খালিপেটে বিপ্লব হয় না। মনে রাখবেন বিপ্লবীগণ। :-)
বড়েস ১টা ৫৯: ছিছি! নয় একটু পোস্ত আর শুঁটকি নিয়ে আলোচনাই হয়েছে। তাই বলে সুদীপার রান্নাঘর বলে গাল দেবেন!!
এখানে বিপ্লব আসবে না কচু/সু।
কোন লাইনে বিপ্লব আসছে জানাবেন। দাঁড়িয়ে পড়ব।
আর ব্রিগেডে যা দেখলাম, শুনলাম সবই আব্বাসের দলের লোকজন।
পিসির তোষণ নিয়ে সবথেকে বেশি ভোকাল উনিজির দল, আর পিসিরই হিন্দু স্ট্রেইনরা, অত সহজেই গুলিয়ে দেওয়া যায় নাকি?
কত টাকা মারল কোনো হিসেব আর পাওয়া গেল না
সাড়ে ছ পার্সেন্টরা এতদিন চেল্লাত পিসি সংখ্যালঘু তোষন কোর্চে। তাতে বিচিপির সুবিদেই হয়েচে। যদিও পিসি ভোটের জন্য তোষন করলেও সেটা তবু কিচু লোকের উপকারে লাগত। ইদিকে এখন পাপোশতাল মার্কা আব্বাসের সঙ্গে জোট বাঁধতে ছিপিয়েমের আপত্তি নেই। জনতা কি পোকিতই ছাগল রে দাদা?
অবশ্য ঠিকই আচে। আত্মঘাতী বাঙালি হলে আত্মঘাতী ছিপিয়েম হতে অসুবিদে কোতায়? যদি তাতে পিসিকে হারিয়ে বিচিপিকে আনা যায়।
রামদেব? ধুস। সিদ্দিকুল্লা বামে যোগ দেবে না? তাহলে আর কি হল?
কীভাবে আসছেন? যোগবলে? :-)
এককালে তো অটলজি ল্যাল্ল্যাল করে শিপিএমের সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে এসেছিলেন, ছবিটবিও আছে, উনিজিও সেরকম করে এলেই জোট হয়ে যাবে, ইনশাল্লাহ।
এইমাত্র খবর এল বাওয়া রামদেব নাকি সদলবলে বাংলায় আসছেন, উনিও বামৈস্লামিক জোটে যোগ দেবেন, উনি সেকুলার হিন্দু মহা টেমপ্লেট নামে একটি দল খুলেসেন।
শিপিএম ব্যাংকরাপ্ট, বিজেপি হারামি, বাকি থাকে কে? নীল পার্টি। নীল পার্টি মানেই জো বাইডেন।
না না কেসি সিরিয়াসলি যদি কানেকশন থাকে তাহলে সিপিএমকে বিজেপির সাথে জোট বাঁধতে বলে দেখতে পারো, কেন্দ্রে দু একটা মন্ত্রীও হতে পারে, আমাদের ছেলিব্রেশন হবে।
ভাজপা আর তিনো। আসলেই প্রচুর পয়সা আছে দুটো পার্টিরই। আর দুটো পার্টিই আসল ধান্দাবাজী করেই চলেছে। অন্কা বন্কা শন্কা করে একটাকে ভোট দিয়েই দিন।
সাড়ে ছ পার্সেন্টরা এখনও গিফট দেওয়ার রেস্ত রাখে?
মাইরি এবার হেসে ফেলব, অনুমতি না নিয়েই।
বিজেপি, শালা পুরো হারামিদের দল কিন্তু কোন বক্কাবাজি নেই। বলে যে আমরা হারামি, ক্ষমতায় এলে সকলের জি মারব, তাও সবাই ভোট দেয়।
বিজেপিতে গেলে নাকি ১০০ কোটি নস্যি। সাথে বিলেতে তিন কামরার ফ্ল্যাট।
যাঃ, সিপিএমটাও ব্যাংকরাপ্ট হয়ে গেল? কেউ একটা পার্টি বলুন প্লিজ যেটা এখনো ব্যাংকরাপ্ট হয়নি। সেটাকে সাপোর্ট করব।
ব্যাঙ্করাপ্টদের নিয়ে এত চিন্তা!!! শিপিএম নিজেও এত চিন্তা করেনা মনে হয়।
কখন হাসব বলে দিও কিন্তুক।
কেসি এট্টু বক্কাবাজি ছেড়ে বোঝাক আব্বাসকে ছিপিয়েমের গিফট টু বিচিপি বোল্বনা কেনো?
ওকে আকাদা।
এই সিপিএম-্তিনো-বিজেপি তর্জাটা চলুক। এইটা না চললে গুরু ফাঁকা। তখন মনেহয় সুদীপার রান্নাঘর দেখছি।
বিগেসকে চট করে বলে নিই, আমি ইমেল করব, একটু কাজ বাকি আছে, গত কদিনে যাস্ট দম ফেলার সময় পাই নি।
সিপিএম দলটা পুরো ব্যান্ক্রাপ্ট।
কেউ নিজ ধর্ম পালন করেও সেকুলার হতেই পারে। কিন্তু আব্বাস সিদ্দিকিকে কেউ যদি সেকুলার বলে মনে করে তাহলে ঘুড়ায় হাসবে।
ইনি ক্ষমতায় এলে নুসরত জাহানকে গাছে বেঁধে পিটবেন বলেছেন কারণ নুসরত দেহ দেখিয়ে ব্যবসা করে তাই সে সঠিক মুসলমান নয়। তারসাথে মঞ্চ শেয়ার করছে ইয়েচুরি, সূর্যকান্ত মিশ্র, বিমান বোস।
বাঙলার লোকের তো রাণীমা আর উনিজীই পছন্দ। তাইলে ওসব বাম আইডিওলজি নিয়ে এত চিন্তা কেন জনগনের তা বুঝিনা। বেঙ্গল ডিজার্ভস রাণীমা অ্যান্ড উনিজী। লেট দেম এন্জয় অর সাফার দ্য কনসিকুয়েন্সেস অব দেয়ার চয়েসেস।
মানে, পুজোটুজো ভালোই, দুর্গাপূজা ঈদে মানছ বিরিয়ানিও ভালো, সফট হিন্দুত্ব আরও ভালো, কিন্তু জনসভায় ম্যাক্সিমাম দাড়ি অবধি চলতে পারে, দাড়ি আর ফেজটুপি একসঙ্গে চলবেনা। সে যদি আদ্যন্ত সেকুলার বার্তা দিয়ে বক্কাবাজি করে তাও চলবেনা।
কখন হাসবো বলে দিও।
আমি যত দেখছি এই আব্বাস সিদ্দিকিকে, তত অবাক হচ্ছি। সিরিয়াসলি? মানে এই লোকটার সাথে সিপিএমের জোট? আর তাতে কেসি এবং টি উচ্ছসিত?
এই আরও দেখুন আব্বাস সিদ্দিকিকে, শুনেও নিন।
সেলিম বলেন কেউ একটু জনতাকে চুপ করতে বলুক মাইকে যাতে বক্তৃতা টা এগোয় ঠিকভাবে। অধীর কোন রেগুলার বামদলের নেতা হলে বা সভাটি কংগ্রেসের ডাকা হলে আরামসে লোক কে থামাতেও পারতেন ঐ তো সামান্য ব্যপার
এই প্রেস নিয়ে আমি হতবাক।