ভ্যাক্সিন দিতে কি হাসপাতালে ই যেতে হবে এই প্রশ্নের কেউ উত্তর দিতে পারেন কি?
হ্যাঁ ধন্যবাদ।
গতকাল দেখলাম এসফাইয়ের উদীয়মান নেতা শতরূপ এবং মিরাক্কেল খ্যাত সৌরভ পালোধির একটা ভিডিও দেখলাম, ফেসবুকে।
সেই ভিডিওতে ওনারা আশংকিত এই আমাদের মতন লিবারালরা কিরকম ভয়ংকর যারা আব্বাস সিদ্দিকি ও সিপিএম নিয়ে চিন্তিত। তা মূল বক্তব্য ছিল এইরকম যে লিবারালরা পচা, কারণ সিদ্দিকি যখন তৃণমূল ছিল তখন এনারা কেন চুপ ছিলেন? কেন লিবারালরা আম্ফানে যাদের ঘর বাড়ি গেছে তাদের যখন চাল চুরি হচ্ছিল তখন চুপ ছিলেন? আরও কিছু হ্যাজ এবং সীমাহীন ঔদ্ধত্য। মার্ক্স, লেনিন, বাখুনিন বুঝে এই মাত্র ইমপ্লিমেন্ট করে এলাম, কে ব্বে তোরা মুখ খুলছিস, এই ছিল মোটামুটি বক্তব্য।
ও হ্যাঁ আরও একটা আছে তাহল ফেবু বিপ্লবীদের গাল দিয়ে ফেবুতেই পোস্ট করেছে। হিলারিয়াস।
কন্টেন্ট হীন বাজে বুকুনি। কেন সিদ্দিকি? কি দরকার? তার মৌলবাদী সত্ত্বা সত্ত্বেও কি কারণে একটা বাম দল তার সাথে হাত মিলিয়েছে? তা ব্যাখ্যা করে নি, কারণ সেই ব্যাখ্যা নেই থাকলে করত। ব্যাপারটা শেষে এই দাঁড়াল - আমার পার্টি আমি করেছি তাতে কার বাপের কি?
তো ভাই, কারুর বাপের কিস্যু যায় আসে না। সিপিএম হারছে তাতেও কারুর কিস্যু যায় আসে নি। ত্রাণের চাল চুরি সিপিএম আমলেও ছিল এখনও আছে, এর সাথে সিপিএম বা তৃণমূল কারুরই খুব যোগ নেই, এ বাঙালীর মজ্জায় ঢুকে গেছে।
তবে কিনা ধম্ম আফিং, আমরা শুধুই মেহনতি মানুষের পক্ষে এইসব বলে অদ্যোন্ত মৌলবাদী, সাম্প্রদায়িক পপুলার ফিগারকে তুলে ধরলে দু চারটে প্রশ্ন শুনতে হবে। যদিও এই আমার মতন লিবারালরা জানে তার উত্তর নেই। সোজা কথা বলার ধক নেই যে আর কোন থই না পেয়ে পপুলিজমের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছি। তা সেটা বুঝি। ধন্যবাদ।
আহা!!
থেঙ্কু অভ্যু,
যেমন কনটেন্ট, তেমনই রত্না পাঠক শাহের প্রেজেন্টেশন। আমিতো ওঁর সেই 'মন্ডী' ফিল্মে সাইড রোল থেকেই ফ্যান।
একলব্য ভোপালে তিরিশ বছরের পুরনো সংস্থা। পেডাগগি নিয়ে ভালো কাজ করছে।
ওঃ কী মঞ্চসজ্জা! একজন আবার হাসছেন আর তর্জনীনির্দেশ করছেন, আর একজন হাতজোড় করে সম্ভবতঃ উপরের দিকে ভক্তি নিবেদন করছেন। ঃ-)
শুভেন্দুর মঞ্চে ‘নাটক’, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ওঠবস করে ‘প্রায়শ্চিত্ত’
বুধবার খড়গপুরের পিংলায় চলছিল সভা ছিল শুভেন্দুর। ওই মঞ্চেই বিজেপিতে যোগ দেন সুশান্ত পাল নামে তৃণমূলের এক নেতা। তাঁকে যখন ডাকা হয় তখনই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সুশান্ত হাতে মাইক্রোফোন তুলে নিতেই সকলে ভাবতে থাকেন, কেন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, তা নিয়ে কিছু বলবেন। কিন্তু আচমকাই কান ধরে ওঠবস করতে শুরু করেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন অনেকেই। তৃণমূলে থাকাকালীন জেলা সভাপতি অজিত মাইতির ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত ছিলেন সুশান্ত। শুভেন্দুর ‘অনুগামী’ হিসাবেও তাঁকে চিনতেন দলীয় কর্মী এবং সমর্থকরা। মঞ্চে সেই ‘অনুগামী’র কীর্তি দেখে মুখ ফিরিয়ে নিতে দেখা যায় শুভেন্দুকেও। ৪ বার ওঠবস করার পর থামেন সুশান্ত। এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘‘তৃণমূলকে জেতানোর জন্য যা করেছিলাম তা ঠিক করিনি। তাই কান ধরে ওঠবস করে তার প্রায়শ্চিত্ত করে বিজেপিতে যোগ দিলাম।’’
আসলে পাতি কথা মিডিয়ার হাতে কোনো খবর নেই। আর জনতাও ভোটের আগে গরমা গরম কিছু চাইছে। তাই এসব দল বদলের খবর গুলো দিয়ে টিআরপি বাড়ানোর চেষ্টা।
পেপার আর টি ভি দেখে ভাবি শুধু দল বদলে কিছু লোক আর তাদের দলেরা কত ফুটেজ পায় যেন এতে কত কি এসে যায় যায়।
অর্জুন দেব জীর ছবি পাই নি, তরু সিং জির পেয়েছি। লিংকলাম
বা বা এখন ভাঁজে ভাঁজে ভাজপা !
