সিএস | 2401:4900:104c:b3ed:7496:353d:3bf4:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ২০:১৩469277সুখাদ্যের কথা হচ্ছে বুঝি ? দেখুন, শীতকাল বলেই হয় হত কয়েক দিন ধরে খাওয়াটা একটু বেশী হচ্ছে। প্রথমে হল নাফিল থেকে নেহারী, তারপর বিজলীগ্রীলের পোলাও-মাটন, না মোগলাই পর্ব শেষ হয়নি কারণ রয়াল থেকে চাঁপ-্পরোটা-রুটি-বিরিয়ানি সেও হল। আজকে আবার গোলবাড়ীর মাংস-হাফ পরোটা আর দ্বারিকের রাবড়ি। সামনের দিনগুলির দিকে যেহেতু তাকিয়ে চলতে হয়, ফলে অলিপাব বা মোকাম্বো থেকে স্টেকটাও হবে কদিনের মধ্যে !
ম | 2601:247:4280:d10:171:423f:7807:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৯:৩৮469276কেসিকে প্রথমে চিংড়ির খোসা ছাড়ানো আর কালো সুতো পরিষ্কার করা থেকে শুরু করতে হবে @ অপু
ম | 2601:247:4280:d10:171:423f:7807:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৯:৩৩469275মাইমা কি ক্যানসাস (নাকি শিকাগো) উইমেন্স ক্রিকেট টিমের কোচ?
যাবতীয় অনুমান কি অনুপান সহযোগে?
Apu | 2401:4900:314d:4b8c:2d36:7f2c:2e3:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৭:২৪469274কেসি, তুমি এখনো লাউ চিংড়ি রাধলে শিখলে না?ছি ছি। ছেম অন ইয়ু। ম, কে জিগ্যেস করো হে !! :))
S | 2a0b:f4c1:2::***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:২৪469273
b | 14.139.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:২১469272দিল্লিতে প্রাইভেট হসপিটালে এখন নাকি করোনা আর টি পি সি আর পরীক্ষা করাতে গেলে পরে জিজ্ঞাসা করছেঃ আপকো ক্যা চাহিয়ে, পজিটিভ ইয়া নেগেটিভ?
S | 2a0b:f4c1:2::***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৬:১৮469271ট্রাম্প নাকি তাদের ভক্তদের ৬ই জানুয়ারি ডিসিতে তান্ডব করার ডাক দিয়েছে। এখনও দিনে কয়েকবার ইলেকশনে জিতে গেছে বলে টুইট করেই চলেছে।
অন্যদিকে হাউস স্টিমুলাস বিলে অ্যামাউন্ট বাড়িয়ে ২০০০ ডলার করে দিল। এখন বল সেনেটের কোর্টে। সেখানে বার্ণী খুব লড়ছেন। House passes measure to increase stimulus checks to $2,000
ট্রাম্প আর রিপাব্লিকানরা চাইছে কমিউনিকেশান ডিসেন্সি অ্যাক্টের সেকশান ২৩০ তুলে দিতে এই স্টিমুলস বিলের সঙ্গে। কি হবে এই সেকশান ২৩০ তুলে দিলে? এইযে মনে করুন আমি গুরুতে পোস্ট করছি, এর জন্য এখন গুরু দায়ী নয়। কিন্তু এই সেকশান ২৩০ তুলে দিলে গুরুকে দায়িত্ব নিয়ে হবে আমার বক্তব্য, পোস্ট ইত্যাদির জন্য। যদিও এই আইনটা আনা হয়েছিল ১৯৯৬ সালে পর্ণ সাইটগুলোর জন্য, কিন্তু আধুনিক সোশাল মিডিয়ার সব সাইটই এই সেকশানের উপরে ভরসা করেই চলছে। তবে এটা বোধয় রিপাব্লিকানদের রাগ যে মডার্ণ টেক কোম্পানিগুলো ডেমদের ক্যাম্পেইনে বেশি ডোনেট করছে, বা এইগুলো থাকার ফলে লোকে বেশি লিবারল হয়ে যাচ্ছে, তাদের মিথ্যাকথা আর মিথ্যাচার লোকে ধরিয়ে দিচ্ছে। এই সেকশান তুলে দিলে রাইট উইঙ্গদের সমস্যাও কম হবেনা। তাই মনে হচ্ছে এগুলো আসলে পস্চারিং।
PT | 45.64.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৪:০১469270অরিন - ঠিক, ঠিক!
kc | 188.236.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৩:৩৪469269Guru is now american.
অরিন | 161.65.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৩:২৯469268অপু, এই যে তোমার বিবিধ খাদ্যসম্ভারের লোভনীয় ফিরিস্তি, এ কিন্তু নিজে চেখে না দেখলে ....
ছবিগুলো এখানেও শেয়ার কর না কেন। আমরা সবাই তো মনে হয় এখানে ফেসবুক করি না । মানে আমার একাউনট বহুদিন বন্ধ, আর খোলার ইচ্ছেও নেই।
Apu | 2401:4900:314d:4b8c:ed66:7c1e:2b13:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১৩:১২469267অরিন দা, ব্যাপক ঘুরেছি।। ২৫ সে সাত তায় বাগবাজার বাটা তে উঠতে হবে বলে ২৪ তারিখে শ্বশুর বাড়ি তে থাকলুম। জামাই বাবাজীবন কে এত দিন পরে পাইয়া শ্বাসু মা উপাদেয় আলুর দম , ফুলকপি ( মনে হচ্ছে দই দিয়ে (আসলে খেতে পারি নি পেট ভরে যাওয়ায় ), তোপসে ফ্রাই, আমস্ত্বের চাটনি অর রসোমালাই র সাথে কটা গরম গরম লুচি ভেজে দিলেন।( ছবি র জন্যে ফেসবুক দেখুন ) । আহা আহা!!
