S | 2405:8100:8000:5ca1::ac6:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪৩472792সিবিআই লেলিয়ে দেব - এই ভয় দেখালে সবাই আইটি সেলের টুইট টুকে দেবে। সেখানে ১০০টা সেন্চুরিও কোনও কাজে আসেনা। কাঁচা ইংরেজী দেখে সেরকমই মনে হচ্ছে।
jhansi ki rani | 5.253.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৩472791
Abhyu | 47.39.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫১472790বেশ লাগল https://epaper.anandabazar.com/imageview_53933_72512448_4_71_04-02-2021_4_i_1_sf.html
dc | 122.174.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪১472789অমিতবাবুর মন্তব্যটা খারাপ লাগলো।
:|: | 174.25.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪০472788৮টা ২৫ মশয় কি আমাদের এলেবেলে বাবুর বাড়ির লোকজনকেও চেনেন নাকি?
৯টা ২১ সম্পর্কে বক্তব্য এই যে আন্টি ন্যাশনাল বলে কিছু হয় কি? কথাটা বোধহয় জাতীয় পিসি বা ন্যাশনাল আন্টি।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:6c66:3dec:9f81:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১১:২০472787কেন বোন বললে ঠিকাছে কেন? ফাল্তু মন্তব্য করা থেকে বিরত থাকলে কৃষক আন্দোলনের উপকার হয়। এটুকু করা যায়।
b | 14.139.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৭472786ওদিকে লিভারপুল নামক মেশিনটি হেরেছে। ম্যান ইউ কোন একটা দলকে নয় গোল দিয়েছে। ইস্ট বে ...
b | 14.139.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১১:১৫472785অহে অভ্যু, আজ সত্য মহারাজ লিখেছেন।
Amit | 203.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:৫৯472784কঙ্গনা মিয়া খলিফা কে বোন বললে ঠিক আছে।
সিএস | 49.37.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪৬472783কঙ্গনা, রিহানাকে 'পর্ণ গায়িকা' বলেছে। কিন্তু তাহলে মিয়া খালিফাকে কী বলবে ভেবে পায়নি।
avi | 2409:4061:90:f309:920f:e575:9718:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪২472782সব সেলেবরা বোধ হয় কঙ্গনাদিদি নিজেকে রাইট উইংয়ের মুখ হিসেবে ঘোষণা করায় ধর্মসঙ্কটে পড়ে নিজেদের মুখ দেখিয়ে গেলেন।
সিএস | 103.99.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৮472781বেহালাবাসীর টুইট নেই ?
Abhyu | 198.137.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৭472780নিন গান শুনুন - এক ঘন্টা পাঁচ মিনিট থেকে শুনলেই হবে - বৃদ্ধা যা গেয়েছেন তা আজকের কুড়ি থেকে চল্লিশ বছর বয়সী কারো গলায় শুনতে পাই নে।
জীবন আমার যেমন চলছে তেমনি ভাবে
সহজ কঠিন দ্বন্দে ছন্দে চলে যাবে
dc | 122.174.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৪472779"একট নন পারফর্মিং লিডার আর একটা ডিসগাস্টিং ন্যাশনালিজম এর ভারসনের সংগে থাকার এই ব্যাপক প্রতিযোগিতা সত্যি ই আগে অনেকদিন দেখা যায় নি"
একমত। মাইরি এই দুটোর মধ্যে পড়ে যাতা অবস্থা হয়ে দাঁড়িয়েছে।
"এই রেটোরিক আগে কখনো দেখেছো?"
