এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a61:c4b1:dcc2:530d:36dd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০৪:০১468886
  • আর এস এস গোটাটার ই বিশেষ মানে নেই। তার মুসলিম সেল ইত্যাদি আউটরিচ প্রোগ্রাম। দরিদ্রের দেশে পড়াশুনা র সুযোগ করে দেওয়া, ভারতীয় ইতিহাস সম্পর্কে তাদের ধারনা র শিক্ষা দেওয়া, এবং বর্ণহিন্দু দের উদার হৃদয়ে তে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর নাগরিক দের জন্যেও যে অন্নেএএএএএএকটা :-))))) জায়গা আছে সেটা বোঝানো কাজ। সেটিই বক্তব্য। আমেরিকার সুপ্রীম কোর্ট এ কালো কনজারভেটিভ থাকতে পারে এত বড় দেশে আর এস এস এ মুসলমান না পাবার কি আছে? মারো ধরো লব জিহাদ আটকাও, অনর্থের বাড়ির রান্না ঘরে গরুর মাংস খোঁজো এর জন্য বন্ধু সংগঠন লেসার মর্টাল ক্যাডার রা আছেন। এখানে আগেও অনেকের এরিয়ান ইনভেসন প্রশ্নে একটা আর এস এস সিম্প্যাথি ছিল তাই এই অনুসন্ধিৎসা নতুন কিছু লাগছে না। তবে মানুষের অবস্থান বদলিয়েই থাকে। আরেকটি কথা বোঝা‌ দরকার ক্যানোনাইজড টিচিং এর মধ্যে থাকা বিশ্বাস ও বিদ্বেষ আঁকড়ে থাকা রাজনৈতিক কর্মীদের মধ্যে , বর্ণ হিন্দু, নিম্নবর্গীয় , আদিবাসী/বনবাসী , মুসলমান তিনিই থাকুন তাঁদের মধ্যে রঞ্জনদা সুলভ তাইতো-তাইতো সিদ্ধান্ত হীনতা, জেনুইন আত্মজীজ্ঞাসা , আশা না করাই ভালো, ওগুলি এনলাইটেনমেন্ট এর ঘোড়া রোগ, আমেচার অটো ডাইডাক্ট দের মধ্যে প্রকট, তার সঙ্গে ভারতীয় ফ্যাসিস্ট ক্যাননের সম্পর্ক নাই। তাই সেল বিভিন্ন লাগলেও সেকেন্ডে বক্তব্যের বিভিন্ন তা তেমন নাই। তবে একটা কথা বোঝা দরকার আর এস এস একটি মডারনিস্ট রাজনৈতিক প্রোজেক্ট। তার সঙ্গে অন্যান্য হিন্দু ধর্মীয় সংগঠনের সেটিই‌ মূল‌ পার্থক্য।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a61:c4b1:dcc2:530d:36dd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০৩:৩৩468885
  • ধন্যবাদ অরিন দা, সেটাই আমার মনে হয়েছিল, যে এই সাবসিডি তুলে দেবার ব্যবস্থা টি সম্ভবত সরকারি ডেট আকাউন্টিং এর খেলা, মার্কেট ইকোনমি তে এই উইন্ডো ড্রেসিং গুলি স্বল্পলোচিত হলেও সহজলভ্য। তবে এটা তে করেন সরকার সেটা খুব ই ভালো আমরা ও উনিজিকে দিয়ে বা সমস্ত কেন্দ্রীয় সরকারকে দিয়ে এসব করাতে চাই।

