে সিপিএম একটু কাঁচুমাচু - স্যর, আমাদের আর উপায় নেই স্যর। মমতা আমাদের ফার্স্ট টার্গেট। ওর মুসলিম ভোট ব্যাংকে একটু স্ক্র্যাচ দিতেই হবে স্যর, নইলে এবারেও বেরিয়ে যাবে স্যর। আগে ফার্স্ট এনিমি ঘায়েল করতে হবে। সব আপনাদেরই শেখানো স্যর। পারলে একবার ট্রটস্কি আর বুলগাকভ ডাক্তারবাবুর সঙ্গে একটু ভাট দিয়ে নেবেন, আপনাদের ওদিকেই থাকেন।
খোলাখুলি বামৈস্লামিক জোট তো সবে হল। বিজেপি এর মধ্যেই তা থেকে তাত্বিক শক্তিও জোগাড় করে ফেলল?
"সাচ্চা বিপ্লবীর" মন্তব্য থেকে তাঁর অন্তরের সাম্প্রদায়িক ঘৃণা উপচে পড়্ছে। বোঝা যাচ্ছে বিজেপি পবতে কোথা থেকে তাত্বিক শক্তি জোগাড় করছে।
সাচ্চা বিপ্লবীরা এখন ভোট ভিক্ষা করে বেড়াচ্ছে - সিদ্দিকিদা, ও সিদ্দিকিদা - একটু মাঠ ভরিয়ে দাও না, দুটো ভোট এনে দাও না - যা দিনকাল, ৭ পার্সেন্টে যে আর চলছে না, বোঝোই তো, দেখো না যদি টেনেটুনে ১০ ও হয়
আরে এখন ৭% দের পেছনে এত সময় ব্যয় করবেন না। যারা কৃষি-বিপ্লবী তাদের বিপ্লবী চরিত্র নিয়ে আপাততঃ মাথা ঘামানঃ
"শিশির বলেন, “কে বলল আমি তৃণমূলে আছি? লোকে তাই বলে নাকি?” সুযোগ দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী সভায় যেতে পারেন বলেও জানিয়েছেন তিনি।"
In blithely placing the blame for religious polarisation on Mamata Banerjee, CPI-M has refused to consider its own failure in fighting Hindu Right tendencies that have long existed in Bengal.
We must also remembered that the Jyoti Basu government banned Taslima Nasreen’s novel Dwikhondito, while his successor, Buddhadeb Bhattacharjee’s administration, bundled the Bangladeshi author out of the state in the dead of night following protests by some Muslim organisations. Could these actions attract the label of “appeasement” politics? Does the alliance with Siddiqui suddenly become “secular” simply because of the CPI-M’s presence?
https://thewire.in/politics/bengal-elections-tmc-cpim-appeasement-politics
"ভোটারদের ছাগল দু'টাকার চালের উপভোক্তাদের ভিখিরি"
যারা বিজেপিকে ভোট দেয় তারা রামছগল আর যারা তিনোদের এখনো ভোট দিয়ে চলেছে তারা কালো বাংলা ছাগল। দেশ কাল ব্যতিরেকে ছাগলত্ব ভোটারের নিজস্ব ধর্ম। এর সঙ্গে বাঙালীত্বর কোন যোগাযোগ নাই। হিটলারকে যে সকল জার্মান ছাগল ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল তারা নিজেদের ছাগলত্ব জীবন দিয়ে প্রমাণ করেছে।
কিন্তু "দু টাকার চালের উপভোক্তাদের ভিখিরি" আখ্যায় ভূষিত করা হয়েছে এমন তো চোখে পড়েনি। তবে যে দিচ্ছে সে যে "ভিক্ষে" দিয়েছে সে ব্যাপারে কোনই সন্দেহ নেই। "অনেক দিয়েছি", "আর কত চান" ইত্যাদি বাক্যবন্ধ প্রকাশ্য জনসভায় ব্যবহার করা হয়েছে। এমনকি প্রাপ্য DA চাইলেও তাদের ঘেউ-ঘেউ করতে বারণ করা হয়েছে। সেসব অবিশ্যি কালো ছাগলদের গা সওয়া হয়ে গিয়েছে।
চাল প্রসঙ্গে "ভিক্ষে" শব্দটি অনেকের অনুরোধে ব্যবহার করা বন্ধ রেখেছিলাম। কিন্তু খুঁচিয়ে ঘা করার কারণে আবার ব্যবহার করতে হল বলে দুঃখিত।
ভদ্র বাঙালীরা চিরকালই অন্যদের বিদ্রুপ করে। পূর্ববঙ্গীয়দের বাঙাল উড়িয়াদের উড়ে মারোয়াড়ীদের মেড়ো ভোটারদের ছাগল দু'টাকার চালের উপভোক্তাদের ভিখিরি - এ অনন্ত লিস্টি।
আজকাল ভদ্র বাঙালীরা কি "খোট্টা", "মেড়ো" ইত্যাদির বদলে "গুট্খাখোর" (জন্তু-জানোয়ার??) ব্যবহার করছে?
অবশ্য এপারের ভদ্র বাঙালীরা একসময়ে ওপারের বাঙালীদের সম্পর্কেও মনুষ্যেতর নানাবিধ বিশেষণ ব্যবহার করত। যেমনঃ
"বাঙাল মনুষ্য নয় অদ্ভুত জন্তু
লম্ফ দিয়া গাছে ওঠে ল্যাজ নাই কিন্তু!!"
জয় হোক সংস্কৃতির রাজধানীর!!
কিন্তু লৈহাট্টি জক্শন খুব খারাপ এরিয়া আছে।
কিন্তু ভাটপাড়া কি মন্দ জায়গা?
কফি হাউসে ঝাম পাকাতে যাওয়ার ইনভিটেশন আমিও পেয়েছিলাম, কিন্তু ইন্টারেস্ট ছিল না।
ঐ টইতে 'দুয়ারে লগিন' - এর হুমকিটা ভালো হয়েছে !
অরিনের লেলহায় কেউ কমেন্ট করে না। কারা আবার সব পড়তে ভাল লাগে না এইসব,বলেদিল ক্যাটক্যাট করে তাই মনের দুক্ষে বনে গেছেন। :-))))
নিজেই বলেছে অনেলের লেখায় কমেন্ট করে তারা পালটা করে না :-)))))
না, তপনবাবু কলেজস্ট্রীটই তো লিখেছেন। সেন্ট্রাল অ্যাভিনিউটা অন্য কার লেখায় যেন। এইটাতে আমি কখনো যাইনি, এখনো আছে কিনা কে জানে, থাকলে একবার যেতে হবে।
ক্রনোলোজি হলো, কফি হাউসে বিজেপিকে একটিও ভোট নয় বলে বড় বড় পোস্টার লাগাবো হয়েছিল, কাল জনৈক কী যেন বগ্গা নামে একজেনের নেতৃত্বে গেরুয়া গেঞ্জী পরে একপাল লোক গিয়ে সেই পোস্টার ছিঁড়েছে, আর 'আমরা কারা/ মোদির *ড়া' (এইটা অবশ্য নিন্দুকে বলে, আমি বিশ্বাস করিনি, নিশ্চয় ভালো কিছু বলেছে) বলে খুব স্লোগান দিয়েছে।
তাতে নানান রকম বিজেপি বিরোধী লোকজন গিয়ে নাকি আজ খুব হল্লাবোল করেছে ওখানে।
অরিনদাকে আমি বেশ মিস করি । অন্যরকম মানুষ।