তা কেন? মিনিমাম ওয়েজ, অ্যাফর্ডেবল হেলথেকেয়ার, ফ্রী কলেজ এসব করলেও তো লোকের অসন্তোষ কমবে। আপনি তো কালকে সেটাই বলছিলেন।
কোর্ট প্যাক করার ক্ষমতা এই ডেমদের নেই। প্যান্টের রং পাল্টে যাবে।
তাহলে তো ভবিষ্যত দেখাই যাচ্ছে। ট্রাম্পের চেয়ে পাজী, কিন্তু বাইরে একটু পলিশড কোন ফ্যাসিস্ট আমেরিকার কফিনে পেরেক গাঁথবে শীগগিরই।
যেটা ইন্ডিয়ার ফ্ল্যাগ ওড়াচ্ছে , সেটা কি আসলে ইন্ডিয়ান ? নাকি কোনো আতাক্যালানে মাগা সাপোর্টার অন্য কিছুর ফ্ল্যাগ ভেবে টেবে নিয়ে হাজির হয়েছে ?
মনে হয় কোন দেশী চা-পাকোড়ার স্টল বসাতে গেছিল।
কোর্ট প্যাক করার ক্ষমতা এই ডেমদের নেই। প্যান্টের রং পাল্টে যাবে।
আর কোর্ট প্যাকিং? ওটা বেশী গুরুত্বপূর্ণ।
প্রাক্তন দেশী কর সেবক, অধুনা ইন্ডিয়ান অ্যামেরিক্যান (অ্যামেরিক্যান) দামোদরদাসের ভক্ত মাগা ডাম্পী প্রচুর আছে তো!! গুরুতেও খুঁজে পেতে পারেন। একমাত্র অনুপ্রেরণা "মুসলিম ব্যান"।। পতাকা ঠিক লোকের হাতেই ছিল!!
মনদির ওঁ হি বনায়্ঙ্গে ভাবনায় (আজীবন) দীক্ষিত!!
কেনো স্মিথ সেঞ্চুরি করলে আপনার কি উপকার। কি লোক মাইরি। স্মিথ কি ছতিসগড়ে নাগরিক গণতান্ত্রিক কনভেনসনে দু ডলার দিয়েছে? :-)))))
একট অজি ব্যাট , যে গোটা পিচে হেঁটে বেড়ায় তাকে নিয়ে আপনার এই অকারণ হোমো ইরোটিক মুগ্ধতার মানে কি। সকাল সকাল শত্রুপক্ষের নাম গান।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
প্রথ্মত ট্রাম্প পার্ডন নিয়ে তবেই হোয়াইট হাউস ছাড়বে। তাছাড়া এখন ট্রাম্পের পিছনে পড়লে ভিক্টিম প্লে করবে, লোকজন আবার সিমপ্যাথি দেখাতে শুরু করবে। ট্রাম্পকে ধরা হবে ট্যাক্সের ফাঁকে।
@Amit, নীচের গুলো?
রঞ্জনদা দেশদ্রোহী। সনাতন সভ্যতার বিরুদ্ধে স্মিথ-র সেঞ্চুরি র জন্যে প্রার্থনা করছে । এখুনি পাকিস্তানে পাঠানো হোক।
আমার প্রার্থনা: স্মিথ যেন সেঞ্চুরি করে।
কিন্ত পথের কাঁটা ব্যুমরা। নতুন বল যেভাবে ইউজ করছে।
যেটা ইন্ডিয়ার ফ্ল্যাগ ওড়াচ্ছে , সেটা কি আসলে ইন্ডিয়ান ? নাকি কোনো আতাক্যালানে মাগা সাপোর্টার অন্য কিছুর ফ্ল্যাগ ভেবে টেবে নিয়ে হাজির হয়েছে ?
এখনই সেরকম কিছু করার দরকার নেই। লোকেদের একটু শান্ত হতে দিক। দুহাজার ডলারের চেকটা সবার হাতে আসুক। সবাই ভ্যাকসীন পাক। তারপরে নাহয় দেখা যাবে।
ধীরে সুস্থে করলে আর হল না। করলে এখুনি। এটাই হচ্ছে ঐ যে বললেন, ইলেকশনের কনসিকোয়েন্স না বোঝা।
desi MAGA et al = = প্রাক্তন কর সেবক
desi MAGA et al
"India's Tricolour Flag seen waving at Washington DC Capitol Riots..."
