আমার অনেক দিন ধরে মেনে হয়েছে (তেমন কোন হার্ড ডাটা নেই আগেই বলে রাখলাম), গুরুতে 'ওয়েল ইনফর্মড' লোকজন, পাঠক এবং লেখকদের আনাগোনা বেশী অনেক তুল্য বাংলা ওয়েবসাইট/ম্যাগের থেকে। সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে গুরুর একটা আকর্ষণ। এবার হয় কি, ওয়েল ইনফর্মড হলে অনেক সময় আনুসঙ্গিক সমস্যাও আসে - লোকজনের মতামত খুব জোরালো হয়, আমিই ঠিক এমন ভাব অনেক সময় প্রকাশ পায় - কিন্তু এগুলো থাকবেই, তেমন কিছু করার নেই বলেই মনে হয়।
আর কেউ কোন বিশেষ জিনিস নিয়ে আলোচনা করছে না বলে হা-হুতাশ করে আর কি হবে! নানা জনের নানা ইন্টারেষ্ট - তাই নিজে থেকে লিখে ফেলাই ভালো। আমি আগেও বলেছি, নিমোর এবং আরো অনেক কিছু লিখি গুরুর পাতায় লিখে রাখার জন্যই - অনেকে পড়েন, অনেকেই পড়েন না। মেটালার্জী নিয়ে কেউ লেখে না কেন, ফিজিক্স, বায়োলজি, গণিত কেন বেশী প্রাধান্য পায় এখানে আলোচনায় - এই নিয়ে গোঁসা করতে শুরু করলে তো প্রবলেম!
কিছু জন ভালো বলেন, বেশীর ভাগই কিছু বলেন না। তা ওতো ভেবে কি হবে! ডকুমেন্টেড তো হয়ে রইল! নিজে তো একটা এফর্ট দিলাম - হয়ত এই দেখে আরো অনেকেই লিখে রাখবে - সেই বা কম কি।
অরিনের বক্তব্য আমি যা বুঝেছি একাকী গায়পকের নহে ত গান ইত্যাদি। তো এই গাহিতে হবে দুইজনার দ্বিতীয় জন ব্যপারটা সম্পর্কে আদৌ না জানলে বা ইন্টারেস্ট না পেলে দুইজনার গান হচ্ছে না আর কি।
এব্বার সে আর কী করা যাবে! ধরেন আমি গাছপালা লাগানো নদী পরিস্কার এসবে উৎসাহী। মানে ঘরে পোষা গাছপালা নয় পাহাড়ের গায়ে মাঠেঘাটে ইত্যাদি। তা সে নিয়ে আর এখানে কী করে গল্প করব? মানে বলতেই পারি কিন্তু সে এক তরফা। আদৌ এখনকার পার্টিসিপেন্টরা আগ্রহী হবে বলে মনে হয় না। তা এই গল্প হোয়াতে করি। আবার ধরুন ন্যানেট নিয়ে গল্প করতে চাই বা হ্যানা গ্যাডসবি নিয়ে। তা সেও এখানে ওই উপরেরগুলোর মতনই। তাই সেটা ফেবুতে করি। এই আর কি
একক বলছে - ডাইভার্সিটি ইনজেক্ট করতে হয়, পুশ করতে হয় ...
শুনে মনে হচ্ছে কিরকম মনে হচ্ছে পুশ করলেই লোকে নেবে, যেন করোনা ভ্যাক্সিন, লোকে যেন নেবার জন্য লাইন লাগিয়েছে
রনগেজ ভালো ত! এনগেজ কত্তে না পেরে রনগেজ অনেকেই করেন। মন্দ কী :)))
এনগেজ এনগেজ
আগে ছিল। হাসিখুশি মজার একটা পরিবেশ ছিল। নানা তর্কাতর্কি সত্ত্বেও ছিল। আর লেখাগুলো পড়ার মতন অবস্থা ছিল। এখন ফেবুর নানা গ্রুপের মতন লেখার হুড়হুড় হুড়হুড় বন্যা, পড়ার অবকাশ নেই। বাঁশবনে ডোমকানা।
হা হা ওইগুলো ভয়েস তোলার আগের স্টেপ মনে হয়। গলা সাধার মতম। মানে নতুন লোকজন এসে হঠাৎ করে মিশতে না পারলে অস্বস্তি বোধ করলে বা কী বলব ভেবে না পেলে তাদের রনগেজ করার জন্য কটা খেলনা দিয়েছে ঈশান। লোকে খেলেটেলেযাচ্ছে। কেউ কেউ দু চারকথা তারুর লিখছেও।
ওই ফেবুতে যেমন মাঝে মাঝেই লোকে খেলতে থাকে আপনি আগের জন্মে কী ধরণ্রর ফুলকপি ছিলেন টাইপ।
আপনি ড্যাশ ড্যাশ দিয়ে টই পাতা ভরে যাওয়া ত গুরুদেব দের বদান্যতা। খেরোখাতা কে টই এর জন্যে নির্ধারিত ট্যাবে পুশ করে চলেছেন ফীচার প্রমো কত্তে গিয়ে। কবে এই উৎপাত বন্ধ হবে কে জানে।
ডাইভারসিটি লইয়া আমি একটু হাঁসফাঁস করি। গুরু থেকে হিউমার ব্যাপারটা মোটামুটি হাওয়া হয়ে গেছে। কার চাপে কে জানে!
