আমি অল্প কয়েকটা পেন কোম্পানিরই নাম জানি। ভালো পেনের দাম ভালো হয়, অতো পয়সা নেই যে খুশিমতো কিনব। সুতরাং ঐ গোটা দশেক নামের বাইরে যাই না :)
অভ্যুকে আরেকটা লিংক দিয়ে যাই
টই তে পেয়ে যাবেন দ্বিতীয় পাতায় মনে হয়
@PM নেলোদার কমিকস টা "অঙ্কা বঙ্কা শঙ্কা" নামে একটা লিমেরিকের কমেনটে পোস্ট করেছিলেন r2h
এরা দেখি Sailorএর সাথে জয়েন্ট ভেঞ্চার করে, বেশ ইন্টারেস্টিং।
না, Wancher পেনের কথা একেবারেই জানতাম না।
লসাগুদা, বর্ডার ওয়ালের হুইসলব্লোয়ারের কমপ্লেইনটা দেখলেন?
whistle-blowers working on President Trump’s wall said that contractors were illegally bringing in Mexican guards to protect construction sites.
The two employees, who were both contracted to provide security at the sites, accused the company, Sullivan Land Services Co., or S.L.S. — as well as a subcontractor, Ultimate Concrete of El Paso — of hiring workers who were not vetted by the United States government, overcharging for construction costs and making false statements about those actions.
https://www.nytimes.com/2020/12/07/us/politics/border-wall-mexico.html
সংস্কৃতিবান খোকাখুকু দের মনে শুধু এম বি এ , মেম বিয়ে না, ক্ষমতালোভী গন্ডমুর্খ অর্ণব গোস্বামী হবার বাসনাও লুকিয়ে থাকে দেখা যাচ্ছে। হাউ ইন্টারেস্টিং।
এবারে টাইম পার্সন(স) অব ইয়ার হিসাবে বাইডেণ আর কমলা হ্যারিসের নাম নির্বাচিত হয়েছে। এমনিতে আমেরিকার প্রেসিডেন্সি জিতলেই সাধারনত টাইম পার্সন অব ইয়ার হওয়া যায়। তবে এইবারে হয়তো একটু অন্যরকমও ভাবা যেত। দুনিয়াজোড়া স্বাস্থ্যকর্মীদের নাম আসলে বেশি খুশি হতাম।
অভ্যু কি এদের খবর জানে?
অরিন দা , আমি যেটা বলছিলাম যে , কোভিড এর প্রথম দিকে কোন দেশ কেমন প্যান্ডেমিক ম্যানেজ করছে তার প্রায় ই হিসেব হত। তুলনামূলক। তাতে দেখা যেত জার্মানি ছাড়া ইউরোপ আমেরিকার কেউ ই সুবিধে করতে পারছে না, বা ডিনাইয়াল এর বিভিন্ন স্তরে রয়েছে। আর আসিয়ান দেশ বলতে যা বোঝায় সেই দেশ গুলো তে, পার ক্যাপিটা হসপিটাল বেড, আকিউট কেয়ারের পার ক্যাপিটা ক্ষমতা, সর্বোপরি দূরত্ত্ববিধি সহ অন্যান্য আপৎঅকালীন নিয়ম কানুন চালু করার সামাজিক সুবিধা (মানুষ বেশি ডিসিপ্লিন্ড, ওয়েস্টার্ন ডেমো ক্রাসির তুলনায় ) , সার্স হ্যান্ডল করার সাম্প্রতিক অভিজ্ঞতা ইত্যাদি কতগুলি সুবিধা রয়েছে। মিডিয়াম ডট কম গোছের বিচিত্র পোবোন্দো সাইটে দেখা যাচ্ছিল হ্যামার অ্যান্ড ডান্স তত্ত্ব। এবং এখানে বিজেপি উৎসাহী রা সে সব প্রচার করছিলেন, কিভাবে মোদীজি হ্হ্যামার করলেই নেশন ড্যান্স করতে পারবে এসব দেখ্হ হচ্ছিল। সি এন এন অপ এড লিখছিল, গণতন্ত্রে দুরত্ত্ববিধি করা কঠিন।
তো আমার প্রশ্ন ছিল, পেশাগত কারণেই, নানা দেশের ডেটা আপনার দেখা হয়ে যায় হয়তো, সেই থেকেই, যে এই যে দ্বিতীয় বা তৃতীয় ওয়েভ এটা কি ভাইরাস টার ধরণ এটা কি প্রথম বারের তুলনায় আলাদা? মানে এবার তো আর হ্যান্ডলিং এফিসিয়েন্সি তে বিশেষ পার্থক্য দেখছি না। কোরিয়া তে সমস্যা, আবার ব্রিটেন , আমেরিকা তো সমস্যাই সমস্যা। এই বিষয় গুলো পরিপ্রেক্ষিতেই ছিল আমার প্রশ্ন টা।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
জয়ন্ত বোসের ভোকাল সিম্ফনির কাজটা খুব ইন্টারেস্টিং, ফিউশনের দিক দিয়ে। যেটুকু শুনলাম, খুব ইম্প্রেসিভ কম্পোজিশন।
কিন্তু ভাষা ছাড়া শুধু ফোনিক্স দিয়ে গান জয়ন্তবাবু যে শুরু করেছেন, একেবারে পায়োনিয়ার, সেটা একটু কষ্টকল্পনা মনে হচ্ছে। গ্রিগোরিয়ান চ্যান্টই তো সেরকম জিনিস। ঠিকই তখনও পলিফোনির পূর্ণ বিকাশ ঘটেনি বলে কর্ডাল স্ট্রাকচার নেই বা প্রিমিটিভ। কিন্তু সেখানেও পলিফোনি আছে, ফোনিক্স দিয়ে - কোন যন্ত্রানুষঙ্গ ছাড়া পুরো কম্পোজিশন গাওয়া হচ্ছে।
অরিনদা, আমি পাইলটের বেশ কিছু পেনে লিখেছি। কিন্তু ব্যাম্বু http://pensinasia.com/pilot_blue_bamboo_fp.htm পেনটার নিব আমার সবচেয়ে ভালো লেগেছিল। মুশকিল হল পেনটার ডিজাইনটা লেখার পক্ষে খুব বাজে। ধরতে অসুবিধে। এখানে কালো রঙের পেনের ছবি দিয়েছে। আমি দেখেছিলাম সিলভারের। অপূর্ব!
