কমেন্ট করা যাবে না পুরাতন লেখায়?
Yes/no উত্তর deben plz
লগিন না করলে বুকমার্ক করা যাবে না। আমি বেশ কটা বুকমার্ক করেছি একটাও টইয়ের লিস্টিতে আসে নি। খামোখা টইপত্তরটা জাম্বলড আপ হয়ে রয়েছে অর্থহীন কমেন্টের থ্যালায়।
Pi প্রশ্নে khocha clear না
একক sekhane ঢুকে khocha জোরালো করলো
আমি ক্যাচালের হিট দিতে আসিনি ,
মনে রাখবেন ক্যাসিনো আর online ফোরাম e জেতার একই নিয়ম - কেউ জেতে na
The house অলওয়েজ wins
তুলতে হবে কেন? যার যা ইচ্ছে সার্চ করে পড়ুন না। চাইলে বুকমার্ক ও করুন। খামখা তুলে এনে রিসেন্ট লেখাকে ডোবানর দরকার কী বুঝিনা। একজনের যেটা ভাল্লাগছে, বাকিদের নাও লাগতে পারে। তাই না ঃঃ)
আমি ডাকনামের আদুরেপনা কোনোদিন উপভোগ করতে পারিনি। এমন ডাকনাম পেলাম যেটা অফিসিয়াল নেম'র মত। অথচ আমার দাদামশয়ায়ের জন্ম ১৯০৯ সালে। সেই যুগে ওঁর ডাকনাম ছিল বোচন।
আমি আগের লেখা খুজছিলাম - আমার মনে হচ্ছিলো ১০ / 11 বছর আগে ...
আগের লেখা ...
তাই বুকমার্ক
কমেন্ট করা = তোলা ?
না করা = নামানো ?
কমেন্ট না করার সিস্টেমটা খুব জটিল। ওটা বোঝানো খুবই চাপের।
" মতামত দিন " এ ট্যাপ করে লিখতে শুরু করুন, লেখা হয়ে গেলে " জমা দিন"।
কমেন্ট করার / নকরার সিস্টেম টা ঠিক কেমন?
অন্য দের হবেনা কেন। হয়। ধরন এক্টু অন্য। লক্সমনপ্রসাদের ডাকনাম লখনিয়া, লাকখু এসব খুব চলে।
ফরমাল নেমের সংগে সম্পর্কহীন ডাকনাম বাংগালি দের মধ্যে বেশি শুনেচি। এবার অঞ্চলভেদে ভিন্নতা থাক্তেই পারে। সবাইকে ত জানিনা।
তবে অনেক অবাংালির ডাকনাম থাকে , ইউজকরতে স্বচ্ছন্দ না. বাঙালি এসব ব্যাপারে খুল্লম খুল্লা।
্কিন্তু টইয়ের একি দশা ! লেখাগুলো কোন লজিকে তোলা বোঝা গেলে ভাল হত। মন্তব্যে তো একটা সংখ্যা লেখাপ্রকাশের সাল। অন্যটা কি ইউআরএল কোন নং ?
ডাকনাম শুধু বাংলিদের হয় , এটা আরেকটু ডাটা সেট নিয়ে দেখা দরকার কিন্তু। আজ আবার জিগেশ করলাম, এখানে সবার ঘরে দু'তিনটে নাম আছে বলল। উত্তর ভারতেও। নানা গল্প উপন্যাস সিনেমাতেও তো তাই দেখেছি। প্রচুর হিন্দি সিনেমায় নায়ক নায়িকাকে বাড়িতে ডাকনামে ডাকে। বাচ্চাদের চরিত্রকে তো ডাকেই। আরো মনে করে দেখলাম সিনেমার নায়ক নায়িকাদের ডাকনামের উল্লেখও দেখেছি।
দিল্লির কোনো কোনো বাড়িতে বড় ছেলে কুকুর দুজনেরই এক নাম, টোনি।
বাঙালিদের মধ্যে দিদি, দাদা, কাকা, পিসিদের আগে 'রাঙা', 'ফুল', 'ধন', 'ন' এসব আগেকার ডাক আমার দারুণ লাগে।
ডাঃ বিধান রায় নাকি পরিচিতদের ডাকনামেই ডাকতেন। ডাকনাম গুলো অনেক সময় ওঁরই দেওয়া। ভবতোষ দত্তের 'আট দশক' এ পড়েছিলাম উনি যখন পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা সেই সময় রাইটার্স বিল্ডিঙে রেগুলর যেতে হত। কিছু দরকারে মুখ্যমন্ত্রীর কাছে গেলেও নাকি উনি বলতেন 'ও, এটা ভোদো বলতে পারবে। ওটার জন্যে পদুর কাছে যাও।' ঃ-)) ভবতোষ বাবু লিখছেন 'এবার অন্যদের কি করে জিজ্ঞেস করি, ভোদো, পদু কে'? ঃ-))
আমার মায়ের ঠাকুদ্দারা চার ভাই ছিলেন। নাম যথাক্রমে খ্যাঁদা, নদা, গুন্তু, গদা।
চিত্রলেখা চৌধুরীকে 'রবীন্দ্র সংগীত' র একমাত্র 'পুরুষ কণ্ঠ' বলা হত। আমি কয়েকজনের কাছে শুনেছি। এটা কি সত্যি?
