aka | 2600:1005:b160:355f:91d2:29c2:e3a7:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৯:৫৪467415মানে টিনেজে ন্যুড দেখবে না তো কি আমাদের মতন বুড়ো হয়ে দেখবে?
aka | 2600:1005:b160:355f:91d2:29c2:e3a7:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৯:৫৩467414এইটা একটা বড় সমস্যা। বই কি করা যায়? সিম্পলি আর জায়গা নেই। এরপরে বাড়ি বাড়াতে হবে, শুধু বুক র্যাকে হবে না। আমাদের বাড়ির সামনে একটা ছোট এক্সচেঞ্জ লাইব্রেরী করেছেন বাড়ি কর্ত্রী। সেখানে ছোটদের বই রাখা হয়। কয়েকজন উৎসাহী ছোট ছেলেমেয়ে রেগুলার সেটা চেক করে। মাঝে মাঝে নেয় এবং বই রেখে যায়। কিন্তু সমস্যা হল রেখে যাওয়া বইগুলো আবার রিসাইকেল করতে হয়।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:bc4c:14c4:f18b:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৯:৪৮467413আরে মাইরি কি কেস। কোন একটা বই য়ে, একট কভারে ন্যুড ছবি আছে। মেয়ে পড়ছে। সে টিন এজার। আমার টিন এজ অনুযায়ী যদি চলে থাকে, মূলতঃ সেক্স বিষয়েই আগ্রহ হবার কথা :-)))) বাড়িতে একজন আত্মীয় এসে হেবি স্ক্যান্ডালাইজ্ড হয়ে গেল। পেরেন্টিং নিয়ে নাতিদীর্ঘ :-)))))))))))) কি কেস।
সিএস | 49.37.***.*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৯:২২467412ফেবুতে কোন গ্রুপটুপ নেই, যেখানে জানালে বই বিদায়ের সুরাহা হয় ? বছর খানেক আগে কিছু বই এক লাইব্রেরীতে দিলাম, সে এখ্ন বন্ধ কোভিডের জন্য। আর একটা লাইব্রেরী উঠেই গেল ! অবশ্য সে লাইব্রেরীতে কেউ আসত কিনা সন্দেহ আছে। লাইব্রেরীর প্রধান যিনি তিনি লিওনার্ডো পাদুরার একটা বইয়ের কভারে এক নারীদেহর সিলুয়েট দেখে সন্দেহ করেছিলেন যে ভাল বই কিনা। কাছে এক রামমোহন লাইব্রেরী আছে কিন্তু সে দেখলাম সেন্ট্রাল ইনস্টি, খোঁজ নেব ভেবেছি, তাদের নানা রকম নিয়ম থাকতে পারে।
মামলা | 2600:1002:b02f:c60f:35bb:2c91:f5e0:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৮:৪৯467411টেক্সাসের মামলা এখনও খেদিয়ে দ্যায় নি, পেনস্যিল্ভ্যেনিয়ার দিল। টেক্সাসের্টা কোর্টে সাবমিট কি হল?
ব্রেকড্যান্স | 182.76.***.*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৮:০৩467409ব্রেকড্যান্স বলতে আমরা চিরদিন এই জিনিস বুঝে এসেছি। বড়েস অন্য কিছুকে ব্রেক বলে লিংক দিলেন।
S | 2405:8100:8000:5ca1::9b1:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৭:৩৭467408বইয়ের তো অনেক সমস্যা। পরিবেশ। খরচ। তার থেকে ইবুক বেতার।
এইটা ঠিক বলেছেন বোধি দা। বই এর জন্য ভীষন আওয়াজ খেতে হয়। আজকাল জেনারেল পাবলিকের মধ্যে গুছিয়ে বই পড়ার অভ্যাস চলে গেছে বললেই হয়। খালি বইমেলা এলে লোক দেখতে আর সেলফি তুলতে যায়। ভালো লোক যায় না সেটা বলছি না। কিন্তু ওটা ওই 16 বস্তার মধ্যে আধ বস্তা।
আমি আজকাল ফিজিক্যাল বই খুব ভয়ে ভয়ে কিনি, বেশি একসাথে কিনে ফেললেই চেঁচামেচি শুরু হয়ে যায়, আর রাখার জায়গা নেই । ওয়ান বাই ওয়ান কিনি।
সেদিক থেকে দেখলে ই বুক খুব এফিসিয়েন্ট। 16 হাজার বই এই টুকু হার্ড ডিস্কে ধরে যাবে। আর পিডিফ ইবুক পড়লে খরচও কিছু সাশ্রয় হয়। খেতে খেতে, রাস্তায়, ডাক্তার খানা সব জায়গায় পড়া যায়। কিন্ডল বা স্মার্টফোন যে কোনো জায়গায় পড়ো, নো চিন্তা। একটু অভ্যাস করার ব্যাপার।
আর শাওমি র ফোনের উত্তর টা দিলেন না কিন্তু ?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:bc4c:14c4:f18b:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৭:২০467406এবং টাকা নষ্ট। বই মেলা জিনিসটা তুলে দিয়ে শুধুই অনলাইন ইবুক ইভেন্ট করলে পারে। কন কল হবে আর ওয়েবিনার হবে, সবাই বেশ কর্পো মত হয়ে যাবে, কত লোক আছে তাতেই খুশি হবে, বলা যায় না, আবাপ সম্পাদকীয় লিখতে পারে, "কলিকাতা পুস্তক মেলা এতদিনে বিত্ত বাণিজ্য বুঝিল, দ্বারকানাথ স্বর্গ হইতে হাসিলেন"।
@বোধিসত্ত্ব দাশগুপ্ত | 182.76.***.*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৭:১৮467405বই ফেলে দেওয়ার আগে আর্কাইভিস্ট সোমনাথ দাশগুপ্ত কে জানানোর কথা ছিল না?