  • অরিন | 161.65.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০৩:১৬468884
  • বোধি: "নিউজিল্যান্ডের কথা এত ​​​​​​​কম জানি ​​​​​​​যে ​​​​​​​কি ​​​​​​​করে ​​​​​​​কি ​​​​​​​দেশটি করে ফ্যালে বুঝি না। কোন ধরণের খাবার দাবার এর মুভমেন্ট এর উপরে, ওয়াইন বা বীফ এর জিও ট্যাগ প্রোটেকশন এর ব্যাপারে, সাধারণ ভাবে সমস্ত ধরণের ফার্ম প্রোডাক্ট এর জেনেটিক বিশুদ্ধতা রক্ষার ব্যাপারে , কনটামিনেশন এর বিরুদ্ধে শুনেছি আপানাদের ওদিকে ব্যাপারে সরকার খুব বড় ভূমিকা নেয়। সেটা ​​​​​​​কি ভরতুকির ​​​​​​​মধ্যে ​​​​​​​ধরা ​​​​​​​হয়"


    না, সরকার ১৯৮৪ সাল থেকে ফার্ম সাবসিডি তুলে দিয়েছে। আমরা জি এম সিড ও ব্যবহার করি না। যার জন্য নিউজিল্যান্ড এর বায়োসিকিউরিটি অসম্ভব রকমের কড়া। 


    তবে বাজার যেহেতু সম্পূর্ণ উন্মুক্ত, সরকার অন্য নানারকমের মার্কেটিং সাপোর্ট দেন, গবেষণায় সাহায্য করেন, যেগুলো অন্যত্র অকল্পনীয়। আমার কৃষক বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করে দেখেছি আর যাঁদের ধরুন ৫০০-১০০০ একর জমিতে যারা গম চাষ করেন, তাঁদের ন্যায্য মূল্য পাবার নানান রকমের চেকস ব্যালান্স আছে। আজকে যে সম্পন্ন কৃষক ভারতে আন্দোলন করছেন, অত্যন্ত সঙ্গত আন্দোলন কারণ এই কভার না থাকলে পুরোটা বাজারের খপ্পরে পড়লে কৃষকের সমূহ সর্বনাশ। 

  • &/ | 151.14.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০২:৪১468883
  • কদিন আগে দেখলাম আরেসেস এর মুসলিম উইং এর কথা কেউ লিখলেন। তার মানে ওখানে ওদের কিছু অন্যধরণের বক্তব্য আছে। নাহলে স্পষ্টপষ্টি 'মুসলিম হঠাও মুসলিম মারো' এইসব বললে আর মুসলিম উইং খুলবে কী করে? কোনো মানেই তো থাকবে না তার।

  • &/ | 151.14.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০২:৩৬468882
  • অরণ্যদা, নেতাজীর আজাদ হিন্দ ফৌজে কিন্তু ধর্মগুলো অস্বীকার করে নি। হিন্দু, মুসলমান, শিখ ইত্যাদি সব সৈনিকরাই নিজ নিজ ধর্মের আচারগুলো পালন করতেন।

  • S | 51.195.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০২:৩১468881
  • ভিএইচপি যেটা করছে সেটা হল হিন্দু ধর্মকে ক্রমশ আব্রাহামিক রিলিজিয়নের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। স্পিরিচুয়ালিটি কম, আর গ্রুপ ডায়নামিক্স বেশ। এইযে ধর্ম বা ঈশ্বরের আরাধনাকে ক্রমশ ব্যক্তিগত পরিসর থেকে টেনে নিয়ে সবার মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে এটা খুব বিপজ্জনক একটা ট্রেন্ড। এতে ধর্মগুরুদের ক্ষমতা বেশি হয়, রিলিজিয়নের নামে যাখুশি চলে, কিন্তু স্পিরিচুয়ালিটি থেকে মানুষ যে শান্তি পেত সেটা সম্পূর্ণভাবে চলে যায়। ফলে মানুষজন এইসব সংগঠনের উপর আরো বেশি নির্ভরশীল হয়ে ওঠে। উদাহরণঃ দুগ্গোপুজো যে একটা উৎসব, সেই চরিত্রটা বদল করে ফেলা হবে। এখন লোকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায়, বিরিয়ানি-মাটন রোল খায়, আবার ম্যাডক্স স্কোয়ারেও যায় সুন্দরীদের দেখতে। তখন এসব করা যাবেনা। নিরামিষ খেতে হবে, প্রেম করলে পুলিশ এসে তুলে নিয়ে যাবে, ঐসময় ননভেজ রেস্তোরাগুলই হয়তো বন্ধ করে দেওয়া হবে, মহিলাদের জন্যও বিশেষ রকমের ড্রেস কোড আসবে।

