হ্যাঁ সবার পড়া বন্ধ না করা গেলে আর হো অ্যা ইউনি চালানো যাবে কীভাবে। কেমন সুন্দর একটা ঠিকঠাক সরকারি স্কুল সিস্টেমকে একেবারে ধ্বংস করে ফেলা হলো।
আজকাল হিন্দু স্কুলেও সিট খালি থাকে শুনেছি।
হ্যাঁ ঠিকই আছে। যেসব বাবামায়েরা এখন নেকামো করে ইএমাই ইত্যাদির কাঁদুনী গাইছে তারাই একসময় আমাদের পয়সা আছে, অতেব আমরা বড়লোক ইস্কুলে যাবো গাইত। বিপদে পড়লে সবাই সোশালিস্ট, তার আগে সব ল্যাজ ফুলিয়ে ক্যাপিটালিজমের জয়গান করে। শুনতে খারাপ লাগলেও একদম সত্যি কথা।
খারাপ লাগে বাচ্চাগুলোর জন্য। একদিকে প্রাইভেট ইস্কুলগুলোর অমানবিকতা, অন্যদিকে বাবামায়েদের মিথ্যা অ্যাম্বিশন আর স্টেটাসের জেড় পোহাতে হচ্ছে কুচোগুলোর।
এতো ঠিকই আছে। যার পয়সা আছে সে পড়বে। ভাঁড়তে তো এরকমই হচ্চে আজকাল।
টিম, ওগুলোর সবকটাই।
আফ্রিকা দিয়ে সার্চ করতে কফি হাউসের টই দেখায় কেন?
আচ্ছা, এইযে নামী স্কুল, এগুলোর নাম কেন? ইনফ্রাস্ট্রাকচার, ভালো শিক্ষক, ভালো রেজাল্ট, না অন্য কিছু? ভিত্তিটা কী?
আজ শুনলাম চেন্নাইএর কিছু স্কুলে একটা ব্যপার হচ্ছে। অনেক পেরেন্ট স্কুলে যোগাযোগ করছেন, মাইনের কিছুটা ছাড় দেওয়ার জন্য বা ইএমাই করার জন্য। কারন তাঁরা ভয়ানক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। স্কুল কর্তৃপক্ষ এঁদের একজন একজন করে ডাকছে আর বলছে যে হয় মাইনে পুরো দিতে হবে, নাতো আমরা এখুনি টিসি লিখে দিচ্ছি, বাচ্চাকে ভলান্টারিলি পেরেন্ট উইথড্র করে নিলো, এই বলে। মজার কথা হলো, কিছু বাচ্চাকে তাদের পেরেন্টরা এইভাবে উইথড্র করে নিতে বাধ্য হচ্ছেন, কিন্তু ভ্যাকান্সি সাথে সাথে ফিলড হয়ে যাচ্ছে। কারন স্কুলগুলো নামী, ভর্তি হওয়ার জন্য সারা বছর লাইন লেগে থাকে। দুটো স্কুলে এরকম হয়েছে শুনলাম।
টেক টিম, পুনরায় বিরক্তি উৎপাদনের জন্য আসতে হল। দ্বিতীয় অধ্যায়ের লেখাটার অনেক জায়গায় ইংরেজি ফন্ট, যে ফন্টে টাইপ করেছি হুবহু তেমনটা আসছে না।
সমাধানের কোনও রাস্তা?
