ঐ | 37.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৫২470777নেকসট প্রেসিডেন্সিয়াল প্রাইমারিতে উড বি প্রেসিডেন্ট দেরকে ইতিহাস সমাজ আর রাষ্ট্রবিজ্ঞান বেসিক এর এক্সাম e বসাতে হবে .
অনেক নাচিয়ে গেলো ধনী হবার মাদুলি বিক্রেতা .
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৫২470776আমেরিকাতে কোনও কারণ না দেখিয়েই আপনার সার্ভিস নাকোচ করতে পারে যদি কন্ট্রাক্টে সেরকম লেখা থাকে। আমেরিকা ফ্রী মার্কেট। সেখানে দুটো পার্টির মধ্যে কন্ট্রাক্টে সরকারের বক্তব্য খুবই কম থাকে। মোটামুটি দুটো ক্ষেত্রে কন্ট্রাক্ট কোর্টে যেতে পারে। এক, যদি সেই কন্ট্রাক্টেই কিছু গোলমাল বেআইনি থাকে। দুই, এক পক্ষ যদি সেই কন্ট্রাক্ট না মেনে চলে।
ট্রাম্প চাইলে কোর্টে যেতেই পারে। কিন্তু সেখানে ঘোড়ার ডিম হবে সেটা ট্রাম্প নিজেও জানে।
dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৫১470775ডিসি, তাহলে টুইটার তো ঠিকই করেছে ট্রাম্পকে ব্যান করে
S, সেটাই তো মজা। এইসব নানা কনট্রাডিকশানের চাপে সোশ্যাল মিডিয়া উঠে গেলে বা কমে গেলে সবচেয়ে ভালো হয়।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৫১470774হ্যাঁ।
ধরুন আপনার ফেসবুকে অ্যাকসেস নেই। আপনার পনেরজন শত্রুর আছে। এবারে ভাবুন।
r2h | 73.106.235.66 | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৯470772পলিটিশিয়ান, প্রয়োজনীয় জিনিস কোনটা? সোশাল মিডিয়া?
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৫১470773গ্রেপ্তার হওয়া আর চাকরি যাওয়ার মধ্যেও পার্থক্য আছে। একটা সরকারি কাজ, আরেকটা বেসরকারি। ক্যাপিটালিস্টদের তো এসব বোঝা উচিত।
r2h | 73.106.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৯470772পলিটিশিয়ান, প্রয়োজনীয় জিনিস কোনটা? সোশাল মিডিয়া?
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৯470771স্টার্টিং পয়েন্ট হিসেবে ঠিক আছে। কিন্তু পুরো লিগ্যাল ফ্রেমওয়ার্কের বিকল্প নয়।
এইরকম একটা জমজমাট আলোচনার মাঝে সান্টা ক্লারা প্রিনসিপলটা দিয়ে রাখি:
https://santaclaraprinciples.org/
@পলিটিশিয়ান, @s, আপনাদের কি মনে হয়?