    শুনে হাইপারবোলি মনে হতে পারে। কিন্তু অপেক্ষা করুন, আচ্ছে দিন আসছে।

  • অরিন | 161.65.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০২:২৭468880
  • Absolutely, অরণ্য ! সেযুগের বলুন, এযুগের বলুন, এই মিলনের ব্যাপারটা ভারতের পরিপ্রেক্ষিতে সত্যিকারের গেম চেঞ্জার

  • aranya | 2601:84:4600:5410:b9ad:b97f:7510:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০২:১৯468879
  • নেতাজী কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ-কে এক করতে পেরেছিলেন,। হিন্দু, মুসলিম, শিখ কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়ছে  -এ একটা দারুণ ব্যাপার।  কোন সাম্প্রদায়িকতার বিষ আজাদ হিন্দ ফৌজ-্কে জীর্ণ করতে পারে নি

  • &/ | 151.14.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০২:১১468878
  • ভারতীয় উপমহাদেশের মূল ভিত্তিটাই নানাধরণের ধর্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে। এটাকে অস্বীকার করে বাইরে থেকে আমদানি করা নানাধরণের ইজম দিয়ে খুব বেশি কিছু করা যায় না ভারতীয় উপমহাদেশে। ধর্মভিত্তিক কোনো ইজম চাই, যেটা ঐ "আরেসেস" দের তাদের নিজের মাঠেই বিট করে একটা ইউনিফাইড সাবকন্টিনেন্টালিজম এর ধারণা গড়ে তুলবে।

  • aranya | 2601:84:4600:5410:b9ad:b97f:7510:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০২:০৪468877
  • ভারতীয় উপমহাদেশে ধর্মের আকর্ষণ আমোঘ। হিন্দুধর্ম = বিজেপি / আরএসএস , এটার যে কোন মানে নেই, তা নিয়ে প্রচার হলে ভাল হত + ধর্ম-কে একান্তই ব্যক্তিগত ব্যাপার হিসাবে দেখা 


    মাঝখান থেকে লাভের গুড় খেয়ে যাচ্ছে আদানি, আম্বানী রা 

  • &/ | 151.14.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:৫১468876
  • এরা নাজীদের চেয়ে অনেক বেশি ভয়ানক। এরা যেতেও কাটবে আসতেও কাটবে, শাঁখের করাত। নাজিরা তো বছর দশ-বারোর মধ্যে ফুটে গেছিল, এরা ভেতরে ভেতরে শিকড় চারিয়ে যাচ্ছে বহু বছর ধরে। সবচেয়ে আফশোসের ব্যাপার হল, এখনও এগুলোকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়ে দেবার মতন কোনো দলজোট নেই?

  • S | 135.148.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:৩৭468875
  • এগজ্যাক্টলি এই কারণেই এমেসপির সাপোর্টটা তুলে দেওয়া হয়েছে। রিলায়ান্স রিটেল লোকাল বাজারের সঙ্গে কম্পিট করে পেরে উঠছে না। লোকে এখনও কাঁচাবাজারে যাচ্ছে। এই ফার্ম বিল পাশ হলে রিটেলেও কিছু পরিবর্তন করা হবে। অলরেডি মুকেশ আম্বানী বিগ বাজার কিনে নিয়েছে। আমাজনকে দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

    যেদিকে যাচ্ছে তাতে আজ থেকে পাঁচ বছর পর আম্বানীরা খুব কম দামে খাদ্যদ্রব্য কিনবে কৃষকদের কাছ থেকে আর মারাত্মক দামে বিক্রি করবে ক্রেতাদের। কেউ আটকানোর থাকবে না।