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c01e:bc4c:14c4:f18b:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৭:১৩467404ইবুক , পিডিইএফ ইত্যাদি খুব ই বোরিং। তবে আজকালকার ছেলেমেয়েরা ওসব ই পড়ে। বই পত্রে আগ্রহ নাই। সত্যি কথা বলতে ই বুক টা ই হয়তো সায়েন্টিফিক। প্রায় ১৬ বস্তা বই ফেলতে হয়েছে রিসেন্টলি বাড়ির বিভিন্ন বুড়ো বুড়ির বই, মৃত বা মৃতপ্রায়, খারাপ লেগেছে, কিন্তু ঐ আর কি জায়গা, জায়্গা কেনার পয়সা, সব কিছু ছেড়ে দিয়ে পার্সোনাল লাইব্রেরি গড়ে তোলার মত সংস্থান কিসুই নেই। আর নিজে করে নেবার মত যোগ্যতাও নেই। সব মিলিয়ে খুব ই ডিপ্রেসিং। তার সাড়ে ১৫ বস্তাও যদি ফাল্তু বই হয়ে থাকে, আধ থেকে পৌনে এক বস্তা ইন্টারেস্টিং জিনিশ ফেলা গেছে।
আপিসে পরিবারে সমাজে এটা ওটা বই পড়ার অভ্যেশ থাগলে লোকে আবাজ দেয়। গায়ে পড়ে ব্যর্থ বোরিং বোগাস ভুষি মাল বলে যায়, কোন লাভ নেই। সেগুলো প্রতিটি সত্যি কথা হলেও, বই কে কানেক্ট করে বলে বোলে খারাপ লাগে। বই পত্র নিয়ে থাকা ভালোলাগা জিনিস্টা বেসিকালি অভিশাপ।
সে ক্ষেত্রে ই বুক ই বা মন্দ কি ?
একক | ০৯ ডিসেম্বর ২০২০ ১৩:২৭467402দেশে ছেপে বিদেশে না পাঠিয়ে, বিদেশেই ( এক্ষেত্রে ইউএস) কোন কোলাবরেশনে ছেপে গুরু ইন্টারন্যাশনাল এডিশন বের করলে কেমন হয়? খরচের তুলনামূলক বিচার ইত্যাদি কেও সামনে রাখতে পারবেন??
জাস্ট কৌতুহল আর কী :)
S | 2405:8100:8000:5ca1::386:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১৩:১৩467401আরো একটা জীবন চলে গেল।
Feds to investigate after a sheriff's deputy killed a Black man entering his own home in Columbus, Ohio.
Police In Ohio Say Slain Black Man Brandished A Gun; Family Says He Held A Sandwich.
