ওদিকে অর্ণব গোস্বামী সলমনের কত বড় গুণগ্রাহী, এসব কথা সহ একটা পুরানো ভিডিও মার্কেটে ভেসে উঠেছে। কিন্তু লোকজন থোড়াই চাডডিদের মত সংঘবদ্ধ!
"আমি বাঁধিনু তোমা তীরে" সম্বন্ধে দু-চার কথা -
ঈশানের কথা শুনে আমিও বেহাগে ভোট দিতে যাচ্ছিলাম, কিন্তু কোথায় একটা ঝিঁঝিটের সঙ্গেও মিল পাচ্ছি। অথচ দেখলাম গীতিগুঞ্জ বলছে মিশ্র খাম্বাজ। তবে আমরা যে সুর এখন শুনি, সেটা খুব সম্ভবতঃ সন্তোষ সেনগুপ্তর করা সুর। কাজেই গীতিগুঞ্জর ওপর কতটা ভরসা করব জানিনা। তাছাড়া সুরের প্রথমে কোমল নি খুব প্রকট, আরোহনেই। সেটা ঠিক বেহাগের সঙ্গে যাচ্ছে না। আবার ওঠার সময়ে যে শুদ্ধ রে নিয়ে উঠছে সেটা খাম্বাজে মিলছে না। সব মিলিয়ে আমায় যদি ভোট দিতে বলা হয় আমি খম্বাজ-ঝিঁঝিটের একটা মিশ্রতে ভোট দেব।
হ্যাঁ, এগ্রিকালচার বিলের থেকে নজর এড়ানোর জন্য আইপিএল আর বলিউডের কলতলার ঝগড়ার কোনও বিকল্প নেই।
আরে আসল খেলা তো মনে হয় যোগীউড দিয়ে হবে! কাল যোগী সমান্তরাল বলিউডের শিলান্যাস করেছেন, কংগনা বোধহয় বিশেষ অতিথি ছিল!
তবে সলমন খানের সঙ্গে পাঙ্গা নিয়ে কঙ্গনা তো পার পেয়ে যাবে। অর্ণবের কি অবস্থা হবে সেটাই ভাবছি।
কুকুরের টিউনিং টা কী জিনিস? প্রত্যেকেই ইউনিক। তারপরে প্রজাতি বিশেষে কিছু গুণাবলী আলাদা করেও আছে- আহ্লাদি এবং বদ দুইই:-) তবে কুকুরের আকার যত ছোট তত বেশি বদমেজাজি ( ভীতু), চীৎকার করে এবং কামড়ে দিতে পারে।এর সঙ্গে নিরাপত্তাহীনতার নির্ঘাত একটা যোগ আছে। আমার দুটো বাড়ি পরে দুটো বদ কুকুর আছে। একটা পিটবুল অন্যটা টেরিয়ারমিক্স। তারা আশেপাশের যে কোনও বাড়ির লোক দেখলেই দাঁত বের করে গগনবিদারী চিৎকার করে। ভালো করে খেয়াল করলে বোঝা যায় ডাকের মধ্যেও তফাত আছে, কখনো ভয় দেখানোর জন্যেও ডাকে, কখনো কামড়ে দেবে বলেও- ঐ দুজন সারাদিন একা থাকে, এবং মানুষের সঙ্গে প্রায় কোনও সংযোগ নেই, ফলে সবাই শত্রু।এরা বিপদজনক। কান মুলে মানুষ ( কুকুর ) করা সম্ভব না
হ্যাঁ, অনুরাগ কাশ্যপও টার্গেটে আছে। আমি ভাবছি যেসব মহিলা অ্যাক্টররা বিজেপিতে নাম লেখাচ্ছে, তাদের কি অবস্থা হবে যখন আর বিজেপি বিজেপি খেলতে ভালো লাগবে না।
আচ্ছা অভ্যু আজকাল শনি রবিবারে পাঁঠার গায়েহলুদ দেয় না?
একক অমন থিওরির মত করে বলছে দেখে হাসি পাচ্ছে কিন্তু প্র্যাকটিকালি আমরা অনেকেই ত ওইসব করে থাকি। বেশী উত্তেজিত কুকুরের চোখে চোখ রেখে কটমটিয়ে তাকালে থমকে দুই পা পিছিয়ে দাঁড়ায়। চাপা গম্ভীর গলায় যা আ আ ও ও বললে শোনে। আর আমার আম্রিকা থাকার সময় বিচ্ছিরি লাগত কুকুরেরা বাড়ি অবধি সাথে সাথে আসত না বলে। গুরুতেই লিখেছিলাম। আমি এমনিতে কিছুটা কুকুর ম্যাগনেট টাইপ। রাস্তার কুকুরে এসে বিন প্ররোচনায় হাত চেটে দিয়ে চলে গেছে মাঝেমাঝেই।
কঙ্গনাকে দিয়ে হিন্দী ফিল্মটা পুরোপুরি দখল করার ছক । যাতে দেশভক্তি মূলক সিনেমা ছাড়া কিছুই না বেরোয় , তিন খানকে উৎখাত করা যায় ইত্যাদি । অলরেডী তো সলমনকে অর্ণব খিস্তির মধ্যে টেনে এনেছে। একটু লং টার্মে খেলছে ।
*badamejaajee
চেনে বাঁধা থাকলে কুকুরেরা খুব বদনেজাজী হয়ে যায়।
বদ কুকুর, বোকা কুকুর, লোভী কুকুর এরা যথেষ্ট পরিমাণে আচে। তাদের মাঝে মাঝে কুকুরচিত টিউনিং দেওয়া জরুরি।
আর, পাওয়ার রিলেশন মানে বসিং বা বশীকরণ না। ওগুলো আমরা মানুষের রিলেশনশিপ এর আলোয় ভাবি।
রামরাজ্য ও রামপাখির অন্তহীন সীজন টিকিট ঃ-)
এও মনে রাখবেন -
কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়
তা বলে প্রেম দেব না, এমনও কি বলা যায়
হায়
অরিন বাবুর কফি মেশিন টা খুব ই ভালো, আমার এক ভাই আর এক বন্ধু ওদের বাড়িতে আমায় বাড়িতে চমৎকার কফি বানিয়ে খাইয়েছিল , মনে পড়ে গেলো। আমাদের পক্ষে সবটাই আকোয়ার্ড টেস্ট তাই ভালো মন্দ সবসময়ে যে বুঝি , তা না। কিন্তু ভালো মদ আর ভালো কফির, যদি বোঝা যায়, কোন বিকল্প নেই। নিজেকে বার খাওয়ানো র জন্য।
আজকে মহালয়ার অনুষ্ঠান শুনতে শুনতে কেন জানি ডিডিদার সেই বিখ্যাত লেখাটা মনে পড়ল। উৎকলা শুনে বুঝতে না পেরে মামু বলছেন, "উৎপলা? সেন? গান গায়?"
