এলেবেলে | 202.142.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ১২:০৬466005রঞ্জনবাবু, আপনার লেখা চোখে পড়ল আজ এখন। পাঠিয়েছি। মেল চেক করে জানাবেন।
অরিনবাবু ধন্যবাদ। নিজে খুব চেষ্টা করি জুম বোঝার ও ইন্সটল করার। না পারলে আপনি তো থাকলেনই বুঝিয়ে দেওয়ার জন্য।
anandaB | 50.125.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ১১:৫৭466004@KC , কি আর বলব ......
এনার কোন পিওর ক্লাসিকাল পারফরমেন্স কি পাওয়া যায় ?
প্রসঙ্গত , যতবার আপনাকে এ চত্বরে দেখি ততবার বহু বহু আগে শোনা আপনার গাওয়া মারু বেহাগ মনে পড়ে যায় , সামান্য রেওয়াজ করছিলেন সম্ভবত কিন্তু তাই কি অপূর্ব
কি যে হিংসে করি আপনাদের সকলকে
পুরোটা সিরিয়াস৯ পড়লাম। সিরিয়াস৯ বলছি খুব ভালো লাগল, এরকম সংখ্যা ভীষন ভাবে দরকার ছিল। সাংবাদিকতার এখনকার অবস্থাটা স্পষ্ট তুলে ধরেছেন লেখকরা। সম্পাদক এর উপর লেখা টাও ভীষন ই জরুরী।
সিরিয়াস৯ | 42.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ১১:৩৬466002প্রকাশ পেল সিরিয়াস৯ র নতুন ইস্যু। এবারের বিষয় সম্পাদনা।
বাংলা সংবাদমাধ্যমে বর্তমান সম্পাদনা নিয়ে লিখেছেন তাপস দাশ
https://www.guruchandali.com/comment.php?topic=19727
লিটল ম্যাগাজিন সম্পাদনার হালচাল নিয়ে লিখলেন সুস্নাত চৌধুরী
https://www.guruchandali.com/comment.php?topic=19725
ইংলিশ সংবাদমাধ্যমের আগ্রাসী চেহারা নিয়ে লিখলেন প্রতীক
https://www.guruchandali.com/comment.php?topic=19724
বই সম্পাদনা নিয়ে লিখেছেন সৌম্যেন পাল
kc | 188.236.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ১১:০৫466001আনন্দবাউ, ছোট থেকে জগদীশ প্রসাদের ছাত্র। তবলা আরও ভালো বাজায়।
anandaB | 50.125.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ১০:৪৫466000আরে সব্বোনাশ , ইনি তো রীতিমতো ট্রেনড ক্লাসিকাল ভয়েস .... আমাদের মতো সাধারণ শ্রোতা বঞ্চিত হলাম এই যা আপসোস
@KC র 9:20 র ভিডিও প্রসঙ্গে বললাম
সম্বিৎ | ২৪ নভেম্বর ২০২০ ১০:৪৫465999ভদ্রলোক গানের সঙ্গে অত আপার অক্টেভে হারমোনিয়াম বাজাচ্ছেন কী করে? নাকি ওটা অপ্টিকাল ইলিউশন হচ্ছে ক্যামেরার পজিশনের জন্যে?
থ্যাঙ্ক ইউ আরিনবাবু, ওয়েবিনারে রেজি করিয়ে ফেললাম।
Abhyu | 47.39.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৯:২৭465997ম্যায় গুলাম তু দেওয়ান আর আরো কতোগুলো গান একসাথে একটা ভিডিওতে ছিল, অজয় চক্রবর্তীর। ইউটিউব থেকে উবে গেছে :(
Abhyu | 47.39.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৯:২৫465996আতোজ, ও তো সোমনাথের ওয়েবসাইটেই আছে!
https://drive.google.com/file/d/0B_YaosR26qWjTW9RQUFiODZqSlU/view

kc | 188.236.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৯:২০465995সে যাই হোক অ্যামেরিকায় রাত্রি হচ্ছে, এইটা শোনাই দস্তুর,
kc | 188.236.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৯:১৬465994ওই ইউএস টিউএস সব অতিরঞ্জন, কত জায়গায় যে ছেলেটা শুধরে দিয়েছে। আর ওঁর বক্তৃতাও খুবই হ্যাকনিড টাইপের, ভক্তিরসে টইটম্বুর।
বাচ্চা কাছিম | 151.14.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৯:১৩465993কী ভালো কী ভালো।
অনেকদিন তোমায় খুঁজছি অভ্যু, সেই রাশিয়ান বইটায় একটা ছবি ছিল দুটো বাচ্চা কাছিম আর একট বড় ভাল্লুক, কাছিমদুটো কোলাকুলি করে গড়িয়ে চলে গিয়ে জলে পড়ে বেঁচে গেল। এই ছবি অত্যন্ত দরকার সুপারকন্ডাকটিভিটি বোঝাতে। ছবিটা আছে?
