S এর মতন একজন গ্রেগারিয়াস চমৎকার পোস্টার ১২ ঘন্টা আগে কেমন একটি (ওনার পক্ষে বেমানান) বিষাদমগ্ন পোস্ট দেওয়ার পর আর একটাও পোস্ট করলেন না।
আপনাদের মধ্যে যাঁদের কাছে S এর ফোন ইত্যাদি কনট্যাক্ট আছে, ওনাকে ফোন করে কথা বলে দেখবেন? কানাডার মতন জায়গায় বছরের এই সময়টাতে, বিশেষ করে দীর্ঘ রাতে কিন্তু ডিপ্রেশনের একটা সমস্যা অনেকের হয় |
ন্যাড়াদা, :)
দেখ বাপু, আমরা প্রাচীন লোক। ঋতু গুহ আমার আরেক টুরু-লাব। তবে কী জান, আমরা রাজেশ্বরী দত্ত নাম্নী এক পাঞ্জাবী মহিলার "এ মোহ আবরণ" শুনে বড় হয়েছি কিনা। অন্য টুরু-লাবেরা সেখানে ঠিক দাঁড়ান না। ইনক্লুডিং ঋতু আ্যন্ড সুবিনয়।
আজ সারাদিন আসা হয় নি বিশেষ , এখন পিছিয়ে পড়তে গিয়ে দেখলাম বরেসের পোস্ট
যদি সিরিয়াসলি লিখে থাকেন তাহলে @KC যেমন বললেন , যত শিগগিরি পারেন প্রফেশনাল হেল্প নিন
আর সম্ভব হলে এখানে বিভিন্ন বিষয়ে যেমন লিখছেন কন্টিনিউ করুন
যদি কোনোভাবে কাজে লাগতে পারি জানাবেন
বড়েস, কোনভাবে কাজে আসতে পারি কিনা জানাবেন।
বড়স, সিরিয়াসলি শুধুমাত্র ডাক্তারের হেল্প নিন। ডাক্তার ছাড়া আর কিছু না।
আগে একবার পোস্ট টি অন্য একটি ট ই তে পড়ে গেছে। অনিচ্ছাকৃত, কেউ ডিলিট করে দিলে উপকার হয়।
নিননিছা দের জন্য একটা গেম করা যাক। প্রতিটি নিননিছা পোস্ট,আমি যেগুলি দেখতে পাবো, তাতে আমি পোস্টের নাম ও ধাম উল্লেখ করে আমি স্পেকুলেট করব সেটাকে আমার কার কমেন্ট বলে মনে হয়। স্পেকুলেশন ই হবে। দেখি নোংরামি টাতে কতদূর যাওয়া যায়। মানে ব্যাপার টা কতদূর এগোলে গুরু চণ্ডালি আইডেন্টিটি নিয়ে সিরিয়াস ব্যবস্থা নেয়।
S আপনি ঠিক আছেন তো? নিজেকে একা ভাববেন না। কোনও দরকার হলে জানাবেন। এখানে একলাইন লিখে দেবেন। চিন্তায় রইলাম।
বড় এস, কি হল?
বড় এস তুমি কি সিরিয়াসলি বললে?
বাহঃ! এরকমই জানতে চাইছিলাম।
অনেক অনেক ধন্যবাদ কেকে।
যিনি আমায় প্রশ্ন করেছেন,
আমি পেন ফস্টার বলে একটা অনলাইন ইন্স্টিট্যুট থেকে এক কালে অন্য একটা কোর্স করেছিলাম। অ্যালাম্নাই হবার সুবাদে ওঁরা আমায় কেরিয়ার কাউন্সেলরের সাথে কথা বলার সুযোগ দিতেন। তো যখন পার্সোনাল ট্রেনারের জন্য কোর্স করতে চাইলাম তখন ওঁরাই এটা সাজেস্ট করেছিলেন। আমি আগের কোর্স নিয়ে বেশ স্যাটিসফায়েড ছিলাম বলে এঁদের ওপরে বেশ ভরসা ছিলো। তাই এতেই এনরোল করেছিলাম।
বেশ কিছু অর্গানইজেশান এই সার্টিফিকেসানটা করে দেখছি। এই সংস্থাকে বেছে নেবার কোন স্পেসিফিক কারণ আছে?