:-)
dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৮470770আরেকটা ব্যপার বন্ধ হওয়া উচিত, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য চাকরি চলে যাওয়া বা ইস্কুল কলেজে সেন্সর হওয়া। আজকাল এটা জলভাত হয়ে গেছে, কিন্তু এটা আমার বিরক্তিকর লাগে। সোশ্যাল মিডিয়া কি এমন জিনিষ যে তাতে পোস্ট করার জন্য চাকরি কেড়ে নিতে হবে? আর আমাদের দেশে তো কথাই নেই, লোকজন গ্রেপ্তার টেপ্তারও হয়ে যাচ্ছে।
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৭470769ডিসি, তাহলে টুইটার তো ঠিকই করেছে ট্রাম্পকে ব্যান করে।
dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৫470768বেসিকালি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা পাবলিশ হবে তার দায় সেই প্ল্যাটফর্মকেও নিতে হবে। এবার এর মধ্যে দরকারমতো কিছু ক্লজ টজ গুঁজে দেওয়া যেতে পারে। এই তো হলো ব্যপার।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৫470767প্রশ্নটা রাষ্ট্রের নয়। প্রশ্নটা হল কোন মনোপলির প্রয়োজনীয় জিনিসের ওপরে পুরোপুরি কন্ট্রোল আছে কিনা। একটা উদাহরণ দিলাম ওষুধ।
কমিউনিকেশন কোন ডিউ প্রসেস ছাড়া সেন্সর করার অধিকার থাকলে টুইটার কখনও লাভের জন্য সেন্সর করবে। বা কোন টুইট জাস্ট দেখাবে না। বা সময়মত দেখাবে না।
ধরুন আপনি চিরুনির ভালোমন্দ জানতে চান। কিনবেন। যারা গুগলে বিজ্ঞাপন দেয় গুগল শুধু তাদের ভাল রিভিউ দেখাল। বাকিদের খারাপ রিভিউ। কেমন হবে?
r2h | 73.106.235.66 | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৫470758পলিটিশিয়ান, একই রকম - ফেবু টুইটার ওসব তো পুলিশের মত রাষ্ট্রর টুল না। রাষ্ট্র ওসব জিনিসকে এত গুরুত্ব দিলে দানব তৈরি হবে (অলরেডি না হয়ে থাকলে)।
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৫470766পর্ণ সাইট না চললে টেড ক্রুজ অফিসে বসে কি করবে?
ঐ | 37.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৪৪470765মানুষের চাকরি পর্যন্ত মুখের কথায় আজও নট হয়ে যায় , টিন এজ ছেলেমেয়েরাও জানে ওষুধ আর মিডিয়া এক আইন এ রেগুলেট হয় না ,
কারো কোনো কাজ নেই আসলে :(
এইরকম একটা জমজমাট আলোচনার মাঝে সান্টা ক্লারা প্রিনসিপলটা দিয়ে রাখি:
https://santaclaraprinciples.org/
@পলিটিশিয়ান, @s, আপনাদের কি মনে হয়?
:-)
dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৮470763"প্রায়োরিটির লিস্টঃ ওষুধের দোকান, পর্ণ সাইট, তেলেভাজা, সোশাল মিডিয়া।"
একদম।
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:29e4:982c:dc7e:***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৮470762অর্থাৎ যেহেতু টুইটারের অ্যাক্টিভিটি কন্ট্রোল করে সেরকম আইন নেই, টুইটার কাউকে সেন্সর করলে ঠিকই আছে। কে জানত যে কখনো লিন্ডসি গ্রাহামকে এত ভাল লাগবে। :-)
"কারণ সত্যি যদি এক্সট্রিমিস্টরা কিছু প্ল্যান করে তা ডার্ক ওয়েবে করতেই পারে। যাসব প্রোফাইল দেখছি তাতে টেকনলজি কোন ব্যাপার নয়। "
dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৭470760তাহলে ২৩০ কে এমনভাবে পাল্টানো হোক যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে জব্দ করা যায় অথচ পানু সাইটগুলোর কোন ক্ষতি না হয়। সাপও মরবে, লাঠিও ভাঙবে না (অনেকগুলো পান আছে মনে হচ্ছে)।
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৬470759প্রায়োরিটির লিস্টঃ ওষুধের দোকান, পর্ণ সাইট, তেলেভাজা, সোশাল মিডিয়া।
r2h | 73.106.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৫470758পলিটিশিয়ান, একই রকম - ফেবু টুইটার ওসব তো পুলিশের মত রাষ্ট্রর টুল না। রাষ্ট্র ওসব জিনিসকে এত গুরুত্ব দিলে দানব তৈরি হবে (অলরেডি না হয়ে থাকলে)।
আর, তাহলে কি ধরে নেওয়া উচিত ক্যাপিটলে মার্চ করে শক্তি দেখানোর ডাক-টা আমেরিকা রাষ্ট্র দিয়েছিল, জনৈক ট্রাম্প নয়?