ন্যাড়াদা, মাহিরি আর রেমা একই ব্যক্তি।
বছরের এই শেষ কয়েকটা দিন এমন ভয়ানক কাজের চাপ আর মিটিং/অনুষ্ঠানের হিড়িক হয়েছে যে একেবারেই (আমার অন্তত) আড্ডার মেজাজটার বারোটা বেজেছে! করোনার চোটে যেহেতু বেশ কয়েকটা মাস কাজ কর্ম পণ্ড হয়েছে, ফলে সমস্ত কিছু এদের একেবারে শেষের দিকে যেন করে ফেলতে হবে। এই করে গত সপ্তাহটা যে কিভাবে কেটে গেল, বুঝতে পারলাম না। মাঝখান থেকে নিউজিল্যাণ্ড নিয়ে লেখাটা আর লেখা হয়ে উঠছে না।
@kc আর অভ্যু, আপনাদের দুজনকে অজস্র ধন্যবাদ! kc, আপনার খুঁজে দেওয়া সার্চ রেজাল্ট আমার ব্রাজিলের কিনোট অ্যাড্রেসে চমৎকার কাজে দিয়েছে, আর অভ্যু, তোমার অভিনন্দন পেয়ে বড় ভাল লাগল।
মিটিংটা জুমের মাধ্যমে হল, এবং একটা নতুন জিনিস লক্ষ করলাম, ব্রাজিল টেলিমেডিসিন কনফারেনসের আয়োজকেরা ইংরিজি থেকে পোরতুগিজ আর পোরতুগিজ থেকে ইংরিজিতে তর্জমা করার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, জুম এর App টায় একটা ট্রানসলেট করার বাটন আছে, আগে নজর করিনি। অনুবাদক ভদ্রমহিলা বেশ দক্ষ, আমি কলকাতার দেওয়ালে ব্রাজিলের ফ্ল্যাগ লাগানো ছবি দেখিয়ে মিটিংএর আগে ওনাকে বলছিলাম, এই হচ্ছে কলকাতার মানুষের ব্রাজিল ও ফুটবল প্রেম বুঝলেন। ভদ্রমহিলা অবাক হয়ে গেলেন, এ জিনিস উনি ভাবতে পারেন নি, ফুটবল নিয়ে এই ধরণের অনুরাগ তিনি ভাবতে পারেন নি বললেন।
অভ্যুর পেন নিয়ে, বিশেষ করে পাইলটের নিব নিয়ে অনেকগুলো কথা বলার, সেগুলো জমে আছে, পরে লিখছি।
আজকে সকালে (আমাদের সকালে) দেখলাম বোধি জিজ্ঞেস করেছে নানান দেশের করোনাভাইরাসের দ্বিতীয়/তৃতীয় ওয়েভ নিয়ে | এখানে যতটা না এদের ইকনমির ব্যাপার, তার চেয়েও যেটা আজকাল বড় করে দেখা দিয়েছে, ভাইরাসটির গতিপ্রকৃতি এবং এর সংক্রমণ নিয়ে নিত্য নতুন ব্যাপার জানা। যেমন, এতকাল এই যে ভাবা হচ্ছিল যে সংক্রমণ ড্রপলেট দিয়ে হয়, এরোসোল দিয়ে নয়, এই ব্যাপারটা আর খাটে না | এ যে কোন পথে কাকে ধরবে, কেউ নিশ্চিত করে বলতে পারে না। যার জন্য দেখবেন ভ্যাকসিন এলেও মাসক পরা, দু-মিটারের দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, এগুলো এখনই বন্ধ করা যাবে না। কিছু ইকনমি খুলছে ঠিকই, ক্রিসমাসের সময়, মানুষ করেই বা কি, তবে এর ফলে যে ধরণের পারস্পরিক সংযোগ স্থাপিত হচ্ছে, তাতে নতুন সংক্রমণ ও সেই সূত্রে দ্বিতীয়/তৃতীয় ওয়েভ হচ্ছে |
আমার মনে হয় এইসব জারনালিস্টরা বিয়োগ নামের অ্য়ারিথমেটিক্যাল অপারেশনটা শেখেনি। এজন্য বয়সটা বের করতে গিয়ে বর্তমান সাল থেকে মৃতার জন্মসাল বিয়োগ করতে গিয়ে একেকজন এক এক রকম রেসাল্ট পেয়েছে। খুব সম্ভবত মাস কম্যুনিকেশনের সিলেবাসে বিয়োগ আছে। কিন্তু এরা যে বছর পাশ করেছে তার আগের বছর বিয়োগ চ্য়াপ্টার থেকে অনেক প্রশ্ন এসেছিল বলে এরা কনফিডেন্ট ছিল যে সে বছর আর কোন প্রশ্ন বিয়োগ চ্য়াপ্টার থেকে আসবে না, সেজন্য ঐ চ্যাপ্টারটা আদৌ পড়ে নি।
টাইমস অফ ইন্ডিয়া ৪০ বছর বয়েস বলছে।
*ন্যাড়াদা (সরি!)
