Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৯:২২464711*লঞ্চ
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৯:২০464710
আপনারা কি জানেন, যেদিন এটা লঙ্চ করা হয় তার আগের রাতে তিন ঘন্টা ধরে মিটিং হয়েছিল। ইঞ্জিনিয়ররা বলেছিল লঙ্চ না করতে? শুধু ডেটা অ্যানালিসিসটা ঠিক করে করে উঠতে পারে নি। ঠিক্ভাবে লজিট রিগ্রেশন মডেল ফিট করলে দেখা যায় যে বিস্ফোরণের প্রোব্যাবিলিটি ছিল যাস্ট ওয়ান।
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৯:১৭464709আপুনি নমস্য! এরমধ্যে ফুড চ্যানেল!
aranya | 162.115.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৯:১৬464708কাউন্টিং সেন্টারে লোক ঢুকছে, বেশ নস্টালজিক লাগছে। আম্রিগার ভারতীয়করণ
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৯:১১464707আপনারা ভাটান। আমাকে সকালে উঠে ক্লাসের প্রিপারেশন নিতে হবে। এখন জেনারেলাইজড লিনিয়ার মডেল পড়াচ্ছি। কাল লজিট প্রবিট হয়ে পয়সঁ রিগ্রেশন।
S | 2a0b:f4c2:2::***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৯:১০464706মাগাভক্তরা ফিনিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ কাউন্টিং সেন্টারের সামনে জড়ো হয়েছে। চেঁচামেচি করছে। এরা অনেকে ভেতরেও ঢুকেছে।
সম্বিৎ | ০৫ নভেম্বর ২০২০ ০৯:০৮464705আমি ফুড চ্যানেল দেখছি। এখানে কোন ভিড়ই নেই। সবাই নিউজ চ্যানেল দেখছে।
aranya | 162.115.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৯:০০464704আকা-ই ভরসা, + অভ্যু, হুতো
জর্জিয়া চাই
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:৪৫464703ভাল্লাগে না
aka | 143.59.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:৪০464702জর্জিয়া বিকামিং ভেরি ইন্টারেস্টিং
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:৩৮464701পেলে তো! মিডওয়েস্ট এ কেবল গোরু আর শোর। মাছ খেতে শেখে নি এরা!
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:৩৫464700বাড়িতে আমি সংখ্যালঘু হয়ে পড়েছি। চ্যানেল বদলে গেছে:-(
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:২৭464699মিঠুদি একবার কিং স্যামন খেয়ো। কি ভালো!
aka | 143.59.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:২৩464698অন্য লেভেল, এরপরে টাকার শুনে দেখো, আর তারপরে অ্যামাজন প্রাইমে লাউডেস্ট ভয়েস দেখে নিও।
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:২১464697আজ্জো,হ্যানিটি শুনছি:-)
S | 2a0b:f4c2:2::***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:২০464696ট্রাম্প ফেডারাল আর্মড অফিসার পাঠাচ্ছে কাউন্টিং সেন্টারে।
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১৭464695আচ্ছা বলে দেব।
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১৭464694আমার ডন লেমন, ক্রিস কোমোকেও অখাদ্য লাগে।মনে হয় সোপ থেকে নেমে এসেছে।
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১৬464693হ্যাঁ বোজো
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১৫464692ভজুকে আমার শুভেচ্ছা জানিও। বোলো কোনো একদিন ফোন করব।
aka | 143.59.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১৫464691ভজু কে বোজো?
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১৪464690অভ্যু ,জানো ভজু রা কি ভালো জায়গায় থাকে! ওদের কাছেপিঠেই লোকজন গ্যারেজে দোকান খুলে বিকেলে সিঙাড়া, আলুর চপ, বেগুনি ভাজে।বাড়িতে লোক এলে (বিকেলের চা এর সাথে )গিয়ে কিনে আনে!
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১৪464689নিশ্চয় চলবে, কিন্তু আমি জানি না। ওদের হ্যারিসাটা আমার খুব ভালো লাগে।
আমার একটা কাস্ট আয়রনের গ্রিলিং প্যান আছে। তাতে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আগে মাছ একটু রান্না করে নিই। তারপরে পুরো জিনিসটা ওভেনে ঢুকিয়ে ব্রয়েল - জাস্ট কয়েক মিনিট - যাতে অল্প অল্প কালো স্পট হবে। ওটা হতে আরম্ভ করলেই বার করে নিও।
aka | 143.59.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১২464688শন হ্যানিটি, কার্লসন টাকার এদের সহ্য করতে বিশেষ ক্ষমতার দরকার, এরাই ট্রাম্পের পরামর্শদাতা। ট্রাম্প তো সিম্পটম মাত্র, সমস্যা আরও গভীরে।
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১০464687তাজা মাছ বোলে তো

ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:১০464686ট্রেড্রার জো র অভাবে অন্যকিছু কি চলবে?
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:০৮464685আমি রিভিউ পড়েছিলাম। একাধিক লোক ফুড পয়জনিংএর কথা লিখেছিল। ইয়েল্পে বোধ হয়।
ম | 2601:247:4280:d10:c917:2c90:4430:***:*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:০৮464684আমিও সকাই কিনি অভ্যু।এখানে দুটো আলাদা করে শুধুই মাছের দোকান আছে। তারা খুবই উচ্চমানের "তাজা মাছ "উচ্চ দামে বিক্রি করে থাকে:-) এখানেও ঐ দোকানটা ছিলো। দারুন বিক্রিবাটা করে উঠে গেছে।
র২হ | 73.106.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:০৫464683হ্যাঁ, দোকানের যা চেহারা, হতেই পারে।
Abhyu | 47.39.***.*** | ০৫ নভেম্বর ২০২০ ০৮:০৩464682মিঠুদি, মেয়োনীজ, ট্রেডার জো'সের হ্যারিসা পেস্ট দেড়চামচ, এক কোয়া রসুন, একটা বড় লেমনের জেস্ট (মানে অনেকটা), লেবুর রস, ধনে - সবটা দিয়ে মর্টার পেসেলে ভালো করে পেস্ট বানাও। তারপর স্যামনে মাখিয়ে উনুনে গরম করো, তারপর ব্রয়েল করো।