https://www.cnn.com/2020/12/08/us/ohio-police-shooting-casey-goodson/index.html
https://www.npr.org/2020/12/07/943829901/police-in-ohio-say-slain-black-man-brandished-a-gun-family-says-he-held-a-sandwi
গুরুচন্ডালি | 2402:3a80:a79:d2d5:28c9:669f:d300:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১২:০৩467400লিংকে সামান্য ভুল হয়েছে। ব্যাপারটা এই রকম- সিরিয়াস৯-র নতুন সংখ্যা
https://www.guruchandali.com/forum.php?forum=4&tag=%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%AF
চিলি নিয়ে শুভময় মৈত্রের লেখা
https://www.guruchandali.com/comment.php?topic=19891
বলিভিয়া নিয়ে অর্ণব সাহার লেখা
https://www.guruchandali.com/comment.php?topic=19891
এবং এবারের অন্যতম আকর্ষণ, মার্কিন মুলুকে ডেমক্র্যাট প্রচারে অংশগ্রহণকারী অনামিকা বন্দ্যোপাধ্যায়ের লেখা
https://www.guruchandali.com/comment.php?topic=19889
গুরুচন্ডালি | 42.***.*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১১:৫৮467399প্রকাশিত হয়েছে সিরিয়াস৯-র নতুন ইস্যু। এবারের বিষয় আমেরিকা: বামে ও দক্ষিণে। এ সংখ্যায় লিখেছেন ডেমোক্র্যাট প্রচারে অংশগ্রহণকারী অনামিকা বন্দ্যোপাধ্যায়, বলিভিয়ার উথালপাথাল ধরা পড়েছে অর্ণব সাহার লেখায়, আর চিলির টানাপোড়েন বিশ্লেষণ করেছেন শুভময় মৈত্র।
S | 2602:ffc8:1:18::***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১১:২৭467398কোভিড ভ্যাকসীনের সঙ্গে নাকি মাইক্রোচিপও দিচ্ছে।
b | 14.139.***.*** | ০৯ ডিসেম্বর ২০২০ ১০:০০467397ন্যাড়াদার একটা ২এ ক্লজ লাগবে।
২এ। বাই আমসত্ত্ব মেড ফ্রম গোপালভোগ আম। আমসত্ত্ব শুড বি থিন, হার্ড, চিউই বিস্কিট লাইক , নট সফট সফট।
S | 2a0b:f4c0:16c:4::***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ০৯:৫৪467396অমিত, বহু রিপাব্লিকান এখন ট্রাম্প আর ট্রাম্পভক্তদের খুশি করা চেষ্টা করছে নিজেদের স্বার্থে।
ভ্যাকসিন নিয়ে এই লেখাটা পড়ে দেখুন, কোথায়, কিভাবে ভ্যাকসিন পাওয়া যাবে, তার রূপরেখা:
s | 100.36.***.*** | ০৯ ডিসেম্বর ২০২০ ০৯:১০467394আমেরিকায় ভ্য্যকসিন পেতে বেশি সময় লাগার কারণ হল অ্যানালিসিস। অন্য দেশের রেগুলেটরি এজেন্সির মত FDA ড্রাগ কোম্পানির দেওয়া অ্যানালিসিসের উপর নির্ভর করে না। ক্লিনিকাল ট্রায়ালে যতজন এনরোল করেছে সেই সমস্ত সাবজেক্টের কেস রিপোর্ট দেখা হয়। স্বভবতই এই র ডেটা দেখতে সময় লাগে। তার উপর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি কমিটি মিটিং হয়। এই অ্যাডভাইজারি কমিটিতে সাধারণত থাকেন সেই সমস্ত ফিল্ডের রিসার্চাররা। এই মিটিং পাবলিকলি ওয়েবকাস্ট করা হয় আর যে কেউ ইচ্ছে করলে দেখতে পারেন। অন্যান্য দেশ তো ছেড়েই দিলাম, ইভন EMA এত কান্ড করে না ড্রাগ বা ভ্যাকসিন অ্যাপ্রুভালের জন্যে।
১০ তারিখ ফাইজারের ভ্যাকসিনের আর ১৭ তারিখ মডার্ণার ভ্যাকসিনের অ্যাডভাইজারি কমিটি মিটিং আছে। মোটামুটি এক্সপেক্টেড যে দুটো ভ্যাকসিনই এমার্জেন্সি ইউজ অথরাইজেশান পেয়ে যাবে। অবশ্য ফুল অ্যাপ্রুভাল পেতে আরো সময় লাগবে।
১০ আর ১৭ তারিখের অ্যাডভাইজারি কমিটি মিটিং এর লিংক -
https://www.fda.gov/advisory-committees/advisory-committee-calendar/vaccines-and-related-biological-products-advisory-committee-december-10-2020-meeting-announcement
