একটা লোক আজকে নিশ্চিন্ত। স্টিফেন ব্রায়ার !!!
স্টেসি আব্রামস ইজ অসাম। অনেস্টলি অনেক হাই র্যান্কিং ডেমদের থেকে মাচ মাচ বেটার। আমি নাম করছিনা, কিন্তু কার কথা বলছি আশা করি বুঝতেই পারছেন।
আ্যমেরিকায় আর থাকা যাবেনা। হয় ট্রাম্প নয় স্কোয়াড।
ছোটেসের গুলায়ে গ্যাসে, স্টেসি আব্রাম বরং এখনকার ডেমদের স্কেলে লিবারাল হওয়ায় ভিপ হয় নি। এখনও ক্যাবিনেটেও কোন জায়গা নেই।
তবে ঐ ব্রায়ান কেম্পকে পরেরবারেই হারাতে হবে। জর্জিয়া রং বদলাচ্ছে। নেক্সট স্টপ কি নর্থ ক্যারোলাইনা। নাকি একেবারে টেক্সাসে ঢোকা হবে?
বিদায় পারডু
- ডেভ ওয়াসেরম্যান যা দেখার দেখে নিয়েছে
স্টেসি আব্রামসকে কেউ কর্পোরেট ডেমোক্র্যাট বলেনি এখনও।
ডেমোক্রাটরা জর্জিয়া সেনেট জিতলে আমেরিকার বারোটা বেজে গেল, রেকর্ড আনএমপ্লয়মেন্ট, রেকর্ড ইকনমিক প্রগ্রেস, সব গাধার ইয়েতে গেল, কমলাডেন রা দেশটাকে ভোগে পাঠাবে
ডিসি এটা তো জর্জিয়া, রেড স্টেট, এবারে ব্লু হল।
এটা পরিষ্কার যে রিপাবলিকান আর ডেমোক্র্যাট, দুদিকেই প্রচুর সাপোর্ট। লিবেড়াল মিডিয়া প্রচুর চেষ্টা করেও রিপাবলিকান ভোট কমাতে পারছে না।
জর্জিয়ার গুরুলোকদের গুরুত্ব ভুলবেন না।
আর তারপর টুইটার বাবলে থাকা 'প্রগ্রেসিভ' পন্ডিতরা বলবে স্টেসি অ্যাব্রামসের মত কর্পোরেট ডেমোক্রাট? এই জন্যেই ডেমোক্রাটরা হেরে মরছে।
ডেমরা যদি এইদুটো রেস টেনে নিতে পারে, তাহলে স্টেসি আব্রামকে ইমিডিয়েটলি ডিএনসির চেয়ার করে দেওয়া উচিত।
প্রায় বিদায় পারডু
চোর ** মাল আরেক
বিদায় লফেলার
খাজা মাল একখানা
https://www.nytimes.com/interactive/2021/01/05/us/elections/forecast-georgia-senate-runoff.html
নিউ ইয়র্ক টাইমস বলেছে দুজনেই জিতবে - ওয়ার্নক একটু বেশি মার্জিনে। বাকি যা ভোট সবই আটলান্টা মেট্রোতে।
বাহ বা বা বাহ। হল না
এটা পিঠ চুলকানোর যন্ত্র, তবে অনেকে এটা পাছা চুলকানোর কাজেও ব্যবহার করেন।
এটা কি যন্ত্র? কোন কাজে ব্যবহার হয় এবং কে / কারা নিয়ম করে ব্যবহার করেন?
সরি, উইকি বলছেন 'কর্নেল নয় ক্যাপ্টেন। মেহিকো নয় ব্রাজিল।
লেফলারের মতন বাজে ক্যান্ডিডেট এই সেনেটেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ।
এখনো আউটস্ট্যান্ডিং ভোট আছে আটলান্টা সাবার্বে, ইনক্লুডিং ফুলটন আর ডিক্যাব কাউন্টি। অসফ নভেম্বরে এই দুটো কাউন্টিতে ৮০% ভোট পেয়েছিল।
এলসিএম , অরিন ও সম্বিৎ,
অনেকগুলো ব্যাপার কিলিয়ার হল ।
জাহাজের খালাসি হয়ে বিলেত পাড়ি দেয়া সুরেশ চন্দ্র বিশ্বাস মশায় মেক্সিকোর যুদ্ধে কর্ণেল হয়েছিলেন। ওঁর নামে পার্ক পার্কসার্কাসে একটি রাস্তা আছে ---- কর্নেল সুরেশ বিশ্বাস রোড। সেখানে শিশুবিদ্যাপীঠ গার্লস স্কুলে -- বর্তমানে জহর নন্দী বালিকা বিদ্যালয় -- ইনফ্যান্ট থেকে ফাইভ অব্দি পড়েছিলাম। তার অম্লান স্মৃতিচারণ প্রথম প্রেম ইত্যাদি একবার এই পাতায় করেছিলাম।
ধ্যাৎ , ফের ভাট বকছি।
বুড়োগুলোর আর খেয়েদেয়ে কাজ নেই।
লেফলার ৫২,০০০ ভোটে এগিয়ে আছে।
হয় আমি প্যারালাল ইউনিভার্সে নয় বড়েস। ওয়ার্নক নাকি জিতেই গেছে!
ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অনেক কিছু করেছে।
ইট'স ওভার। দুটো সীটেই জিওপি জিতছে। ভেরী ব্যাড নিউজ ফর ডেম। আগামী দুবছর প্রায় কিছুই হবেনা।