আমাদের লোকাল ট্রেনে কুসংস্কার নাকি বিগ্যান বলে একটা বই বেড় হত না? ঐরকম বই। আমেরিকা আর আইভি লীগ বলে আরো বেশি সফিস্টিকেটেড ঢপবাজী। এদিক সেদিক থেকে ডেটা চেরি পিকিং। লেখাটা ভক্তি নিয়ে পড়লে মনে হবে ঠিকই তো লিখেছে। আসল কথাটা হল সাদা পুরুষরা যে এগিয়ে আছে তার জন্য কয়েক শতাব্দীর বদমায়েশি নয়, বরন্চ তাদের ইনহেরেন্ট একস্ট্রা অ্যাডভান্সড আইকিউ দায়ী। তাই তাদেরকে সব সুযোগ সুবিধা দিতে হবে। ডাইভার্সিটি, ইকুয়াল অপর্চুনিটি বন্ধ হোক ইত্যাদি।
কই দেখি,এট্টু ছপি টেস করি।
থ্যাঙ্কিউ @Anirban, শুনব।
@একক এর উত্তরটা সোজা। এটা সায়েন্স নয়, সায়েন্সের মোড়কে আসছে। কাউন্টারও হচ্ছে। খুব জোরের সঙ্গেই হচ্ছে।
যদিও, আইকিউ ব্যাপারটাই সিউডো সায়েন্স লাগে, বাকিটা পড়ে দেখলে বোঝা যাবে।
কিন্তু বলব সায়েন্স, অথচ পড়ার সময় রাজনীতি মাথায় রাখতে হবে, ঠিক এই লাইনে ত, গ্লোবাল ওয়ার্মিং এর পেপারের ও বিরোধিতা করে কিছু লোক। ট্রেন্ড টা গোলমেলে।
সেক্ষেত্রে, এটা যদি সায়েন্স না হয় ত সায়েন্টিফিক কাউন্টার হোক। আর যদি সায়েন্স হয়, ত ফিরে আসাতে প্রবলেম কী।
অরিনের সঙ্গে একমত। বাতিল হয়ে যাওয়া রেস্ সায়েন্স/ রেসিস্ট সায়েন্সের আবার একটা কামব্যাক হচ্ছে।
@অরিন,
বেল কার্ভের রিভিউ/সমালোচনা - স্টিভেন জে গুল্ডের করা।
<http://www.dartmouth.edu/~chance/course/topics/curveball.html>
@দীপাঞ্জন, আমি চার্লস মারের লেখা একটি মাত্র বই পড়েছি, The Bell Curve, আপনার উল্লিখিত ও রেকমেন্ডেড এই বইটি আমি পড়িনি। আমার মনে হয় ডাটা ড্রিভেন অ্যানালিসিস অনেক সময়তেই মানুষের কনফারমেশন বায়াসকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করে। গোলমালটা সেখানেই। এই ভদ্রলোক এর আগে The Bell Curve বইটিতে আই কিউ নিয়ে বিস্তর অ্যানালিসিস করে জল ঘোলা করেছেন। আসলে ডাটা কোথা থেকে আসছে আর তাকে কে কোন উদ্দেশ্যে ব্যবহার করছেন, এবং লেখকের পরিচয়, সেইটা বই পড়ার আগে জেনে রাখাটা আমার মনে হয় প্রাসঙ্গিক।
চার্লস মারের লেখা বই কেউ রেকমেন্ড করেছে নাকি?
বোঝো।
"তা এই বইতে ইনি কি লিখেছেন?" - মূলত সাদা এলিট আর সাদা মাস এর মধ্যে ইকোনোমিক আর কালচার ডিভাইড ৫০ বছরে কতটা বেড়েছে তার একটা ডাটা ড্রিভেন এনালিসিস | যে বিভাজনকে এক্সপ্লয়েট করে ট্রাম্পের উত্থান ২০১৬ তে, এটা তার কিছুটা ভবিষ্যৎবাণী |
নামের পাশে ছপি আসছে নাকি? দেখি তো।
একক হাতি ধরার চেষ্টা করছে!
ছবি সেভ করে আপলোড? বেশ
ঐটা দিয়ে ছবি দেওয়া যাবে।
http://anandabazar.4cplus.net/epaperimages/28092020/28092020-md-hr-9/31813761.jpg
ছবি দেব কিভাবে? আগে পুরোনো গুরুতে লিখে কপি করতাম সেটা হচ্ছে না
এটা রেকমেন্ড করলাম -
“Coming Apart: The State of White America, 1960-2010” by Charles Murray
এই ভদ্রলোক ১৯৯৪ সালে রিচার্ড হর্নস্টাইন এর সঙ্গে মিলে The Bell Curve নামে একটি বই লিখেছিলেন যার প্রতিপাদ্য ছিল কালো মানুষ কেন racially inferior তাই নিয়ে। ইনি আবার American Enterprise Institute এর সদস্য, এরা দক্ষিণ পন্থী সংগঠন এবং ঘোরতর climate change denialist group । তা এই বইতে ইনি কি লিখেছেন? এঁর লেখা বই পড়ে আমেরিকান সমাজ চিনতে গেলে অন্ধের হস্তীদর্শণ হবে, এটা বলা যেতে পারে।
হাতিহাতিহাতি
নেস্টেড সাবস্ক্রিপ্ট হচ্চে না কেন?