না দেখিনি। এরকম ওপেনলি বোধায় আগে কেউ বলতো না, বা মেইনস্ট্রিমে এরকম রেটোরিক আসতো না।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:a479:5baf:6b30:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:২৪472778*একটা মত শুধু নিজের হলেই কি করে ঠিক হয় মাইরি। ----যুক্তিহীন ভাবে যখন ' এটা আমার ব্যাপার, তাই শেষ কথা ' ধরণের কথা আজকাল ডিবেটে খুব শোন যায়। এই পজিশন টা ইন্ডিভিজুয়ালিজম এর একটা প্রাতিষ্ঠানিক সুবিধেজনক ইনটারপ্রিটেশন মাত্র। দার্শনিক দিক থেকে দেখলে। প্রায় আত্মজীবনী ছাড়া কি ই ব লিখবো র , আর নিজের লেখা ছাড়া কি ই বা পড়ব, কনটেম্প্লটে করলেও সেই ঘুরে ফিরে এই মহাবিশ্ব এবং আমি ইত্যাদি কন্ডূয়ন - এই অবস্থান গুলির মত:-))))
এই হঠাৎঅ ন্যাশনালিস্ট হওয়া স্পোর্ট সেলিব্রিটি দের সমস্যা হল, তারা এমন একটা ভাব করছে, যেন কৃষক রা অর্থনৈতিক দাবী দাওয়া তুলে খুব স্বার্থপরের কাজ করছে। এরা বিদেশী গাড়ি ইমপোর্ট করতে ট্যাক্স ওয়েভার চায়। কি ধরণের লোকজন।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:a479:5baf:6b30:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:১৬472777আমিও অন্যের মত বলছি না :-)))) একটা শুধু নিজের হলেই কি করে ঠিক হয় মাইরি:-))))
কিন্তু বস্তুতপক্ষে একটা যুদ্ধে যেখানে তুমি পার্টি ই নও, সেখানে তোমার শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা তোমাকে একটা দিকে নিয়ে গেছে।
তুমি বড়লোক কিনা জানি না। মনে হয় যথেষ্ট বড় লোক নও। আর বিখ্যাত কিনা জানি না, মনে হয় যথেষ্ট নও। ওগুলো হলেই , এই সব জন লেনন মার্কা ফুসু ফুসু তোমার দেশ নেই বলে পার পেতে না। ইনফ্যাক্ট এই কথাটা পাড়ার হোয়াট্সায়াপ গ্রুপে বলে ও পার পাবে না। :-)))) দেখবে পাড়ার মেসোমশাই মাসীমারা তোমায় অ্যান্টি ন্যাশনাল বলছে। :-))))
পার্সোনাল মতামত স্পেস ইত্যাদি কে মোদীর দল সম্মান করে না। তাদের হয়ে যারা গলা ফাটায়, তারা তোমার পারসোনাল স্পেস নিয়ে চিন্তিত না। বাজে ইউকুইভ্যালেন্স পরিত্যাগ করাই। দিজ ইজ নট আ পারসোনাল ফাইট। সেলিব্রিটির মধ্যে কি স্বরা রা বা অনুরাগ কাশ্যপ রা নেই, অবশ্যই আছে, বাংলাতেও সেনসিবল লোক খুব কম হলেও আছে, কিন্তু সমস্যা হল একট নন পারফর্মিং লিডার আর একটা ডিসগাস্টিং ন্যাশনালিজম এর ভারসনের সংগে থাকার এই ব্যাপক প্রতিযোগিতা সত্যি ই আগে অনেকদিন দেখা যায় নি। আসামে বিজেপি নেতারা বলছে মিয়া দের ভোট চাই না, মুকুল রায় বলছে তিরিশ পারসেন্ট না পাই, বাকি সত্তরের শতকরা পঞ্চাশ ভাগ তো পাবো, এই রেটোরিক আগে কখনো দেখেছো?
dc | 122.174.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪৩472776বোধিদা, আমি পার্সোনালি এই আন্দোলনের পক্ষে। তাও বলবো সবারই পক্ষে আর বিপক্ষে মত দেওয়ার অধিকার আছে বা থাকা উচিত। আর দেশদ্রোহি টোহি জানিনা। আমার নিজের কোন দেশই নাই তো দেশদ্রোহী
(এসবই আমার নিজের মত)
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:a479:5baf:6b30:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৪০472775আজকাল স্রোত বিরোধী বক্তব্য রেয়ার। তবু মেঘ না চাইতেই জল। কচুরির দোকানে একটা হাইট শোনা গেল, বাংলায় বিজেপি তে কারা যাচ্ছে সম্পর্কে --- :-)))))))))))))))))))))))
" টাল , যারা মুসলিম দের দেখতে পারে না। মাল, যারা কেবলি কামাতে জানে। আবাল, যারা কিসু বোঝে না।"
সম্বিৎ | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৯472774ক্রিকেট টেস্ট কি কাল থেকে শুরু? মার্কিনে কে দেখাচ্ছে? উইলো মনে হয় রাইটস পায়নি।
দেখে নিন | 5.253.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৯472773মোদিজি কিভাবে দরজা ঠেলচেন। হাইট দেখে বোঝা যাচ্চে বাল নরেন্দ্র কমপ্ল্যান খেত।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:a479:5baf:6b30:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৫472772সব কটাকে চীন বর্ডারে যুদ্ধে যেতে বলা উচিত। তাহলেই লোকে চীনে সেনা বাহিনীর সংগে দেশের জমি দখল করবে আর ভগবান বুদ্ধের শান্তির বাণী টুইট হবে :-)))) চোর সালা।
dc | 122.174.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৫472771টি, অনেকদিন হলো টিভি দেখিনা ঃd
তবে রিহানা আর থুনবার্গকে অবিলম্বে পাকিস্তানে পাঠানো হোক!
