@অর্জুন, এদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারো,
অর্জুন | 223.223.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৪460426@অরিন-দা 'বিপাসনা' র সঙ্গে ২০০১- '০২ তে যুক্ত ছিলাম পুনেতে। তারপর আর যোগাযোগ ছিলনা। ইদানিং ওদের মেডিটেশন ইত্যাদির সঙ্গে যুক্ত হতে চাই। ওদের কোনো সেন্টার কলকাতায় কি আছে? এছাড়া এখন কোনো ফেসবুকে অনলাইন প্রোগ্যাম করলে, জানাবেন।
2k20 | 115.114.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩৪460425গুরু ভোক্যাবস টা আপদেট করতে হবে যা দেখছি। টই তোলা / ভাসিয়ে তোলা মানে পুরনো বহু পিছনের টই তে কমেন্ট করে সেগুলোকে সামনে এনে টইপত্তরের রিসেন্ট কমেন্টেড টই লিস্টে ভাসিয়ে তুলে আনা - এইটা নতুন লোকজনের বুঝতে অসুবিধে হচ্ছে মনে হয়।
আহা অরিন যে ডাম্বলডোর বা হার্মিওনি তৈরী করতে পারে তাকে জন্য আমার বেশ লাগত অরিন।
2k20 | 115.114.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:৩০460423আচ্ছা কোট করলে পুরোটা আরেকটা কার্ডের মধ্যে আসছে। এটা শুধু কোটটা ভিতরের কার্ডের মধ্যে, আর যে লিখছে তার লেখাটা ভিতরের কার্ডের বাইরে মূল কার্ডে - এরকম হওয়ার কথা ছিল কি?
-- | 115.114.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৫460422মহিলা গোয়েন্দা পড়তে চাইছ যে, বিবি তথা বিদ্যুল্লতা বটব্যাল পড়েছ?
মনোজ সেন তো প্রাচীন লেখক।
প্রাচীন শুকতারা ইত্যাদিতে কণা সেন এর লেখা পড়েছ (এইটা গোইন্দা ক্যাটাগোরিতে নয়, এমনি) ?
ghetegeche? | 37.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৪460421উত্তর ze জানে ta রে জিগানো লাগে না
আপনাদের না বোঝা আল্টু ভাবটাও mojar
ki বুঝে dol বেঁধে tere eken সে রহস্য আপনাদেরই থাকে
আমার রাউলিং কে চিরকাল ওয়ানাবি লিবেরাল গোত্রের লেগেচে। টল্কেইন যেমন ওপেনলি কনজারভেটিভ কিন্তু অসুবিধে হয়নি, কারন ওনার ওয়ার্ল্ড ভিউতে ইন্টিগ্রিটির খামতি নেই।
রাউলিং, এক্টু রেস কনফ্লিক্ট দেখালুম, এক্টু ভালোর জয়, এদিকে প্রচুর বডি শেমিং ক্লিশে, মেয়েদের নিয়ে ক্লিশে। মানে ঠিক মারকেটে খাপ খাইয়ে চলা ওল্ড স্কুল যেমন হয় আর কী।
সিএস | 49.37.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৫460419অভিলেখ , অধোলেখ যখন লেখা হয়েছে, তখন আন্ডারলাইনকে নিম্নরেখ, বোল্ডকে গাঢ় করা, স্ট্রাইকথ্রুকে মধ্যরেখ করতে পারেন। অথবা নিম্নরেখের বদলে তলায় লাইন, মধ্যেরেখের বদলে কেটে দেওয়া এগুলোও চলতে পারে।
বাঁকাকে বঙ্কিম করতে পারেন। :-)
অরিন | 161.65.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১৩:১০460418"এমনিতে রাওলিংকে বেশ্নপছন্দ করতাম। এই ট্রান্সফোবিয়া দেখে বেশ খারাপ লেগেছে। "
ভদ্রমহিলা বরাবরই গোলমেলে। গল্পগুলোর চরিত্র বিশ্লেষণ করলেও তাই মনে হয় না? স্টিরিওটিপিক রেসিস্ট টাইপের?
একক , সম্ভাবনা নন-একক।
মারাঠি ভাষায় খেঁদির কোন ইক্যুভ্যালেন্ট থাকতে পারে, জানিনা।
খেঁদিমার্কা ডাকনাম থাকলে চেপে যেতে পারে।
আমার মত অনেকেরই ডাকনাম নিয়ে আজন্ম ক্ষোভ আছে তারাও চেপে যাওয়াই প্রেফার করবে।
তবে মাধুরী বাঙালি হলেও খেঁদি ডাকনাম হয়ত হত না।
What is তোলা
☆ রেটিং what is তোলা?
বাংলা ভাষায় প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধে হত আর কি :( সিরিয়াসলি বলছি, আপনার নানা লেখায় মন্তব্য বা এখানকার অনেক পোস্টই ট্যান যাচ্ছে আমার।
অর্জুন | 113.2.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৫460415অনেকে ডাকনামেই বিখ্যাত। ছবি বিশ্বাস (শচীন্দ্রনাথ), পাহাড়ি সান্যাল (নগেন্দ্রনাথ) ভানু বন্দ্যোপাধ্যায় (সাম্যময়) , ছবি বন্দ্যোপাধ্যায় (আলপনা)।
রেডিও ষ্টেশনের এক সময়ের ডিরেক্টর ছিলেন টাইনি চ্যাটার্জি। প্রখ্যাত সমাজকর্মী বাংকার রায়। দিল্লী দূরদর্শনে ইংরেজি খবর পড়তেন এক মহিলা। নাম আসত শুধু 'মিনি'।
@পাইWhatisতোলা? | 37.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:৩৪460414What is তোলা
☆ রেটিং what is তোলা?
