রঞ্জনবাবু, আপনার লেখা চোখে পড়ল আজ এখন। পাঠিয়েছি। মেল চেক করে জানাবেন।
অরিনবাবু ধন্যবাদ। নিজে খুব চেষ্টা করি জুম বোঝার ও ইন্সটল করার। না পারলে আপনি তো থাকলেনই বুঝিয়ে দেওয়ার জন্য।
@KC , কি আর বলব ......
এনার কোন পিওর ক্লাসিকাল পারফরমেন্স কি পাওয়া যায় ?
প্রসঙ্গত , যতবার আপনাকে এ চত্বরে দেখি ততবার বহু বহু আগে শোনা আপনার গাওয়া মারু বেহাগ মনে পড়ে যায় , সামান্য রেওয়াজ করছিলেন সম্ভবত কিন্তু তাই কি অপূর্ব
কি যে হিংসে করি আপনাদের সকলকে
পুরোটা সিরিয়াস৯ পড়লাম। সিরিয়াস৯ বলছি খুব ভালো লাগল, এরকম সংখ্যা ভীষন ভাবে দরকার ছিল। সাংবাদিকতার এখনকার অবস্থাটা স্পষ্ট তুলে ধরেছেন লেখকরা। সম্পাদক এর উপর লেখা টাও ভীষন ই জরুরী।
প্রকাশ পেল সিরিয়াস৯ র নতুন ইস্যু। এবারের বিষয় সম্পাদনা।
বাংলা সংবাদমাধ্যমে বর্তমান সম্পাদনা নিয়ে লিখেছেন তাপস দাশ
https://www.guruchandali.com/comment.php?topic=19727
লিটল ম্যাগাজিন সম্পাদনার হালচাল নিয়ে লিখলেন সুস্নাত চৌধুরী
https://www.guruchandali.com/comment.php?topic=19725
ইংলিশ সংবাদমাধ্যমের আগ্রাসী চেহারা নিয়ে লিখলেন প্রতীক
https://www.guruchandali.com/comment.php?topic=19724
বই সম্পাদনা নিয়ে লিখেছেন সৌম্যেন পাল
আনন্দবাউ, ছোট থেকে জগদীশ প্রসাদের ছাত্র। তবলা আরও ভালো বাজায়।
আরে সব্বোনাশ , ইনি তো রীতিমতো ট্রেনড ক্লাসিকাল ভয়েস .... আমাদের মতো সাধারণ শ্রোতা বঞ্চিত হলাম এই যা আপসোস
@KC র 9:20 র ভিডিও প্রসঙ্গে বললাম
ভদ্রলোক গানের সঙ্গে অত আপার অক্টেভে হারমোনিয়াম বাজাচ্ছেন কী করে? নাকি ওটা অপ্টিকাল ইলিউশন হচ্ছে ক্যামেরার পজিশনের জন্যে?
থ্যাঙ্ক ইউ আরিনবাবু, ওয়েবিনারে রেজি করিয়ে ফেললাম।
ম্যায় গুলাম তু দেওয়ান আর আরো কতোগুলো গান একসাথে একটা ভিডিওতে ছিল, অজয় চক্রবর্তীর। ইউটিউব থেকে উবে গেছে :(
আতোজ, ও তো সোমনাথের ওয়েবসাইটেই আছে!
https://drive.google.com/file/d/0B_YaosR26qWjTW9RQUFiODZqSlU/view
সে যাই হোক অ্যামেরিকায় রাত্রি হচ্ছে, এইটা শোনাই দস্তুর,
ওই ইউএস টিউএস সব অতিরঞ্জন, কত জায়গায় যে ছেলেটা শুধরে দিয়েছে। আর ওঁর বক্তৃতাও খুবই হ্যাকনিড টাইপের, ভক্তিরসে টইটম্বুর।
কী ভালো কী ভালো।
অনেকদিন তোমায় খুঁজছি অভ্যু, সেই রাশিয়ান বইটায় একটা ছবি ছিল দুটো বাচ্চা কাছিম আর একট বড় ভাল্লুক, কাছিমদুটো কোলাকুলি করে গড়িয়ে চলে গিয়ে জলে পড়ে বেঁচে গেল। এই ছবি অত্যন্ত দরকার সুপারকন্ডাকটিভিটি বোঝাতে। ছবিটা আছে?