হে গৌমাতা!
T | 103.15.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৫472770বোধবুদ্ধি কিশুই নাই, ছাগলের মতন ট্যুইট করেছে। রিহানা ট্যুইট কত্তে নাকি দেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়ে গিশল। মানে সে একেবারে সাংঘাতিক অবস্থা। স্রোতের মতন বিদেশি ট্যুইট ঢুকচে তো ঢুকচেই। সেনাবাহিনী অসহায়। ভাগ্যিশ মোদিজী হ্যান্ডেল কল্লেন :))
কে একজন খচরামি করে লিখেছে সেদিন রাহুল দ্রাবিড় ডিক্লেয়ার করে ভালোই করেছিল। :))
পিটি উষা | 5.253.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৩472769
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:a479:5baf:6b30:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩০472768"এইবেলা নমনাদি সেরে নিন।" :-))))))))))))))))))))))
হামাড় মাতা নোতো কোরে ডাও
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:a479:5baf:6b30:***:*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২৯472767ডিসি , তোমার এই ইকুইভ্যালেন্সের দাবীর সংগে রিয়েল বা ভারচুয়াল সত্যের কোন সম্পর্ক নেই। পক্ষে বিপক্ষে টা ইসু না। কৃষকরা দু মাসের উপরে রাস্তায়, তাদের কাঁদানে গ্যাস, ওয়াটার ক্যানন, লাঠি , অসংখ্য কেস পেরিয়ে রাজধানী শহরের বর্ডার অবদি আসতে হয়েছে। নিজেদের দেশের রাজধানী তে ঢোকার অধিকার দেওয়া হয় নি। যুদ্ধবিদ্ধস্ত আন্তর্জাতিক সীমান্তের মত করে ব্যারিকেড করা হয়েছে। শনিবার চাক্কা জ্যাম তাও হবে। দাবী না মানলে অক্টোবরে চল্লিশ লক্ষ ট্রাকটরের মিছিল ও হবে। এত কিছুর আগে পরে কেউ নড়লো চড়লো না, এখন এক রিহানার টুইটে ক্রিকেট প্লেয়ার সহ সবার স্বদেশপ্রেম জাগ্রত হয়ে গেল, হাস্যকর। ক্রিকেটে ভারতকে না সমর্থন করলে লোককে পাকিস্তানি বলা হয়, চাষার ব্যাটা র জীবনের লড়াই য়ে ক্রিকেটার সমর্থন না করলে তাকেই অ্যান্টি ন্যাশনাল বলা উচিত। সীমাহীন পা চাটা ও চ্যাংড়ামি চলছে।
T | 103.15.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২৬472766কিশুই খবর রাখেন না। রিপাবলিক টিভি কাল রিহানাকে কংগ্রেস নেত্রী বলে দিয়েছে। এইবেলা নমনাদি সেরে নিন।
Amit | 203.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২১472765তবে সম্বিৎ পাত্র (বা হাঁড়ি) দা বেস্ট। এ নাকি আবার কোন টিভিতে রিহানা আর মিয়া খলিফা কে আন্টি-ন্যাশনাল বলেছে।
:) :)
dc | 122.174.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২০472764আমার মনে হয় কেউ পক্ষে বলছে, কেউ বিপক্ষে বলছে। সবারই নিজের নিজের মত প্রকাশ করার স্বাধীনতা আছে, তার জন্য গাল দেওয়ার দরকার নেই (অবশ্য গাল দেওয়ারও অধিকার আছে)।
হায় সাইকোফ্যান্সি | 5.253.***.*** | ০৪ ফেব্রুয়ারি ২০২১ ০৯:১৯472763