ট্রাম্পকে খুঁচিয়েছে ওবামা।
আর আপ্নেরা এই ডিভিসিভ আম্রিগার জন্য রেসিজ্মকে দোষ দ্যান। মনে রাখবেন আপ্নার সেক্স যদ্দিন আছে গায়ের রঙ্গ যদ্দিন আছে রেসিজম তদ্দিন থাকবে। প্রশ্ন হল তাকে খোচাবেন কি না?
কে তাকে খোচাল? ট্রাম্প? ট্রাম্পকে কে খোচাল?
সি এন এন কোন ধোয়া তুলসিপাতা নয়
এইত্তো পাওয়া গ্যালো। সুপ্রীম কোর্ট যাবার আর সমস্যাই রইল না।
ট্রাম্প চার বছরে ভোটিঙ্গ মেশিন ফিক্স করতে না পার্লেও সুপ্রীম কোর্ট পেরেছে। সুরাহা হবার সুযোগ আছে।
মনে হচ্ছে আবার কি কথা, এখানেই তো দেওয়া ছিল এন ওয়াই পোস্ট বড় হেডিঙ্গ করেছে - It's Joe Time.
সে কিনা কবেকার কথা। ল্ন্ডনে ট্রাম্পের দ্লবলও গিয়েছিল, বাবা মার্ডক দেখা করেনি।
তারা এন্টারটেনমেন্ট বিজনেস করে, পলিটিকাল নয়
কেন সিকোইয়ার পার্টনার নীল শেন , সোরোস এর ডান হাত "লর্ড" মোলক ব্রাউন , বাইডেন ট্রান্সিশন টিমের পিটার নেফাঙ্গার সবাই জড়িত স্মার্টম্যাটিক এর সাথে ? ব্যালট স্ক্যানার আর ভোট কাউন্টার ২ হার্ডলি কাটিং এজ | সিকোইয়ার পার্টনার কী করছে ? কেন সিয়ার ক্রাকেন সিস্টেম সম্পর্কে স্নোডেন এর টুইট গুরুত্বপূর্ণ ? কার ফ্রাঙ্কফ্রুইট অফিস এ মিলিটাৰী রেড হল ? পৃথিবীর বহু দেশের ভোট যে মেশিনে গোনা হয় তার উৎপত্তি ভেনিজুয়েলাতে কেন? হার্ডলি কাটিং এজ টেক হাব | পেন্টাগন রিশাফল কেন লেম ডাক সেশনে ?
কাল দেখি সার দিয়ে গাড়ি যাচ্ছে, প্রথমে ভাবি ফিউনারাল। তাপ্পর সবাই টপকে যাচ্ছে। যেত যেতে তাকিয়ে দেখি গাড়ির ওপর প্ল্যাকার্ড - Ban CCP.
মাথা চুলকে ভাব্ছি, বিষাক্ত রাসায়্নিক না কি রে ভাই! তাপ্পর অন্য গাড়ির মাথায় প্ল্যাকার্ড - Chinese Communist Party CCP
খিস্তির ডাইভর্সিটি দেখে বেজায় খুশি হয়ে গেল্যাম! আম্রিগাবাসির ক্যামন নজর, আগে কিনা আম্রিগাই ওয়ার্ল্ড ছিল
যতদূর মনে হচ্ছে মার্ডক ফ্যামিলির থেকে অর্ডার এসেছে ট্রাম্পকে ডাম্প করার। টাকার তো শুনলাম ২০২৪এ লড়বে। তার জন্য প্রস্তুতি নিচ্ছে বোধয়।
কলকাতার লোকে কোভিড নিয়ে খুব চিন্তিত নয়। কয়েকজন বন্ধু বলল টাকা খরচ করে ভ্যাকসিন নেবার কোন মানে হয়না। যদি অবস্থা খুব খারাপ হত তাহলে এতটা নিশ্চিন্ত থাকত না। বয়স্ক লোকজন কিছু মারা যাচ্ছেন। তবে মহামারী যাকে বলে তেমন কিছু নয়।
সিডনি পাওয়েল জুলিয়ানির থেকেও বড় জোক। কোত্থেকে হুগো শাভেজ ইত্যাদি কন্সপিরেসি এনে হাজির করেছে, পুরো রূপকথা।
ট্রাম্পের এই লিগাল ড্রামা পুরোপুরি পিআর স্টান্স, কোন মেটিরিয়াল নেই, এখন সবাই এটা মেনে নিয়েছে। মানে মেইন স্ট্রীমের সবাই। ট্রাম্প যাস্ট হার্ড টাইম দিচ্ছে সবাইকে। ওর লিগাল টিম কোর্টের বাইরে ফ্রড ফ্রড করছে কিন্তু কোর্ট কেস একটাও ফ্রড নয়।
আকা সেদিন টাকার কার্লসনের লিন্ক দিলেন একটা, সে পলিটিক্সটা একটু জটিল ঠেকছে। এখন আমেরিকার মেয়র তো বলে, সিডনি পাওয়েল লিগাল টিমের নাকি কেউ নয় আর উনি সেটা মেনেও নিয়েছেন।
@ ডিসি
আমাদের শহরে এক বাল্যবন্ধুর বাবা কোভিডে চলে গেছেন। ভদ্রলোক ডাক্তার, আমার বন্ধুও ডাক্তার। নেহাৎ-ই বয়স হয়েছে, ওয়াচে রাখা ভালো, এই ভেবে বন্ধু বাবাকে হসপিটালে পাঠায়, এমনিতে খুব একটা বিশাল কিছু সিম্পটম ছিলো না। উনি আর ফিরলেন না।
ও দেখা হয় নি। কেসি, অভ্যু ধন্যবাদ।