    মোবাইল কমিউনিকেশানের পর আরো একটা স্পেসে আম্বানীদের মনোপলি কার্যত নিশ্চিত করতে চলেছে মোদি সরকার। অন্যদিকে ব্যান্কিংএও ঢুকছে রিলায়েন্স। সবদিক থেকে দেখলে পুরো দেশটাকেই রিলায়েন্সের পকেটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

    তবে সেটাই স্বাভাবিক। দাঙ্গা পরবর্তি সময়ে মোদিজী আর গুজরাতকে বিনিয়োগ এবং গ্রোথের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য আম্বানী আদানীরা প্রচুর বিনিয়োগ করেছিল। সেইসব বিনিয়োগের রিটার্ণ নিশ্চিত করা হচ্ছে। এইসবের থেকে দৃষ্টি দূরে রাখতে এনারসি, সিএএ, মন্দির, তিন তালাক, বালাকোট, সিয়াচেন আছেই। একইসঙ্গে দেশের সম্পদকে (বর্তমান এবং ভবিষ্যতের) বন্ধু শিল্পপতিদের কুক্ষিগতও করা হল, আবার হিন্দু রাষ্ট্র বানানোর স্বপ্নও সফল হল। মুসোলিনীর এসে শিখে যাওয়া উচিত।

  • অরিন | 161.65.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:৩৬468874
  • রঞ্জন বাবু:"মেটিরিয়ালের বাজার প্লেটে করে সাজিয়ে দিতে । ওরা এক্সপোর্ট করবে আর এই চক্করে আম্মাদের মত কনজিউমারদের আকাশছোঁয়া দামে কিনতে হবে।" 


    ওয়ার্ল্ড প্রাইসে চাল ভাল কিনতে হবে, দামের ওঠানামা হবে। পেট্রলের মত। 

  • অরিন | 161.65.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:৩২468873
  • @lcm:"চাষী বলছে - ঐ লাভের কলা আমায় দেখিয়ে কি লাভ। আমার তো ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাকে উৎপাদিত শস্য ওই আড়তদার/ফড়ে/লোকাল চ্যানেল দিয়ে বেচতে হবে, বা, সরকারি চ্যানেলে বেচতে হবে (মান্ডি/এফসিআই) - আমার যেটা দরকার সেটা হল মিনিমাম প্রাইস ও সেল গ্যারান্টি - কারণ কোনো সিজনে সব শস্য ঠিকদামে বিক্রি না হলে আমি লুটে যাব - একটা মিনিমাম প্রাইস আর প্রোকিওরমেন্ট গ্যারান্টি চাই।"


    একদম ঠিক।  কৃষক নেতারাও এই কথাটাই বলছেন, ভিডিওটা দেখুন। 

  • অরিন | 161.65.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:২৯468872
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a61:c4b1:dcc2:530d:36dd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:২৬468871
  • প্রকৃত স্বদেশীয় ভাবনার যথার্থ প্রয়োগ -২


  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a61:c4b1:dcc2:530d:36dd:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:২৫468870
  • প্রকৃত স্বদেশীয় ভাবনার যথার্থ প্রয়োগ -১


  • aranya | 2601:84:4600:5410:b9ad:b97f:7510:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:২৩468869
  • অরিন, উনিজি = প্রধান সেবক = ফেকুজি = ৫৬ ইঞ্চি , আমাদের পরম প্রিয় লরেন ভাই 

  • পলিটিশিয়ান | 2600:6c52:6000:138d:3072:5079:6d68:***:*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০১:১৭468868
  • এবাদেও বিজেপি যেটা চেপে যাচ্ছে, কর্পোরেট রিটেল মনোপলি তৈরী করে বা কার্টেল তৈরি করে। শুরুতে হয়তো কৃষক কিছুদিন ঠিকঠাক দাম পাবে। তারপর অন্য রিটেল চ্যানেল বন্ধ হয়ে গেলে কৃষক কর্পোরেটদের ডিক্টেট করা টার্ম মেনে নিতে বাধ্য হবে।