নিজে খঁুটে খেলে হয়, এক্স্পার্টের অপিনিয়ান চাইছি।
গোবর্ধন পিছিয়ে পড়েছেন। বিপ পালের সার্ভার বেশ কয়েক বছর হল ব্যবহার করা হয় না।
কেকে, ধন্যযোগ। আমি একটা প্রোজেক্ট করছি, আমার এক বন্ধুর সাথে সে পার্সোনাল ট্রেনার কিন্তু ওল্ড স্কুল, টেকনলজি বোঝে না। যদি কিছু দাঁড়ায় জানাব। আপাতত আমি তার টেক কনসালটেন্ট।
আজকের খুব ভালো উত্তর দুটি:
অভ্যুকে হুতেন্দ্র বাবুর ২১টা 59 আর অ-অ-কে সম্বিতের ২টো ১০! এক্কেবারে টু দ্য পয়েন্ট।
উত্তর লেখার জন্য ৭০ পঃ থাকলে এনাদের দেওয়া হোক।
এত লোকের নাম উঠল, আর এক কোর গুরু যিনি গুরুর সার্ভার হোস্টিং ইত্যাদি যোগান দেন তার নাম নেই - সেই বিপ পাল।
আকা,
আমি NCSF (ন্যশনাল কাউন্সিল অন স্ট্রেংথ্ন অ্যান্ড ফিটনেস) থেকে করেছিলাম। এদের কোর্সটা খুব কমপ্রিহেনসিভ ছিলো। এত ডিটেলে ছিলো যে অ্যানাটমি-ফিজিওলজি অংশটা বোঝার জন্য আমাকে ডাক্তার বাবার কাছে বসে পড়তে হয়েছিলো। এটা অবশ্য বেশ সাত আট বছর আগের কথা হবে। জানিনা তার পরে কিছু চেঞ্জ হয়েছে কিনা বা এখন কেমন হয়েছে। তবে এঁরা অ্যাক্রেডিটেড একটা কাউন্সিল। তুমি ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো।
অরিন এলেবেলের উচ্চ পোশোংসা করে বটে কিন্তু সে ত কমেন্ট পাবার আশায় করে। এ সেই মোদীজি আপ আম ক্যায়সে খাতে হো কেস। কে যে দাদা পোকিত পোশোংসিত পোন্ডিত (সংক্ষেপে পোপোপো) বুঝতে না পেরে ঘাবড়ে আচি!
কেকে, পার্সোনাল ট্রেনিং রিলেটেড অথেন্টিক মেটিরিয়াল কোথায় পাব? ACE বা NASM জানি। আমি খুঁজছি লেটেস্ট ট্রেণ্ড, আর পার্টিকুলারলি টেকনলজি অ্যাসেসমেন্ট। হাজারখানা টেকনলজি এখন মার্কেটে আছে, সবাই ক্লেম করে তারাই সবথেকে ভালো। যাদের চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় এমন ওয়েবসাইট বা অর্গানাইজেশন।
হিমাংশু দত্ত ছাড়া এনাদের আর কেউই সুরকার নন।
সাউথ পয়েন্ট সরকারী স্কুল নয়।
হিমাংশু দত্ত, সুনির্মল বসু, সুবোধ পুরকায়স্থ, প্রণব রায় এই সব সুরকারদের বিষয়ে জানার মত বই আছে ?
বামফ্রন্ট সরকার মাইনে বাড়িয়েছিল ত!!
গীতা ঘটকের গানের লিঙ্ক দেখে অনেক পুরনো কথা মনে পড়ল। আমাদের স্কুলের শিক্ষিকা ছিলেন। কিন্তু সত্যি বলতে স্কুলে থাকতে ওঁকে এতটুকু ভাল লাগাতে পারিনি। খুব হাসাহাসি করতাম ওঁকে নিয়ে। ক্লাসেও বড্ড েগে যেতেন। গান গাইতে গিয়ে এমন মুখের ভাব করতেন তাকাতে অসুবিধে হত। উনি জানতেন ওকে দেখে হাসার কথা। ওর একটা পেটেন্ট কথা ছিল 'আমাকে দেখে যে হাসছে,তাকে পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলে দেব। ধুলোর মত উড়ে যাবে।' এসব কেউ বলে !! অমন পাগলাটে টাইপ ছিলেন। চোখে কালো ডার্ক কাজলের নীচে আবার যে রঙের শাড়ি পরতেন সেই কালারের একটি হালকা লাইন থাকত।
শান্তিনিকেতন এক্সপ্রেসে শান্তিনিকেতন যাচ্ছি। এক কামরায় গীতা ঘটক। জানালার ধারে বসবার জন্যে ঝগড়া শুরু করলেন। উনি কামরায় সবচেয়ে বয়ঃজ্যেষ্ঠ তাই জানালার সিটটা ওর প্রাপ্য।
উনি অত বড় মাপের গায়িকা সেটা ডিস্কভার করলাম স্কুল ছাড়ার পরে। একদম শেষজীবনে আর্থিক কষ্টে ছিলেন বলে শুনেছি। তখন স্কুলে কী বা মাইনে পেতেন!
গুরুতে আমার উকিল বা মুরুব্বি কোনওটারই দরকার নেই, না আমি কারুর পিঠ চাপড়ানির প্রত্যাশা করি,না আমি কারুর পিছনে দল পাকাই।যাকে যা বলার স্পষ্ট করে বলতে ভালোবাসি। গুরুর জন্ম থেকে তো কম দেখলাম না:-)