এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:a45c:9e40:1481:***:*** | ৩১ অক্টোবর ২০২০ ০৯:০৭464260
  • হতে পারে, কি পড়ব বাছার জন্য আমার ভিসুয়াল অ্যাপীল লাগে না। হতে পারে আমি কানা বলে লাগে না :-)


    বোধিসত্ত্ব দাশগুপ্ত

  • অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০৯:০৫464259
  • তবে  বোধি,ব্যাপারটা একেবারে সাদা কালো  ও নয়, কনটেক্সট নির্ভর । ফটোগ্রাফির ব্যাপারটা বলা শক্ত, কেননা ধরুন যেখানে লেখা আর গ্রাফিক্স  একটা আরেকটার সঙ্গে seamlessly  মিশেছে সেখানে দেখতে ভালো লাগে ।  এর সবচেয়ে ভালো উদাহরণ এডওয়ার্ড টাফটি , আপনি ওনার "The visual display of quantitative information" বইটি পড়তে শুরু করলে দেখবেন হাতে নিয়েই বইটা কত ভালো লাগে, আর লেখার সঙ্গে মিশেছে অসাধারণ সব গ্রাফিক্স । আবার ধরুন রঘু রায়ের তাজ মহল সিরিজ সে ছবি  আর লেখার পারস্পরিক মেলবন্ধন যে কি অসাধারণ । বা ধরুন দেবাশীষ দেবের স্কেচ বইয়ের সঙ্গে দেবাশিসবাবুর ঘুরে বেড়ানোর বর্ণনা । এক ওপরের পরিপূরক । তা ছবি যদি সেই রকম হয়, তাহলে তার একরকম ব্যাপার । তবে আজকাল অনেকেই একটি ব্লগ গোছের লেখাতেই ছবি দিতে  বলেন,সে ছবি প্রাসঙ্গিক হলে ভালো, না হলেও একটা লাগে, একেবারে শুধু টেক্সট দেখছেন, বড্ডো ম্যাড়মেড়ে  লাগে কিনা । 


    বার্ট্রান্ড রাসেল মশাইয়ের কথা যদি বলেন, তিনি  তো আজকের মিডিয়ামে লেখেন নি :-), কাজেই আমরা জানি না তিনি আজ লিখলে কি বলতেন । কাগজে যা একরকম লাগে, একটা অন্য মিডিয়াম যেমন কম্পিউটার স্ক্রিন এ অন্য রকম লাগতেও পারে । লেখাটার একটা ভিজ্যুয়াল আপীল চাই কি না? 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:a45c:9e40:1481:***:*** | ৩১ অক্টোবর ২০২০ ০৯:০২464258
  • ডাব্লু জি সেবাল্ড ? আমার লাগে না :-) মানে ভাষাটাই এমন কিস্যু লাগে না। 


    হ্যা একটা আর্গুমেন্ট আছে , যে মেটা ফিকশন এর লোকেদের লেখায় বেশি বেশি অন্য মেডিয়া থাকতে পারে, কিন্তু আমার সত্যি ওগুলা কে বাহুল্য বোধ হয়। তাও ফোটোগ্রাফ না। সেবাল্ড এর লেখা নিয়ে সিনেমা ডকুমেন্টারি ইত্যাদি হওয়ার পরে লোকের সে সব বেশি মনে হয়েছে। ভেবে দেখুন, সেবাল্ড এর সিচুয়েশন টার একটা ইউনিক নেস আছে, একজন জর্মান, যুদ্ধের জাস্ট আগে ইংল্যান্ডে এসেছেন, পরে ভয়ানক যুদ্ধ পরবর্তী যে মহাশূন্যতা সেখানে বসে বসে লিখছেন, এবং সত্যি কথা বলতে কি, যুদ্ধ জিনিসটা এমন একটা কারেন্ট অ্যাফেয়ার্স ব্লিট্জক্রিগ, যে সেটার সেন্সিবিলিটি টার মধ্যেই প্রচুর ফোটোগ্রাফ-নিউজরীল-বোমারু বিমান কিংবা মেশিন গানের আওয়াজ রয়েছে, এবং চ্যানেল ব নর্থ সি র  এপার আর ওপারের একটা শত্রু নিধন এর ব্যাপার রয়েছে,  সেখানে একটা লোক মেমরি ইত্যাদি নিয়ে একটা জনরা মত করছে, এবং ঠিক নভেল লিখছে না। ধরুন অর হান পামুক  (এমনি তে ওনার চেয়ে অনেক শক্তিশালী লেখক তুরস্ক diyechhe) কিন্তু পামুক ইশতান বুল বলে যে মেমোয়ার লিখেছেন, তাতে ছবি টবি আছে , ফোটোগ্রাফ আছে, টাইম অ্যান্ড প্লেস বোঝানোর জন্য , এশিয়া, নিয়ার ইস্ট  এবং ইউরোপের যে সহাবস্থান সেটা সত্যি ই বিচিত্র তাতে ফোটোগ্রাফ এর একটা জায়্গা আছে, , মুক্ত গদ্য আছে , কিন্তু ধরেন স্নো উপন্যাস বা মাই নেম ইজ রেড e যদি ফোটোগ্রাফ বা তার ডিজিটাল ডিসটর্শন কিছু, যত আর্টিস্টিক আলাদা করে হোক ন কেন, আপনার পোসাবে? পোসাতে পারে , জানি না তাইলে সরাসরি বলতে হবে, আপনার কাছে যে কোন কারণেই হোক, শব্দার্থের , ধন্বার্থের গুরুত্ত্ব কম। 