    আর্সেনিক নিয়ে এলেবেলের অভিযোগটা একটু পরিষ্কার করে বললে ভাল হয়। আমার যে সম্ভাবনাগুলো মনে হচ্ছে।


    এক, সিপিএম জেনেশুনে গ্রাউন্ড ওয়াটার তুলে সেচ করেছে যাতে বাঙালী আর্সেনিক বিষে আক্রান্ত হয়। অভিযোগ, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি।


    দুই, তখন এক্সপার্ট মহলে সবাই জানত গ্রাউন্ড ওয়াটার থেকে আর্সেনিক বিষ ছড়ায়। কিন্তু সিপিএম ডিউ ডিলিজেন্স করেনি। অভিযোগ, অকর্মণ্যতা।


    তিন, সন্দেহের কারণ ছিল যে সেচে গ্রাউন্ডওয়াটার ব্যবহার বিপজ্জনক হতে পারে। কিন্তু সিপিএম প্রপার স্টাডি করার প্রয়োজন বোঝেনি, যদিও অন্যান্য রাজ্য করেছিল। অভিযোগ, ক্যালাসনেস।


    ইত্যাদি।


    কোনটা?

  • &/ | 151.14.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০০:৫৯468867
  • এই আপদগুলোকে ধরে ধরে ছুঁড়ে ফেলে না কেন গদী থেকে? শুরু থেকে আম্বানিদের আম্বা বাড়িয়ে চলেছে। না কোনো ভালো প্ল্যান, না কোনো ভালো প্রোগ্রাম!

  • Ranjan Roy | ২৬ ডিসেম্বর ২০২০ ০০:৩১468866
  • এলসিএম,


      ধরেছেন ঠিক! প্রধান সেবক (কালকের বক্তৃতা দেখুন) ও তার পছন্দের ইকনমিস্ট এবং চ্যানেল নীতি আয়োগ বলছে- আমরা অনেক স্টাডি করে এই মডেল ঠিক করেছি। হাওয়ায় নয় , সমস্ত উন্নত দেশ এই করছে। খোলা বাঅ্আম্বানি র করলে (সাবসিডি এবং এমএসপি বন্ধ করলে) বড় বড় ইনভেস্টমেন্ট আসবে , টেকনোলজি আসবে। কন্ট্র্যাক্ট ফার্মে ক্রপ সিলেকশন ও ইনপুটের ব্যাপারে এক্সপার্ট থাকবে। যেটা চেপে যাচ্ছে যে গোটা ইউরোপ ও আমেরিকায় কৃষি সাবসিডি নির্ভর। 


    ও বলার জোনয়ে ইউরোপ আম্রিকা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আসলে চাইছে আম্বানি আদানিকে বিশাল এগ্রো র' মেটিরিয়ালের বাজার প্লেটে করে সাজিয়ে দিতে । ওরা এক্সপোর্ট করবে আর এই চক্করে আম্মাদের মত কনজিউমারদের আকাশছোঁয়া দামে কিনতে হবে।


    দেখবেন, ওরা খুব এগ্রো এক্সপোর্টের কথা বলে। ইকনমি পুরো ঘেঁটে গেছে।

  • lcm | 99.***.*** | ২৬ ডিসেম্বর ২০২০ ০০:০১468865
  • অব্শ্যই - ভারতে রাজ্যগুলোর মধ্যে পণ্যের মসৃণ ট্রেড - সেটা তো ন্যাচারাল এবং জরুরী

  • lcm | 99.***.*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৫৮468864
  • যা মনে হল, বাংলা যা বুঝলাম -

