অরিনদা :)
তাই কখনো হয়? পর্ণহাবে অ্যাকাউন্ট কাদের থাকে আর তাদের ফলোয়ার কারা হয়, অ্যাঁ?
নতুন বলে শর্টপিচ ও বাউন্সারের স্ট্র্যাটেজি ক্লিক করলে।
সম্বিতের বুরিনজর। আড়াইশো অধরা। মানসিক চাপে হারবে?
"ট্রাম্প তো পাগল হয়ে গেছে ওর টুইটার ব্লক করায়: "
তিনি আপাতত পর্ণহাব থেকে পোস্ট করছিলেন তাঁর ফলোয়ারদের, পর্ণহাব অবধি ব্লক করেছে,
https://twitter.com/GeorgeTakei/status/1347714104652283904
তিনটে রানাউট।
ট্রাম্প তো পাগল হয়ে গেছে ওর টুইটার ব্লক করায়:
https://www.google.com.au/amp/s/amp.9news.com.au/article/7a1c646f-4f4a-44a5-994a-90c50608e3e3
বাংলার শেষ নবাবই ভরসা।
হার মানামানির কি! আমি তো আর খেলচি না। আমি দু লাইনের পোবন্দো লিকচি।
এত তাড়াতাড়ি হার মানবেন?
ফোর্থ ইনিংসে ভারত দাঁতে দাঁত চেপে ব্যাট করবে। ড্র হবে।
হনুমান বিহারীকে বসানো উচিত।
জঘন্য রান আউট।
আড়াইশো পেরোবে না। ১০০ রানের ডেফিসিট। এই পিচে ফোর্থ ইনিংস ইন্ডিয়ার, অলরেডি আনইভেন বাউন্স। টেস্ট মনে হচ্ছে মায়ের ভোগে।
টেস্ট খেলার ধৈর্য আর মানসিকতা এদের কারোর নেই।
আপনাদের দেখে জয় গুরু বলে সাইকোলজির কুয়োতে ঝাঁপ দিলাম। রেজাল্ট 14!
আমি আর ডিসি তাহলে তুতো ভাই।
আপনারা যাই বলুন আমাদের সময়ে এই নম্বর পেলে , মানে 70%, বাড়়িতে রসগোল্লার হাঁড়ি আসতো , পাড়ায় রাইকিশোরীরা যেচে আলাপ করত।
অনেকদিন বাদে প্রমিসিং (এখনো পর্যন্ত) এবং ইন্টারেষ্টিং
ইন্টারেষ্টিং এই কারণে করিম নাম তেরো বন্দিশ এই প্রথম তিনতালে শুনছি
১০ বছর।
Pro-Trump rioters can be jailed for "injury of federal property" under an executive order that was previously signed by the president.
অকারণ রান-আউট। এইসব ওই পাজামা ক্রিকেটের বদভ্যাস।
আজকাল টেস্টেও রেগুলার রানাউট হচ্ছে।
ট্রাম্প হল আধুনিক জিম জোনস - লোকজন সব কুলেড গিলেছে।
টুইটারের ট্রাম্প ব্যানকেই বোধয় রিপাব্লিকানরা লিমিটেড গভর্নমেন্ট বলতো ঃ))
আইন নিজের পথে চললে ট্রাম্প প্রথম এক্স প্রেসিডেন্ট হিসেবে জেলে যাবে একদিন।
গ্রেট। এটা আরো আগে হলে অনেক ভোগান্তি এড়ানো যেত .
আপদ বিদেয় হয়েছে (টুইটার থেকে):
না। ৬ তারিখের পর পেন্সও করবে বলে মনে হয় না।
বাইডেন কি ট্রাম্পকে পার্ডন করবে?
ইউগভের পোল বলছে ৪৫% রিপাব্লিকান ৬ তারিখের টেররিস্ট অ্যাটাক সমর্থন করছে। ১২% এর কোনও বক্তব্য নেই বা জানেই না ঘটনাটা সম্বন্ধে। আর ৪৩% রিপাব্লিকান বিরোধীতা করেছে। আরেকটু সময় দিলে ঐ ৪৫% আরো বাড়বে। এমনিতেই অ্যান্টিফার গল্প শুরু হয়েছে। আরো হাবিজাবি যুক্তি আসছে। কিছু রিপাব্লিকান লমেকাররাও সুর নরম করে, ভোট ফ্রড করলে এমনই হবে বলেই চলেছে। স্কামব্যাগ ম্যাট গেট্জ আছে তাদের মধ্যে।
যারা লিজার্ড পিপল, পিজাগেট, মার্স কলোনী, ড্রিন্কিং ব্লাড ইত্যাদিতে বিশ্বাস করে, তারা যে ভোটার ফ্রড আর অ্যান্টিফাও বিশ্বাস করবে, সেটাই স্বাভাবিক। মুশকিল হল এদের মধ্যে অনেকেই মনে করে যে সেদিনের ঘটনা অ্যান্টিফা ঘটিয়েছে, আবার সেদিনের অ্যাটাক সমর্থ্নও করে।
নিক্সনের শেষের দিকে একই রকম ভয় ছিল যে নিক্সন যুদ্ধ শুরু করে দিতে পারে। তখন তো কোল্ড ওয়ারও চলছে। সেই কারণে তত্কালীন ডিফেন্স সেক্রেটারি বলে দিয়েছিল যে যতই প্রেসিডেন্ট বলুক, তার পারমিশান ছাড়া যেন কিচ্ছু না করা হয়। এবারে তো পেন্টাগনেও সবই নিজের লোকজন।
অ্যান্টিফা বা যারই গল্প দেওয়া হোক না কেন, এফবিআই কাজ শুরু করেছে। এমনিতেই এফবিআই অনেকদিন আগেই বলেছিল যে ডোমেস্টিক টেররিজম সবথেকে বড় থ্রেট। এবারে সেটার উপর অ্যাকশান নেবে। অপেক্ষা করুন। ট্রাম্পকে ইম্পিচ করলে আর কাউকে পার্ডন দিতে পারবেনা। আবার প্রেসিডেন্টও হতে পারবেনা। সেনেটে মনে হচ্ছে সাপোর্ট আছে এবারে।
যাদেরকেই দেখিয়ে বলা হয়েছিলো যে এরা তো অ্যান্টিফা, প্রত্যেকটাকে কোনও না কোনও রাইট উইঙ্গের সর্দার হিসাবে প্রমাণ পাওয়া গেছে। সেইকারণেই এখন বহু লোকের বক্তব্য হল যা হওয়ার হয়ে গেছে, লেট'স মুভ অন। সেটি বোধয় হচ্ছে না। একদল লোক সত্যিই মনে করে যে ইফ ইউ আর পার্ট অব আ কমিউনিটি, ইউ আর অ্যাবাভ দ্য ল।
কিন্তু ছুঁড়বে কোথায়?
সেফগার্ড নাকি আছে, পালোসিকে বলেছে।
ধুর ট্রাম্প একটা মিসাইল না ছুঁড়লে হচ্ছে না।
ড্রামার আর সমস্যা কি! এক্টু ইম্পিচ ড্রামা, ইদিকে অ্যান্টিফা অ্যালিগেশান, তার ওপোর ট্রাম্প কিভাবে বাড়ি ফির্বেন সেই চিন্তা ! কত কি!