বোধি, মার্কেজের সাংবাদিক গদ্যের একটা কালেকশন বেরিয়েছে। দ্য স্ক্যাণ্ডাল অফ দ্য সেঞ্চুরি। ১৯৪৯ থেকে নব্বইয়ের কিছু আগে অবধি বিভিন্ন কাগজে লেখা থেকে নিয়ে। দেখতে পার।
অবপ যদি শুভেন্দু র কথা গুলো না ছাপে, তাহলে তো অবপ এর ভুল। চয়েস এর দোহাই দিয়ে অপ সংস্কৃতি কে তো আড়াল করে রাখা যায় না। মানুষ কে তো দেখানো দরকার তাদের নেতা নেত্রী দের সংস্কৃতি টা কি, তাদের মানসিক সুস্থতা আছে কি নেই। আর যদি বলে ছেপে কি লাভ মানুষ তো জানে। তাহলে বলবো বাকি ভাষণেই বা এমন কি বলেছে যেটা মানুষ জানে না ।
আবাপ r বিজেপির সপক্ষে বায়াস দেখানোর জন্য এরকম লিটেরাল রেফারেন্স দরকার আছে বলে মনে হয় না। প্রচুর বায়াস এমনি ই আছে।
শুভেন্দু বিভিন্ন সভায় অভিষেকের উদ্দেশ্যে কাকা কী বলল, জ্যাঠা কী বলল, মামা কী বলল এরকম সব বলে। জ্যাঠা হলো সৌগত, কাকা কল্যাণ, মামা পার্থ। নামের সাথে সম্বোধনগুলো জুড়েই বলে। আবাপ কী সেসব ছেপেছে ? অভিষেকের কথাটা ঐ কথার এক ধাপ ওপরে। একটা কাগজের নীতি তো হতে পারে কারোরই ভুলভাল কথা ছাপব না। তাতে অসুবিধে কোথায় ?
এই নিন পুরো বক্তৃতা। 1:00:40 মার্ক থেকে দেখতে থাকুন। পেয়ে যাবেন।
আবাপ কেও দিন ও ছাপতে বলুন
নিন অডিও ভিজুয়াল। আসলে মিডিয়ায় কাজ গুলো তো এখন আমাদের করতে হবে, কি আর করা যাবে। নিননিছারা নানান নিকে খোঁচাতে থাকুন।
দেখুন ও দেখান।
এই যে দেখুন, মুুরশিদাবাদে
অডিও ভিজুয়াল দিন।
কাল নিজে কানে শুনেছি। হাম্বা হাম্বা রো রো।
অঙ্কা, বঙ্কা, শঙ্কা তো পেপারেও (এই সময়) বেরিয়েছিল।
নাড্ডা, চাড্ডা, গাডডা ও শুনেছি। জে পি নাড্ডা র গাড়ি তে যেবার ঢিল পড়ল তখন বলেছিলেন।
আম্বা রাম্বা, গাম্বা। রম্ভা সম্ভা জম্ভা। হাম্বা হাম্বা রো রো। নাড্ডা গাড্ডা ফাড্ডা। অঙ্কা বঙ্কা শঙ্কা
এসবের অডিও আছে?
ভাবছি যে ২০০৫-২০০৬ থেকে আবাপ কত বাম বিরোধী মিথ্যে কথা লিখেছে যেগুলো অল্পশিক্ষিত, উচ্চ্শিক্ষিত সব বাঙালীরা গিলে খেয়েছে!!