কিন্তু কেন? :-)
এই ব্যাপারে বাঙালদের জুড়ি মেলেনা। সচিনকে ডাকবে শৈচ্যা।
ডাকনামকে যথেচ্ছ হ্যাটা করে ডাকাটাও বেশ কমন। এককএর কথায় মনে পড়ল ছন্দোময়'্কে ছ্যাঁদা বলে ডাকা। এই ভাটেই একজন লিখেছিলেন।
এই পাঞ্জাবি দের মধ্যে দেখেচি, ডাকনামে আশির দশকের ইংরিজি এবং এক্টু সুইট সাউন্ডিং নামের প্রচলন আচে। যেমন বল্লেন ওই ববি, তারপর হানি। তারপর ডাম্পি। এগুলো সত্তর আশির দশকে পাঞ্জাবিদের " কানাড্ডা" প্রীতির থেকে এসেচে কীনা সিওর নই।
@এলেবেলে, চিত্রলেখা চৌধুরীর স্বামী ডঃ সুবোধ সোম Statistician ছিলেন। আপনাকে বলেছিলাম কিনা জানিনা, উনি সম্পর্কে আমার পিসি হন। ওঁর মা চিত্রনিভা কলাভবনের প্রথম পাঁচজন ছাত্রীর মধ্যে একজন। বেঙ্গল স্কুলের শেষ শিল্পী। বাংলা একাডেমীর চিত্রমালা সিরিজ থেকে ওঁর জীবনী বেরিয়েছে।
চিত্রা পিসিকে নিয়ে একটা ডকুমেন্টরির প্ল্যান আমার অনেকদিনের। কবে হবে জানিনা!
অজয় দেওলের নাম সানি, বিজয় দেওলের নাম ববি।
//এখন এরকম কিন্তু হয় , নীচু জাতের মানুষেরা উঁচু জাতের আধিপত্য ভাঙ্তে গিয়ে তাদেরই কিছু ব্যাপার আবার ব্যবহার করে !//
এখন? বলেন কি কত্তা! আহা, ইহা আমার ভগোমানকে বিসজ্জোন দেওয়ার অন্যতম মন্ত্র!
নো, কর্তার দাপট সর্বত্র আছে। কিন্তু সেই বিষয়ক আইনটা বাংলায় তৈরি হয় আর তাকে বৈধতা দেয় ... + ... = ভগোমান!!!
হেজিমনি একদিকের ড্রাইভিং ফ্যাক্টর। অপরদিকে আরেকটি জিনিস আচে, যা বাংগালিদের ক্ষেত্রে এক বা একাধিক ডাকনামের জন্ম দেয়।
তা হল, বাংগালীদের, ডাইগ্রেস করার প্রবনতা, সাবভারস করার ন্যাচেরাল ইন্সটিনক্ট। একটা জমকালো ভালো নাম নলীনাক্ষ, তার ডাকনাম পচা। অনেক ক্ষেত্রেই যতটা ইন্সটিটিউশনাল ভালো নাম, তাকে চূড়ান্ত ভেংচে তিন চারটে ডাক নাম। ব্যতিক্রম আচে, কিন্তু এটা ট্রেইট।
এই একদিকে চূড়ান্তভাবে ইন্সটিটিউশনের পা চাটা, আর ভেতরে সরবদা বয়ে চলা সাবভারশনের চোরা স্রোত, দুটোর মিলিত ফল হল, বাংগালি নাম কাহিনি।
আর প্রথমেই বলেছিলাম নামকেই ছোট করে ডাকনাম বানাবার কথা না, সে প্রায় সর্বত্র আছে। উইলিয়ামকে বিল, রিচার্ডকে ডিক সুজানকে সুজি ইত্যাদি। বাঙালিদের ক্ষেত্রে বেশিরভাগই নামটাই সম্পূর্ণ আলাদা হয়, যেমন লোপামুদ্রার ডাকনাম পলি কিম্বা মিনি।
কর্তার দাপট উত্তর থেকে দক্ষিণ কোথায় নেই ?
- নমঃ শুদ্রদের মধ্যে দ্বাদশ রুদ্র অভিধাটি শুনেই মনে হয় এরকম শব্দ বেদ - পুরাণে থাকার কথা। আছেও মনে হয়। অষ্টবসুর মত। এখন এরকম কিন্তু হয় , নীচু জাতের মানুষেরা উঁচু জাতের আধিপত্য ভাঙ্তে গিয়ে তাদেরই কিছু ব্যাপার আবার ব্যবহার করে ! কোন কোন গোষ্ঠী পুরাণ - শাস্ত্র ইত্যাদির চরিত্রদের সাথে নিজেদের যুক্ত করে।
সে কর্তা'র প্রাবল্য উত্তরভারতে কিছু বেশী ছাড়া কম নেই। মানে সেই প্রাবল্য এখনো ঘতমান বর্তমান।
স্যার, অনেক অনেক ধন্যবাদ। অনেক স্মৃতি ফিরিয়ে দিলেন নতুন করে। ১৯৮৭-তে প্রথম শোনা শুধু এই গানটির ডিজিট্যাল ভার্সনটি সংগ্রহে ছিল না। আজ কমপ্লিট হল। আনন্দে চোখে জল এসে যাচ্ছে মাইরি।