    নতুন কৃষি বিলে যে জায়গাটা নিয়ে মেইন গন্ডগোল হচ্ছে সেটা হল - মিনিমাম সাপোর্ট প্রাইস - অর্থাৎ, চাষীদের উৎপাদিত শস্য সরকার-্নির্ধারিত একটি মিনিমাম দামে (বা তার থেকে বেশি দামে) বিক্রি হয়, এবং, সরকার নিজে শস্য ঐ দামে কিনে নেয়। এতে করে, অবিক্রিত শস্য জলের দামে বিক্রি করা, বা ফেলে দিয়ে প্রচুর লস নেওয়ার টেনশন থেকে চাষীরা একটু রেহাই পায়। সব রকম শস্য এই মিনিমাম সাপোর্ট প্রাইসের আন্ডারে নেই। যেগুলিতে আছে নতুন আইনে সেটা তুলে দিলে চাষীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে।

    সরকার বলছে নতুন আইনে চাষীরা অনেক বেশি দামে ভোক্তাদের কাছে বিক্রি করতে পারবে, চাষীদের আয় বাড়বে। কিন্তু, মিনিমাম প্রাইস এবং সেল গ্যারান্টি সরকার দিতে চায় না। অর্থাৎ, বিগ রিটেইল সোজা চাষীদের থেকে কিনবে, কিন্তু তাদের মিনিমাম দামের গ্যারান্টি এবং সব শস্য কিনে নেবার গ্যারান্টি সরকার দেবে না।

    চাষী বলছে - ঐ লাভের কলা আমায় দেখিয়ে কি লাভ। আমার তো ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাকে উৎপাদিত শস্য ওই আড়তদার/ফড়ে/লোকাল চ্যানেল দিয়ে বেচতে হবে, বা, সরকারি চ্যানেলে বেচতে হবে (মান্ডি/এফসিআই) - আমার যেটা দরকার সেটা হল মিনিমাম প্রাইস ও সেল গ্যারান্টি - কারণ কোনো সিজনে সব শস্য ঠিকদামে বিক্রি না হলে আমি লুটে যাব - একটা মিনিমাম প্রাইস আর প্রোকিওরমেন্ট গ্যারান্টি চাই।

    মিনিমাম সাপোর্ট প্রাইস চালু রাখলেই চাষীরা আন্দোলন তুলে নেবে বলছে।

  • kc | 188.7.***.*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৫৫468863
  • লসাগুদা, পাঁঠার মানছ। 


    তাছাড়াও ভারত একটা দেশ, এক জায়গার জিনিস অন্য জায়গায় গিয়ে মিলেমিশে থাকার নামই তো দেশ।

  • lcm | 99.***.*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৫১468862
  • পশ্চিমবঙ্গের কিছু জায়গায় জলে আর্সেনিক সমস্যার কারণ হিসেবে তো বলে না ঐ যে - শ্যালো পাম্পিং করে চাষের, বাড়িঘর কন্সট্রাকশনের, পাণীয় জলের ব্যবহার বৃদ্ধির ফলে আর্সেনিক লেভেল বেড়ে গেছে --- এরকম কিছু পড়েছিলাম মনে হচ্ছে

  • lcm | 99.***.*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৪৭468861
  • কেসি,
    ঠিক সবজি/আলু পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যাচ্ছে। কিন্তু "লাল মানছতেও" - এটা কি জিনিস?

  • kc | 188.7.***.*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৪৪468860
  • আমুলের দুধ এলিটদের জন্য, তাঁরা আইরিশ রাম দিয়ে নারকেল নাড়ুও বানাতে জানেন।

  • kc | 188.7.***.*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৪২468859
  • S, ভালো পোবোন্ধ এখন তামিলরা নামায় আর এক ওড়িয়া মানুষ, বাঙালিরা বেশিরভাগই পোবন্ধের নামে নেম ড্রপিং করে।

  • S | 2405:8100:8000:5ca1::1b6:***:*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৩৩468858
  • অথচ আমার এখানে বরফের কোনও খবরই নেই। কিযে হচ্ছে ক্লাইমেটের। !!!

  • এলেবেলে | 2402:3a80:115b:e3d:694a:10cf:cddc:***:*** | ২৫ ডিসেম্বর ২০২০ ২৩:৩৩468857
  • তাহলে নাসিকের পেঁয়াজ আর আমূলের দুধ এখানে কী করে? কোবতে লেখে?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত