যা তা হচ্ছে এবছর।
এই মাত্র শুনলাম। কি অবস্থা।
সিএস | 49.37.***.*** | ২৫ নভেম্বর ২০২০ ২২:২১466033মারাদোনা হে !
হবে তো ?
লিংক কৈ, রেজিস্টার করার পর একটা ওয়েবিনার id দিলো তো। ওটা দিয়ে ঢুকলেই হবে তো।
sm | 2402:3a80:a4b:971e:0:5c:786f:***:*** | ২৫ নভেম্বর ২০২০ ১৬:০৯466030বাংলাদেশ ২৪ আর সুইৎজারল্যান্ড ২৬,ইউ কে ২৮।
ইন্ডিয়া ৩৪ আর অস্ট্রিয়া ৩৬ !!
এই রাঙ্কিং গ্রহণযোগ্য হলে,মুশকিল।
এলেবেলে | 202.142.***.*** | ২৫ নভেম্বর ২০২০ ১৫:০৭466029অরিনবাবু রেজিস্টার করালাম এইমাত্র। লিঙ্কটাও সেভ করে রাখলাম। কাল সকাল দশটা। মনে থাকবে।
S | 2405:8100:8000:5ca1::272:***:*** | ২৫ নভেম্বর ২০২০ ১৪:২৯466028রিপোর্টটাতে বলছে যে আমেরিকা খুবই খারাপ ম্যানেজ করেছে। শুধুমাত্র ভ্যাকসীনে ইনভেস্ট করেছে বলে র্যান্কিং একটু বেটার হয়েছে। নইলে আরো ১০ স্থান পরে থাকতো।
S | 2405:8100:8000:5ca1::3e1:***:*** | ২৫ নভেম্বর ২০২০ ১৪:২৭466027গরীব দেশ ভিয়েতনামও তো ভালো করেছে।
S | 2405:8100:8000:5ca1::3e1:***:*** | ২৫ নভেম্বর ২০২০ ১৪:২৫466026ইন্ডিয়া ৩৪ নম্বরে। বাংলাদেশ ২৪ আর পাকিস্তান ২৭
গরীব দেশ | 2605:6400:30:f881::***:*** | ২৫ নভেম্বর ২০২০ ১৪:২২466025বড়নোকদের অসুখ, তাদের মধ্যি আবার প্রোতিযোগিতা আচে, কে কেমন সারাচ্চে তার লিস্টি আছে, ফাষ্ট পেরাইজ আছে। আমাদের হতভাগা দেশ, মশার কামরেই ফি বছর কত নোক মরে যায়, আমাদের দেশের নাম কি এসব লিস্টে ওঠে গো।
অর্জুন | 113.2.***.*** | ২৫ নভেম্বর ২০২০ ১২:৫৬466024@অরিন-দা, থ্যাঙ্ক ইউ । রেজিস্টার করিয়েছি। :-)
https://www.bloomberg.com/graphics/covid-resilience-ranking/
"New Zealand tops the Ranking as of Nov. 23 thanks to decisive, swift action. The small island nation locked down on March 26 before a single Covid-related death had occurred, shutting its borders despite the economy’s heavy reliance on tourism. "
@lcm, আপনি এদের একবার ভুটানের ব্যাপারটা বলে দেখতে পারেন।

Abhyu | 47.39.***.*** | ২৫ নভেম্বর ২০২০ ১২:১৮466022হ্যাঁ :)
sm | 2402:3a80:a4b:971e:0:5c:786f:***:*** | ২৫ নভেম্বর ২০২০ ১২:১৫466021ঝামেলা ??
Abhyu | 47.39.***.*** | ২৫ নভেম্বর ২০২০ ১১:৫৭466020বলেন দেখি নির্মলা মিশ্রের ডাকনাম কী ছিল?
@অর্জুন, শেখর দা অবসর নিলেন। ওনার valedictory lecture শুনতে ইচ্ছে হলে আগের লিংকটা দেখতে পারো। আগামীকাল।
অর্জুন | 45.25.***.*** | ২৫ নভেম্বর ২০২০ ০১:০২466018@সে, কিছু নেশা ভাল। :-) বা তাকে নেশা হিসেবে না দেখলেও হয়।
অর্জুন | 45.25.***.*** | ২৫ নভেম্বর ২০২০ ০০:৫৯466017@অরিন-দা, শেখর বন্দ্যোপাধ্যায় কি অবসর নিলেন? ওর লেখা খুব ভাল লাগে।
@এলেবেলে, যোগদান করার জন্য আন্তরিক শুভেচ্ছা। জুম এমনিতে সহজ। আপনি আপনার কম্পিউটার বা মোবাইল এ ইনস্টল করতে পারেন। নাহলে লিংক ক্লিক করে শুধু অনলাইনেও দেখতে পাবেন।
@Atoz ওরফে নেশা,
এই যে সেই গান,
anandaB | 50.125.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ২১:২৪466014আহা , kc র ২৪ নভেম্বর ২০২০ ১২:৫৩ পোস্টের পুরোটাই যদি সত্যি হত , আমার জন্যে :)
ওই অংক আর সেতার এর ব্যাপারটা স্বপ্নই থেকে যাবে আমার কাছে
নেশা | 151.14.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ২১:০৫466013মদ, সিগারেট, বই, গাঁজা, গান, বিড়ি, সিদ্ধি, লীলা ....নেশা নেশা। একটা গানও ছিল, 'নেশা নেশা আগুন আগুন'
সে | 2001:1711:fa4c:9b91:d90f:992a:752:***:*** | ২৪ নভেম্বর ২০২০ ২০:৫৭466012খুব সাবধান অর্জুন। এই নেশা সিগারেটের চেয়েও ভয়ঙ্কর।
বইয়ের বাতিক | 2600:1002:b028:b17f:6c1a:24a5:dd3f:***:*** | ২৪ নভেম্বর ২০২০ ২০:৫১466011পড়বেন কখন?
চারিদিকে বই, কিছু পড়া নেই, পড়ার টাইম নেই - সে ও তো স্ট্রেসফুল।
অর্জুন | 103.17.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ২০:২৭466010বইয়ের বাতিক, মহা ফাঁপর। মদের নেশার চাইতেও বেশী ! ফতুর হয়ে যাচ্ছি । তাও কেনা থামছেনা। গত ছ মাসে ১৯ খানা বই কিনে ফেললাম অনলাইনে।

kc | 188.236.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ১৪:২৮466009ন্যাড়াদা, খুঁজে দেখব।
সম্বিৎ | ২৪ নভেম্বর ২০২০ ১৩:৩৩466008কেসিবাবুর মারু বেহাগ কোথায় শোনা যায়?
kc | 188.236.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ১২:৫৩466006আনন্দবাউ, আমার কাছে একটা আহির ভৈরোঁ'র mp3 ফাইল থাকার কথা, খুঁজে পেলে বলব।
btw, অর্কুট জমানায় এক আনন্দকে একটু চিনতাম, ইউএসএ তে থাকতেন, অঙ্কের মানুষ, একটা খরজ-পঞ্চম সেতার বাজাতেন।
মনে হইতেছে আপনিই তিনি।