Abhyu | 47.39.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৯:০৬465992অ্যাকম্প্লিশড লোক, সে তো বটেই কিন্তু "heart research in the US" ইত্যাদি কথা বলার তো মানে নেই। এখন যদি মহান মহারাজ ফিল্ড্স মেডেল পেয়েছিলেন এই সব বলে তাহলে ওনার মহানত্ব বাড়বে কি? :) আইটি সেল এই টুকুও বোঝে না।
যাক, গান শুনুন, এইটা আমার অজয় চক্রবর্তীর থেকেও ভালো লাগে।
সম্বিৎ | ২৪ নভেম্বর ২০২০ ০৯:০১465991এবারেও। বাগ পেয়েছি।
Abhyu | 47.39.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৯:০১465990ওহে "সন্ন্যাসী হয়ে", আতোজ নামেই লেখো না কেন?
সম্বিৎ | ২৪ নভেম্বর ২০২০ ০৯:০১465989ঈশান ও লসাগুর কল শেষ শব্দটা বেমালুম খেয়ে নিল আগের
সম্বিৎ | ২৪ নভেম্বর ২০২০ ০৯:০০465988দেবতোষের হোস্টেলের ঘরে অনেকবার গেছি, বেশ ভাল দোস্তি ছিল। জগদীশ প্রসাদের কাছে গান শিখত। ব্যাপক তবলা বাজায়। ছেলেটা এইসব ভুলভাল অতিরঞ্জিত খবরে খুব কষ্ট পায়।
kc | 188.236.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৮:৫০465987এইবার ইউটিউবে গিয়ে ওনার গাওয়া গান শুনে দেখুন।
সন্ন্যাসী হয়ে | 151.14.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৮:৩৬465986আরে এই ডাক্তার ভদ্রলোক, সন্ন্যাসী হয়ে গিয়েছেন, এঁকে নিয়েই তো কতগুলো ভিডিও দেখলাম ফেবুতে!
kc | 188.236.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৮:১৬465985দেবতোষের হোস্টেলের ঘরে অনেকবার গেছি, বেশ ভাল দোস্তি ছিল। জগদীশ প্রসাদের কাছে গান শিখত। ব্যাপক তবলা বাজায়। ছেলেটা এইসব ভুলভাল অতিরঞ্জিত খবরে খুব কষ্ট পায়।
"আর ওদিকে GM এর তালেগাওঁ ফ্যাক্টরি একখান চীনা কোম্পানি -গ্রেট ওয়াল কিনে নিলো।"
মাহিন্দ্রার এস ইউ ভি'র বাজার টা মার খাবে মনে হয় । আপনারা কেউ হাভাল এস ইউ ভি চালান?
Amit | 203.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৬:০৪465983যাহ। মিশিগান তো সার্টিফাই করে দিলো ভোটের রেজাল্ট। কি বাকি রইলো আর ?
এদিকে আবার ঘরে মোদিবাউ আত্মনির্ভর হবার জ্ঞান দিচ্ছেন, আর ওদিকে GM এর তালেগাওঁ ফ্যাক্টরি একখান চীনা কোম্পানি -গ্রেট ওয়াল কিনে নিলো।
s | 100.36.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৫:৫৭465982বাইরে থেকে হাস্যকর মনে হলেও ফেডেরাল এজেন্সি হেডদের যে কি যন্ত্রণা। আরো দু মাস।
S | 2a0b:f4c0:16c:13::***:*** | ২৪ নভেম্বর ২০২০ ০৫:৫৪465981যাহ। রুডিকে খুব মিস করবো।
aka | 2600:1005:b10d:638a:dcf1:2a51:eee:***:*** | ২৪ নভেম্বর ২০২০ ০৫:৩২465980আরে ট্রাম্পু বাবু ওনার হ্যারাসমেন্ট আর দেখতে পাচ্ছিলেন না।
GSA | 2600:1002:b028:b17f:6c1a:24a5:dd3f:***:*** | ২৪ নভেম্বর ২০২০ ০৫:২৪465979জি এস এ তো ঝাড়িয়া কাশিলেন।
Abhyu | 47.39.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৩:৪৩465978কেসিদা জানো তো কৃপাকরানন্দ মহারাজ নরেন্দ্রপুরে দাদাদের ব্যাচমেট ছিলেন। দেবতোষ নাম ছিল। এখন ওনাকে নিয়ে ভুলভাল আর্টিকেল বেরোয় https://www.firstpost.com/india/after-yogi-in-up-will-a-swami-rise-in-bengal-bjp-speculation-about-a-doctor-sanyasi-grows-8697851.html যা তা লেভেলের ভুল ইনফো।
Abhyu | 47.39.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৩:৩৩465977
Abhyu | 47.39.***.*** | ২৪ নভেম্বর ২০২০ ০৩:২৯465976অ্যাই তুমি উদ্বোধনে "সারগাছির স্মৃতি" পড়েছো? প্রেমেশানন্দজীর গল্প!