অনেকগুলো "আপনি কি আঁতেল?" পেলাম টই লিস্টে। অর্থাৎ কিনা আঁতেলত্বের উৎসব।
আমার মনে হয় গুরুতে বিষয়বৈচিত্র্য দারুণভাবে বেড়েছে গত কিছু বছরে। রিচ প্রচন্ড বেড়েছে। তবে এত এত কন্টেন্ট যে যথেষ্ট সময় দিয়ে পড়া অসম্ভব হয়ে পড়েছে।
মিনিময় খুব ভালো হচ্ছে। কিন্তু কেউ এটা বলতে পারবেন, যে টইপত্তরের লিস্ট খুল্লেই আপনি কি আঁতেল আপনি কি বাজপাখি আপনি কি উদ্বেড়াল এইসব হাবিজাবি কেন দেখতে হচ্ছে? এটাও আসতে চায় কিন্তু আসতে পারছেনা এমন দরকারি ভয়েস?
অবশ্যই বেড়েচে। প্রত্যাশা ও বেড়েচে :))
আরে ভুটান নিয়েও তো টই ছিল একটা। সে টই কোথায় গেল কেজানে! নেপাল ভুটান শ্রীলঙ্কা এইসব দেশগুলো নিয়ে কতটুকুই বা জানতে পারি আমরা? খুবই কম। অথচ এরা প্রতিবেশী দেশ। এমনকি আমাদের নিজের দেশের মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এইসব রাজ্য নিয়েও কতটুকুই বা আলোচনা হয়?
এককের কথাটা ভাবার মত।
তবে ইদানীং গুরুর পাতায় বৈচিত্র্য বেড়েছে। আমি কমিউনিটি ও বইয়ের খবর।
মিডল ইস্ট নিয়ে কেউ লিখবেন? মনে হয় গুরুর কয়েকজন আছেন। সিফোঁ আজকাল আসেন না। সিনেমা ও অন্যান্য আলোচনার সময় ওঁকে খুব মিস করি।
বেজে উঠুক তানসেনের তানপুরা।
আচ্ছা, সত্যিই কি এইরকম কোনো সিনেমা হয়েছে? তানসেনের আমলে তানপুরা ছিল কি?