লোকে বলে বটে আমি কিঞ্চিত পেটুক। যদিও আমি দুষ্টু লোকের কথায় কান দিই না। :)))))
সম্বিৎ | ২৯ ডিসেম্বর ২০২০ ১২:৪৫469266Guru is the last bastion of CPM.
অরিন | 161.65.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১২:৩৩469265@PT, দেখুন ইলেকশন এগিয়ে এলে বিশেষ করে তিনি "অমর্ত্যদা" মার্কা আমড়াগাছি করবেন, এইটে হবেই, রীতি। এতে দোষের কী আছে? বিশেষত একজন ৮৭ বছরের শ্রদ্ধেয় বয়্যোজেষ্ঠ মানুষকে সুবিধাবাদী দাগিয়ে দেওয়াটা ভদ্রলোকের শোভা পায় না বলে আমি মনে করি।
অরিন | 161.65.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১২:২৬469264@Apu, বহুদিন পরে তোমার পোস্ট দেখে ভারি ভাল লাগল। বাবা, কাকা এঁরা কেমন আছেন? সুন্দরবন ঘুরে বেড়ানোর ছবি আর গপ্প কই?
Apu | 2401:4900:3144:32d:34a4:eb52:504e:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:৩০469263ইয়াআআহুউউউউউ টা কেমন বিচ্ছিরি মতোন হয়ে গেল!! :((((
Apu | 2401:4900:3144:32d:34a4:eb52:504e:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:২৮469262ম, ইয়ার্কি করো না। রোজ ভোর ৫ ঘটিকায় উঠে ভারতবর্ষের খেলা দেখেছি।
iyaaaaaaaaaahuuuuuuuuu!!!
Apu | 2401:4900:3144:32d:34a4:eb52:504e:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:২৭469261অরিন দা, কেমন আছেন?
Apu | 2401:4900:3144:32d:34a4:eb52:504e:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:২৫469260২৫-২৭ সুন্দরবন ঘুরে এলাম। আহা আহা!
দিল গার্ডেন গার্ডেন হয়ে গেল। কী খাওয়া মশায়!!বিশদ বিবরণের জন্যে আমার ফেসবুক এর পোস্ট দেখুন !! :))
Apu | 2401:4900:3144:32d:34a4:eb52:504e:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:২২469259পানতুয়া নয় ম্হায় জিলিপি। আমি আদি আর অকৃত্তিম জিলিপি প্রেমিক । এই করোনা আবহে ক দিন বন্ধ রেখেছি :))
PT | 45.64.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:১২469258@অরিন
তারপরে ঘটনাটা প্রত্যাশিত পথে আরো একধাপ এগিয়েছেঃ
উনি = আমি এবং দুজনের ক্ষেত্রেই বাঙালী "অস্মিতা" আক্রান্ত।
আজকের আবাপর হেডিং দেখে নেবেন।
সম্বিৎ | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:০৬469257মাইমা কি ক্যানসাস (নাকি শিকাগো) উইমেন্স ক্রিকেট টিমের কোচ?
?? | 51.158.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১১:০৫469256বোতিনবাবু কী এখনো জিলিপি পান্তুয়া খেতে বের হন?
"কিন্তু রাহানের ফার্স্ট নেম এর কি উচ্চারণ? ঐংক্য?"
ক্রিসমাস হ্যামের চোঁয়া ঢেঁকুর উঠছে বোধহয়।
Apu | 2401:4900:3144:32d:34a4:eb52:504e:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১০:৪২469254রঞ্জন দা, তুমি কি কলকাতায় নাকি? ব্যাটে বলে কবে হবে? :))
ম | 2601:247:4280:d10:d8d8:abcd:f0ea:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১০:৩৯469253অপু কি চিৎপুর থেকে এলে নাকি!!
Apu | 2401:4900:3144:32d:34a4:eb52:504e:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১০:২৪469252মুহাআআআআআআআ
S | 2405:8100:8000:5ca1::334:***:*** | ২৯ ডিসেম্বর ২০২০ ১০:১৯469251আজিন্কা।
অরিন | 161.65.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ০৯:৫০469250সেই, পলাশীর যুদ্ধের শোধ তোলা হল মেলবোর্নের প্রান্তরে।
lcm | 99.***.*** | ২৯ ডিসেম্বর ২০২০ ০৯:৫০469249গ্রেট! ইন্ডিয়া আট উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল।
কিন্তু রাহানের ফার্স্ট নেম এর কি উচ্চারণ? ঐংক্য?
সম্বিৎ | ২৯ ডিসেম্বর ২০২০ ০৯:২০469248গিল ওয়াজ ভেরি ভেরি ইম্প্রেসিভ ইন দিস টেস্ট। সো ওয়াজ বাংলার শেষ নবাব।