এই অন্য অন্য ভাষার সাহিত্য আর সাহিত্যিক দের সিরিজ টা খুব ভাল হচ্ছে।
b, অভ্যু তো দিয়েছে, রঙ্গনাথানন্দ'র তিন খন্ডের বাংলাটা'র থেকে ইংরেজিটা বেশি ভালো। দুই ভার্সনই আর্কাইভে পেয়ে যাবেন। খুবই সুন্দর।
এলেবেলে ,
চাই: শেখর বন্দ্যোপাধ্যায়, রজতকানত। ranjanr52@gmail.com
অরিনবাবু ,
আগ্রহী। 8583041395
অরিনবাবু, শেখর বন্দ্যো আমার অত্যন্ত প্রিয় ঐতিহাসিক। তাঁকে জানাবেন নবদ্বীপ নামক এঁদো মফস্সলের এক পাতি মাস্টের তাঁর বিভিন্ন গ্রন্থকে বিদ্যাসাগরের লেখাটিতে সসম্মানে গ্রহণ করেছে। বিশেষত বিধবাবিবাহ আইনের আফটার এফেক্ট এবং নমঃশূদ্র সম্প্রদায়ের মধ্যে শিক্ষাবিস্তার প্রসঙ্গে শেখরবাবুর কাজ ইপোক মেকিং। আমি জানেনই টেকিনক্যাল বিষয়ে তালকানা। তবুও তাঁর ভাষণ শুনতে আগ্রহী।
কোলকাতায় কি নিউ ওয়েভ অব কোভিড হচ্ছে ? ইনফেকশন এর এখনকার সিচুয়েশন ঠিক কিরকম ? অনেক রিপোর্ট চেপে দিচ্ছে শুনছিলাম।
কোভিডের দমকা হাওয়ায় যে কতো পাতা এদিক ওদিক ঘরে পড়লো! কয়েকদিন আগে আমরা শহরের বাড়িতে ফিরে এসেছি, দুধওয়ালার সাথে যোগাযোগ করতে পারছিলাম না। (তামিলে দুধওয়ালাকে বলে পালস্বামী)। আজ ওনার স্ত্রী এসেছিলেন আমাদের বাড়ি, উনি কিছুদিন আগে কোভিডে মারা গেছেন। এখন থেকে ওনার স্ত্রীই আসবেন। সরকারী খাতা টাতায় নাম ওঠেনি, তবে লোকাল কাউন্সিলার কিছু সাহায্য করেছেন। দুধওয়ালার সাথে মাঝে মাঝে সকালবেলা আমার দেখা হতো, কথা তেমন কিছু হতো না, তবে দুজনেই হাসতাম। আর দেখা হবেনা।
ওনার তো গীতা নিয়ে অনেক কাজ আছে। এইখানে তিন খণ্ড বই https://www.banglapustak.com/2020/08/vagabad-geeta--bishwojonin-barota-ebook.html
কেসি কি আছেন? বহুদিন আগে আপনি গীতা প্রসঙ্গে রঙ্গনাথানন্দের বইয়ের কথা বলেছিলেন। সেই বইয়ের নাম দিতে পারবেন?
সুকি লিখেছিল না ফুলের কথা?
https://twitter.com/i/status/1330419905431220225
আপনাদের মধ্যে অনেকে (বিশেষ করে বোধিসত্ত্ব, এলেবেলে ইত্যাদি ) নিউজিল্যান্ড স্থিত প্রথিতযশা ঐতিহাসিক শেখর বন্দোপাধ্যায়ের কথা প্রায়ই বলেন । শেখর দা এই বছর রিটায়ার করছেন । শেখর দা ও আমরা কয়েকজন মিলে বহু বছর ধরে নিউ জিল্যান্ডে New Zealand India Research Institute নাম দিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠান নির্মাণ করেছি । যাই হোক, ২৬ শে নভেম্বর , শেখর দা তাঁর বিদায়ী ভাষণ দেবেন । আপনাদের মধ্যে কেউ যদি সেই ভাষণ শুনতে আগ্রহী থাকেন তো আমাকে জানাতে পারেন (নিজের ইমেল address দিয়ে), আমি সেই ভাষণের লাইভ জুম লিংক শেয়ার করতে পারি ।
সেই যে ফরাসী বিপ্লবে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে লিখবেন বলে চলে গেলেন এলা, আর তো এলেন না?
অ্যাই দ্যাখো, কত লোকে ক্কী ভালো ক্কী ভালো ভাটিয়েচে!!!!!
রামায়ণ মহাভারতের পরে রচিত, এটা নিয়ে একটা টই ছিলো, কেউ বলতে পারবেন? মাহবুব লীনেন এর একটা টইতে পেলাম কিন্তু আরেকটা ছিলো মনে হচ্ছে। অথবা অন্য কোনো সোর্স দিলেও হবে।
কারণ মাধ্যাকর্ষণ তো ভগবান শ্রী কৃষ্ণ আবিষ্কার করেন !!!
রমেশ পোখরিয়াল !!নিউটন এর পালিত পুত্র (বর্তমান )!!!!
নিউটনের পোলার নাম কী ?
ক্যালকুলাস। বিখজ নিউটন ইস দা ফাদার অফ ক্যালকুলাস।
হইল না। নিউটনের পোলার নাম আইপ্যাড।