অর্থনীতি - বিদেশনীতি সংক্রান্ত নির্ভরশীলতার কারনে গুটিকয়েক দেশ নিয়েই গুরুর আলোচনা সীমাবদ্ধ থাকে, এটা আগেও বলেছি। নতুন করে ব্যখ্যার কিছু নেই।
কিন্তু অরিণ যে দাবিটা করেন সেটা সমর্থন করি এই জায়গা থেকে যে, গুরুতে একটা চালু ভ্রান্তি আচে : অটোমেটিক কোর্সে সবকিছুকে ছেড়ে দিলেই তা বোধহয় খোলা হাওয়ার পরিবেশ কায়েম করে। এটা ভুল। ডাইভার্সিটি - ক্রিয়েটিভিটি এসব আদৌ অটোমেটিক প্রসেস না। উদ্যোগ নিতে হয়। ইঞ্জেক্ট করতে হয়। তারপর সংঘর্ষ থেকে নতুন রাস্তা হয়। ছোট বড় দেশ, ভিন্ন সংস্কৃতি নিয়ে রেগুলার কোর্সে লেখা আহবান ও পুশ করা জরুরি। সেরকম কিছু প্রয়াস অলরেডি হচ্চে, পড়ে ভালো ও লাগচে। সেটাকে ক্রমশ গুরুর অন্যতম ইউএস্পি ধরে এস্ট্যাব্লিশ করার প্রয়োজন আচে। আরও বড় করে বৈচিত্রের সঙ্গে উদ্যোগ নেওয়া হোক।
অরিন আবার প্যাম্পারিং চাইছে। সবাই মিলে প্যাম্পার করে দেন। অরিন নিজে আরো কজনকে নিউজি থেকে আনলেই ভয়েস তৈরী করে ফেলতে পারবেন। অন্যথায় কটা ফেক নামিয়েও কাজ চালাতে পারে।
বিভিন্নরকম পেইন্টিং নিয়ে এককালে ভালো ভালো সব লেখা আসত সাইটে। দেশি বিদেশি নানা চিত্রশিল্পীদের কাজ নিয়ে। এখন আর দেখি না অনেকদিন।
তাত্ত্বিক অঙ্ক নিয়ে একটা তক্কাতক্কির টই ছিল। খুবই চমৎকার সব পোস্ট পড়ত।
আর তক্কাতক্কি খারাপ জিনিস না (অবশ্যই গালিগালাজ এবং অনভিপ্রেত জিনিসপত্র বাদ দিয়ে)। ভিন্নমতই তো অন্য মতের জায়গা দেয়। আমার মনে আছে এখানে সবথেকে ইনটেন্স তক্কো হয়েছিল বড়েস এর সঙ্গে - ব্যাংকি রেগুলেশন - গ্লাস-স্টিগাল লেজিসলেশন নিয়ে। আজ শুক্কুরবার সন্ধে - অরিনের সঙ্গে তক্কো হল - ফ্রেশ টপিক - যাবতীয় আলোচনাতে গুটিকয়েক দেশের প্রাধান্য নিয়ে।
এইযেমন কোরোনাভাইরাস নাকি লিবারলদের কনস্পিরেসি। সেটা তো দুনিয়ার সবথেকে শক্তিশালী লোকটাই বলেছিল। অথচ এখন তাকে সেই নিয়ে কেউ আর প্রশ্ন করেনা। গুরু থাকলে সেটা হতনা।
একজ্যাকটলি, যেহেতু এটা একটা অনন্ত ক্যানভ্যাস । কাজেই গুরুচণ্ডালী তে, ভাটিয়ালিতে এই ডাইভারসিটির ব্যাপারটা যতটা অনায়াসে করা যেতে পারে, সেটা অন্য কোথাও প্রায় সম্ভবই নয়। এখন ডমিনেন্ট, একপেশ আলোচনা এই জায়গাটাকে না সঙ্কুচিত করে, সেইটা দেখার। এবং এটা শুধুই দেশ/পলিটিকসের আলোচনার কথা বলছি তা নয়। ধরুন ক্রিয়েটিভ কাজ, গল্প, কবিতার প্রসঙ্গটিও একই ভাবে আসছে।
দেখুন, এটা তো ইচ্ছাকৃত কিছু নয়, এটা অপারগতা। আপনারা অবশ্যই লিখবেন, কেননা আমাদের এই অপারগতা কিছুটা ঘোচাতে পারেন আপনাদের মতন সকলে। আপনারা না লিখলে লোকে জানবেই বা কি করে। হাজারো লেখার ভিড়ের মধ্যে আপনার যা লেখার লিখবেন। লেখার ভিড়ে হারিয়ে যাবে, কিন্তু তাও লিখবেন। অবশ্য আপনি সেরকমই লেখেন, এবং এটা চালিয়ে যান।
