নীল ডিম | 165.225.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:৩৩474504ও আচ্ছা অভ্যু, বুঝ্তে পেরেছি কোথায় খঁুজতে হবে।
কিন্তু "অন্যের ডিম" টা ঠিক কি জিনিষ? (চিন্তিত ইমোজি)
dc | 2405:201:e010:5800:dc0d:9186:e6a1:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:৩২474503মিঠুনদার ওপর একটু ব্যথা আমারও আছে। ছেলেবেলার অরিজিনাল গুরু, এদিকে পোসেনদা ওদিকে মিঠুনদা। ডিস্কো ড্যান্সার আর কসম পয়দা করনে ওয়ালে কি, এসব ছিলো আমার খুব ছোটবেলার একেবারে মারকাটারি সিনেমা। আর ছিলো মন্দির সিরিজ। বেচারা মিঠুনদা আজ কোথায় ফেঁসে গেল :-(
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:২৯474502নীল রংয়ের ডিম খেতে এক্কেরে অন্যের ডিমের মতো। আপনি চোখ বুজে নীল ডিম খান:-)
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:২৮474501নীল ডিম এখানে পাবেন তবে এরা শিপ করবে না, আমাকে বলতে হবে :)
https://athens.locallygrown.net/market
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:২৬474500আমিও তাই ভেবেছিলাম। প্রোডাক্ট অফ হন্ডুরাস বা সাউথ আমেরিকার তিলাপিয়া (নেভার ফ্রোজেন বোধহয়) ক্রোগারে পাবে। এখন তো ম্যানেজার চেনা হয়ে গেছে, কথা বলে এসো :)
দরকার হলে বলো আপনাদের তো চার পাউণ্ডের বক্স, আমিই না হয় পুরোটা কিনে নেবো, আনিয়ে দিন https://www.kroger.com/p/tilapia-fillet-fresh-farm-raised-/0023889500000
ফ্রোজেনগুলো চীনের আর সস্তা। সীফুড কাউন্টারে ভালো জিনিস থাকবে।
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:২৬474499চটিদির বাংলা খারাপ- তবে ওনার হিন্দি/ ইংরেজি সবই বাংলাঘেঁষা:-))
নীল রংয়ের ডিম | 165.225.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:২৬474498এই সব কারা বেচ্ছে? কোথায় পাওয়া যাচ্ছে? তথ্য চাই।কারণ, আবার দেখতে চাই, খেতে চাই।
সেই কোন ছোটবেলায় পাড়ার দোকানে নীল রঙ্গের ডিম ঘুরিয়ে ঘুরিয়ে ভলো মন্দ বোঝার চেষ্টা করছিলাম, দোকান্দার চ্রম চটে বল্লে, ডিম চেনো খোকা? খামোখা পাকামো মেরোনা!
আহা নীল ডিম! আধোঘুমের স্ব্প্নের ডিম!
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:২২474497চিন/থাইল্যান্ডের ফার্ম সম্পর্কে চারদিকেই নানা কিছু পড়া/ শোনা যায়। মার্কারি লেভেল খুবই বেশি।চারদিকে কেবল চিন থেকে আসা তেলাপিয়া দেখি। তাই বন্ধ :-(
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:২০474496
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:১৭474495মিঠুদি https://www.farmdrop.com/blog/small-pullet-eggs-farm-cook/
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:১৪474494পুলেট এগ হল কিশোরী মায়ের প্রথম ডিম, খুবই ছোটো ছোটো সাইজে হয়, এতো ছোটো যে কোনো চেনে বিক্রি করা হয় না। শুধু লোকালি গ্রোণ মার্কেটেই পাওয়া যায়। তাও সারা বছর না। ছোটো বটে, কিন্তু নাকি খুব টেস্টি, কারণ মুরগীর জীবনের ষোলো না কতো সপ্তাহের সব আদর ভালোবাসা ঢেলে দেয়।
আচ্ছা তুমি তিলাপিয়া খাও না কেন? কে কিসের ভয় দেখিয়েছে?
পলিটিশিয়ান | 76.174.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:১০474493সে তো পিসীও কলকাতায় থেকেছেন আজীবন। ওনার বাংলাও তো খুব ভাল না। মিঠুন্দাকে ছাড়াই দ্যান। দিলীপ ঘোষরে গিয়া কন।
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:১০474492সেটা আবার কী?