অ্যাকম্প্লিশড লোক, সে তো বটেই কিন্তু "heart research in the US" ইত্যাদি কথা বলার তো মানে নেই। এখন যদি মহান মহারাজ ফিল্ড্স মেডেল পেয়েছিলেন এই সব বলে তাহলে ওনার মহানত্ব বাড়বে কি? :) আইটি সেল এই টুকুও বোঝে না।
যাক, গান শুনুন, এইটা আমার অজয় চক্রবর্তীর থেকেও ভালো লাগে।
এবারেও। বাগ পেয়েছি।
ওহে "সন্ন্যাসী হয়ে", আতোজ নামেই লেখো না কেন?
ঈশান ও লসাগুর কল শেষ শব্দটা বেমালুম খেয়ে নিল আগের
দেবতোষের হোস্টেলের ঘরে অনেকবার গেছি, বেশ ভাল দোস্তি ছিল। জগদীশ প্রসাদের কাছে গান শিখত। ব্যাপক তবলা বাজায়। ছেলেটা এইসব ভুলভাল অতিরঞ্জিত খবরে খুব কষ্ট পায়।
এইবার ইউটিউবে গিয়ে ওনার গাওয়া গান শুনে দেখুন।
আরে এই ডাক্তার ভদ্রলোক, সন্ন্যাসী হয়ে গিয়েছেন, এঁকে নিয়েই তো কতগুলো ভিডিও দেখলাম ফেবুতে!
দেবতোষের হোস্টেলের ঘরে অনেকবার গেছি, বেশ ভাল দোস্তি ছিল। জগদীশ প্রসাদের কাছে গান শিখত। ব্যাপক তবলা বাজায়। ছেলেটা এইসব ভুলভাল অতিরঞ্জিত খবরে খুব কষ্ট পায়।
"আর ওদিকে GM এর তালেগাওঁ ফ্যাক্টরি একখান চীনা কোম্পানি -গ্রেট ওয়াল কিনে নিলো।"
মাহিন্দ্রার এস ইউ ভি'র বাজার টা মার খাবে মনে হয় । আপনারা কেউ হাভাল এস ইউ ভি চালান?
যাহ। মিশিগান তো সার্টিফাই করে দিলো ভোটের রেজাল্ট। কি বাকি রইলো আর ?
এদিকে আবার ঘরে মোদিবাউ আত্মনির্ভর হবার জ্ঞান দিচ্ছেন, আর ওদিকে GM এর তালেগাওঁ ফ্যাক্টরি একখান চীনা কোম্পানি -গ্রেট ওয়াল কিনে নিলো।
বাইরে থেকে হাস্যকর মনে হলেও ফেডেরাল এজেন্সি হেডদের যে কি যন্ত্রণা। আরো দু মাস।
যাহ। রুডিকে খুব মিস করবো।
আরে ট্রাম্পু বাবু ওনার হ্যারাসমেন্ট আর দেখতে পাচ্ছিলেন না।
জি এস এ তো ঝাড়িয়া কাশিলেন।
কেসিদা জানো তো কৃপাকরানন্দ মহারাজ নরেন্দ্রপুরে দাদাদের ব্যাচমেট ছিলেন। দেবতোষ নাম ছিল। এখন ওনাকে নিয়ে ভুলভাল আর্টিকেল বেরোয় https://www.firstpost.com/india/after-yogi-in-up-will-a-swami-rise-in-bengal-bjp-speculation-about-a-doctor-sanyasi-grows-8697851.html যা তা লেভেলের ভুল ইনফো।
অ্যাই তুমি উদ্বোধনে "সারগাছির স্মৃতি" পড়েছো? প্রেমেশানন্দজীর গল্প!