কিন্তু স্যান্ডি, গ্রুপ মিটিং হলে তখন? সারাদিনে ৫টা বাক্য বলা লোক তো কিছুই বলবে না, মহা অসুবিধা হবে তো! কেজানে হয়তো ওঁর অ্যাডভাইজার নাবলা কথাও বুঝে নিতেন। আর ওঁর হয়ে বলে বলে দিতেন। ঃ-)
ওদিকেই আর্দ্রশির আর রুদ্রশির ও ছিলেন। রুদ্রশির দাদাকে বলতেন, "দাদা, আপনি বেশি মাথা ঘামাবেন না, আমি তো আছি!" ঃ-)
*দ্বারবায়স
সম্রাট ডেরিয়াসের আসল নাম ছিল দন্ডবায়স আর সম্রাট জেরাক্সেসের নাম ছিল খরহর্ষ। এসব জানেন আপনারা?
অন্য বন্ধুটা কান ঘেঁষে বেরিয়ে গেলেন। করোনাও দেখলেন না, নোবেলও না। মাত্র বছর দুই আগে হুশ করে উড়ে চলে গেলেন বাজপাখি, রয়ে গেলেন বন্ধু কলমগোলাপ। ঃ-)
ত্রিশঙ্কু বলতেই এককের থ্রীডির ব্যাপারটা মনে পড়ল। ঃ-)
বসে বসে কয়েকটা পুরোনো ওবামার প্রেসিডেনশিয়াল ডিবেট আর ইন্টারভিউ দেখছিলাম ইউটুবে । তারপর দু একখান ট্রাম্প বাবুর ভিডিও দেখলাম।
মনে হয় ২০-৩০ বছর পরে লোকে বসে বসে ভাববে - হাউ we screwed-up এভরি থিং in real slow motion."
ইন্ডিয়া অবশ্য কিছু ব্যাত্যয় হবেনা . আরো বেশি ডুবে যাবে ততদিনে।
ডিসি, আপনি কোথায়???? পেনরোজ সাহেব তো পেয়ে গেলেন কেষ্ট। এখন বলছেন "যথেষ্ট, যথেষ্ট ঃ-)" কিন্তু আপনার ওই লেখাটা? এশার আর পেনরোজ নিয়ে? ওটা যে ত্রিশঙ্কু হয়ে আছে!
অরে না না মনে করব কেন? আমি নিজেও ফচকে বা ফাজিল টাইপের। কালকে বলা স্কুলের ঘটনায় যেটা অলরেডি ডকুমেন্টএড :-)
নিছক মজা। কিছু মনে করিবেন্না স্যান্ডি বাবু।
:|: , মহায় রক্ষে করুন। আপনি তো সাঙ্ঘাতিক চাটছেন আমাকে :-)
ঘন্টা কয়েকের মধ্যেই কি স্যান্ডি বাবুর নাম ঘোষণা কি ওরা করবে না? নয় আর দুজনের সঙ্গে ভাগ করেই দেবে!
ঐ পোলিশ ছোকরার সঙ্গে আলুচানা বা আলুকাবলি কোনোটাই হয় নি কোনদিন।
কম কথা বলার অভ্যাস ছিল ডিরাকের। ডিরাক কিসের ইউনিট জানেন নিশ্চয় :-)
ওই জায়্গাটা খুব ঘাঁটা লাগে আমার, গান্ধারী নিজে অন্তঃপুরে থাকতে কী করে দ্রৌপদীকে বের করে আনল জোর করে দুঃশাসন? গান্ধারী নিজেই ডান্ডা তুলে ছেলেকে বলতে পারতো তো, "এইখানে বদমাইশি করতে এসেছিস, সাহস তো কম না? পিটিয়ে পাপোশ বানিয়ে দেবো যদি দূর না হোস।"
অথবা হয়তো কাপড় যোগানোর ব্যাপারটা ভানুমতীই করেছিলেন, পরবর্তীকালে পিতৃতন্ত্রের চাপে সেটা চেপে দিয়ে কৃষ্ণের নামে চালিয়ে দেওয়া হয়। ঃ-)
তখন তো শ্রীকৃষ্ণ ম্যাজিক দেখাচ্ছিলেন তাই বোধ হয় উনি আর ইন্টারফেয়ার করেন্নাই
সারদিনে ৫ টা সেন্টেন্স? আপনারা ওঁর সঙ্গে আলোচনা করতেন কী করে? সেই ভদ্রলোক পড়ানই বা কী করে? ছাত্রছাত্রীরা বুঝতে না পেরে অনেক প্রশ্ন করে উস্তুমখুস্তুম করে দিলে, তখন? ঃ-)
kk-এর সাংঘাতিক মেমরি তাহলে। এইরকম মেমরির একজনকে জানি। এক পোলিশ ছোকরা যে বর্তমানে রাটগার্সের অধ্যাপক। সে সারাদিনে ৫টা সেন্টেন্সও বলত কিনা সন্দেহ। একটা ডেটাটেবল মিনিট ৫ দেখার পর না দেখে হুবহু নামিয়ে দিত মেমরি থেকে অনায়াসে।
:|: এহে! তাই নাকি? সেই ভানুমতী কিনা শেষে দুজ্জোর ঘাড়ে?