ঃ-)
চীনদেশে পাঠিয়ে দিন।
সব কথার পরেও কিছু ঠ্যাঁটা কুকুর থাকবেই, যারা আপনাকে শত্রু ভাববে এবং কামড়াবে। এমন কি একক - ও তাদের বসিং করে বশ করতে পারবে না ।
এমন একটি অপূর্ব সুন্দর কিন্তু মহা বিচ্ছু কুকুর আমার প্রতিবেশীর , বাড়ির সামনে দিয়ে হাঁটতে দেখলেই চেঁচায়। সাধারণতঃ চেনে বাঁধা থাকে। সেদিন খোলা ছিল, আমি নিজের মনে ফুটপাত দিয়ে শ্লথচরণে হাঁটছিলুম, দৌড়াই নি, নাচি নি, গান গাই নি, কোথাও কিছু নেই, ছুটে এসে ঘ্যাঁক করে কামড়ে দিল :-(
মনে রাখবেন, এহেন পাজি কুকুর সংখ্যায় খুবি কম।
আর একটা কথা , কুকুরে কামড়ে চে মানেই মহা শত্রু ভাবাপন্ন ব্যাপার নয়। সব বাইট এগ্রেসন বাইট না. আমাদের হাত আচে, তাই দিয়ে এমতবস্থায় কান মুলে দি, কুকুর এট্টু কামড়ে দিতে পারবে না !
ষান্ঢ কী আঁখ দেখেচিলুম টাপ্সি পান্নুর জন্যে। কিন্তু কী ঝুল সিনেমা ঃঃ( মূল গল্পটা খারাপ না , সিনেমা হিসেবে হয়নি .
বল্লুম ত, মানুষের এক্সাইটমেন্ট লেভেল ওরা নিতে পারে না সব সময়। ক্রমাগত এক্সপজারে এলে অভ্যস্ত হয় কিছুটা, কিন্তু হাই পিচ - হাই এম্পলিচিউড, ভাইব্রেশন এসব কুকুরের পছন্দের জিনিস না। কামড়ে চে তোকে থামানোর জন্যে, এগ্রেশন বাইট না. হাল্কা শাসন করেচে.
বাড়িতে নাচ গান করলে কুকুর কে ধীরে ধীরে অভ্যেস করাতে হয়. হয়ে যায় .
আমি জানি - ডিসি চেন্নই তে থাকে, চেন্নই তামিলনাড়ুর ক্যাপিটাল, তাও ডিসি ক্যাপিটালিস্ট -
অরণ্যদা :-)) দেখা যাক।
ওয়েল, তোমার মত অত ক্যাপিটালিস্ট মনোভাবাপন্ন য্যান না হয়, সে আশীর্বাদও অবিশ্যি করিচি :-)
অরণ্যদা ধন্যবাদ :-)
অরিনের কফি মেশিনটা চমৎকার! ওটা কি ডেলঙ্গি?
সিনেমা হিসেবে ভালো নয় । চিত্রনাট্য তেমন কিছু নয়। মেকাপ খুবই যাচ্ছেতাই।
আসলে উত্তর প্রদেশের বাগপতের রিভলভর দাদী কে নিয়ে সিনেমা করা হয়েছে জেনেই দেখে ফেলি । আপনার খেলার জগত , কামব্যাক ইত্যাদিতে উৎসাহ আছে তাই বলছিলাম আর কি -
কঙ্গনাক নিয়ে এই গান প্রায়ই শুনি -
ছোটাই এটা তো জানতাম না। আপনার ভাল লেগেছে? তাহলে দেখে ফেলব
অরণ্য,
প্রকাশী তোমর, চন্দ্রা তোমর কে নিয়ে সিনেমাটা দেখেছিলেন ? ষান্ড কি আঁখ ? কঙ্গনা নেই।
খেলার জগত, মেয়েরা, কামব্যাক এই সব -
কঙ্গনা এত অ্যাটেনশন সিকিং কি বলব। মেজর সাইকলজিকাল প্রবলেম আছে। সে আর কি করা, তাও সহ্য করা যাচ্ছিল কিন্তু এই বিজেপি পশ্চারিং আর সহ্য করা যায় না, বিরক্ত লাগে।