এখানে অনেকেই সেভাবেই লেখেন। আমি বিশেষ করে উল্লেখ করব বোধিসত্ত্ব (h/হ) - ওর একটা লেখার একটা স্টাইল আছে, সেটা অনেকের পছন্দ হয় অনেকের হয় না, ওর বক্তব্যের সঙ্গে আমি অনেক সময়ই একমত হই না, কিন্তু বোধি লিখে যায়, অনেক সময় দেখা যায় একটা লম্বা বোধির পোস্ট যার আগে পরে অন্য কিছু নিয়ে কথা হচ্ছে, কিন্তু বোধি লিখে যাচ্ছে - প্রবন্ধের প্রতি ওর একটু দুর্বলতা আছে, তাই নিয়ে লোকজন আওয়াজ দেয় - কিন্তু তাতেও ও কিন্তু প্রবন্ধ স্টাইলে লিখে যায় - এই ব্যাপারটা কিন্তু একটা বিশেষত্ব।
আর এই লেখাগুলোর আর্কাইভ্যাল ব্যাপার আছে। অনেকে এই সাইটে আসেন, পাঁচ-দশ বছর আগের লেখা, কমেন্ট পড়তে থাকেন -- ভাটিয়ালি তো একটি বহমান কালের নথির মতন - ভাটিয়ালির লেখা ফলো করলে আপনি সেই সময়টা একটু হলেও ধরতে পারবেন - টইপত্তর/বুলবুলভাজা এসবই তাই। শুধু আজ পড়লাম, কাল বাসি তা নয়, বিশেষ করে জাহাঙ্গিরের খিচুরি তো ৪০০ বছরেও বাসি হল না :-)
লেখা আটকানো বা ডিসকারেজ হলে তো এই আলোচনাটাই আর হয় না । সে কথা তো হচ্ছেই না। তাই বলে ডাইভারসিটির জায়গাটা যে আরেকটু বিস্তার করা যেতে পারে, সেটাকে আশা করি নিশ্চয়ই খারিজ করে দেবেন না।
কিন্তু সেরকম কোনও লেখা আটকে দেওয়া হয় বা বাকীরা সেইসব লিখলে লোকে ডিসকারেজ করে, সেরকম কোনও প্রমাণ এখনও পাইনি। তবে বিভিন্ন লোকের বিভিন্নরকমের উৎসাহ থাকতেই পারে। আমার যেমন ইয়োরোপ নিয়ে উৎসাহ কম।
S, আমার মনে হয় আপনি এবং আরো অনেকে যেমন আমেরিকা নিয়ে অনেকটা জানেন আলোচনা করেন, এতে করে আমরা যারা আমেরিকার হাল হকিকৎ সম্বন্ধে এখন জানতে পারি, তেমন অন্যান্য অনেক দেশ নিয়ে আরো অনেকে এখানে নিশ্চয়ই রয়েছেন যাঁদের কিছু বলার থাকে | কিন্তু বলা হয়ে ওঠে না | সেই "স্বর"গুলোর এখানে প্রকাশের একটা জায়গা আছে। অবশ্য, আমেরিকার মধ্যেও এমন বেশ কিছু জায়গার গল্প আছে যেগুলো অনেকেই জানেন না, বা সে গল্প প্রথমবার শুনলে অদ্ভুত লাগে। যেমন বৈশাখী মিত্রের আমিশ কমিউনিটিিতে ঘোরা নিয়ে একটা বেশ মনে ধরার মতন লেখা আছে। মানে ব্যাপারটা ঠিক আমেরিকা/বিলেত/ ভারত নিয়েও নয়, বরং একটা ডাইভারসিটির প্রশ্ন | এবার সেটাকে তুলে ধরা বা উৎসাহ দেবার একটা জায়গা আছে এখানে।
"হতে পারে যে গুরুচণ্ডালীর যারা কতৃপক্ষ, তাঁরা চান যে এখানে আলাপ আলোচনা শুধু কয়েকটি দেশ বা সংস্কৃতির ভেতরেই সীমাবদ্ধ থাকুক, অন্যান্য দেশ টেশ নিয়ে আলোচনার অবকাশ নেই, জায়গাও নেই" - এরকম হলে দখিন হাওয়ার দেশ বুলবুলভাজায় ধারাবাহিক বেরুতো না।
এমনিতে আমার অবশ্য নিউজিল্যান্ড নিয়ে আলাদা কোন উৎসাহ নেই, নিজের দেশের আর্ধেক জিনিস জানি না। আমেরিকা নিয়ে পেটের দায়ে জানতে হয় অল্পসল্প।
অরিন, আমি আমেরিকা নিয়ে আলোচনা করি কারণ ব্যাপারটা জানি বলে। আবার অন্য কোনও দেশের ব্যাপার স্যাপার জানতে শুরু করলে, সেই দেশ নিয়েও আলোচনা করবো। নিউজিল্যান্ড নিয়ে আমার প্রচুর উৎসাহ। সেই উৎসাহ আবার অন্য অনেক বড় দেশ নিয়েও নেই।