এখনই সেরকম কিছু করার দরকার নেই। লোকেদের একটু শান্ত হতে দিক। দুহাজার ডলারের চেকটা সবার হাতে আসুক। সবাই ভ্যাকসীন পাক। তারপরে নাহয় দেখা যাবে।
ট্রাম্পকে একটু গুছিয়ে শাস্তি দিক না। বা এখন তো সেনেটও পেয়ে গেল। সুপ্রীম কোর্টে আরো পনেরো জন আল্ট্রা লিবারেল জাস্টিস ভরে দিক।
ইলেকশানস হ্যাভ কনসিকুয়েন্সেস। এটা রাইটউইঙ্গরা বোঝে। তাই ইলেকশান জেতার জন্য এত ডেসপারেশান। হেরে যাওয়ার পরেও রেজাল্ট উল্টে দিতে চায়। অন্যদিকে লেফ্টরা সব ছেড়েছুড়ে দিয়ে বসে থাকে।
ওদিকে স্মিথ তো সেন্চুরি করবে মনে হচ্ছে।
হ্যা - তিন দিনের জন্যে লক ডাউন আজকে সন্ধে থেকে। সিডনি বা মেলবোর্ন এর মতো ছড়ানোর আগে আটকাতে চেষ্টা করছে।
ইলেকশানস হ্যাভ কনসিকুয়েন্সেস। এটা রাইটউইঙ্গরা বোঝে। তাই ইলেকশান জেতার জন্য এত ডেসপারেশান। হেরে যাওয়ার পরেও রেজাল্ট উল্টে দিতে চায়। অন্যদিকে লেফ্টরা সব ছেড়েছুড়ে দিয়ে বসে থাকে। একটা ফান্ড তৈরী করা হোক। কোনও ডেম ইলেকশান জিতলে তাকে প্রাইজ দেওয়া হবে। পার্সোনাল অ্যাকাউন্টে পেয়ে যাবে। প্রেসিডেন্সির জন্য ১০ মিলিয়ন, সেনেটের জন্য ৩ মিলিয়ন, হাউসের জন্য ১ মিলিয়ন, গর্ভনরের জন্য ৫ মিলিয়ন, এইরকম। সঙ্গে রাজারহাটে একটা জমি।
"ট্রাম্পের টুইটার একাউন্ট খুলে দিয়েছে আবার। কোনো দরকারই ছিলনা। জাস্ট ওকে সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি ব্যান করে রাখলেই অর্ধেক সমস্যা মিটে যেত। "
ট্রামপ টুইটার ছেড়ে মাইস্পেসে চলে যাচ্ছে, ঐটাই নাকি সকলের সেরা বলে বলছে, :-)
আমার ধারণা ছিল টমের মাইস্পেস উঠে গেছে।
অমিত, আপনাদের ব্রিসবেন অঞ্চলে লকডাউন শুরু হয়েছে?
লক্ষ্মণের শক্তিশেলের হনুমানের কথাই মনে পড়ে। অষ্ট আনা জরিমানা শুনে বলেছিল, 'মোটে আটানা?' ঃ-)
লাস্ট দেখলাম ৪৪০ ডলার। এখন আর দেখতে পাচ্ছিনা। পুলিশ হুড়কো দিয়েছে হয়তো :) :)
ট্রাম্পের টুইটার একাউন্ট খুলে দিয়েছে আবার। কোনো দরকারই ছিলনা। জাস্ট ওকে সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি ব্যান করে রাখলেই অর্ধেক সমস্যা মিটে যেত।
আকাদার কথাটা ঠিক। এই গ্রীন কার্ডের লাইন শেষ করার জন্য ইমিডিয়েটলি কমলা হ্যারিসকে জানানো হোক।
নিলাম হচ্ছে? কত অবধি চড়েছে এখন পর্যন্ত?
ন্যান্সি পেলোসির পোডিয়াম যেটা কালকে এক ভক্ত তুলে চম্পট দিয়েছিল , এখন ই-বে তে নিলাম হচ্ছে। কেও বিড করলেন নাকি ?
টেস্ট
সম্বিৎ | ০৮ জানুয়ারি ২০২১ ০৫:০৭470444
টেস্ট
আগের লেখা হেডার থেকে কপি করে পেস্ট করলে বাক্স আসবে। অথরিং উইন্ডোতে বোঝা যাবে না, পোস্ট হলে বোঝা যাবে।