রবি ঠাকুরের চশমা
ছেলেটার জামার পকেট
ভদ্রলোকের পাঞ্জাবির বোতাম
ফোনের আর টেবিল ল্যাম্পের তার নেই
পাখার ব্লেড ভুল এঙ্গেল
ক্যালেন্ডারের লাস্ট উইকের ডেট ভুল রামকৃষ্নর উল্টো হাত
এখনো এটুকু
কী কী ভুল।
আরও আছে,
১। কলেজে রাজনীতি করার সময়ে সিপির হাতে মার খাওয়ার দাগ এখনও কপালে বয়ে বেড়াচ্ছি (আসলে চার বছর বয়সে সিঁড়ি থেকে হড়কে মাথা ফেটেছিল)।
২। নবারুণদা আমাকে একবার লাথি মেরেছিলেন। খুব লেগেছিল।
৩। লন্ডনে কেনসিংটন টিউব স্টেশনের পাশে যে বুড়ো ইটালিয়ানের দোকানে কফি খেতে যেতাম, সেখানে ১৯৩৩ সালের রাশিয়ান কম্যুনিস্ট পার্টির একটা প্যামফ্লেটের ৭/১৬ অংশ পেয়েছিলাম। পয়সা ছিলনা, তাই কিনতে পারিনি। অতএব দেশে ফিরে নারান-পাকুড়িয়া-মুড়াইলের বামপন্থী সংগঠনে মনোনিবেশ করলাম।
হয়নি। জালিম সমাজ টা খচরা সমাজে অলরেডি ইনক্লুডেড। টোটাল ইনক্লুসিভ আপ্রোচ। আরেকটা বাদ পড়ে গেছে। বড় শহর সব পেলো আমরা গেরাম সাইডের ছোট জায়গা বলে কিছু পেলেম না কো। :--))))
আমি অন্য অন্ত প্রাণ, তাই আগে ধর্ম তারপর অন্য কিছু।
যা শালা। সব্বাই আত্মজীবনী লিখবে। হেব্বি চাপ তো। জয় মা।:))))
আজ অরিজিৎ মুখার্জি যদি এটা শুনতেন ...
কিন্তু আগে কোনটা নামবে? ধর্ম না আত্মজীবনী? না কি দুটৈ একসাথে?
বইয়ের নাম কি হবে? একটি তরুন তুর্কীর জন্য?
ওহ!
ভাবা যায় না! বেউলোর সুবর্ণ সুযোগ!
ওরকম মনে হয়।
আসল সত্য হল পতিভা ব্যবহারের সুযোগ দিতে পারে নি এ জালিম সমাজ (আম্রিগা ইন্ক্লুডেড)
আঃ আসল কথা লিখতে নেই, হাবভাব এমন হবে প্রতিভা ফিটে ফুটে বেরচ্ছে, কিন্তু ঐ পরিবারের পিছুটান। তবেই না আত্মজীবনী সিনিমা হবে, ব্যাকগ্রাউন্ডে বেউলো বাজবে, পুরো পয়সা উসুল।
আমার তো পাতি 'পোতিভার অভাব' কেস। কিসুতেই কাটতি নাই।
অন্তস্থ জ লিখলে রেগুলার ত হয়ে যাচ্ছে , এল সি এম।
ভাগ্যিস কাল কিছু ক্যাওড়া লোক রেগে ফোর্টে ঢুকেছিল , তৃণমূল একটা আরেকটা কৃষি আ্যকশন পেল। কিন্তু এটা ভালো হল সবাই তে তেমন ভাবে পারে বিজেপির অসুবিধা করুক।
পাওয়ার লিগ কাঁপিয়ে দিয়েছিল, উইং দিয়ে দৌড়ত যখন মনে হত উড়ে যাচ্ছে।
বাই দা ওয়ে, আমার পাড়ার বন্ধু, ছেলেবেলায় একদম খেলতে পারত না, হঠাৎ কোথা থেকে কি হইল, খুব ভালো ফুটবল খেলতে শুরু করল, মনে হয় ম্যাজিক বুটজুতো পেয়েছিল। সেই থেকে আর্মিতে গেল, কর্ণেল না কি খুব উঁচু র্যাংকে উঠেছে। শুনেছি বাড়ি গেলে সাথে বন্দুক নিয়ে লোকে পাহারা দেয়। এখন রিটায়ার করে বাড়ি ফিরে খুব থটফুল বৃদ্ধাশ্রম খুলছে লোকালি। বিরাট জায়গা পেয়েছে পৈতৃক সূত্রে, সেটাকে ভালো করে তৈরী করেছে, ওর ওয়াইফ ডাক্তার বা নার্স, সারাদিন থাকবে। আমার ভালো লাগল বেশ ব্যপারটা।
আমি সিউড়ি বোলপুর ছাড়া কোথাও সেটল করতে চাই নি। কিন্তু সিউড়ি বোলপুরের কেউ সেটা চায় নি, তারা সংগত ভাবেই আমাকে জাস্ট বাবুর বাড়ির কেঁদো বিলেতি কুত্তা মনে করে। এরূপ দোটানায় আমার জেবন ভাজা ভাজা হয়ে গেল। :-)
হায়, আমি আমেরিকায় সেটল করতে পারতাম কিন্তু সেখানের টার্কি রোস্ট এমন ভয়ানক জঘন্য বাজে খেতে লেগেছিল যে পালিয়ে এসেছিলাম। একটি জালিম টার্কি।
আকা :-)))))
সত্তর টাকা মানে? আমি কাউকে কিছু দেব বলেছি বলে মনে পড়ে না:-))))
আমি "বিষ-ময়" দৃষ্টিতে তাকিয়ে আছি, কার দিকে বলার জন্যে সত্তর টেহা পাওয়া যাবে, পর্দার আড়ালে যোগাযোগ করুন।
না না সবথেকে ভালো কাটতি হল পরিবারের জন্য নিবেদিত প্রাণ, বাবার অসুখ, ভায়ের চাকরি, বোনের বিয়ে ইত্যাদির জন্য। নিদেনপক্ষে বাবা মা কে বৃদ্ধাশ্রমে যেতে যাতে না হয়, তারজন্য।
চান্স পাইনি ? কি চান্স পাও নাই ? তাইলে আরো ভালো হবে আত্মজীবনী, অকারণ ভিক্টিমহুড , জেনুইন দুর্ভাগ্য অথবা খচরা সমাজের চাপ -- তিনটের ই ভালো কাটতি।আরেকটা আছে , 'পোতিভার অভাব' , সেটার বিশেষ কাটতি নাই। :-)))))
আত্মজীবনী লিখে ফেলো। (শেষ পর্যন্ত ) যখন বিস্মিত হলাম।
অ্যামেরিকা সত্যি সত্যিই বিস্ময়ের দেশ। বড়ই আপনকরা। আমি চান্স পাইনি সেকথা সত্য, কিন্তু তাই বলে তো আর সত্যের পথ থেকে সরে যাওয়া যায়না।
কিন্তু শুরুতে তখন আমি প্রথম প্রথম আমেরিকায় এসেছি, চোখে বিস্ময়, এই লাইনটা না থাগলে কেউ পাত্তা দেবে না। আর বুদ্ধ রাজীব ব্যাড চয়েস। বেশি সাটল। আপনি অনুব্রত, দিলীপ , হেমন্ত , বিপ্লব দিয়ে শুরু করুন। প্রকৃত সাটল হবে।