s | 100.36.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৫470757"তেমন হলে সেটা চিন্তার বিষয়।"
তেমনটাই হয়ে দঁড়িয়েছে। তাই চিন্তার বিষয় তো বটেই।
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩৪470756বলতে পারেন যে সেকশান ২৩০ আনাই হয়েছিল পর্ণ সাইটগুলোর জন্য ঃ))
dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩২470755এই রে! নানা, পর্ন সাইট উঠে গেলে বাঁচবো কি নিয়ে? তাহলে থাক বাবা।
r2h | 73.106.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩১470754s, না, আমি রাষ্ট্রপ্রধান নই।
কিন্তু সোশ্যাল মিডিয়া তো দেশ চালানোর জন্যে প্রয়োজনীয় জিনিস না, রাষ্ট্রর টুলও না। তেমন হলে সেটা চিন্তার বিষয়।
s | 100.36.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩১470753হা হা, হোয়াইট হাউস অ্যাটর্নি তো ডিওজে কি এফবিআই মনে হচ্ছে। কাকে অ্যারেস্ট করা হবে তার লিস্ট বানাচ্ছে। নাহলে বাইডেনের টিমের কেউ হবে।
dc | 122.174.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩০470752আকার সাথে একমত। আসল টেরোরিস্ট অপারেশানের প্ল্যানিং একেবারেই আলাদা লেভেলের। স্লিপার সেল অয়াক্টিভেট করতে হলে অন্যভাবে করা হবে, টুইটারে না।
এসব করে ফেবু টুইটার নিজেদের পিঠ বাঁচাচ্ছে। তবে এটা একটা সাংঘাতিক প্রিসিডেন্স হয়ে গেল, যে সোশ্যাল মিডিয়া চাইলে রাষ্ট্রপ্রধানকেও নিজেদের প্ল্যাটফর্ম থেকে ব্যান করতে পারে। এর উল্টো ব্যবহার হবেই।
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:৩০470751টুইটার, ফেসবুকের ভুমিকা পাড়ার তেলেভাজার দোকানের থেকেও কম।
lcm | 99.***.*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:২৮470750"... আমার বক্তব্য হল টুইটার যেটা করেছে তাতে আইন ও কোর্টের একটা ভূমিকা থাকা উচিত ..."
অফ কোর্স। ট্রাম্প ট্যুইটারকে স্যু করতে পারে। কোর্টে জিতলে অ্যাকাউন্ট ফেরত পেতে পারে।
S | 2a0f:df00:0:255::***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:২৮470749কঙ্গ্রেসে জাকারবার্গ দাবী করেছিল যে মায়ানমারের ঘটনার পরেই ওরা মডারেট করতে শুরু করে। এর সত্যাসত্য জানিনা।
@ডিসি, লিন্ডসি গ্রাহাম যে প্রোটেকশান তুলে দিতে চাইছে, সেটা তুললে সব পর্ণ সাইট উঠে যাবে। অতেব বি কেয়ারফুল বিফোর ইউ ইউশ সামথিং।
aka | 2600:1006:b155:10b1:9dae:f78:a50f:***:*** | ১০ জানুয়ারি ২০২১ ১০:২৬470748অ্যাকচুয়ালি এইসব করে কিসুই আটকাতে পারবে না। কারণ সত্যি যদি এক্সট্রিমিস্টরা কিছু প্ল্যান করে তা ডার্ক ওয়েবে করতেই পারে। যাসব প্রোফাইল দেখছি তাতে টেকনলজি কোন ব্যাপার নয়।
এই ব্যান খানিকটা সিম্বলিক, বাকিটা ফেবু, টুইটার নিজেদের পিঠ বাঁচালো।
মুশকিল হল এটা প্রিসিডেন্স। পাড়ার তেলেভাজার দোকান আর টুইটার, ফেবু এক নয়।