ড্র্যাগ কুইন নিয়ে ওল্ড স্কুল অনেক লেখকের সমস্যা আচে। রাউলিং ত ওল্ড স্কুল।
এমনিতে রাওলিংকে বেশ্নপছন্দ করতাম। এই ট্রান্সফোবিয়া দেখে বেশ খারাপ লেগেছে।
মানুষ দোষেগুণে মিলিয়েই হয় জানি, তবু খারাপলাগা এড়াতে পারি না।
নতুন বিভাগের নাম ভালো লাগল।
এবার একটা ফ্যাশন এন্ড স্টাইল বিভাগ হোক। নাম ঃ আহা কী মোদের ছিরি!
ঃ)
S | 2405:8100:8000:5ca1::f:***:*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:২৪460410জে কে রাউলিং একবার কোলকাতার একটা প্যান্ডেলের টাকা চাইতে এসেছিল না?
guruchandali | 136.228.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:২৩460409বিষ্যুদবারের বারবেলায় প্রকাশিত হল গুরুর নতুন সাপ্তাহিক বিভাগ 'খাইদাইঘুরিফিরি'
S | 2405:8100:8000:5ca1::4a6:***:*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:২২460408হৃত্বিক হল ডুগ্গু। গোভিন্দার হল চিচি।
"রবার্ট গলব্রেথের নতুন বই বেরিয়েছে। কিন্তু ভদ্রলোক নাকি ট্রান্সজেন্ডারদের সম্বন্ধে ভুলভাল বকে কেস খেইচিলেন। এদিকে এই বইটার মূল ভিলেন একজন ছেলে যে ক্রস ড্রেসিং করতে ভালোবাসে।" -- শুধু তাই না, "ট্রান্সভেসটাইট সিরিয়াল কিলার", মানে একদম বস্তাপচা স্টিরিওটাইপ | টুইটারে গলব্রেথ অর্থাৎ রাউলিং এর সাথে ট্রান্স কমিউনিটি আর একটিভিস্ট দের যে বাদানুবাদ শুরু হয়েছিল, তার জের এখন উপন্যাসে টানছেন | রিকনসাইল না করে ডাবলিং ডাউন | একটু অদ্ভুত আর অপ্রত্যাশিত |
S | 2405:8100:8000:5ca1::f:***:*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:১৭460406অভয় দেওলের ডাকনাম ডিম্পি।
সেদিন একজন ইউটিউবে বললো ভালো নাম শুভম, ডাকনাম গোপাল। মোস্ট লাইকলি জাঠ।
পাই, ঠিক ঠিক।
কিন্তু মাধুরির ডাকনাম খেঁদি হয়না ঃঃ)
আরে আমি কমেন্টে করা সংখ্যাগুলোর লজিক বুঝতে চাইছিলাম। কেউ কিছু লেখায় মন্তব্য জানানোর দরকার মনে করলে করুন না, পুরানো লেখা হলেই বা কী। অন্যদের পড়াতে ইচ্ছে হলেও তুলতেই পারেন। কিন্তু মন্তব্যে ওই সংখ্যাগুলো দিয়ে কিছুই বুঝতে পারছিলাম না , কেন তোলা। আর প্রচুর প্রচুর পুরানো লেখা একসংগে তুলে দিলে , এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল তা সব ডুবে যায় , সেটা একটা সমস্যার। করা যাবে কি যাবেনা, এরকম কোন নিয়মকানুন যখন কেউ বলেনি তখন বলা হয়েছে ধরে নিয়ে অভিমানের কী মানে !
আরে কমেন্ট করতেই বলছি। আপনি লেখতোলার কথা আলাদা করে বললেন bole বলে বললুম একটা দুটি ওয়ার্ড লিখে ভাসানোর কী মানে . এর বেশি কিছু না . এবার যা ভালো বোঝেন করুন .
এখানে অপছন্দ জানানোর জন্য মালিক হতে লাগেনা , যে কেও জানাতে পারে।
না, এখানে ডাকনাম একেবারেই অন্য নাম। আমাদেরই মত।
নায়কনায়িকাদেরও দেখ। করিনা বেবো , সুশান্ত গুলশন , ঋষি চিন্টু, করিশমা লোলো, প্রিয়াঙ্কা মিমি, মাধুরী বাবলি। এইসব। পুরোই আলাদা নাম।
সুবিনয় | 37.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:০৬460401ভাসিয়ে তোলা boshoy তাই ক্লিয়ার হলো না
আমি তো mobile দে সব dekhte পাচ্ছি
১স্ট page ache ২ন্ড ache ৩র্ড ache ৫ তা page ঠিক মতো ache
ভাসলো কি? ওয়েবসাইট down hoye গেছে?
মালিক na হয়েও যা korlen
মালিক হলে কি করতেন হরি ভালো janben
@siteপাঠককর্তাদ | 37.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১২:০১460400তাহলে site এ পুরাতন লেখায় কমেন্ট
ডিসabled করে দিন।
তাহলে অতীত লেখকরাও জানবেন উনাদেরকে কিভাবে use করা হচ্ছে
আমি নিজের অপছন্দ জানিয়েছি। সাইট কর্তা হলে নির্দেশ দিতুম। কোনো পুরোনো আলোচনা মন্তব্য করে শুরু করা , আর আলগা একটা দুট শব্দ লিখে ভাসিয়ে তোলা কখনোই তুলনীয় নয়.
এর বেশি এনগেজ করব না আপাতত।
সুবিনয় | 37.***.*** | ১৭ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৫46039810 ta lekha ওই page boro jor উঠে আছে
তাতে apnader মতো ঘাঘু পাঠক দের ...