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:০৮474491মিঠুদি তুমি পুলেট এগ খেয়েছো?
এখানে ক্রোগারে আমেরিকার তিলাপিয়া বেচে, আমি ঐগুলো কিনি। মেড ইন চায়না অ্যাভয়েড করি :)
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২২:০৩474490আপনারা কেউ একটু মিনেসোটার হিউস্টনে গেলেও তো পারতেন? বুলবুলভাজাই লিখতেন না হয়? https://www.festivalofowls.com
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২২:০০474489একলাখের বেশি লোক হয়েছে!!! লজ্জার কথা
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২১:৫৬474488অভ্যু, তেলাপিয়া খাই নি বেশ অনেককাল।লোকে এমন ভয় দেখিয়েছে, পড়ে ভয় পেয়েছি যে তেলাপিয়া বাদ। বেগুন আলু বড়ি দিয় পাতলা ঝোল ধনেপাতা দিয়ে কী ভালোবাসতাম! কতদিন খাইনি:-(
ডিম আমি ভালোই পাই,ফার্ম ফ্রেশ, নীল রংয়ের ডিমও পাই, কাজেই লোভ দিলাম না।
T | 103.15.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৫৪474487ব্রিগেড কানায় কানায় ভর্ত্তি থাকা মানে ছ লাখ লোক হয়। লাখ দেড়েক মতন লোক হয়েছিল ম্যাক্স।
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৫০474486আহাহা, তৃণমূলের পাল্লায় পড়ে কচি ছেলেটি বখে গেলো গো। শিপিয়েম থাকলে আজ জগৎসভায় ইত্যাদি।
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২১:৪৯474485দু আমি তো এখনও দু:খ পাই, ছেলের তো আবার ছোট থেকে 'অপোমানও' হয়।
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৪৮474484তবে মাছের চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিম। ভাইট্যাল ফার্মসের প্যাস্চুর রেইসড ডিম, এক্কেরে কমলা কুসুম, এক ডজন তিন ডলারে কিনছি। ফ্রেশ মার্কেটে ডিল দিয়ে পাঁচ টাকা ডজন, তার উপরে আমি একটা দুটাকার কুপন লাগাচ্ছি :)
পুরো দেশি মুর্গীর ডিম।
ঠিক জানিনা তবে নাকি ১০ লাখ মতো এসেছিল শুনলাম
দু | 47.184.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৪৭474482মিঠুনের সুনাম ছিল অনেসট বলে, ট্যাক্স ইত্যাদি নিয়ে যেটি তৃণর পাল্লায় পড়ে নষ্ট হয়েছিল।
Abhyu | 47.39.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৪৩474481মিঠুদি, বেগুন আর আলু বড়ি দিয়ে তিলাপিয়া মাছের ঝোল করেছিল আমার বউ, কি ভালো খেলাম! চাইনীজ বেগুনগুলো লম্বা করে কাটা, তেমনি মিষ্টি। লোভে পড়ে আবার আড়াই পাউণ্ড মাছ কিনে এনেছি :)
দু | 47.184.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৩৯474480বিয়ে বাড়ির ক্যামেরাম্যান এসে গ্যাছে ড্রোনের বদলে।
দু | 47.184.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৩৬474479ম আমরাও তো এখন স্যাড হই :))
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২১:৩৫474478কত লোক হয়েছে আজ সমাবেশে? কেউ জানে?
ম | 2601:247:4280:d10:bd79:afa4:d556:***:*** | ০৭ মার্চ ২০২১ ২১:৩৪474477হোপের কত ছবি দেখলাম কাগজে, তারপর আনন্দলোক মনে হয় বিশেষ সংখ্যা করেছিলো। আনন্দবাজারে রসালো কলমে সে রাতের বিবরণ ছিলো- সেই প্রথম এমন তারকা সমাবেশ! কত সহজ সরল বিনোদন ছিলো আমাদের জীবনে
দু | 47.184.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৩২474476দাদা শেষে দিলীপ ঘোষকে প্রণাম?
kc | 188.7.***.*** | ০৭ মার্চ ২০২১ ২১:৩১474475দিদি খেলা বার করে নেবেন। পাক্কা।