এস,
আপনি ভাগ্যবান। আমাকে কেউ ধাক্কা দেয়না আজকাল।
ইয়েস , সময় পালটে গেছে। আজ আরবান মিডল ক্লাস মোদী ও আমেরিকার পূজো করে। মুসলমানরা পাকিস্তানে চলে গেলে ভাল এবং দিল্লি দাঙ্গা ও লিঞ্চিং নিয়ে চিন্তিত বা লজ্জিত নয়।
অন্য ভয়েস আছে, কিন্ত সংকোচে ভোগে। আশার কথা, সংংখ্যাটা বাাড়ছে।
বামেরা তৃণমূলকে সমর্থন করায় অসুবিধা কিসের? মমতা আর অভিষেক নির্বাসনে গেলেই সেটা হতে পারে।
যদি বিজেপি তাড়ানোর এতই গরজ তো সেটা করে ফেললেই হয়!
বিজেপিও না, তৃণমূলও না, প্রধান শত্রু মমতা।
অবস্থা খুবই ঘোরালো। একে তো করোনা, তার উপরে যারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে দানখয়রাতির ব্যবস্থা করতেন নথিভুক্ত দীনদরিদ্রদের জন্য, তাঁদের ঝুড়ি এই বছর প্রায় ফাঁকা, ওদিকে অভুক্ত, শীতার্ত লোকেদের লাইন লম্বা হচ্ছে। অনাথ আশ্রমে এত শিশু এসেছে, যে দত্তক দেবার জন্য রীতিমতন অনলাইনে পর্যন্ত অ্যাড দিচ্ছে, ওপেন ইয়োর হার্ট, অ্যাডপ্ট এ চাইল্ড। গত কয়েকমাসের মধ্যে নাকি এত এত শিশু অনাথ!
চারপাশে যা চলছে, তাতে মনে হচ্ছে দুনিয়া আগুনের ভিতর দিয়ে যাচ্ছে।
কারণ,
আপনার লেখা পড়ে মন খারাপ, চোখ ছলছল। কিন্ত গাট ফিলিং বলছে সম্ভবত এটাই আগামী দুদশকের ভারতের ভিশন। আগে জানিনা।
পলিটিশিয়ান ,
সহমত।
বোধি
2018-19 শে আজকের চেয়ে অনেক বেশি লালঝান্ডা হাতে কৃষক দিল্লি এসেছিল। কিন্ত 2019শে ইলেকশনে তার কোন প্রতিফলন হয়নি। সিপিএমের ভোট প্রতিশত ঠিক ততটাই কমল , যতটা বিজেপির বাড়ল। এর বিশ্লেষণ এড়িয়ে ডিনায়েল মোডে 2020শে লড়াই হবে?
পিটি
সরকারে থেকেই কং এনসিপি কট্টর শিবসেনাকে কন্ট্রোল করতে পারছে। কাারাত বাইরে থেকে সমর্থন দিয়ে কি করেছিলেন?
আমার পিছনে দাঁড়ানো মহিলা যে আমায় কতবার ধাক্কা দিল। মনে হচ্ছিল পুজোর ভিড়ে আটকে গেছি।
ও তো ক্রিসমাস ট্রী! ডালে ডালে গিফট, বহু লোকে পেড়ে নিচ্ছে। :-)
সত্যি? ডলার ট্রি থেকে তারা ক্রিসমাস শপিং করে তাদের সঙ্গে অন্য বহু লোকের তো এমনিতেই অনেকটা সোস্যাল ডিসটেনস, তাই না?
আরে ডলার ট্রীতে পর্যন্ত ভীড়ে ভীড়াক্কার। কোনোক্রমে সোশাল ডিস্ট্যান্স বজায় রাখা হচ্ছে।
আজকে ওয়ালমার্টে ভীড় উপচে পড়ছে।
বামেরা তৃণমূলকে সমর্থন করায় অসুবিধা কিসের? মমতা আর অভিষেক নির্বাসনে গেলেই সেটা হতে পারে।
যদি বিজেপি তাড়ানোর এতই গরজ তো সেটা করে ফেললেই হয়!