অরণ্য দা ঠিক আছে, তাই হবে।
আকাবাবু ফেবুতেও ভাজপার খোঁজে উঁকিঝুকি চালাচ্ছিলেন, ধরা পড়ে গিয়ে রেকো খেয়ে গেছেন।
আকাবাবুকে যোসিতাদেবী সেই বিশ্বরূপান্তুয়া সেজে কব্বেই বিজিপির দিকে টানার চেষ্টা করেছ্যাল। ওরা ছিপ ফেলে বসেই থাকে।
ওটা পাঁচ কামরা কর, যদি আটলান্টা বেড়াতে এসে তোমার অতিথি হই , একটা প্রশস্ত গেস্ট রুম দরকার
বি, পাগল নাকি?
অরণ্য দা, ভাবছি 2 মিলিয়ন আর আটলান্টায় একটা চার কামরার বাড়ি, কম হয়ে গেল?
"না চাইলেও বিজেপিতে যেতে বাধ্য করা হচ্ছে’, মন্তব্য শিশির অধিকারীর"
আপনারা ফেজটুপি আর তক্কি গুলিয়ে ফেলেন কেন!!
ফেজটুপিহল এই জিনিসটা-
ফেজটুপি একটি আদ্যন্ত সেকুলার ব্যাপার, কামাল আতাতুর্ক, কবি নজরুল ইসলাম, মওলানা আবুল কালাম আজাদ - এঁরা সব ফেজটুপি পরতেন। এঁদের সেকুলারত্ব নিয়ে আপনাদের কারো মনে দ্বিধা আছে?
আর তক্কি বা https://en.wikipedia.org/wiki/Taqiyah_(cap) হল যথেষ্ট মৌলবাদী ব্যপার। তক্কির বাংলা হল Skull Cap. এই নামটির উত্পত্তি কোত্থেকে তা নিশ্চয়ই জানেন। আর শুকতারায় পড়া সেই পার্সী ইনভেডারদের সঙ্গে আসা প্রফেশনাল চামড়াছোড়দের গল্প ভুলে গেলেন!! আমি বেশী ব্যাখ্যায় যাব না, আমি চাই না বিজেপির ঘৃণাপ্রসারকরা আমার থেকে ক্লু পাক। মাননীয় মোরারজীজীর সময় ওরা এ বিষয়ে প্রগাঢ় পাণ্ডিত্য দেখালেও এবারের মোদীজী যুগে ওরা এ বিষয়ে এখনও ক্লুলেস।
যোয়ান বয়েসে সারা উত্তর ভারত টহল মেরে বেড়াতাম স্রেফ শিখ গুরদোয়ারা আর তাদের লঙ্গরের ভরসায়। পুত্রস্নেহে তারা আশ্রয় দিয়েছে, খাইয়েছে সর্বার্থে সঠিক রাস্তা বাতলে দিয়েছে বিদায় দেবার আগে। -- এমনই কোনে এক গুরুদ্বারের দেওয়ালে টাঙ্গানো হাজার ছবির মধ্যে একটি ছবি ছিল শিখদের পঞ্চম গুরু অর্জন দেবের। ছবিটা ছিল মুঘলদের হেফাজতে তাঁর টর্চারের। ছবিটা আমায় মনে পড়িয়ে দিয়েছিল শুকতারার সেই চামড়াছোড়দের কথা। আর আপনাদের আলগোছে যত্রতত্র ব্যবহার করা 'ফেজটুপি' শব্দবন্ধ আমাকে মনে করিয়ে দেয় - গুরু আর্জানের সেই ছবিটির কথা।
ভাল কথা, সেই ছবিটি নেটে খুঁজে পাই নি। পেলেও লিঙ্ক দিতাম না। নিজেরা নেটে খুঁজতে গেলে পাবেন আর্জান দেবজীর এমন একটি ছবি, যেখানে গুরুজী জাহান্নামের আগুনে বসে পুষ্পের হাসি হাসছেন, আর তাঁর স্কাল টাল সব দিব্যি পাগড়ী দিয়ে ঢাকা, তার ওপর কেউ পরম ভক্তিতে গরম জল বা পীচ ঢেলে দিচ্ছে। আমার দেখা ছবিটিতে .... বুঝতেই পারছেন... (কখনো কখনো মনে হয় সেন্সরশিপ অচ্ছা হ্যায়)
দূর!
http://nri4sonarbangla.com/# তে ক্লিক করলে একটা পাতা খুলছে। সেখানে কনট্যাক্টে ক্লিক করলে এই পেজ খুলছেঃ http://nri4sonarbangla.com/contact-1/. এদিকে ঠিকানা ক্যালিফোর্নিয়া উদিকে গুগল ম্যাপ দেখাছে লন্ডন আই।
আকা খবদ্দার। এরা বিজেপি নয়। একদম ক্লিকাবেন্না
শিশির সম্ভবতঃ বাবর কিম্বা ঈশ্বরী পাটনী। পিটি ১৬ঃ০৫ ।
আসতই,সুযোগের অপেক্ষায় ছিল ;)
যাক, আকা-র একটা হিল্লে হয়ে গেল, আর চাকরি-র যাঁতায় পিষ্ট হতে হবে না :-)
উরিশ্শাল্ল্লা এখানে লিখলাম ওদিকে ফেবুতে ফ্রেণ্ড রিকো এসে গেছে - ফরমার ইনচার্জ অফ বিজেপি সোশ্যাল মিডিয়া সেল। মাক্কালি বলছি, একটুও বাড়িয়ে বলছি না।
বিজেপি হতে এত মুশকিল কবে থেকে হল? মিস কল দিলে আর বিজেপি মেম্বার হতে দিচ্ছেনা?
আকা-কে কন্টাক্ট আম্মো দিতে পারি, এনারাই বন্ধুরা আছে - বিজেপি, আরেসেসের বিগ শট , কিন্তু প্রচার করতে হবে, মুফতে নো মাল্লু
পিটি, আমি জাস্ট এটা বলতে চাইছি যে অন্যের পোস্ট-কে তো কন্ট্রোল করতে পারবেন না। একমাত্র নিজে কী লিখবেন সেটাই আপনার এক্তিয়ারে, দ্যাটস অল
আপনি প্রশ্নের সরাসরি উত্তর দেন না, ঘুরিয়ে কথা বলেন - এ আমার পর্যবেক্ষণ। সেটা বিরক্তিকর, তার জন্য ও কেউ ক্ষেপে গিয়ে গাল দিতে পারে, কিন্তু আপনার অধিকার আছে সেই মোডে থাকার। সব মানুষ-্কে ছাগোল বলেন না জানি, কিন্তু কিছু লোককে তো বলেন, দীর্ঘদিন ধরেই বলছেন, সেটা বন্ধ করে দেখতে পারেন গালির পরিমাণ কমে কিনা
অবিশ্যি গাল মানুষ এমনি এমনিও দ্যায়, হরলিকস খাওয়ার মত। সেক্ষেত্রে যাই করুন, লাভ নাই।
এই দেখুন না, শ্রদ্ধেয় 'গেঁড়েমদনা' আমায় ন্যাকা বলে গাল দিলেন (অবিশ্যি যীশু-ও বলেচেন, সেটা বোধায় পোশংসাই হবে)।
এখন মাননীয় গেঁড়েমদনা-র পোস্টতো আমি কন্ট্রোল করতে পারব না। কিন্তু উনি যদি একটু আঙুল দিয়ে দেখান মদীয় কোন পোস্ট-্কে ন্যাকাপনা মনে হয়েচে, তাইলে ভবিষ্যতে শুধরে নিতে পারি
আকাদার জন্য http://nri4sonarbangla.com/#
কল্যাণ চৌবেজীকে নমন ভেজে দিতে ভুলবেন না।
টলিপাড়ার হিরো হন অথবা ভাজপা(আম্রিকা)-কে মেইল করুন।