    বোরহেস , মেটাফিকশন এর  একছত্র সম্রাট , ছবি লাগে? ফোটোগ্রাফ বিশেষতঃ? 

  • b | 14.139.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০৮:৩১464257
  • কিন্তু  ধরুন সেবল্ডের  লেখার সাথে ছবি ইত্যাদি ভালোই লাগে। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:a45c:9e40:1481:***:*** | ৩১ অক্টোবর ২০২০ ০৮:২৮464256
  •  অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০২:১৮


    দাদা স্কেচনোট্স এর ​​​​​​​সংগে আমি ​​​​​​​কিছুটা ​​​​​​​পরিচিত। ​​​​​​ আঁকা ছবি তবু ​​​​​​​পোসায়, ​​​​​​​ফোটোগ্রাফ ক্রিয়েটিভ লেখার ​​​​​​​সংগে ​​​​​​​থাকলে পোষায় ​​​​​​​না। প্রবন্ধের ​​​​​​​সংগে ​​​​​​​, ​​​​​​​নন ​​​​​​​ফিকশন জার্নালিস্টিক রাইটিং ​​​​​​​এর ​​​​​​​সংগে ফোটোগ্রাফ ​​​​​​​তাও ​​​​​​​পোষায়, ​​​​​​​কারণ এভিডেন্সিং ​​​​​​​এ ​​​​​​​সেটা ​​​​​​​কাজে ​​​​​​​লাগে। আমি হয়তো খনিকটা বুড়োটে বলে , আমার কাছে শুধু না, অসংখ্য পাঠকের কাছেই ​​​​শব্দের ​​​​​​​, বাক্যের, ​​​​​​​ধ্বনির ​​​​​​​মানে ​​​​​​​আছে, ​​​​​​​তার ​​​​​​​আলাদা ​​​​​​​সিগনিফায়ার ​​​​​​​লাগে ​​​​​​​না। লেখার সংগে ডিজিটাল ​​​​​​​ছবি ​​​​​​​আমার ​​​​​​​পোষায় ​​​​​​​না। ছবিটার ​​​​​​​নিজের ​​​​​​​যে ​​​​​​​ভাষা ​​​​​​​সেটাও আলাদা, ​​​​​​​তার ​​​​​​​তো ​​​​​​​লেখার ​​​​​​​ঠ্যাকন ​​​​​​​লাগার ​​​​​​​কথা ​​​​​​​না। ​​​​​​​এই বার রংগ ​​​​​​​চংগে ​​​​​​​না ​​​​​​​হলে ​​​​​​​লোকে ​​​​​​​পড়বে ​​​​​​​না যদি ভাবা হয় সেটা আলাদা ব্যাপার। লোকের জাজমেন্ট কে অশ্রদ্দা করাকেই মার্কেটিং বলা হয় আজকাল কি আর করা যাবে। কাগজে ফিচার আর্টিকল e অনেক স্পেস নষ্ট করে একটা গোদা ছবি দিয়ে, পবন্দের সংগে ইলাসট্রেশন করে দিল, কোন মানেই হয় না। বাট্রান্ড রাসেল এর বই যখন পড়েছেন ছোটো বেলায়, ছবি আশা করেছেন? :-)))) 