রঞ্জন
ছাগল বলার আমি বিরোধী। কিন্তু লোকে ভুল করেছে বলার সমর্থক। মানুষ কখনো কখনো ভুল সিদ্ধান্ত নেয়। সেটা বুঝিয়ে বলা বন্ধুর কাজ।
এখানে আমি আপনি একমত।
একদিকে ক্যাপিটালিজম, অন্যদিকে কম্যুনিজম। মাঝখানে, ডেমোক্রেটিক সোশ্যালিজম - সোশ্যাল ডেমোক্রেসি - বেস্ট অফ বোথ
কারণ, ভালো উত্তর। ঃ))
আমি কাটছি না। কিন্তু খেলা বোধয় শেষ হয়ে গেলো এইবেলার মতন।
ওই পার্লামেন্টারি ইলেকটোরাল ডেমোক্র্যাসি-র লব্জ আউড়ে চালাতে থাকুন। এবং ওতেই মানুষে দলে দলে জোটকে ভোট দেবে ভেবে মায়াপাতা ভরিয়ে ফেলুন। আসলে খেলছেন বিশুদ্ধ লুকোচুরি। আগের বারে ক্যাম্পেন ছিল 'মানুষের জোট', এবারে নতুন লব্জ আউড়ান 'পার্লামেন্টারি ইলেকটোরাল ডেমোক্র্যাসি'। কাটি।
যেমন আজ্ঞা করবেন তার প্রত্যেকটা পালন করব। শুধু বলুন সিপিএম তিনোর সঙ্গে সরকার গঠনে সদর্থক ভূমিকা পালন করবে কি না? গত একঘন্টায় এর স্পষ্ট উত্তর গুরুর বামরা দেননি।
আপনারা এতদিন ধরে পার্লামেন্টারি ইলেকটোরাল ডেমোক্র্যাসি দেখেও যদি এত নাইভ আর ইনোসেন্ট থাকেন, তাহলে তো মুশকিল। বামেরা তিনোদের সাথে সরকারে যাবেনা, কিন্তু বিজেপিকে ঠেকিয়ে রাখবে। এসব তো আগেও হয়েছে কেন্দ্রে। তবে আমার মনে হয় বামেরা এবারে একটাও সীট পাবেনা। ঃ))
কিরে ভাই প্রথম টা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় টা বলবেন আপনি নিজে। বা মান্থলি কাটা কেন্দ্রীয় লিডারশিপ। মাসে একবার অঙ্ক পারেন তারা না পাঁচ বছর এ একবার।যাই হোক ঘৃণা র প্রমাণ হিসেবে বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী ক্যাম্পেন মেটেরিয়াল দিন বা বিজেপি র বিরুদ্ধে অন্য পার্টির ইলেকশন ফান্ভে চাঁদা দিন।
S | 2a0b:f4c1:2::245 | ২৪ ডিসেম্বর ২০২০ ০০:৫৬
খুব সহজ। ভারতে একটা চরম ক্যাপিটালিস্ট দল দরকার। আইআইটি পাশ শাইনিংরা কমিদের বাল ভোট দেবে। ফলে মোদী যখন ডিজিটাল ইন্ডিয়া ভাট মারে, সেটা হিট হয়। মোদী স্যুট পরলে সেটাও শাইনিংদের এমপাওয়ারমেন্ট। গরীব টাইপের ভারত, মাঠে হাগা নাকে কাঁদা ভারত এই ক্লাসের ঘাড়ে বোঝা। মোল্লাভীতি আর সংরক্ষণ বিরোধীতাও সেখান থেকেই। এদের কোনো সলিড রাজনৈতিক প্রতিনিধি ছিলনা। বিজেপি এদের ধরেছে। বিজেপিকে হটাতে গেলে শুধু জোটের রাজনীতি দিয়ে হবে না, কংগ্রেসকে ডানদিকে সরতে হবে। শাইনিং আইটিওলাদের দল হতে হবে। অ(ল্প)সাম্প্রদায়িক এবং ক্যাপিটালিস্ট। ইকনমি হাট করে খুলে দিতে হবে। কমিরা দেশ দখল করে ফেলবে ভয় দেখাতে হবে। বিশ্বাস না হয়, গুরুর ক্যাপিটালিস্টদের জিজ্ঞেস করে দেখুন। এর উল্টোদিকে থাকবে বামেরা। চাষীমজুরের দল। আদিবাসী এট আল। বিপ্লবের স্বপ্ন দেখাবে। ক্যাপিটালিজমের ভয় দেখাবে। একাডেমিয়া দখল করে পোবোন্দ নামাবে। এভাবে ক্যাঁচরম্যাচর কং আর বামের মধ্যে চলবে। আর বিজেপি তখন একটা ফার রাইট ফ্রিঞ্জ পার্টি হয়ে যাবে। এটাই ভভা। ভবিষ্যতের ভারত।
আঁখমিচোলি কেন এত? সিপিএম তিনো সরকারের সঙ্গে যাবে/যাবে না? জোট কংগ্রেসের সঙ্গে ভোট বাড়াতে আর দায় শুধু কংগ্রেসের?
খ, আমি নেহাতই এলেবেলে। সরকার গড়তে সংখ্যাটা লাগবে, সেটা কীভাবে আসল সেটা গৌণ। তাছাড়া আপনারা তো রইলেনই সে সব বিশ্লেষণ করার জন্য। যেমতি ২০১৯-এ করেছিলেন!