দ্যুতপর্বের সময় ভানুমতী কি তাহলে ছিলেন না, বাপের বাড়ি বেড়াতে গেছিলেন?
তবে চিন্তা নেই, যে ইন্ফো যুগ এসেছে, যাবে কোথা, সব রেফারেন্সই আস্তে আস্তে ধরা পড়বে। নৃসিংহবাবুরাও আছেন হেল্প করার জন্য। ঃ-)
আ তো জ ৪টে ৫২: ভানুমতী বৌদি হলেন আমাদের দুৰ্যোধনদার বৌ। শ্রীকৃষ্ণ যখন দুৰ্যোধনদাকে বিশ্বরূপ টাইপ কিছু দেখিয়েছিলেন রাজসভায় , তখন দাদা নাকি বলেছিলেন , আমার বৌ এচ্চে ভালো ম্যাজিক জানে।
অথচ অৰ্জুনদা সেই রূপ দেখে কতো কীই না বল্লেন!
হরিবংশে বা অন্য কোনো পুরাণে থাকলেও চলবে। কারণ শাল্ব বলে একজন একটা ক্রিটিকাল সময়ে দ্বারকা আক্রমণ করায় কৃষ্ণ ঐ দ্যূতক্রীড়ার সময় হস্তিনায় থাকতে পারেন নি, যুদ্ধ করতে চলে যান।
এসব নিয়ে এককালে ভালো ভালো সিরিজ বের হত চাঁদমামায়। সিরিয়াসলি জমানো উচিত ছিল। মুশকিল হল ওঁরা রেফারেন্সগুলো দিতেন না।
স্যান্ডি, তাহলে কেকে কে জিগান। কোথায় কে কবে কেমন কাপে চা খেয়েছিলেন, প্লেটে কী কী ছিল জলখাবার--্সেইসব পর্যন্ত উনি মনে রাখেন। আর ছিলেন লামা। তিনি তো তাঁর একবছর বয়সে বালিশে সুতো পাকিয়ে গিঁট দিয়েছিলেন, একেবারে ডাইরেক্ট মনে রেখে বর্ণনা দিয়েছিলেন। ঃ-)
শাল্ব ইত্যাদি ওনারা হলেন গিয়ে নেহাত সাইড ক্যারেক্টার বা সিনেমার এক্সট্রা। হিরোদের গল্পে কি আর এক্সট্রাদের অত কেউ মনে রাখে ?
অটোজ, আপনি এইসব পৌরাণিক গল্প বা গানের লিরিক বা কবিতা এসব মনে রাখেন কি ভাবে? আপনি থাকেন তো বোধ হয় স্টেটসে, সুতরাং হাতের কাছে সব বইপত্র থাকার কথা নয়।
কিন্তু মহাভারতের সেই অম্বার চাহনেওয়ালা ছেলেটার কী গতি হল, সে তো কেউ বললেন না! সময়কালে বিবাহ ও ছেলেপিলে নাতিপুতি সব হলে এঁর নাতিরা কিন্তু পান্ডব-কৌরবদের সমসাময়িক হবার কথা। কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো হিসেব পাওয়া যায় কি এঁর নাতিরা যোগ দিয়েছিল কিনা?
রঞ্জনদা, সেই ভোজরাজের কন্যার নামই কি ভানুমতী যা থেকে ভানুমতীর খেল কথাটা এসেছে ? (বড় বড় জাদুকরদের অনেকেরই কন্যারা বিখ্যাত জাদুকরী, রুশ জাদুসম্রাটের মেয়ে ভাসিলিসা, ভোজরাজের মেয়ে ভানুমতী, আমাদের জাদুকর পিসি সরকারেরও শোনা যায় তিনটি কন্যা, বাবার কাছে ম্যাজিক কি আর শেখে না তারা? ঃ-) )
"ভিভেক কা মুন্ডা অর্থাৎ কিনা বিবেকের মুন্ড।"
সে আর বলতে !
বিবেকের মুণ্ডপাত ও বলা চলে ।যে লোকটার নিজেরই বিবেক বলে কিছু নেই , ;-)