ন্যাড়া কাগজে বয়স ভুল লিখতে পারে, কিন্তু উনি সেতারবাদক নিখিল ব্যানার্জ্জীর ছোটো মেয়ে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।
ডিটেকটিভগিরিতে ডাহা ফেল করলাম।
সম্বিৎ, আপনার সন্দেহ ঠিক হতে পারে,সম্ভাবনা আছে অন্ততঃ। আজকাল সাংবাদিকতার যা হাল ! তবে অনেকগুলো সাইট একই কথা বলছে
https://indianexpress.com/article/cities/actor-debdutta-banerjee-dead-kolkata-7101646/
একটা বাংলা কাগজ তো মৃতার বয়স ৩৫ বলছে
নিখিল ব্যানার্জির মেয়ে ব্যাপারটা কীরকম ইয়ে-ইয়ে লাগছে। ভদ্রমহিলার বয়েস লিখেছে 33, রাহলে 1987-তে জন্ম। নিখিল ব্যানার্জি, উইকি মতে, মারা গেছেন 1986-র জানুয়ারিতে। অসম্ভব বলছি না। হয়ত এনার বাবার নামও নিখিল ব্যানার্জি, কাগজওলারা দুয়ে-দুয়ে বাইশ করেছে।
ন্যাড়াদা, দুই গোঁসাইয়ের মধ্যে কার বিমল আনন্দ আপনার বেটার লাগে?
রবীন্দ্রসঙ্গীত হিসেবে রাখিকাবাবু, পিওর গান হিসেবে জ্ঞান গোঁসাই।
এই খবরটা দেখেছেন গুরুর সঙ্গীতপ্রেমীরা? এই আরিয়া হলেন পন্ডিত নিখিল ব্যানার্জির মেয়ে। এত কমবয়সে চলে যাওয়াটা খুবই দুঃখের।
আমি শুধু দেবেশ নিয়ে এই তরজাটি উপভোগ করছি। মূল দুজনকে চিনি ও জানি বলেই মনে হয়। তাপসের উত্তরটিও দুর্দান্ত। সবকিছুকেই দু'মলাটের মধ্যে ভরে ফেলা যায়ও না, উচিতও নয়।
ন্যাড়াদা, দুই গোঁসাইয়ের মধ্যে কার বিমল আনন্দ আপনার বেটার লাগে?
একদম পুরো ওভারডোজ।
লকডাউনের সময় মাহিরির একটা ফেবু লাইকের লিঙ্ক রাখলাম, শুনো,
https://www.facebook.com/TheBengalOfficial/videos/563341617648794/
এই মাহিরি বোস আর রেমা বোস একই ব্যক্তি?
পিনাকীর সাথে মতপার্থক্যের জায়গা তৈরি হ'ল সর্বাঙ্গসুন্দর কথাটা নিয়ে। কোনও একজন কয়েকজনের নাম করেছেন, তাঁর মনে হয়েছে বলেই করেছেন। তাঁর দেয়া সব নাম লেখকতালিকায় প্রবিষ্ট হলে যে তা সর্বাঙ্গসুন্দর হ'ত, এমন না-ও হতে পারে। সংকলন আর সম্পাদনার মধ্যে তফাৎ আছে। সকলের লেখা অ্যাকোমোডেট করা, সকল লেখা অ্যাকোমোডেট করা, সংকলকের কাজ। সম্পাদকের নয়। সম্পাদনা নিয়ে কথা হতে পারে, হওয়া উচিত ও প্রয়োজন। সংকলকের দায়, আর সম্পাদকের চয়েজ আলাদা হয়, হবেও। এটাই সাধারণ নিয়ম। সংকলল নিজেকে সম্পাদক ভাবলে মুশকিল, এবং সম্পাদক সংকলকের দায় দায়িত্ব পালন করার কথা ভাবলে, ঐতিহাসিক ভুল।