https://www.fda.gov/advisory-committees/advisory-committee-calendar/vaccines-and-related-biological-products-advisory-committee-december-17-2020-meeting-announcement
S | 2405:8100:8000:5ca1::150:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ০৮:১৬467393রুডি জুলিয়ানি তো ট্রাম্পের রাজসভার ভাঁড়।
Amit | 203.***.*** | ০৯ ডিসেম্বর ২০২০ ০৭:৫৮467392আম্রিগায় ভালো নাটক চলছে কিন্তু রেকারিং ডেসিমালের মত। টেক্সাস থেকে সুপ্রিম কোর্টে মামলা করেছে অন্য চারটে স্টেটের ভোট ক্যানসেল করে দেওয়ার জন্যে। মামলা তো খেদিয়ে দিয়েছে কোর্টে কিন্তু এই লেভেলের তামাশা আর খেউর হলিউড কোনোদিন ভেবে উঠতে পারবেনা।
ট্রাম্প জিন্দাবাদ। এই বোরিং জেবনে ওই একটু হাসি ফোটাতে পারে।
https://www.abc.net.au/news/2020-12-09/donald-trump-joe-biden-us-elections-updates-vaccine/12963960
S | 2405:8100:8000:5ca1::67a:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ০৭:৪৩467391আমেরিকাতে ভ্যাকসীন পেতে সময় লাগবে। ট্রাম্প সরকার ছড়িয়েছে।
সম্বিৎ | ০৯ ডিসেম্বর ২০২০ ০৭:২২467390আমসত্বর ক্যাটালগ হয়? নইলে ওর মডেলটা একটু অন্য হবে। তবে সিম্পলার।
1 - গো টু মালদা
2 - বাই আমসত্ব ইন পাইকারি প্রাইস
3 - প্যাক ইন এয়ারটাইট প্লাস্টিক।
4 - ফিল এক্সপোর্ট ফর্মস।
5 - রাইট কাস্টোমার ঠিকানা।
6 - সেন্ড।
7 - কাম ব্যাক টু ইওর হোম টাউন।
রিনজ আ্যন্ড রিপিট।
S | 2405:8100:8000:5ca1::8ce:***:*** | ০৯ ডিসেম্বর ২০২০ ০৭:১৯467389ওদিকে গুরুচন্ডালিকে নিউজ পোর্টালের আখ্যা দিয়ে দিল আর লসাগুদা বলছেন ছোট পাবলিশার। আমাজনে খরচ বেশি বুঝলাম। আলিবাবা ট্রাই করেছেন? পেমেন্টের জন্য কিসব আলিপে আর ট্রাসপল রয়েছে, দেখতে পারেন।
lcm | ০৯ ডিসেম্বর ২০২০ ০৭:০৭467388শুধু বই কেন, বই থেকে শুরু করে আমসত্ত্ব - কি করে ইন্ডিয়া থেকে আমেরিকা, আচ্ছা আমেরিকা ছাড়ো কি করে থাইল্যান্ড পাঠানো যাবে - গিভ ফান্ডা
lcm | ০৯ ডিসেম্বর ২০২০ ০৭:০২467387আমাজনে আছে গুরুর ই-বই।
ছাপা বই, বা, যে কোনো মার্চেন্ডাইজ বিক্রির - আমাজনে একটা জিনিস হল ওদের সাবসক্রিপশন মডেল - সাইটে আইটেম রাখতে মাসে মাসে একটা ফি দিতে হবে - এছাড়া শিপিং ৩ রকম অপশন: (এটা আমাজন ইন্ডিয়াতে, প্রত্যেক দেশে আলাদা)
১) ফুলফিলড বাই আমাজন (FBA) - এটা হল আমাজন ওদের ওয়্যার হাউসে আইটেম ইনভেন্টরি মেইনটেইন করবে, ওখান থেকে শিপ করবে।
২) ইজি শিপ (Easy Ship) - আমাজনের লোক এসে বিক্রেতার নির্দিষ্ট ঠিকানা থেকে আইটেম নিয়ে যাবে এবং ডেলিভার করবে।
৩) সেল্ফ শিপ উইথ প্রাইম - বিক্রেতা নিজেই শিপ করবে, এটা শুধু মাত্র বিক্রেতার লোকাল পিন কোড এলাকায়, আর এই অপশন শুধু আমাজন প্রাইম কাস্টমারদের জন্য।
খরচ ন্যাচারেলি প্রথমটায় সবথেকে বেশি এবং গ্যারান্টিড ডেলিভারি। বই এর ক্ষেত্রে কস্টটা বিশেষ করে একদম ছোট পাবলিশারদের ক্ষেত্রে একটু বেশি।
আর, এছাড়া, ইন্টারন্যাশনাল শিপিং অপশনে আমাজনের খরচ কম কিছু না।
তো সব মিলিয়ে, ছোট ব্যবসায়ী বা পাবলিশারদের কাছে, মানে যাদের অল্প প্রফিট মার্জিন, তাদের কাছে আমাজন প্লাটফর্ম মুশকিলের।
সম্বিৎ | ০৯ ডিসেম্বর ২০২০ ০৬:৫৮467386পিনাকী, ঠিক হ্যাজ। তাই করব।
লসাগু, আর সব জিনিসের মতন দেশ থেকে আন্তর্জাতিক বইয়ের ব্যবসা সম্বন্ধে আমার গভীর ও চিন্তাশীল ভাবনা আছে। অল্প কনসাল্টিং ফি দিলেই বিতরণ করব।