তিনো ১১০ বা ১২০ পেলে আর কঙ্গের খাতায় ৩০টা থাকলেই তো বিজেপিকে আটকানো যাবে। বামেরা বিপক্ষে ভোট দেবেনা। বিজেপি প্রধান শত্রু তো বটেই। আশা করবো কিছু দলছুট তিনোরা ফিরে আসবে।
আস্তে কথা বলুন , অমিত জি মাইন্ড করবেন, আপনি বিজেপি র হয়ে প্রচার করছেন , আবার বলছেন ঘৃণা ইত্যাদি। তাহলে কি ভয় পেয়েছেন?:--))()( হিন্দু দের ভয় পাচ্ছে ন কেন এতদিন তো জানতাম মুসলমান রা তোষনের্ ফলে ভয়ানক ভয়ঙ্কর হয়েছে, :-)))))
বাস্তব তো নির্বাচনে র পরে তার আগে সব ই রোড শো। ওদিকে কৃষক আন্দোলন এ প্যান্ট খুলে যাচ্ছে দাড়ি বেড়ে যাচ্ছে এখানে ২০০ সিটের খোয়াব দেখানো চলছে , বাঙালি দের ডিটেনশন সেন্টারে পুরে পাঁচ বছর সেবা চাওয়া হচ্ছে।
ভবিষ্যত বাণী করছেন কিসের ভিত্তিতে সেটা বলেননি এখনো কতগুলো নাম্বার ছুঁড়ছেন। আফনাকে কি জিজ্ঞেস করব সার্ভে স্যাম্পল সিরিজ না শুধু সাইজ??? :----)))))
আর রেজ্জাক-আবু আয়েশ-ঋতব্রত-কমল গুহর বাজেটটা বলুন। সঙ্গে আবাপ-অশোক দাশগুপ্তেরটাও।
আমি বিজেপিকে ঘেন্না করি এবং বাংলায় তার সরকার আসুক এটা জীবনে চাইব না।
"এবারের ঘোষিত নীতি হল এবার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট সরকারি ভাবে ঘোষিত জোটে আনতে হবে।"
আনতে থাকুন। পোবোন্দো লিখে, চ্যানেল খুলে, আমাকে বিজেপি বানিয়ে - কোনও কিছুতেই আপত্তি নেই।
তার আগে বাস্তবের মাটিতে পা রাখুন।
বিজেপির সমর্থনে রাখা যেকোন বক্তব্য কে গাল দেবার জন্য প্রস্তুতি যদি লাগত দাদা তাহলে তো দাদা সৎ পর্যবেক্ষণ করে মারা গেলেই পারতাম:----)))
এলে আমি যেকোনও পরিস্থিতি তে প্রবন্ধ লিখব লোককে লিখতে ও বলব। টেলিভিশন চ্যানেল করে অর্ণব গোস্বামীর বাপ হবার পয়সা থাকলে তাই করতাম। সারাদিন দক্ষিণ পন্থীদের বাপান্ত করতাম। তৃণমূল কে সমর্থন করা বামেদের পক্ষে কঠিন তবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি তে বিশেষ প্রয়োজন এ না করলে সমস্যা হবে। তার আগে এবারের ঘোষিত নীতি হল এবার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট সরকারি ভাবে ঘোষিত জোটে আনতে হবে। তবে বিজেপি র হয়ে স্বপ্ন দেখার কিছু হয়নি, স্বপ্নে জল বাংলার লোক রাখুন। আপনার যা উৎসাহ দেখছি তাতে মনে হচ্ছে ২৯৫ টা বিজেপি পাবে।:-)))))))) আর সবাই কঠিন অঙ্ক করবে। তো দাদা বিজেপি র এবার এম এর এ কেনার বাজেট কেমন। কিন্তু আপনি এত বিজেপি গিরি করলে অন্য বিজেপি রা কষ্ট পাবে , ফোকাস কালেক্টিভ রাখুন;---))))
ধ্যাত ১২০+৬০+১১০+দার্জিলিং ৪ পড়ুন দয়া করে।
বড়েস, আপনার মন্তব্যটা রিফ্রেশ করার পরে দেখতে পেলাম। আসলে ডেস্কটপ থেকে করি তো। যা লিখেছি মানে ১৩০, ৬০, ১১০ - এটা আমার এই সময়ের বক্তব্য। আগামী চারমাসে মাসে একবার করে অমিত-মোদী বাংলায় আসলে আর মিডিয়াকে পুরো কিনে নিতে পারলে (আবাপ-র ব্র্যান্ড বুদ্ধ+ অশোক দাশগুপ্ত এপিসোড ভুলে যাবেন না প্লিজ) খেলা আরও ঘুরবে। খ-কে বলেছি, আগামী ১ এপ্রিল জেলাওয়াড়ি প্রেডিকশন করব। সিটওয়াড়িও করতে পারি। গুছিয়ে গালাগাল দেওয়ার জন্য প্রস্তুত হন!
বড় এস, :--))))))
কেসি সাহেব, অথচ এই ওয়াক আউট রাজনীতি তিনো লোকসভায় করলে পোবোন্দের ঢল নামবে, তাই তো?
ওসব মানুষ নিউক ডিলে দেখে ফেলেছে এবং তাতে চরম বীতশ্রদ্ধ। মানে আপনার জলে নামবেন অথচ চুল ভেজাবেন না? আমি যদি এটাকে বিশুদ্ধ দ্বিচারিতা বলি?
এলেবেলে আপনার প্রেডিকশান কি?