    এসবের কোন অর্থ নেই, গুরু না হয় নতুন মেডিয়াম, তার গোটা ভাষা টা জগত টা সে নিজে তৈরী করে নেবার চেষ্টা করছে, যেটা শেষ পর্যন্ত ব্র‌্যান্ডিং ইত্যাদি ধাষ্টামো তে পর্যবসিত হবার একটা চান্স আছে, কিন্তু যাই হোক, এখনো প্রতিষ্ঠাতারা নিজেরা ইনভলভ্ড, তাদের শিল্পসত্তার একট ইন্ডিপেন্ডেন্স আছে, এখনো এটা নিরীক্ষাই সে ঠিক আছে। খবরের কাগজে  যারা এগুলো করে তাদের কাছেও খুব ক্লিয়ার না কেন করে, করে এই পর্যন্ত।  আমাদের ​​​​​​​শব্দ ​​​​​​​সংখ্যা ​​​​​​​কমাতে বলে অপ ​​​​​​​এড ​​​​​​​এ ​​​​​​​একট বিসাল ছবি এসে গেল। নিউজ ফাইল ​​​​​​​ছবি ​​​​​​​ও ​​​​​​​না, ​​​​​​​একটা বিশাল ​​​​​​​ডিজিটাল কিছু, ​​​​​​​আমার ​​​​​​​একেবারেই ​​​​​​​পোসায় ​​​​​​​না। 


    বোধিসত্ত্ব দাশগুপ্ত

  • syandi | 46.114.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০৫:৪৩464255
  • আতোজ আপনি যাবেন না। আপনি এরকম হঠাৎ রিটায়ারমেন্ট নিলে আমারা পৌরাণিক গল্প থেকে বঞ্চিত হব। আর তাছাড়া আমর মত এরকম একজন ডিভোটেড ফ্যানকে অনাথ করে গুরু ছেড়ে চলে যাওয়াটা কোন কাজের কথা নয়। 


    অন এ সিরিয়াস নোট, আপনাদের মতান্তর হয়েছে তো কি হয়েছে? আমরা তো এখানে আড্ডা দিতে আর তর্ক করতেই আসি। আর মত থাকলেই মতান্তরও থাকবে - এটাই স্বাভাবিক। সুতরাং  ফিরে আসুন প্লিজ।

  • :-)))) | 2405:8100:8000:5ca1::3bc:***:*** | ৩১ অক্টোবর ২০২০ ০৪:৪১464254
  • ট্যানের এ অনেক পুরনো নৌটঙ্কি।   মানুষকে খিস্তিখাস্তা  করে তারপর আর আসবো না বলে  সহানুভভুতি নিজের দিকে ঘোরানোর  ছক। খুব জোর আরেকটা নতুন নিকে উদয় হবে।  আগেব দিনে দুবার করে এই নৌটঙ্কি চলত। অকথ্য খিস্তি মিনিটে সতেরোটা করে পোস্ট তারপরই এই চলে গেলাম আর আসবো না যাতে হঠাৎ আসা লোকে খিস্তিখাওয়া লোকগুলোকেই অপরাধী ঠাউরে বসে।


    যে নিজের বক্তব্য  অমুক করেছে অমুক বলেছে করে ঘুরিয়ে ঘুরিয়ে বলে তার মন কেমন জটিল কুটিল বোঝাই যায়। 

  • a | 110.174.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০৪:৩৯464253
  • ও ঠিকই আছে উনি অনেকবার গেছেন আর ফিরেও এসেছেন। আবার ফিরে আসবেন এটাই আশা karab

  • অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০৩:৪৪464252
  • পুনশ্চ Atoz  কে, "পরিপ্রশ্নেন " র জায়গাটি কিন্তু যেখানে ছিল সেখানেই থাকছে , প্রণিপাতেন সেবয়ার  জায়গাটি সঙ্কুচিত করে দেবার দায়িত্ত্ব আমাদের সার্বজনীন । কাজটা সহজ নয়, তবে লেগে পড়ে  না থাকলে আবার করাও যায় না । কাজেই গুরুচন্ডালি ছেড়ে যাবেন না, এইটুকুই আর্জি । 

  • অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০৩:৩৮464251
  • অর্জুন,  না খাওয়ার লিস্ট যেমন আছে, খাওয়ার লিস্ট ও নিশ্চই কিছু আছে । সেই লিস্টের দিকে তাকিয়ে কিছুতে  আনন্দ পাওয়া যাবে কি? 