@S এই 'খেলা হবে' গানটার একটার পাল্টা বানিয়েছি। গাওয়ার লোক চাই। এই সুরে গাইলে বেশ হয়।
ওদের আরেকটা গান আছে 'মমতাদি আরেকবার' । ওটা ভাটে একবার পোস্ট করেছিলাম। ওটার ও একটা পাল্টা বানিয়েছি।
@PT আমি টিভি9 বাংলা দেখছিলাম, সত্যিই বেটার চ্যানেল। কান ঝালাপালা নেই। দেখলাম ভাঙরে না কোথায় প্রচুর মাটি কাটা হচ্ছে , নদী বোজানো হচ্ছে সেটা নিয়ে ভালো প্রতিবেদন করল। যেটা আজকাল কেউ করেনা।
দুজন উপস্থাপিকা মিলে খবর পেশ করছিলেন। সেটাও ভালো। ওভার অল ফ্রেশ লাগল।
এছাড়া মমতার কথা নিয়মিত এডিট করে অবপ। আম্বা রাম্বা, গাম্বা। রম্ভা সম্ভা জম্ভা। হাম্বা হাম্বা রো রো। নাড্ডা গাড্ডা ফাড্ডা। অঙ্কা বঙ্কা শঙ্কা। এসব যা তিনি নিয়মিত বলে থাকেন প্রচারে গিয়ে তার কিছুই অবপ লেখে না। এই সময় কিছুটা লেখে, এখন তাও কমিয়ে দিয়েছে।
একজন তাজা ভাইপো এট্টু বাপ তুলে কথা বলবে না! কীইইই যে সব দাবী করেন। :)
https://www.facebook.com/prasun.acharya.31
লজ্জিত
শ্যামাপ্রসাদ সংগীতটির মূলতত্ত্ব ঠিক অনুধাৱন কৰা গেল না
সিরিজ ২-১ জিতলেও ভারতের ফাইনালে উঠে যাওয়ার কথা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলতে গেলে বাকি তিনটে টেস্ট জিততেই হবে। অলমোস্ট ইম্পসিবল।
মঙ্গল গ্রহের যে এলাকায় রোভার এর নামার কথা সেই Jezero crater এর কথা বলেছে, সেখান গর্ত আছে লিখেছে, কিন্তু আসল কথাটাই লেখে নি, ওই ক্রেটারে বহু লক্ষ বছর আগে নদী/লেক ছিল, রিভার ডেল্টা ছিল - জল ও প্রাণের সম্ভাবনা আছে/ছিল কিনা সেটা জানার জন্য ওখানকার মাটির স্যাম্পেল জোগাড় করা উদ্দেশ্য.
প্রথম ইনিঙ্গসে ২৪১ রানের লীড রেখেছিল ইংল্যন্ড। তারপরেও ফলো অন না দিয়ে সময় নিয়ে পুরো ব্যাটিং করে, ডিক্লেয়ার করেনি। অনেকেই বলেছিল যে জো রুট বোধয় একটু বেশি সময় নিয়ে নিয়েছে; ইন্ডিয়া ম্যাচ বাঁচিয়ে দেবে। বাট জো রুট ওয়াজ রাইট। সেকেন্ড ইনিঙ্গসে ৫৮ ওভার খেলেছে ইন্ডিয়া। জো রুট এবং ইংল্যন্ড টীম কন্ডিশান, পীচ অনেক বেটার রীড করেছিল। ইন্ডিয়া হ্যাড নো ক্লু। টসে হারার পর কোনও গেম প্ল্যানই ছিলনা। এই সিরিজ ড্র হলে বা এমনকি ইংল্যন্ড জিতে গেলেও অবাক হবনা। জো রুট ইজ ইন আ গ্রেট ফর্ম। দেখা যাক।
সুদূর পাসাডেনা থেকেও ‘আনন্দবাজার ডিজিটাল’-এর সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে উত্তেজনায় স্পষ্টই থর থর করে কাঁপতে শোনা গেল স্বাতীর কণ্ঠস্বর। স্বাতীর কথায়, ‘‘গাইডেন্স, নেভিগেশন আর কন্ট্রোলই যে কোনও মহাকাশযানের চোখ ও কান।’’
আসলে স্বাতী বলেছিলেন, "গাহাইডেহেহেন্স, নেহেভিগেহেহেশন আহার কহহন্ট্রোহহলই যেহ কোহনওহ মহাকাহাহাশযাহানেহেহের চোহহখ ওহ কাহাহাহান।" আনন্দবাজার ডিজিটাল উত্তেজনায় স্পষ্টই থরথর ব্যাপারটা ফিল্টার আউট করে দিয়েছে। ভেরি ম্যাচিওরড রিপোর্টিং। শুধু আনন্দবাজার করতে পারত না। আনন্দবাজার ডিজিটাল (বোল্ড) বলেই পেরেছে।
এদিকে আবাপোদা গভীর উদ্বেগে
টেস্ট সিরিজ ইন্টারেস্টিং হচ্ছে।
সম্প্রতি শেষ হওয়া ইন্ডিয়া-অস্ট্রেলিয়া সিরিজ - প্রথম টেস্টে ভারতের ভরাডুবি, দ্বিতীয় ইনিংসে রেকর্ড লো ৩৬ রান, অস্ট্রেলিয়া ৮ উইকেটে গোহারা হারাল ভারতকে। কিন্তু পরের তিনটে টেস্টের মধ্যে দুটোতে জিতে সিরিজ জিতে ফিরল ভারত।
এবার হোম গ্রাউন্ডে ইন্ডিয়া-ইংল্যান্ড সিরিজে প্রথম টেস্টে ইন্ডিয়া হারল, দেখা যাক বাকি তিনটে টেস্টে কি হয়।
খালি পায়ে খেললে এ দশা হত না।
আশা করি পরের টেস্টটাও হারবে।
পি এম:-)))))
বোঝো! । কন্ঠ লঙ্গোট না পরলে কি হয়!