  • :|: | 174.254.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০৩:২৮464250
  • হুতেন্দর বাবু (৩টে) ভাটের অন্যতম নিয়ম কোথাও লেখা দেখেছিলাম ঝগড়া করে রেগে বেরিয়ে যেতে আবার ফিরেও আসতে। আজকাল সেই নিয়ম কেউ মানেননা। আতোজ যদি মানতে চান ক্ষতি কী! 


    আর একক বাবুর ২২টা ৫৪ সম্পর্কে বলার ছিলো ঋত্ত্বিক ঘটক তো ঠিক "বোকা বোকা" লোক না তবু এইখানে ১মি: ৪০ সে: নাগাদ আপনার উদাহৃত কাজটিই করেছেন। এর ব্যাখ্যা কী? 


    < 

    >

  • অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০৩:২৩464249
  • Atoz এর পোস্ট পড়ে  ভারী খারাপ লাগলো, এ কি কথা Atoz , আপনি ছাড়তে যাবেন কেন? সে প্রশ্ন উঠছে কেন? মতান্তর হয়েছে, নিজের কথা বলেছেন, এইটুকু তো ব্যাপার বিবেচনা করলে হতো না  ? 

  • র২হ | 73.106.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০৩:০০464248
  • কী মুশকিল ছাড়ার প্রশ্ন আসে কোত্থেকে। সবার সঙ্গে সবার মতের মিল হয় না, এই তো।

  • S | 2405:8100:8000:5ca1::3b9:***:*** | ৩১ অক্টোবর ২০২০ ০২:৪৯464247
  • দিস ইজ রিয়েলি স্যাড।

  • Atoz | 151.14.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০২:৩৭464246
  • ১৬ বছরের গাঁটছড়া । এইবারে কাটতে হবে। সুখে দুখে আনন্দে বেদনায় হাসিকান্নায় ভরা ছিল এই দীর্ঘ এতগুলো বছর। বলতে গেলে গুরুচন্ডালিতেই বড় হয়ে উঠেছি, এই স্পেসেই কথা কইতে কইতে তর্ক বিতর্ক করতে করতে মতান্তর মতের মিল ইত্যাদি হতে হতে প্রথম বুঝতে পারা যে হ্যাঁ, কথা কইতে তো তবে পারি! তার আগে তো ছিলাম ককুনের মধ্যে, বাড়ি, স্কুল, পাড়া---এইটুকুই। নিজের কথা কওয়ার স্পেস কোথায় ছিল? সব জায়গাতেই সমাজের অভিভাবকেরা শেখাচ্ছেন কী বলা উচিত, কী করা উচিত। আর নয়তো পুঁথি, এ পুঁথি ও পুঁথি টোকো, মানো। সবই ছিল প্রণিপাতেন সেবয়া। পরিপ্রশ্নেন কোথাও ছিল না। গুরুচন্ডালিতেই প্রথম সেটা পাওয়া। সেই কৃতজ্ঞতা রইল আমার মনে মনে। থাকবে সারাজীবন। আপনারা, যাঁদের সঙ্গ পেয়ে, জ্ঞানবিদ্যাবুদ্ধিবিবেকের স্পর্শ পেয়ে ধন্য হয়েছিলাম, সকলে ভালো থাকবেন। হৃদয়ভরা শুভেচ্ছা রইল।
    কোনোদিন আবার, হয়তো সেই আলোছায়া নদীটার পাশে, যেখানে অফেরো থাকত, বরফের মতন ঠান্ডা নদী পার করে দিত কাঁধে তুলে, সেইখানে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আসি।

  • অর্জুন | 103.17.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০২:৩৭464245
  • ডারম্যাটলজিস্ট। আমার মাস আড়াই আগে একটা অ্যালার্জি হয়েছিল। তখন  অ্যালার্জি টেস্ট করাতে হয়েছিল।  সেই থেকে চিকিৎসাধীন । অসুধ চলছে।  ঐ সময় কোলেস্টরল ও সুগারও ধরা পড়ে।  অ্যালার্জির জন্যে মাস ছয়েক অনেক কিছু খাওয়া বারণ হয়ে গেছে। ডাক্তার হয়ত সান্ত্বনা দেওয়ার জন্যে ছ মাস বলছে। সারা জীবনের জন্যেই হয়ত বারণ। 


    না খাওয়ার লিস্টটা বড় এবং আমার কাছে খুব হতাশাজনক  ।  

  • অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০২:২১464244
  • কে খাবার খেতে নিষেধ করেছে অর্জুন? ডায়েটিশিয়ান? কি কারণে বারণ করেছে?

  • অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০২:১৮464243
  • বোধিসত্ত্ব, স্কেচনোটস (sketchnotes) নিয়ে আপনার কি মত? মাইক রোডি (Mike Rohde) নামে জনৈক ডিজাইনার আশির দশকে নোট নেওয়ার একটি ট্রেনড শুরু করেন, মূলত অ্যানালগ, ইদানীং ট্যাবলেট কম্পিউটিং এর দৌলতে ডিজিটালিও লোকে করেন। এক্ষেত্রে ছবি, চিন্তা, এবং লেখা একত্রে ইন্টিগ্রেটেড, এবং ক্যালিগ্রাফি ও এর অংশ। তা সে অবশ্য প্রবন্ধ কি গল্পের অলংকরণে আসে না, তাহলেও লেখা ও আঁকার মিশ্রণে চিন্তার উপস্থাপনায় এর একটা ভূমিকা আছে। 

  • অর্জুন | 103.17.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০২:০৭464242
  • না না। আমি আর ভেগান ! আজ কোজাগরী লক্ষ্মী পুজো। 


    তবে আমার এখন এত কিছু খাওয়া বারণ যে ভেগান নন- ভেগান কোনটাতেই সুবিধে নেই। :-( 

  • অরিন | ৩১ অক্টোবর ২০২০ ০১:৩৬464241
  • অর্জুন কি ভেগান  হবার চেষ্টা করছ? এই সপ্তাহান্ত শুনছি বিশ্ব ভেগান উইক। অনেকেই দেখছি সোস্যাল মিডিয়ায় খাবারের বিবরণ দিচ্ছেন। দই সম্ভবত অপ্রাণীজ "দুধের" ছিল (কাঠবাদাম বা সোয়াবিন, নারকেলের দই), তাই কি? নারকেলের দুধের দই খেতে অবশ্য ভালই লাগে। 

  • সাদা পান | 165.225.***.*** | ৩১ অক্টোবর ২০২০ ০১:১৪464240
  • পান সাজার প্রকার প্রকরন নিয়ে লেখা গুরুতে কখন দেখেছি কি?! (স্বগতোক্তি)

  • অর্জুন | 103.17.***.*** | ৩০ অক্টোবর ২০২০ ২৩:২০464239
  • আর মিষ্টি পাতায় সাদা পান। 

  • অর্জুন | 103.17.***.*** | ৩০ অক্টোবর ২০২০ ২৩:১৭464238
  • আজ সকালে খেলাম চিড়ে দই কলা। দুপুরে খিচুড়ি, বেসন দিয়ে বেগুন ভাজা,  আলু ভাজা, পাঁচ মেশালি তরকারি। 


    সন্ধ্যাবেলা, ফল প্রসাদের সঙ্গে নানারকম মিষ্টি, সিন্নি। রাতে লুচি, আলুর দম, বেগুন ভাজা, কোল্ড ড্রিংক্স এবং মিষ্টি ।  

  • :|: | 174.254.***.*** | ৩০ অক্টোবর ২০২০ ২২:৫৬464237
  • মানে এরা কি ভাটের সেলিব্রিটিকে খাতির করা কোনও প্রজাতি? 

  • :|: | 174.254.***.*** | ৩০ অক্টোবর ২০২০ ২২:৫৫464236
  • ৩০ অক্টবর ১৬টা ৩১ এর পোস্ট থেকে। "শুঁয়োপকা" কী? 

  • একক | ৩০ অক্টোবর ২০২০ ২২:৫৪464235
  • বাজানোর কিছু নেই :)বা থাকলেও নেহাৎ ই বোঝাবুঝির এক্সারসাইজ। ফটোগ্রাফি জিনিসটা ডকুমেন্টেশন এর যুগ থেকে শুরু করে ফাইন আর্টস এর যুগে এসে দাঁড়িয়ে আচে।  ত,  এই লম্বা জার্নির কোন অংশকে, আপ্নি ফোটোগ্রাফ হিসেবে বলচেন সেইটে বোঝার জন্যে প্রশ্ন কল্লুম।


    ওয়ার এন্ড পিস ত ব্যাং এর জীবনচক্রের মত কিচু নয়,  কাজেই তার পাতায় পিটসবারগ এর ছপি দিলে অতি বাল লাগত সন্দেহ নেই। তবে এই উদাহরণ ত ডকুমেন্টেটিভ ফটোগ্রাফির।


    গ্রাফিক নভেল এক্ষেত্রে অসম্পর্কিত ব্যাপার। কারন, এখানে আমরা যে ছবি দেখচি তা আদোউ গল্পের ছবি নয়। এমনকি শারদ উপন্যাসে যে নায়ক নায়িকার নেকু ইলাস্ট্রেশন থাকে তাও নয়। যদিও ওগুলোর প্রত্যেকের আলাদা উপযোগিতা আচে, প্রিন্ট ফরম্যাটে। 


    ফাইন আর্ট ফটো গপ্পের হেডার বা সাইডে ইউস করার চল একেবারেই ডিজিটাল দুনিয়ার নিজস্ব। বলতে পারেন ইমশনাল আস্পেক্ট কে প্রকাশ করা এর কাজ। কিন্তু আদৌ নির্দিষ্ট কোন গপ্প বলা নয়। আবশ্যিক সহায়তা ও নয়, সে অর্থে। এটাই এবস্ট্রাকট না হয়ে নির্দিষ্ট পরিচিতিজ্ঞাপক হলে একদম মাঠে মারা যাবে। 


    " ঘাসে ঘাসে পা ফেলেছি... " গানের সঙ্গে ঘাসের ওপর ক্যামেরা ধরার মত ঃঃ))) সে খুব ই বোকা বোকা ব্যাপার। 


    ত, আমার,  গুরুর গপ্পের ওপর ফোটো গুলো দেখে ফাইন আর্ট  একম্প্যানিমেন্ট এর প্রচেষ্টা  বলেই মনে হয়েচে। এবার কতটা উত্তীর্ণ হয়েচে সে ত আলাদা তর্ক, তবে প্রচেষ্টা টা ক্রিয়েটিভ।  এই আর কী :)) 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a92:b4a8:cf41:d3ca:79dc:***:*** | ৩০ অক্টোবর ২০২০ ২২:০৭464234
  • **পয়ার মত লিখেছেন।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a92:b4a8:cf41:d3ca:79dc:***:*** | ৩০ অক্টোবর ২০২০ ২২:০৬464233
  • একক, আমার আর্টিস্টিক সেনসিবিলিটি সম্পূর্ণ বাল। এটা তো জানো, কেন বাজিয়ে দেখছ? এই মাইনেতে এর চেয়ে বেশী হবে না:--)))))


    ছবি ওয়ালা কবিতা বা গল্প, দুইটা মিডিয়ামে র গুরুত্ব কমায় বলে মনে করি। গ্রাফিক নভেলে ফোটোগ্রাফ ব্যবহার দেখেছি, খুব খারাপ হয়েছে, সেটা আলাদা জনরি। ওয়ার আ্যান্ড পিস , এ পিটার্সবার্গ এর ছবি পাতায় পাতায় থাকলে কেমন লাগত? হ্যাঁ ছবির স্টাইলাইজেশন করে ইলাস্ট্রেশন করা যেতেই পারে। একটা উদা দিচ্ছি, সোমনাথ রায় আবার একটা ব্যাপক এফর্ট নিয়েছেন, পড়ার লিখেছেন, দুটো রিলিজিয়াস ট্রাডিশনকে এক জায়গায় এনে, এটার সঙ্গে চিৎপুর বা কালীঘাট পট স্টাইলের ইলাস্ট্রেশন তেমন ধরেন কৃত্তিববাসী রামায়নে থাকত , সেটা আলাদা করে অসহ্য হলেও , ঐ দুলে দদুলে পড়খর ট্রাডিশনে ঐ ছবি ও আছে, ইত্যাদি।


    যেটা আধুনিক সাহিত্যের ক্যাটিগোরি তাতে ভারবোজ লেখায় দৃষ্টি আকর্ষণ চাইছি সেখানে ফিটোগ্রাফ দিয়ে ডিস্ট্রাকট করব কেন, ডিজিটাল এর প্রাথমিক শর্ত কিন্তু কথা তাহলে ড্রামাটিকালি কমবে। ধর একটা গে লাভ স্টোরি তে ব্যবহার হয়ে ছিল ছবি , কিন্তু তার একটা স্টেটমেন্ট কম্পোনেন্ট ছিল, ইট ওয়াজ নট জাস্ট মডারনিস্ট ফিকশন।

  • একক | ৩০ অক্টোবর ২০২০ ২০:১৪464232
  • কেন ? মানে একটু ব্যখ্যা কল্লে ভলো হয়। 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:975:3133:cf65:***:*** | ৩০ অক্টোবর ২০২০ ১৯:৪১464231
  • **করা যায়

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত